• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

আফগান ধাক্কা’র পর মি.ডিপেনডেবল তামিম দারুন সামাল দিচ্ছে


প্রকাশিত: ৪:০৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

 
স্পোর্টস রিপোর্টার : সৌম্যের শুন্য রানে আউটের পর দারুনভাবে সামাল দিচ্ছে মি.ডিপেনডেবল তামিম ইকবাল।তামিম 0-22ইকবাল-ইমরুল কায়েসের ব্যাটে বেশ ভালই খেলছে বাংলাদেশ। এ দুই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন দারুণ কিছু শট।

শুরুতেই শূন্য রানে ফিরে যান সৌম্য সরকার। দৌলত জাদরানের বল পুল করতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ দেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আগের দিন তুমুল বৃষ্টি হলেও রোববার মিরপুরের আকাশ পরিষ্কার। টসের সময়ও ছিল চকচকে রোদ।

2তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার ও ইমরুল কায়েস, দুজনকেই রেখে একাদশ সাজায় স্বাগতিকরা। ১৪ সদস্যের দল থেকে একাদশের বাইরে আছেন শফিউল ইসলাম, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন।

আফগানিস্তান দলে অভিষেক হয়েছে নাভিন-উল-হকের। ১৭ বছর বয়সী এই পেসার বছরের শুরুতে বাংলাদেশে খেলে গেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।