• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

আল্লাহ ও ঈশ্বর’র নামে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী


প্রকাশিত: ৮:৪৯ পিএম, ২৭ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

কলকাতা থেকে মিরা নায়ার   :   ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে আল্লাহ ও Momota didi-www.jatirkhantha.com.bdঈশ্বর’র নাম নিয়ে শপথগ্রহণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার দুপুরে তিনি এ শপথ গ্রহণ করেন। গভর্নর কেশরী নাথ ত্রিপাঠি তাকে শপথবাক্য পাঠ করান।কোলকাতা রেড রোডে আজ মমতার পাশাপাশি শপথ গ্রহণ করেন মন্ত্রীসভার অন্য সদস্যরা। মমতা মন্ত্রীসভায় ৭ মুসলিম বিধায়ক শপথ নেন।

গতবার ছয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী থাকলেও এবার তা বেড়ে সাত জনে পৌঁছেছে। এরা হলেন- রাজ্য জমিয়তে ওলামায়ে হিন্দ প্রধান মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, আব্দুর রেজ্জাক মোল্লা, গিয়াসউদ্দিন মোল্লা, জাভেদ খান, গোলাম রব্বানি এবং জাকির হোসেন।

1আজ মমতা বন্দ্যোপাধ্যায়সহ মোট ৪৩ জন মন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বাংলাদেশের শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ শপথ নেয়ার পরে মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় রাজ্য সচিবালয় নবান্নে প্রবেশ করেন। সেখানে তাকে কোলকাতা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। নবান্ন থেকে তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নবান্নে পৌঁছানোর পরে মমতা আজ সাংবাদিকদের বলেন, ‘আজ বাংলার এক ঐতিহাসিক দিন। আমাদের রাজ্যে অনেক গুরুত্বপূর্ণ অতিথি এসেছেন দেশ এবং বিদেশ থেকে। তার জন্যে আমরা খুবই গর্বিত। আমি একজন সাধারণ মানুষ। সাধারণের সঙ্গে এবং সাধারণের জন্যেই কাজ করতে চাই।’

আজ মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্য থেকে যে ধারার নেতা-মন্ত্রীরা শামিল হয়েছেন তাতে দেশে বিজেপি বিরোধী জোটের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। মমতার শপথ অনুষ্ঠানের নেপথ্যে সাম্ভাব্য সেই জোটের মহড়াও হয়ে গেল বলে তারা মনে করছেন।