• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

আমি সুস্থ আছি: সাকিব-ঢাকায় আনা হচ্ছে পাইলটকে


প্রকাশিত: ৩:২৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

 

উখিয়া প্রতিনিধি : সুস্থ আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলটকে ঢাকায় আনা coxs-helicopter-www-jatirkhantha-com-bdহচ্ছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী হেলিকপ্টার। এমন ঘটনার পর সুস্থ সাকিব কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে। সাকিব তাকে বলেছেন, ‘আমি সুস্থ আছি।’

sakib-halicopter-www-jatirkhantha-com-bdএই ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন। তাই এমন ঘটনাকে দুঃখজনক বলেছেন সাকিব, ‘আমি সুস্থ থাকলেও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা শুনে বিস্মিত হয়েছি। ব্যাপারটি সত্যিই দুঃখজনক।’

সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরসহ কক্সবাজারে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে কাজ করতে গেছেন। কাজ শেষে কাল শনিবারই ঢাকায় ফেরার কথা সাকিব আল হাসানের।