• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

আপনি প্রেগন্যান্ট? মেকআপ করলে বুদ্ধি কমবে শিশুর


প্রকাশিত: ৯:১১ পিএম, ৩০ অক্টোবর ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

cosmatic-www.jatirkhantha.com.bdনীপা খন্দকার:    আপনি প্রেগন্যান্ট? হয়তো সাজতে খুব ভালবাসেন। কিন্তু সাবধান। গর্ভাবস্থায় মেকআপ ব্যবহার করলে ক্ষতি হতে পারে আপনার গর্ভস্থ সন্তানের। সম্প্রতি পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ানের এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। মায়ের কসমেটিক্সে থাকা রাসায়নিক পদার্থের প্রভাবে কমে যায় গর্ভস্থ শিশুর বুদ্ধি।

কোন কোন কসমেটিক্স থেকে সাবধান থাকবেন?

নেল পলিশ

হেয়ার ড্রায়ার

লিপস্টিক

হেয়ার স্প্রে

সাবান

কী ব্যবহার করবেন?

১) কেমিক্যাল ছাড়া সানস্ক্রিন লোশন।

২) নামী ব্র্যান্ডের সাবান, লিপস্টিক।

৩) নেল পলিশ, আইলাইনার ব্যবহার করলেও চিকিত্সকের পরামর্শ নিয়ে তবেই ত্বকে লাগান।

৪) মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।

জরুরি সতর্কতা

১) মনে রাখবেন মায়ের খাবার যেমন গর্ভস্থ শিশুর শরীরের জন্য উপকারী, তেমনই কসমেটিক্সের রাসায়নিক শিশুর বিকাশ কমাবে।

২) প্রয়োজন না হলে মেকআপ করবেন না।

৩) শীত আসছে। ত্বক যাতে নরম থাকে তার জন্য চিকিত্সকের পরামর্শ নিয়ে প্রডাক্ট ব্যবহার করুন।

৪) মনে রাখবেন, আপনি ভাল থাকলে সুস্থ থাকবে আপনার সন্তানও।