আল্লাহর লীলা-প্লেনে দাউদাউ আগুন তারপরও পাইলটসহ সবাই বেঁচে গেল!
ওয়াশিংটন থেকে লীনা জন : একেই বলে আল্লাহর লীলা-একটি প্লেনে দাউদাউ আগুন লাগার পরও পাইলটসহ সবাই বেঁচে গেল! ওয়াশিংটনের মুকিলটেও শহরে ঘটেছে এঘটনা। ঘটনার সময় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক চালক। বিমানবন্দরের কাছেই রাস্তার একটি মোড়ে সিগন্যালে আটকে যায় গাড়িটি। গাড়ির ড্যাশক্যামটি চালু ছিল সেই সময়। আর এই ক্যামেরাতেই ধরা পড়ে ভয়ঙ্কর এক ভিডিও।
জানা গেছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের মুকিলটেও শহরে। টেক অফ করার সামান্য পরেই একটি বৈদ্যুতিন পোলে ধাক্কা মারে ছোট একটি বিমান। তৎক্ষণাৎ আগুনের হলকা দেখা যায় বিমানটির গায়ে। মুহূর্তের মধ্যে দ্রুত নীচে নামতে থাকে সেটি। দ্রুতগতিতে নীচে নামার সময় দাউদাউ করে আগুন ধরে যায় বিমানটিতে। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। মাটিতে আছড়ে পড়ে বিমানটি।