• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন


প্রকাশিত: ৬:০৮ পিএম, ২৯ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬৯ বার

Rasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :  আজ ৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২১ জুন ২০১৮ ইং এবং ৫ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : শুক্ল নবমী, নক্ষত্র : হস্তা। সূর্যোদয় ৫:১৩ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : মনের সরলতা ও বিশ্বাসপ্রবণতার জন্য প্রায় প্রতারিত হতে হয়। অনেক সময় রাশির জাতক জাতিকা নিজেরাই নিজেদের উন্নতির পথ জটিল করে তোলে কয়েকটি কারণে। পরের মঙ্গল করতে গিয়ে ভাবাবেগে নিজের অনিষ্টের কথা ভাবে না। মনে অস্থিরতা কাজ করে। কাজের পরিণতিকে ধরে রাখার অ¶মতা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যবসা শুভ হলেও অর্থ পেতে বিলম্ব হবে। অসৎসঙ্গ ত্যাগ না করলে ¶তির আশঙ্কা। রোগে কষ্ট পেতে পারেন। সময়টা আপনার অনুকুল নয়।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ব্যয়বাহুল্যের ফলে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয় হবে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
কোন বিশিষ্ট ব্যক্তির সহায়তা লাভ করবেন। কোন ভ্রাতার ব্যবহারে দুঃখ পেতে পারেন। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয় হবে

কর্কট  ২১ জুন – ২০ জুলাই
মানসিক অবসাদের ফলে কাজকর্মে মন বসবে না। চাকরি¶েত্রে পরিবর্তনের যোগ আছে। নিজেকে সংযত করলে অর্থচিন্তা থাকবে না।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয়। কোন ভ্রাতার ব্যবহারে দুঃখ পেতে পারেন। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
পারিবারিক ¶েত্রে শান্তিবজায় থাকবে। দৈনন্দিন কাজকর্মেও কিছু শুভফলের আশা করতে পারেন। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে। পারিবারিক সমস্যার কিছু সমাধান করবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
চাকরি¶েত্রে কোন সংবাদে চিন্তা বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। মানসিক চঞ্চলতায় কাজকর্মে কিছু ত্র“টি দেখা দিতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন আত্মীয়ের সমস্যায় ব্যস্ত হতে পারেন। চলাফেরা করার সময় সতর্ক থাকবেন। শি¶ক ও অধ্যাপকদের আর্থিক উন্নতি ঘটবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যেতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। কোন সংবাদে বিচলিত হতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কারোর ব্যাপারে কৌত‚হল দেখাবেন না। ¯^াস্থ্যের যতœ নেবেন। আপনার রাজনৈতিক প্রভাবে ঈর্ষাšি^ত হয়ে কেউ আপনার ¶তির চেষ্টা করবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। ¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না। চাকরি¶েত্রে কোন কারণে অসন্তোষ দেখা দিতে পারে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজকর্মের চাপ বৃদ্ধি পাবার ফলে পরিশ্রম বাড়বে। কোন শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসা¶েত্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসবে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৮ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২২ জুন ২০১৮ ইং এবং ৬ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : শুক্ল দশমী, নক্ষত্র : চিত্রা। সূর্যোদয় ৫:১৩ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : কল্পনাপ্রিয়, শিল্পীভাব ও রোমান্টিক মনের হয়। বিলাসী অথচ আদর্শবাদী। আত্মকেন্দ্রিক ও স্পর্শকাতর। এদের রাত্রি ও ঠান্ডা জিনিস প্রিয়, ভ্রমণ পিয়াসী ও পিতৃ মাতৃ ভক্ত। দোষের মধ্যে একটু খুঁতখুঁতে চঞ্চল ও ভীতু, সব বিষয়ে হুড়োহুড়ি করা ও চঞ্চল প্রকৃতির। ব্যবসায়ী বুদ্ধি জন্মগত, তাই চাকরির চেয়ে ব্যাবসায়ে বেশি উন্নতি করতে পারে।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বয়স্ক কর্ম¶ম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে। চাকরি¶েত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
