• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

আমরা বঙ্গবন্ধুকে নতুন করে চিনবো-আওয়ামী লীগ ৪০ দিনব্যাপী কর্মসূচী পালন করবে


প্রকাশিত: ৩:২৮ পিএম, ২৩ জুলাই ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৭৩ বার

the-founder-bangabandhu_1-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী সার্বজনীনভাবে পালনে গণমাধ্যমের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে এক আলোচনা সভায় তিনি বলেন,

আমরা বঙ্গবন্ধুকে নতুন করে চিনবো- বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ৪০ দিনব্যাপী কর্মসূচী পালন bangobandu-2-www.jatirkhantha.com.bdকরবো। এসময় তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি দলমত নির্বিশেষে সবার যথোপযুক্ত সম্মান জানানো উচিত।

সৈয়দ আশরাফ গনমাধ্যম ব্যক্তিত্বদের বলেন, ‘আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। আমি বিশ্বাস করি, জাতীয় শোক দিবস উপলক্ষে আপনারা যেই প্রোগ্রামগুলো করবেন, সেখানে আমরা বঙ্গবন্ধুকে নতুন করে চিনবো’।