আমার বিশ্বাস জাহাঙ্গীর মনোনয়নপত্র ফিরে পাবে: জায়েদা খাতুন
বিশেষ প্রতিনিধি/গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র ফিরে পাবেন বলে বিশ্বাস করেন তার মা জায়েদা খাতুন। আজ রোববার দুপুরে ছেলের মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি দৈনিক সত্যকথা প্রতিদিন কে এ আশাবাদ ব্যক্ত করেন। ছেলে জাহাঙ্গীরের সঙ্গে জায়েদা খাতুনও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। ছেলেরটা বাতিল করলেও জায়েদা খাতুনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
জায়েদা খাতুন বলেন, আমার বিশ্বাস ছেলে মনোনয়নপত্র ফিরে পাবেন। কেন না, যে ঋণের কথা বলা হয়েছে তা পরিশোধিত। আমার ছেলে যাতে নির্বাচনে অংশ নিতে পারে সে জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। ছেলে যদি কোনো প্রতিবন্ধকতার মুখে নির্বাচন করতে না পারে, তবে সময় বলে দেবে আমি নির্বাচন করব কি না।
তিনি বলেন, চোখের সামনে ১৮ মাস ধরে ছেলের যন্ত্রণা দেখতে হচ্ছে। একজন মা হিসেবে এটা যে কত কষ্টের তা বলে বোঝানো যাবে না। স্বামীকে হারিয়েছি, চোখের সামনে মেয়ের স্বামী মারা গেছে। ভাইয়ের কিডনি নষ্ট হয়ে গেছে। স্বজনের বিপদে কোথাও যেতে পারিনি। আজ দীর্ঘ ১৫ বছর ধরে ছেলের সঙ্গে নগরবাসীর সেবা করছি। দিন রাত বাসায় লোকজনের ভিড় লেগেই থাকে। নেতাকর্মীদের আপ্যায়ন করতে নিজের হাতে প্রতিদিন শত শত লোকের রান্না করেছি লাকড়ি দিয়ে। সবই করেছি ছেলের জন্য। আমার বাড়িতে এসে কেউ যেন খালি মুখে ফিরে না যায় তার জন্য ভোর থেকে গভীর রাত পর্যন্ত শ্রম দিয়েছি।
আমি মনে করেছি নগরের ৫৭টি ওয়ার্ডের সবাই আমার বাড়ির মানুষ। অথচ রাজনৈতিক প্রতিপক্ষের নোংরা খেলার বলি হয়ে আমার ছেলে আজ পেরেশান। ছেলের মুখের দিকে তাকালে কান্না চলে আসে। আমি এখন দুঃখিনী এক মা, রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করি- যেন আমার ছেলে এ অবস্থা থেকে মুক্তি পাক। আমি বিশ্বাস করি আল্লাহ এর একটা সঠিক ফয়সালা এবার দেবেন।তিনি আরও বলেন, আমার ছেলে ইচ্ছে করলে বাড়ি-গাড়ি করতে পারতেন। আমরা আরাম আয়েশে দিন কাটাতে পারতাম। কিন্তু আমার ছেলে তা করেনি। সে সব সময় নগরবাসীর সেবা করেছেন। এ বিচারের ভার এখন নগরের মানুষের কাছে।