এখনই নতুন ব্যবসায়ের ঝুঁকি নেবেন না। শ্রেষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।

মিথুন ২১ মে – ২০ জুন
আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর দ্বারা চাকরির ¶েত্রে সুফল পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যাধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
রাজনৈতিক ¶েত্রে নতুনভাবে অনুপ্রাণিত হতে পারেন। আর্থিক ¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে। সম্পত্তি বিষয়ক কোন সমস্যার সমাধান হতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মের পরিধি বাড়বে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যপারে শুভ ফল। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন আত্মীয়ের বিপদে ব্যস্ত হতে পারেন। ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধে হবে না। কোন পাওনা অর্থ হাতে আসবে। কর্ম¶েত্রে অসহযোগিতার ফলে সব কাজ শেষ করতে পারবেন না।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
জন্মচক্রে বৃহস্পতি অনুকুলে থাকলে অনেক বাঁধাঅপসারিত হবে। সাংবাদিকদের কোন বিপদে পড়ার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন শুভ সংবাদে উৎফুল্লহতে পারেন। দাম্পত্য অশান্তি।  স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতার সহযোগিতায় কোন সম্পত্তির বিষয়ে সমাধান হবে। অর্থও কিছু হাতে পাবেন।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রæ হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কন্যা বা ভগ্নীর বিবাহের জন্য চিন্তা হবে।

Rasifol_1523885859368-300x160
আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :  আজ ৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৩ জুন ২০১৮ ইং এবং ৭ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : শুক্ল একাদশী, নক্ষত্র : ¯^াতী। সূর্যোদয় ৫:১৩ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : চঞ্চলমতী উদ্যমশীল বালক গ্রহ, এর কারকতা এই রাশির ব্যাক্তিদের সেইভাবে প্রতিফলিত। কিন্তু কোন কাজ করবে বা করবে না, তা ঠিক করতে পারে না। আইন, চিকিৎসা, হিসাব, শিল্পসাহিত্য, রেস. জুয়া, স্পেকুলেশান, ইত্যাদিতে প্রবল ঝোঁক থাকে। কিছু সাফল্যও অর্জন করে। শুভ অশুভ ঘটনা পরপর ও বারবার আসে। কখনো হতাশ হয় না।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
মশলাযুক্ত খাদ্য একেবারেই বর্জন করবেন। কাউকে অর্থ ঋণ দেবেন না, ফেরৎ পেতে বিলম্ব হবে। বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা সুখবর পেতে পারেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ঠিকাদারী ব্যবসায় ¶তির আশঙ্কা আছে। ধৈর্য ধরে কাজ করবেন। কোন বন্ধু বিয়োগে শোক পাবেন। কর্ম¶েত্রে পরিবর্তন হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
সঞ্চয়ের যোগ আছে। বন্ধুর জন্য কিছু ত্যাগ ¯^ীকার করতে হবে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আছে।  সাংবাদিকদের কর্ম পরিবর্তনের যোগ আছে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কর্মেপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। বিবাহিত কোন কন্যার জন্য উদ্বেগে থাকবেন। পরিশ্রমী হলেও নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সামাজিক মান-সম্মান বৃদ্ধি পাবে। সব্যবসায়ে অর্থকরী ব্যাপারে আশঙ্কা থাকবে। সরকারি চাকরি¶েত্রে সুখবর আসতে পারে। কোন সন্তানের কৃতিত্বে গৌরব বোধ করবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আপনার প্রতিভার ¯^ীকৃতি পেতে পারেন। ভ্রমণ শুভ। অহেতুক চিন্তায় কাজের ¶তি করবেন না। কাজকর্মে মনোনিবেশ করলে সাফল্য পাবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন ঘটনাবলী আপনার জীবনকে প্রবলভাবে নাড়া দেবে। শান্তিভঙ্গকারী কোন ঘটনা দ্রুত ঘটতে পারে। নিজেকে সংযত ও নিরপে¶ রাখবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
