আবারও-পারল না টাইগাররা
স্পোর্টস রিপোর্টার : আবারও-পারল না টাইগাররা-৩০ রানে চার উইকেটে হারানোর পরও বাংলাদেশ দল যে ঘুরে দাঁড়াল তাতে সবচেয়ে বড় অবদান মাহমুদউল্লাহ রিয়াদের। ব্যাটিংয়ে তাকে ভালো সাহচার্য দিয়ে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও সাকিব আল হাসান। প্রথম টি২০ তে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ।
ব্যাটসম্যানদের রানটাকেই যথেষ্ট মনে করিয়ে দিচ্ছেলেন মুস্তাফিজ-সাকিবরা। তবে কেন উইলিয়ামসন ও গ্রান্ডহোমের কাছে হার মানতে হলো টাইগারদের। ম্যাচ শেষে মনে হচ্ছিল আর কয়েকটা রান হলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতেও পারতো। এই আক্ষেপটা ঝড়ল মাশরাফির কণ্ঠেও।
ম্যাচ শেষে টাইগার দলপতিও জানালেন, আসলেই কয়েকটা রান কম হয়েছে। তবে দ্রুত কয়েকটি উইকেট না হারালে রানটা বাড়ত বলে মনে করছেন ম্যাশ। তিনি বলেন, ‘প্রথম কয়েকটা ওভারেই বেশ কিছু উইকেট হারিয়ে ফেলি আমরা। এই পিচে ১৪০ রান যথেষ্ট নয়।’
তবে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর ভূমিকার প্রশংসা করেন অধিনায়ক। ‘সে দারুণ ব্যাটিং করেছে। তার কারণেই রানটা ১৪১ পর্যন্ত গেছে।’ ম্যাচ শেষে বোলারদেও প্রশংসা করলেন মাশরাফি। ‘প্রথম দশটা ওভার পর্যন্ত ওদের বেঁধে রেখেছি আমরা। বোলাররা ভালো বল করেছে।’
সেই সাথে প্রতিপক্ষের প্রশংসাও করেছেন ম্যাশ। ‘উইলিয়ামসন দারুণ খেলেছে আর গ্রান্ডহোম তাকে দারুণ সঙ্গ দিয়ে গেছে।’ ব্যাটিং শেষে ধারাভাষ্যকারকে দেয়া সাক্ষাতকারে মাহমুদউল্লাহও কয়েকটি রানের আক্ষেপের কথা জানান। তিনি বলেন, ‘উইকেটটা দারুণ। আর কিছু রান হলে ভালো হতো।’ মাউন্ট মাউনগানুইতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে নিশ্চয় এই আক্ষেপ মিটবে মাশরাফি-রিয়াদদের।