• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

আ’লীগে-হায়রে কপাল মন্দ..


প্রকাশিত: ৩:১৯ পিএম, ২৫ অক্টোবর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৭৯ বার

 

4বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আরও ২২ সদস্যের নাম ঘোষণা করেছেন দলটির নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) তিনি এসব সদস্যদের নাম ঘোষণা করেন। এ কমিটিতে নতুন অনেকে যেমন স্থান করে নিয়েছেন, তেমনি বাদ পড়েছেন অনেকে।

সাংগঠনিক সম্পাদকের মধ্যে বাদ পড়েছেন বীর বাহদুর এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ ফরিদুর নাহার লাইলি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জিমানা ভুইয়া ডব্লিউ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।

শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন নুরুল ইসলাম নাহিদ। তিনি নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন।এছাড়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আহম মোস্তফা কামাল ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর বাদ পড়েছেন।