দাম্পত্য জীবনের সমস্যায় ভাঙ্গনের দিকে নিয়ে যেতে পারে। অবিবাহিতদের প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। নিজের দিক থেকে সতর্ক থাকবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বিদেশে পড়াশোনার জন্য গমনে শি¶ার্থীদের সুযোগ লাভ। শি¶া¶েত্রে সাফল্যলাভ করবেন। পুরোনো কোন রোগে শয্যাশায়ী হতে পারেন। কোন প্রতিযোগিতায় সুফল পেতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
অমীমাংসিত বিষয়ের মীমাংসা হবে। ন্যায্য প্রাপ্তিতে বাধা। ব্যয় বৃদ্ধি পাবে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা কাজকর্মে উৎসাহিত করবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
তবে নিজের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন। অযথা ব্যয়বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিশ্রম বৃদ্ধি পেলে উপার্জন ভালই হবে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
শুভ সংবাদ পেতে পারেন। চিকিৎসা¶েত্রে বিশেষ সমাদর লাভ করবেন। উচ্চশি¶ারত ছাত্র-ছাত্রীদের জন্য সময়টা অনুকুল। কারিগরিবিদ্যায় আপনার প্রতিভার পরিচয় দেবেন। আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ আছে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :  আজ ১০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৪ জুন ২০১৮ ইং এবং ৮ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : শুক্ল দ্বাদশী, নক্ষত্র : বিশাখা। সূর্যোদয় ৫:১৪ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি :  মাঝে মাঝে কাজে মন না দেওয়া, আলস্যভাবে নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করা, কাজের গাফলতি, গ্রাহ্য না করা, অত্যন্ত আমোদে দিন কাটানো এসব পরিত্যাগ করে মনস্থির করে সৎপথে সৎকর্ম দ্বারা অগ্রগতি হলে জীবনে বহু উন্নতি হবে।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বস্ত্র ব্যবসায়ীদের ¶তির সম্ভাবনা। পরী¶ায় ছাত্র-ছাত্রীদের অমনোযোগী হওয়া উচিত নয়। কারো প্ররোচণায় কাজে অর্থ বিনিয়োগ করবেন না।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
¯^াস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। কাজের চাপ বৃদ্ধি পাবার ফলে কর্মী সংখ্যা বাড়াতে হবে। বেসরকারি চাকরিতে কোন সমস্যা দেখা দিতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
উদারতার ফলে কিছু অর্থব্যয় হবে। কাজকর্মের সাফল্যের ফলে আনন্দ অনুভব করবেন। সাংবাদিকদের পরিশ্রম হলেও সাফল্য ও সুনাম আসবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
অনেক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সুযোগ আসবে। কারো প্রতি আসক্তি বাড়বে। ভ্রমণ শুভ। সরকারী চাকরিতে কোন সংবাদে চিন্তিত করতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
মূল্যবৃদ্ধির ফলে ব্যবসায়ে লভ্যাংশ কমবে। মানসিক শান্তি বিঘিœত হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। কোন মামলার জন্য অর্থব্যয় হতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
