• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

আমির-কিরণের সমাজসেবা


প্রকাশিত: ৩:৩১ পিএম, ৪ ফেব্রুয়ারি ১৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৭০ বার

image_48684.aamirkhan-dec5শুরুটা হয়েছিল ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি। যখন দুনিয়া মত্ত ছিল প্রেমের দিবস উদযাপনে। নিউ ইয়র্কে তখন কিছু মানুষ জমায়েত হয়েছিল বিশ্বব্যাপী মহিলাদের প্রতি অত্যাচারের প্রতিবাদে। প্রতিবাদ সভার নাম দিয়েছিলেন ‘ওয়ান বিলিয়ন রাইজিং’। নিয়ম মেনে এ বছরও একই দিনে ফের প্রতিবাদ সভা আয়োজন করেছে ওয়ান বিলিয়ন রাইজিং। তবে এবারের প্রতিবাদে রয়েছে আলাদা আর্কষণ। সুদূর মুম্বাই থেকে এই প্রতিবাদ সভায় নিউ ইয়র্ক উড়ে যাচ্ছেন আমির খান। শুধু তাই নয়, তাঁর এই প্রতিবাদের ভাষাকে বন্দি করেছেন একটি ভিডিওতে। যার মোদ্দা কথা ‘পুরুষ তোমাদের ব্যবহার পরিবর্তন করো। মহিলাদের সম্মান দাও।’
এক দিকে আমির যেমন ব্যস্ত মহিলাদের অত্যাচার নিয়ে প্রতিবাদ সভায় ৷অন্যদিকে আমিরের বউও পিছিয়ে নেই সমাজকল্যাণমূলক কাজে ৷তবে কিরণের সমাজসেবাটা কিন্তু আমিরের থেকে একেবারে ১৮০ ডিগ্রি ভিন্ন ৷মুম্বই বসেই কিরণ জোড়া দিতে চলেছেন বার বার ভেঙে যাওয়া ক্যাট-রণবীরের সম্পর্ককে ৷গপ্পটা হলো, ‘ধূম’ ছবির সাফল্যের পার্টিতে হাজির ছিলেন রণবীর-ক্যাট ৷কিরণ যখন দেখলেন পার্টিতে এসেও দুজন মুখ ফিরিয়ে রয়েছেন তখন নিজেই নামলেন মাঠে, রণবীর-ক্যাটকে জানিয়ে দিলেন ইউ পিপল নিড রিলেশনশিপ চেকড ৷আমিরের সঙ্গে সম্পর্কর রেফারেন্স তুলে নাকি গুচ্ছ গুচ্ছ জ্ঞান দিলেন কিরণ রাও৷ শোনা গেছে কিরণের জ্ঞান শুনে ক্যাট-রণবীর অল্প-স্বল্প কথাও বললেন ৷তবে কিরণ নাকি বেশ চিন্তিত ক্যাট-রণবীরের সম্পর্ক নিয়ে ৷কিরণ চানখুব জলদিই যেন কালো মেঘ কেটে যায় দুজনের সম্পর্কের ৷