আশুলিয়ায় পুলিশের ওপর হামলার দায় স্বীকার আইএসের
অনলাইন ডেস্ক রিপোর্টার: আশুলিয়ায় পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে এক কনস্টেবল হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি সংগঠন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইন্টেলিজেন্স গ্রুপ’ আজ এ তথ্য জানিয়েছে।
এর আগে রাজধানীর গুলশানে ইতালির নাগরিক সিজার তাভেলা, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা এবং হোসনি দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল আইএস। তবে আইন-শৃঙ্খলা বাহিনী বরাবরই আইএসের এসব দাবি অস্বীকার করে আসছে।
বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার বাড়ৈপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে হামলা চালায় দুবৃত্তরা। এ সময় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় কনস্টেবল মুকুল হোসেনকে (২৪)। আরেক কনস্টেবল নূরে আলমকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এরআগে গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে এলাকার একটি চেকপোস্টে আরেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়।
ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, জঙ্গি ও মানবতাবিরোধীদের বিচার নস্যাৎ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতা চালানো হচ্ছে।