তর্ক-বির্থাদ এড়িয়ে চলবেন। হৃত সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা আছে। পরিবারের সাহায্য পাবেন। সতর্ক থাকুন। পারিবারিক ব্যয় বৃদ্ধি পেলেও প্রয়োজন মেটাতে পারবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি পাবে। বেকারদের সাময়িক কাজের সুযোগ আসবে। পিতার সঙ্গে কোন কারণে মতবিরোধ দেখা দিতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন বিষয়ে অনুতপ্ত হবেন। আয় বৃদ্ধি পাবে। রাজনৈতিক ¶েত্রে সুনাম হলেও আপনাকে নিয়ে সমালোচনা হবে। ভ্রমণ শুভ নয়। দৈনন্দিন কাজকর্মে ও ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কারোর ব্যাপারে কৌত‚হল দেখাবেন না। ¯^াস্থ্যের যতœ নেবেন। আপনার রাজনৈতিক প্রভাবে ঈর্ষাšি^ত হয়ে কেউ আপনার ¶তির চেষ্টা করবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। ¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না। চাকরি¶েত্রে কোন কারণে অসন্তোষ দেখা দিতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজকর্মে সাফল্য আসবে। দৈনন্দিন কাজকর্মে কিছু শুভফল পাবেন। । হঠাৎ অর্থ পেতে পারেন।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন বন্ধুর দ্বারা ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে। কারোর প্রতি অন্ধ বিশ্বাস ¶তির কারণ হবে। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক অসুবিধা দেখা দেবে। কোন প্রতিযোগিতামূলক পরী¶ায় সাফল্য পেতে পারেন।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :  আজ ১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৫ জুন ২০১৮ ইং এবং ৯ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : শুক্ল ত্রয়োদশী, নক্ষত্র : বিশাখা। সূর্যোদয় ৫:১৪ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : ¯^াধীনভাবে ব্যাবসা করার চেয়ে সে অন্যের সঙ্গে যৌথভাবে ব্যবসা করলে আরো অনেক উন্নতি করতে পারবে। মনের মধ্যে দ্বিবিধ ভাব খেলা করে। জাতক কর্তব্যপরায়ণ, লোকপ্রিয় ও গুণী হয়। মন দৃঢ় রাখতে পারলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবে।  এদের সবচেয়ে বড় দোষ সব বিষয়ে ভাল না মন্দ বিচার করতে গিয়ে, মনের দ্বিমনা ভাবের জন্য উন্নতির সুযোগ হাতছাড়া হয়ে যায়।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যয়বাহুল্যের ফলে সামলে ওঠা কঠিন হয়ে উঠবে। মানসিক কষ্ট হবেচ্যাটার্ড-অ্যাকাউন্টস পরী¶ায় সফল হওয়ার সম্ভাবনা আছে। কোন বন্ধুর জন্য কিছু ত্যাগ ¯^ীকার করতে হতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
যন্ত্রপাতি ও ঔষধ ব্যবসায় লাভবান হতে পারেন। হঠাৎ কোন বিবাহের যোগাযোগ আসতে পারে। বিশেষ কোন উদ্যোগ সফল হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
আনন্দানুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। আপনার মৌলিক কোন চিন্তা বাস্তবায়িত হতে পারে। কোন বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কাজকর্মে আপনার উপস্থিতবুদ্ধি সহায়ক হবে। তর্ক-বিবাদে যাবেন না। শরিকী সম্পত্তি বা অংশীদারী ব্যবসায় কোন অশান্তি দেখা দিতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। ¶ুদ্র শিল্পপতিদের কোন পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য¶েত্রে নতুন কোন ব্যবসাও করতে পারেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পাবে। পারিবারিক দিক থেকে শুভ বলা যায়। কলকারখানায় নিযুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির সম্ভাবনা আছে উচ্চশি¶া ¶েত্রে বিঘœ দেখা দেবে। দুশ্চিন্তা হবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
প্রতিযোগিতামূলক পরী¶ায় সফল হতে পারেন। মহিলাদের চাকরির সুযোগ আসতে পারে। নিজেদের পছন্দের বিবাহে মত পেতে পারেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বয়স্কদের ¯^াস্থ্যের অবনতিতে সাবধান হবেন। নতুন কাজে অগ্রগতি হবে। আত্মীয় বা কোন বন্ধুকে অর্থ সাহায্য করতে হতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সরকারী চাকরিতে কাজের চাপ বাড়বে। বেকারদের চাকরির সুযোগ আসবে। প্রাপ্তি যোগ আছে। উৎপাদনশীল কারখানার মালিকদের কোন সঙ্কট দেখা দিতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
