• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

ইঁদুরে খেলো এটিএম বুথের ১ লাখ!


প্রকাশিত: ৭:১১ পিএম, ২০ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৪ বার

 

ডেস্ক রিপোর্টার :  ইঁদুরে খেলো এটিএম বুথের ১ লাখ!; শুনতে অনেকটা অবাক মনে হলেও ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার(এসবিআই) একটি এটিএম বুথের প্রায় ১২ লাখ ৩৮ হাজার রুপি কেটে কুচিকুচি করে ফেলেছে ইঁদুর। তবে বুথটি থেকে ১৭ লাখ রুপি অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান ব্যাংকটির এক কর্মকর্তা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গত ২০ মে থেকে এটিএম বুথটি বিকল হয়ে পড়েছিল। তারপর গত ১১ জুন সেটি মেরামত করতে যায় কিছু মেরামতকর্মী। তারা ২ হাজার এবং ৫০০ রুপির কুচিকুচি করা নোটগুলো দেখে অবাক হন।ব্যাংকটির কর্মকর্তাদের মতে, গত ১৯ ‘এফআইএস: গ্লোবাল বিজনেস সল্যুশন’ নামের গুয়াহাটির একটি আর্থিক প্রতিষ্ঠান বুথটিতে ২৯ লাখ রুপি জমা করে।

তারপরেই বুথটি বিকল হয়ে পড়ে।তবে প্রকৃতপক্ষে ঘটনাটি এমন কিনা সেই ব্যাপারে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। তাই ঘটনাটি তদন্ত করতে তিনসুকিয়া থানায় অভিযোগ করেছে সরকারি ঋণদাতা সংস্থাটি।