• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

আম্বার গ্রুপের চেয়ারম্যান রাসেলের তিন মাসের জামিন


প্রকাশিত: ২:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

স্টাফ রিপোর্টার  :  আম্বর গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন দিয়েছে amber-rasel-www.jatirkhantha.com.bdহাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। এ ছাড়াও তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না এই মর্মেও রুল ইস্যু করেছে আদালত।

রাজউকের ১০ কাঠা প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় গত ৮ ফেব্রুয়ারি রাসেলকে গ্রেফতার করে দুদক। পরে তাকে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন রাসেল। তার পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।