• মঙ্গলবার , ১৩ মে ২০২৫

আলকায়েদার থাবায় ভারত বাংলাদেশ- মিয়ানমার


প্রকাশিত: ২:২৭ এএম, ৫ সেপ্টেম্বর ১৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

 

আয়মান আল জাওয়াহিরি

 

  ডেস্ক রিপোর্ট, ঢাকা:
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার নজর পড়েছে এবার ভারতীয় উপমহাদেশের দিকে। এই লক্ষ্যে আল-কায়েদার ভারতীয় শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রধান আয়মান আল জাওয়াহিরি। নিশানায় আছে বাংলাদেশেরও নাম।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ-সংক্রান্ত ঘোষণা দেন আল-কায়েদার প্রধান।
৫৫ মিনিটের ওই ভিডিও বার্তায় আরবি ও উর্দু ভাষার মিশ্রণে জাওয়াহিরি বলেন, এই পদক্ষেপ ভারতীয় উপমহাদেশে ইসলামি আইনের প্রসার ও জিহাদের পতাকা সমুন্নত রাখবে।
ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা প্রতিষ্ঠাকে মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের আসাম, গুজরাট, আহমেদাবাদ, জম্মু ও কাশ্মীরের মুসলমানদের জন্য খুশির সংবাদ বলে অভিহিত করেছেন জাওয়াহিরি। তিনি উল্লেখ করেন, আল-কায়েদার নতুন এই শাখা অন্যায় ও অবিচার থেকে মুসলমানদের উদ্ধার করবে।
আল-কায়েদার প্রধান বলেন, অঞ্চলটির (উপমহাদেশ) মুসলমান জনগোষ্ঠীকে বিভক্তকারী কৃত্রিম সীমান্ত নবগঠিত বাহিনী ভেঙে দেবে।
বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানে আল-কায়েদা সক্রিয় আছে।