• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

আ’লীগপন্থী কাউন্সিলররা মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে


প্রকাশিত: ২:০৩ পিএম, ২ এপ্রিল ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৮ বার

rcc_mayor_bulbul-www.jatirkhantha.com.bd

রাজশাহী প্রতিনিধি  :  রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়রের দফতরে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী কাউন্সিলররা। এতে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও দায়িত্বে ফিরতে পারছেন না মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।

জানা গেছে, রোববার সকালে দায়িত্ব বুঝে নেয়ার কথা মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের। কিন্তু তার যাওয়ার আগেই আওয়ামীপন্থী কাউন্সিলররা মেয়রের দফতরে তালা ঝুলিয়ে দিয়েছে।

সকাল ১০টার দিকে বুলবুল সিটি কর্পোরেশনের নিজ দফতরে গিয়ে তালা দেখতে পান। নিজ দফতরে ঢুকতে না পারলেও তিনি নগর ভবনেই অবস্থান করছেন। শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ মে বরখাস্ত হন রাসিক মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৭ মার্চ তার পদ ফিরিয়ে দিতে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সে অনুযায়ী আজ তার দায়িত্ব বুঝে নেয়ার কথা।