¶ুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতির যোগ আছে। অসাবধানতার জন্য কোন মূল্যবান জিনিস হারাতে পারে। সতর্কতার সঙ্গে কাজ করুন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তায় থাকবেন। কন্যার বিবাহের ঠিক হওয়ার ফলে আর্থিক চিন্তা বাড়বে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ভ্রাতার সহযোগিতা পারে। ব্যবসায়ে সমস্যা মিটলেও কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। আগের কোন প্রচেষ্টা সফল হতে পারে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :   আজ ১২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৬ জুন ২০১৮ ইং এবং ১০ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : শুক্ল ত্রয়োদশী, নক্ষত্র : অনুরাধা। সূর্যোদয় ৫:১৪ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : বুধপ্রধান ব্যক্তি হয় উদ্যমশীল, চঞ্চলমতি, হাস্যকৌতুক ও আনন্দপ্রিয়। ¯^ভাবচরিত্র বোঝা যায় না। চিন্তাশীল ও বাকপটু, মেধাবী অস্থিরমনা। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়নবিজ্ঞান, গণিত ইত্যাদিতে পটু হয়ে থাকে। গরম খাদ্য বা জিনিস এদের জন্য ¶তিকারক।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যাধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
অসতর্কতার জন্য কোন জিনিসের ¶তি বা অর্থ¶তির আশঙ্কা আছে। সরকারী চাকরিতে কোন সুখবর পেতে পারেন। নিজেকে নির্লিপ্ত রাখবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাবার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাবার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর দ্বারা চাকরির ¶েত্রে সুফল পাবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বয়স্ক কর্ম¶ম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে। কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাবেন। শরীর ¯^াস্থ্য ভাল যাবে না।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
আয় বাড়বে। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে। কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরি¶েত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
এখনই নতুন ব্যবসায়ের ঝুঁকি নেবেন না। শে­ষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন শুভ সংবাদে উৎফুলৎ হতে পারেন। দাম্পত্য অশান্তি।  স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রæ হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন কারণে মন বি¶িপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :   আজ ১৩ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৭ জুন ২০১৮ ইং এবং ১১ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল চতুর্দশী, নক্ষত্র : জ্যেষ্ঠা। সূর্যোদয় ৫:১৪ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : এরা কৃষিকাজে ও গ্রামাঞ্চলে ভ্রমণে খুব ভালো পায়। এই রাশির জাতক শান্ত, কিন্তু কোন কারণবশত রাগ উঠলে জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ়প্রতিজ্ঞ, জেদী, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। জাতকের অপ্রিয়সত্য বলার সাহস থাকে। নিজ মনে চলতে ভালোবাসে। এরা অন্যায় সহ্য করে না। শীতকাল প্রিয় হয়। এদের জীবনে অগ্নিভয় থাকে।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
হঠাৎ বদলির সম্ভাবনা আছে। বৃহস্পতি শুভ গ্রহের প্রভাবে শুভ ফল লাভ হবে। চাকরি¶েত্রে কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সাংসারিক ব্যয়বৃদ্ধির ফলে অশান্তি দেখা দিতে পারে। সাংবাদিকতার কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। হঠাৎ কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

মিথুন ২১ মে – ২০ জুন
