• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করবেন না-হাসিনা


প্রকাশিত: ১০:১৭ পিএম, ১৬ আগস্ট ১৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫০ বার

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
স্টাফ রিপোর্টার, ঢাকা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আল্লাহ ছাড়া কারও কাছে তিনি মাথা নত করবেন না। তাঁর হারাবার কিছু নেই। তিনি তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশের জন্য কাজ করে যেতে চান।

‘এ দেশের মানুষ আমাদের সুযোগ দিয়েছে। প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’ বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ২১ বছর এ দেশে বঙ্গবন্ধুর নাম নেওয়াই নিষিদ্ধ ছিল। রেডিও-টিভিতে বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। সাহস করে কেউ নিতে চাইলে তাঁকে নির্যাতন করা হতো। কিন্তু শত চেষ্টা করেও মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম তারা মুছে দিতে পারেনি।

আজ শনিবার বিকেলে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ভয়-ভীতি নেই। আমার হারাবার আর কী আছে? মা-বাবা, পরিবারের সবাইকে হারিয়েছি। এখন কী পেলাম, না পেলাম, সেটা বিষয় নয়, মানুষকে কী দিতে পারলাম, এটাই মূল কথা। মৃত্যুর পর বাবাকে গিয়ে বলতে পারব যে বাংলার মানুষ আপনাকে ভালোবেসেছিল, তাদের জন্য কিছু করে এসেছি।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এ দেশের মানুষ আমাদের সুযোগ দিয়েছে। প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’ বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ২১ বছর এ দেশে বঙ্গবন্ধুর নাম নেওয়াই নিষিদ্ধ ছিল। রেডিও-টিভিতে বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। সাহস করে কেউ নিতে চাইলে তাঁকে নির্যাতন করা হতো। কিন্তু শত চেষ্টা করেও মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম তারা মুছে দিতে পারেনি।