• বৃহস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫

ইউনাইটেড এয়ারের প্লেসমেন্ট শেয়ার ইস্যু অনুমোদন


প্রকাশিত: ৪:০৩ এএম, ২ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৭ বার

বিশেষ প্রতিনিধি   :  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) 33লিমিটেডকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (০১ জুন) বিএসইসির ৫৭৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪০ কোটি ৮ লাখ ৮ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ইস্যু করে ৪০০ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা সংগ্রহ করতে পারবে। প্রাইভেট প্লেসমেন্টের যেসব কোম্পানিকে শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো– সুইফট এয়ার কার্গো, ফনিক্স এয়ারক্র্যাফট লিজিং এবং টিএসি অ্যাভিয়েশন লিমিটেড।

প্লেসমেন্টের মাধ্যমে প্রাপ্য শেয়ার সুইফট এয়ার কার্গোর ক্ষেত্রে ৩ বছর, ফনিক্স এয়ারক্র্যাফট লিজিংয়ের ক্ষেত্রে ১ বছর এবং টিএসি অ্যাভিয়েশন লিমিটেডের ক্ষেত্রে ১ বছর লক ইন থাকবে।

ইউনাইটেড এয়ার প্লেসমেন্টের মাধ্যমে উত্তোলিত অর্থ বিমান ক্রয় এবং এ সংক্রান্ত বর্তমান দায় পরিশোধের কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।