শাসন বিভাগে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা আছে কন্যা বা ভগ্নীর বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। শরীর সম্বন্ধে সতর্ক থাকবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন কারণে মন বি¶িপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কর্ম উপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। কোন ভ্রাতার অসুস্থার জন্য চিন্তা হবে। আর্থিক কোন পরিকল্পনা সার্থক হতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরি¶েত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন কাজের অর্ডার পেয়ে উৎসাহ বৃদ্ধি পাবে। আপনার অমিতব্যয়ীতার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন। সঞ্চয়ের উপর হাত পড়তে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বয়স্ক ব্যক্তিদের অবসর নেওয়ার সম্ভাবনা। পারিবারিক চিন্তা থাকবে। পুরাতন রোগে চিকিৎসা প্রণালী পরিবর্তনে সুফল পেতে পারেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন। শি¶া¶েত্রে কিছু বিঘœ আসতে পারে। দুঃখ পেতে পারেন। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন। হঠাৎ পরিবর্তন আসতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বেকারদের কোন সুযোগ আসবে। ব্যস্ত সময় কাটবে।  মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
স্নায়ুপীড়া দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি হবে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেলেও হাতে অর্থ আসবে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ সময়। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :  আজ ১৪ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৮ জুন ২০১৮ ইং এবং ১২ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : পূর্ণিমা, নক্ষত্র : মূলা। সূর্যোদয় ৫:১৫ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি :  এদের মেধাশক্তি তী¶è তবে এরা কর্মপাগল। নিজেরাই নিজেদের উন্নতির পথ সচল করে তোলে, প্রায় পেটের রোগ ও বদহজমে ভোগে, এরা তোষামোদপ্রিয়, রুচিবান, বিশ্বাসী, সৎকার্যকারী। সব কাজে প্রচুর সাফল্য পাবে। মনের সরলতা ও বিশ্বাসপ্রবণতার জন্য প্রায় প্রতারিত হতে হয়।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কারো শত্রæতা বা বিরোধিতা সম্পর্কে সাবধান। কারোর আর্থিক দায়িত্ব নেবেননা। নিজের চাকরি¶েত্রে পদোন্নতিসহ দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
নিরাপত্তা বিভাগে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি ঘটতে পারে। কোন গোলমালে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেন-দেনের ব্যাপারে সতর্ক থাকবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
নতুন কোন কাজের সুযোগ পাবেন। আর্থিক সমস্যা দুশ্চিন্তায় ফেলতে পারে। বিবাহের ¶েত্রে অনিচ্ছা প্রকাশ করতে পারেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
মিথ্যা কোন মামলায় জড়িয়ে পড়তে পারেন। কোন বন্ধুর বা আত্মীয়ের সাহায্য পাবেন। চাকরি¶েত্রে কোনভাবে মনের উপর চাপ পড়তে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
গলার কোন কষ্ট বা অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সামাজিক কাজে সুনাম অর্জন করবেন। কোন সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে। ব্যস্ততা বাড়বে।
সাহিত্যিকদের কোন লেখা সমাদৃত ও পুরস্কৃত হতে পারে। নিজের কোন বিশেষ যোগ্যতার জন্য সমাদর পেতে পারেন। সুনাম বৃদ্ধি।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বাইরে কোথাও যাবার চেষ্টায় বাধা পেতে পারেন। বিদেশে কর্মরত ভ্রাতার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
পতি-পতœী উভয়েই উভয়ের জন্য কোন দুশ্চিন্তায় পড়তে পারেন। কারোর বিরোধিতা সম্পর্কে সাবধান। কাজ-কর্মে কোন শুভ ফল।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
