• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আজ কোরবানি’র ঈদুল আযহা


প্রকাশিত: ২:১২ এএম, ১৩ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৬০ বার

 

বিশেষ প্রতিনিধি : আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আজ কোরবানি’র ঈদুল আযহা।সবাইকে ঈদ-মোবারক।আর মাত্র কয়েক eid-mubarok-www-jatirkhantha-com-bdঘন্টা পর রাত পোহালেই পালিত হতে যাচ্ছে মুসলমান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

হিজরী সন অনুসারে ১০ জিলহজ অথ্যাৎ ১৩ সেপ্টেম্বর সারা দেশে জুড়ে উদযাপিত হবে এই ঈদ। এ ঈদে স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হয়। বরাবরের মতো এ বছরও ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়।

ইসলাম ধর্মমতে, প্রায় চার হাজার বছর আগে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নবী হযরত ইব্রাহিম (আ.) তাঁর ছেলে হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর কুদরতে হজরত ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। স্রষ্টার প্রতি নবীর এই নিবেদনের মহিমার কথা স্মরণ করে মুসলমান সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেন।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঈদুল আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়া যদি খারাপ থাকে, ৮টার পরিবর্তে সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এর প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

এছাড়া, বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়। জানা গেছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদে উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ কোরবানির ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় কোরবানির ত্যাগের মর্ম অন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিংসা-বিদ্বেষ ভোলার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে।

ঈদুল আজহা উপলক্ষে জাতিরকন্ঠের সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, সকল সংবাদ কর্মী সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিরকন্ঠ সম্পাদক শফিক রহমান।