ইঁদুরে খেলো এটিএম বুথের ১ লাখ!
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গত ২০ মে থেকে এটিএম বুথটি বিকল হয়ে পড়েছিল। তারপর গত ১১ জুন সেটি মেরামত করতে যায় কিছু মেরামতকর্মী। তারা ২ হাজার এবং ৫০০ রুপির কুচিকুচি করা নোটগুলো দেখে অবাক হন।ব্যাংকটির কর্মকর্তাদের মতে, গত ১৯ ‘এফআইএস: গ্লোবাল বিজনেস সল্যুশন’ নামের গুয়াহাটির একটি আর্থিক প্রতিষ্ঠান বুথটিতে ২৯ লাখ রুপি জমা করে।
তারপরেই বুথটি বিকল হয়ে পড়ে।তবে প্রকৃতপক্ষে ঘটনাটি এমন কিনা সেই ব্যাপারে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। তাই ঘটনাটি তদন্ত করতে তিনসুকিয়া থানায় অভিযোগ করেছে সরকারি ঋণদাতা সংস্থাটি।