• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

আশুলিয়ায় পোশাক শিল্পে উত্তেজনা-বিজিবি মোতায়েন


প্রকাশিত: ৪:১২ পিএম, ২১ ডিসেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

asulia-bgb-www-jatirkhantha-com-bdআশুলিয়া প্রতিনিধি  :  আশুলিয়ায় বন্ধ করে দেয়া ৫৫টি পোশাক কারখানার নিরাপত্তার স্বার্থে আজ বুধবার সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।  বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, নিরাপত্তার স্বার্থে আশুলিয়া এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে মঙ্গলবার ৫৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণার পর আজ সকাল থেকেই পোশাক শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় স্থানীয় থানার পুলিশের পাশাপাশি শিল্প পুলিশও মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।