• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

আল্লাহকে মানলেই দুনিয়ায় মুক্তি:ইসলামী সমাজ


প্রকাশিত: ৯:০২ পিএম, ২৮ জানুয়ারী ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৯৮ বার

ডেস্ক রিপোর্টার : ‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে পৃথিবীতে তাঁর প্রতিনিধি করেছেন। এমতাবস্থায় তাদের উচিত আল্লাহকে মেনে নিয়ে তাঁরই আইন-বিধান মেনে চলা। এতে’ই নিহিত আছে দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি এবং আখিরাতের জীবনে মুক্তি।ইসলামী সমাজের উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব, ঢাকায় কনফারেন্স লাউঞ্জে “মানুষই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামীনের প্রতিনিধি এবং মানুষের দায়িত্ব ও কর্তব্য” এ বিষয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতির ভাষণে ইসলামী সমাজের আমীর এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের অধীনে জোট, ভোট কিংবা উগ্রতা ও সশস্ত্র লড়াই নয়! ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে ঈমানদার সৎ কর্মশীলগণের সমাজ গঠন আন্দোলনই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি।পরে ইসলামের দাওয়াতী আন্দোলনে শামিল হওয়ার জন্য ঢাকা মহানগরীর ১২ টি অঞ্চলে দায়িত্বশীলসহ নাম ঘোষনা করা হয়। ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা জনাব মুহাম্মাদ ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংঘঠনের কেন্দ্রীয় নেতা আবু জাফর মুহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর প্রমূখ।