নানান চিন্তায় মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। অসৎসঙ্গে অর্থ ও কাজের ¶তি হতে পারে। কর্ম¶েত্র শুভ হলেও আকস্মিক কোন বিপদ আসতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
¯^জন বিরোধে নিজেকে নির্লিপ্ত বা সংযত রাখবেন। দৈনন্দিন কাজের চাপ বাড়বে। অযথা কারোর প্রতি বিরূপ মন্তব্য করে বিপদে পড়তে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন সন্তানের জন্য পারিবারিক শান্তিবিঘিœত হতে পারে। কোন নতুন কাজের দায়িত্ব পেলেও মন বসবে না।  দাম্পত্য কলহ দেখা দেবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন নারীঘটিত ব্যাপারে বদনাম হতে পারে। চাকরি¶েত্রে কর্তৃপ¶ের সঙ্গে মতবিরোধে সহকর্মীদের সমর্থন পাবেন। কিছু অর্থ ব্যয় হবে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন অপ্রিয় সংবাদে মন চঞ্চল হতে পারে। অনাদায়ী অর্থ কিছু আদায় হবে। রাজনীতিতে প্রভাব বাড়লেও সতর্ক থাকবেন। বিদ্যুৎ থেকে সাবধান।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :   আজ ১৫ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৯ জুন ২০১৮ ইং এবং ১৩ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : কৃষ্ণ প্রতিপদ, নক্ষত্র : পূর্বষাঢ়া। সূর্যোদয় ৫:১৫ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : এরা খুব তোষামোদপ্রিয় ও বন্ধুবৎসল। তবে সবার সঙ্গে সমানভাবে মেশে না। আবেগ প্রকাশ ও নিজেকে বড় করে দেখাবার চেষ্টা এদের খুব বেশি। এরা সবসময় চায় সব বিষয়ে নিজে বড় হতে ও নেতৃত্ব করতে। নিজের ¶মতায় না হলে, পেছনের পথ দিয়ে এগোতে কুন্ঠিত হবে না। উন্নতিই মানবজীবনের গতিপথ।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নিজের জেদ ও হঠকারিতা ত্যাগ করলে সব কাজে সাফল্য লাভ করতে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি পাবে। সুনাম বৃদ্ধি পাবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আর্থিক উন্নতি হলেও সঞ্চয় হবে না। ব্যবসায় বিশেষ অর্থ আসবে না। দ্রব্যমূল বৃদ্ধির ফলে লভ্যাংশ কমবে। আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে।

মিথুন ২১ মে – ২০ জুন
মজুতদারী ব্যবসায় লাভবান হবেন। ব্যবসায়ীদের কোন অসুবিধায় পড়তে হতে পারে। চাকরির ¶েত্রে শুভ ফলের আশা করতে পারেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
যন্ত্রপাতি বা ধারালো জিনিস নিয়ে কাজ করার সময় সাবধানে থাকবেন। বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা। সময়টা আপনার অনুকুল নয়।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সরকারি কাজে বাইরে যাবার সম্ভাবনা আছে। অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে যাবেন না। চাকরি¶েত্রেও দুর্ভাবনার কারণ ঘটতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
পিতা বা মাতার অসুখ চিন্তায় ফেলবে। পারিবারিক শান্তিবজায় থাকবে। । বৈষয়িক ব্যাপারে মামলা-মোকদ্দমায় না যাওয়াই মঙ্গল।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন ব্যবসায় অর্থ বিনোয়োগ করতে হতে পারে। কোন সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। অর্থব্যয় বা ঝঞ্ঝাটের আশঙ্কা আছে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলবেন। কোন পরী¶ার ব্যাপারে ভালমত প্রস্তুতি নেবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা বাড়বে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
