• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

আবার বসন্ত: তারিক আনামের ভিমরতি!


প্রকাশিত: ৬:০৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৫০ বার

সিনেমা প্রতিনিধি :  আবার বসন্ত একটি ভিন্ন মাত্রার ছবি! এতে তারিক আনামের ভিমরতি প্রকাশ পাবে।দেখা যাবে- তিনি আবারও বিয়ে করছেন! তাও আবার স্বপ্ল বয়সী স্পর্শিয়াকে! এই সিনেমার গল্পে তারিক আনাম খান ও স্পর্শিয়া জুটি-‘আবার বসন্ত’ ফিরিয়ে আনবেন। তাই অনন্য মামুন পরিচালিত এ ছবিটির নাম রেখেছেন ‘আবার বসন্ত’।তারিক আনাম খান দ্য জাতিরকন্ঠ কে বলেন, এই ছবির মাধ্যমে দর্শকরা বাংলা চলচ্চিত্রে এক নতুন ধরনের গল্প ও নির্মাণ পাবেন।

অসমবয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধ, মানবিকতা, পরিবার ও একাকীত্বের গল্প। যে কোনো গল্পই ভিন্ন মাত্রা পায় যখন সেখানে একটি বার্তা থাকে। ‘আবার বসন্ত’ ছবির বার্তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।ছবিটি নিয়ে স্পর্শিয়া অনেক আশাবাদী। বললেন, আমার অভিনয় জীবনের একটি বড় অর্জন হতে যাচ্ছে এ ছবিটি। তারিক আনাম খান নিজেই একটি প্রতিষ্ঠান। তার সামনে দাঁড়িয়ে অভিনয় করার জন্য সাহসের প্রয়োজন হয়। আমি নিশ্চিত, ‘আবার বসন্ত’ শুধু আমাদের জীবনে নয়, বাংলা সিনেমার দর্শকের জন্য নতুন কিছু যোগ করবে।