• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

আলোকচিত্রী শহিদুলের মুক্তি দাবি


প্রকাশিত: ৪:৩৪ পিএম, ৬ আগস্ট ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৬৩ বার

 

স্টাফ রিপোর্টার : আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি দাবি করেছে তার পরিবার। আজ সোমবার সকালে ডিবি অফিসে শহিদুল আলমের খোঁজ নিতে যান স্ত্রী রেহনুমা আহমেদসহ পরিবারের সদস্যরা। সেখানে এ দাবি করেন তারা। এসময় রেহনুমা আহমেদ জানান, মহানগর গোয়েন্দা অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে আজ সকালে পরিবারের সদস্যদের আসতে বলা হয়।

তিনি দাবি করেন, গতকাল রাত ১০টার কিছু পর ধানমণ্ডির বাসা থেকে শহিদুল আলমকে ডিবি পরিচয়েই নিয়ে যাওয়া হয়। লিফট থেকে নামিয়ে গাড়িতে তোলার সময় শহিদুল আলমের চিৎকার শুনে বের হয়ে আসেন তিনি। ডিবি পরিচয়ের লোকজন যাওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজ- সংরক্ষণের ডিভিআর বক্সও নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা। রাতেই এ বিষয়ে ধানমন্ডি থানায় অভিযোগ করেন শহিদুল আলমের স্ত্রী।