চাকরি¶েত্রে অনিশ্চয়তার আশঙ্কা আছে। আর্থিক লেনদেনের ব্যাপারে সর্তক থাকবেন। কারখানায় নিযুক্ত ব্যক্তিদের পাওনা অর্থ পেতে বিলম্ব হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ন্যায্য কোন ব্যাপারে বঞ্চিত হতে পারেন। ঘনিষ্ঠ কারোর ব্যবহারে মানসিক দুঃখ পাবেন। নিজের শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কিছু অর্থ আদায় করতে পারবেন। কোন ব্যাপারে পরিবারের অন্যান্যদের সঙ্গে অশান্তির আশঙ্কা। কোন ভুলের জন্য আফসোস করবেন।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকরিপ্রার্থীদের জন্য সময়টা অনুকুল নয়। পতœীর জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে। চাকরি¶েত্রে কোন ব্যাপারে মনের উপর চাপ পড়বে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-২০ থেকে ৩০ জুন

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :   আজ ১৬ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৩০ জুন ২০১৮ ইং এবং ১৪ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : কৃষ্ণ দ্বিতীয়া, নক্ষত্র : উত্তরাষাঢ়া। সূর্যোদয় ৫:১৫ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি :ছোটবেলা থেকেই তেজ¯^ী, স্পষ্টবক্তা ও নির্ভীক প্রকৃতির। নানারকম বীরত্বের কাজ রোমাঞ্চকর কাজ, সাহসিকতার কাজ করতে পারলে খুব আনন্দিত হয়। গুরুজন ও মান্যবান ব্যাক্তিদের শ্রদ্ধা করতে ভালোবাসেন। কাজ ও কথার সমালোচনা বেশি সহ্য করতে পারবে না। হাতেখেটে পরিশ্রম করার চেয়ে, দেমাগ খাটিয়ে নতুন কাজ করায় বেশি সফল হয় ও খুশি হয়।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চাকরির ইন্টারভিউ দেবার আগে ভালমত প্রস্তুতি নেবেন। পরিবারের কারো ¯^াস্থ্য নিয়ে জটিলতা বৃদ্ধি পাবে। পুস্তক প্রকাশনা কাজে ব্যস্ততা বাড়বে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সাংসারিক দিক থেকে মনের উপর চাপ থাকবে। পতœীর ¯^াস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। আর্থিক চিন্তায় বিব্রত হবেন। প্রিয়জনের সান্নিধ্য লাভ।

মিথুন ২১ মে – ২০ জুন
অযথা সন্দেহ করে কারোর প্রতি অবিচার করবেন না। শত্রæ বৃদ্ধি পাবার সম্ভাবনা। সাংসারিক ¶েত্রে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। আয় বাড়বে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
শরিকী কোন সম্পত্তির ব্যাপারে সমস্যা আসতে পারে। পৈত্রিক কোন ব্যবসায় স¤প্রসারণ করতে পারেন। সংযত ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
অবহেলার কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে আপনার সম্মান ও প্রতিষ্ঠা অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পেলেও আশানুরূপ অর্থ পাবেন না।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সামাজিকতাপ্রবণ মনোভাবের জন্য আপনার সুখ্যাতি আসবে। অহেতুক ঝামেলায় নিজেকে বিপদে ফেলবেন না। হঠাৎ কোন প্রাপ্তিযোগ আছে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
জীবনবীমা কর্মীদের কাজ বৃদ্ধি পাবে ও আর্থিক উন্নতি ঘটবে। মনের কোন আশা পূরণ করতে পারবেন। আগুন থেকে সাবধানে থাকবেন। রাজনীতিবিদদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
স্ত্রীর সহযোগিতায় কাজ লাভ করতে পারেন। আর্থিক উন্নতির ফলে কোন ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যবসায় ক্ষেত্রে লাভ হবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ব্যবসার দিক থেকে নতুন কোন সুযোগ পেতে পারেন। কুটির শিল্পে খ্যাতি লাভ হবে। আর্থিক দিক থেকে অসুবিধে না হলেও পারিবারিক কোন সমস্যা দেখা দিতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন আত্মীয়ের দ্বারা উপকৃত হবেন। অর্থ ¶তির সম্ভাবনা আছে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মনের কোন আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সম্পত্তি ঘটিত ব্যাপারে কোন জটিলতা দেখা দিলে নিজেদের দিক থেকে সতর্ক থাকবেন। সামরিক কোন সমস্যা হতে পারে। ভ্রমণ শুভ।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন প্রিয়জনের জন্য দুর্ভাবনা হবে। ব্যবসা¶েত্রে উদ্বেগ বৃদ্ধি পাবে। কোন কোন ¶েত্রে অংশীদারী ব্যবসায় ভাঙ্গনও দেখা দিতে পারে।