• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

ইউনাইটেড এয়ারে সর্বনিম্ন ভাড়ায় ভ্রমণ:ঢাকা-চট্টগ্রাম থেকে কলকাতা ৬৯১৩ টাকা


প্রকাশিত: ৩:৪৮ পিএম, ১২ সেপ্টেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৬ বার

United final20130918081439বিশেষ প্রতিবেদক.ঢাকা:  ঢাকা-কলকাতা-ঢাকা ও চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে এখন থেকে সর্বনিম্ন ভাড়ায় ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। ঢাকা ও চট্টগ্রাম থেকে ৬৪ আসনের এটিআর-৭২ এয়ারক্রাফট দিয়ে কলকাতা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ঢাকা-কলকাতা রুটে ওয়ানওয়ের জন্য নূন্যতম ভাড়া ৬৯১৩ টাকা এবং রিটার্ণ ভাড়া ৯৯০৫ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ানওয়ের জন্য নূন্যতম ভাড়া ৭৩৭৮ টাকা এবং রিটার্ণ ভাড়া ৯৯০৫টাকা নির্ধারণ করা হয়েছে। সকল ভাড়ায় ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ জানান, ইউনাইটেড এয়ারওয়েজের টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্যাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ২৪ ঘন্টার জন্য যোগাযোগ-০৯৬০৬৪৪৫৫৬৬।