• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ইংরেজের ঘরে মন্ত্রী নূরের মেয়ে


প্রকাশিত: ৭:১৪ পিএম, ৯ সেপ্টেম্বর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৯০ বার

asadujjaman-nurer-maya-www.jatirkhantha.com.bd.11বিশেষ প্রতিনিধি :  ইংরেজের ঘরে গেলেন মন্ত্রী নূরের মেয়ে। বিয়েও হলো ঘটা করে। নন্দিত অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শাহীন আখতার দম্পতির একমাত্র মেয়ে সুপ্রভা তাসনিমের। ব্রিটিশ নাগরিক টিমথি স্টিফেন গ্রীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মন্ত্রীকন্যা।মন্ত্রী কন্যার বিয়ে উপলক্ষ্যে সেখানে বসেছিল তারকার মেলা।
asadujjaman-nurer-maya-www.jatirkhantha.com.bd
শুক্রবার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা গলফ গার্ডেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
মন্ত্রীকন্যার বিয়েতে রাজনীতিকদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন শোবিজ তারকারাও। আলো ঝলমলে গলফ গার্ডেনে তারকাদের asadujjaman-nurer-maya-www.jatirkhantha.com.bd.22উপস্থিতি বিয়ের আনন্দ আরও বাড়িয়ে দেয়।তানভিন সুইটি, তারিন, সামিয়া, আখি আলমগীরসহ একঝাঁক তারকাকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে।