• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

আম্মা ও শিশিরকে মা দিবসের শুভেচ্ছা-সাকিব, তোমার হাঁসিই এগিয়ে যাওয়ার প্রেরণা মা-মুশফিক


প্রকাশিত: ১২:৫০ পিএম, ৮ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

স্টাফ রিপোর্টার   :   আজ বিশ্ব মা দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালন করা 1হয়। যদিও একটি বিশেষ দিনে মধ্যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সীমাবন্ধ নয়। তারপরও মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে দীর্ঘদিন ধরে এই দিনটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে বিশ্বের সকল মায়েদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

ফেসবুকে সাকিব লিখেছেন, ‘আম্মা ও শিশিরকে মা দিবসের শুভেচ্ছা। মা হিসেবে আপনারা আপনাদের সন্তানদের কাছে কতটা স্পেশাল তা একদিনে বোঝানো সম্ভব না, পৃথিবীর সকল মায়েদের জন্য রইলো শ্রদ্ধা ও ভালোবাসা’।

3অন্যদিকে, ফেসবুকে মুশফিক লিখেছেন, ”মানুষ বলে প্রথম দেখায় নাকি ভালোবাসা হয় না, কিন্তু পৃথিবীতে এসে তোমাকে প্রথমবার দেখেই আমি ভালোবাসতে শিখে ফেলেছি। আমি শিখেছি, মাকে ভালোবাসতে মুখের ভাষা লাগে না, মুখের একটি হাঁসি হাজার বাক্য বলে দেয়। তোমার এই মুখের হাঁসিই আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, মা! তোমাকে ও পৃথিবীর সকল মায়েদের জানাই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।”