• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর


প্রকাশিত: ১০:৩৯ পিএম, ৩০ আগস্ট ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৯৯ বার

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৭ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২০ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ শনিবার, সূর্যোদয় ৫:৪১ ও সূর্যাস্ত ৬:১৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে প্রচুর উন্নতি করে চলবেন। অবশ্য কর্মপ্রত্যাশী ও বিদেশগমনেচ্ছুদের করা বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে।
বিৃষ ২১ এপ্রিল – ২০ মে
শি¶ার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে তথা উচ্চ শি¶ার্থে বিদেশগমনের ¯^প্নসাধ পূরণ হবে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় পৃথক হওয়ার আশঙ্কা।
মিথুন ২১ মে – ২০ জুন
বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার ও তথা নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
যাগ্য কর্ম ও বিদেশগমনের আশায় করা বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি তথা অংশীদারদের সঙ্গের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় আয় প্রচুর হলেও সঞ্চয় করা কঠিন হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। বিদেশগমন ও ¯^দেশপ্রত্যাবর্তন দুটোই শুভ ফল বয়ে আনবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
মনোবল, জনবল সঙ্গে সঙ্গে সুনাম-যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠলেও আর্থিক ভিত মজবুত হওয়ার সম্ভাবনা কম। ভগ্নি ও জীবনসাথীর সঙ্গের দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় মনে ¯^স্তি ফিরে আসবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। কর্মে পদোন্নতি, বিদেশ ভ্রমণ, ব্যবসায় সফলতা, হারানো সম্পত্তি পুনরুদ্ধার, সব মিলিয়ে বছরটি বেশ মৌজমস্থিতে কাটবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কর্মের সুনাম-যশ পদোন্নতির পথ সুগম করলেও ব্যবসা-বাণিজ্যে পুঁজি ও শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শুভ মিশ্রফল প্রদান করবে। বেকারদের মনে আশার আলো জ্বলবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করলেও কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়ার সম্ভাবনা কম।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
একচেটিয়া কারবারীদের ব্যবসা¶েত্রে দুর্ভাবনার আশঙ্কা আছে। সম্পত্তি বা জমি-জায়গা নিয়ে কোন ভ্রাতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি ¶েত্রে কোন তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। হিসাব পরী¶কের কাজ বা ব্যবসায় যারা নিযুক্ত তাঁদের বিশেষ সুযোগ আসতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়া কঠিন হবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৮ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২১ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ রবিবার, সূর্যোদয় ৫:৪১ ও সূর্যাস্ত ৬:১৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পিতা-মাতার ¯^াস্থ্য ভালো থাকবে। শি¶ার্থীদের মন ফেসবুক-টুইটার, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে।
বিৃষ ২১ এপ্রিল – ২০ মে
ঠান্ডা মাথায় কাজ করবেন। সামনে অনেক সুযোগ আসবে। কোন বন্ধুবিয়োগে শোক পেতে পারেন।
মিথুন ২১ মে – ২০ জুন
ভ্রমণকালিন সময়ে অসুবিধা করতে পারে। উচ্চশি¶ার সুযোগ আসবে। ব্যবসায়ীদের ব্যবসায় কোন গোলমাল থাকলে সে সম্পর্কে সতর্ক থাকবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
কারোর প্রতি অন্ধ বিশ্বাস ¶তির কারণ হবে। বিপরীত লিঙ্গের দ্বারা সহযোগিতা পাবে। নিজের ভুলের জন্য কোন কাজে অর্থ¶তি হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
পিতা-মাতার ¯^াস্থ্য বিশেষ ভালো না থাকলেও জীবনাবসানের আশঙ্কা কম। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
স্ত্রীর ¯^াস্থ্য ভাল যাবে না। অপ্রত্যাশিত কোন ব্যাপারে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। শারীরিক কষ্টের আশঙ্কা রয়েছে
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন কোন ব্যবসায় নামার আগে নিজের সামর্থ্য বিচার করে নেবেন।ব্যবসায়ীরা নানান অসুবিধার মধ্যে পড়তে পারেন। কিছু অর্থ হাতে আসার ফলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কলকারখানা বা ইঞ্জিনে যাঁরা কাজ করেন সতর্ক থাকবেন। ঝুঁকিপূর্ণ কোন কাজে হাত দেবেন না। কোন মামলা সংক্রান্ত ব্যাপার সমাধান হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
মামলা-মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, শত্রু ও বিরোধীপ¶ের আচমকা আক্রমণ প্রভৃতিতে নাজেহাল হয়ে পঙতে হবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন কাজে অর্থক্ষতি হতে পারে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে অনিশ্চয়তা দূর হবে। সাংসারিক ব্যয়বৃদ্ধি বা সন্তানদের অবিচেনাপূর্ণ কাজের ফলে অসহায় বোধ করবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
নিঃসন্তান দম্পত্তির কোল আলোকিত হলেও সন্তানদের চিকিত্সা সংক্রান্ত ব্যয় বাড়বে। ভ্রাতা-ভগ্নিদের সঙ্গের দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অপরের ¶তি হতে পারে। অর্থকরী উদ্যম ও বিশেষ কোন কাজে কৃতকার্য হওয়ার সম্ভাবনা। বিবাহিত কন্যার ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৯ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৩ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২২ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ সোমবার, সূর্যোদয় ৫:৪২ ও সূর্যাস্ত ৬:১৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন নতুন উদ্যোগের বাধা পেলেও নিরাশ হবেন না। কর্ম¶েত্রে বিশিষ্ট কারোর সহায়তা ও সমর্থন লাভ করবেন। কারোর দায়িত্ব নিয়ে বিপদাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
বিৃষ ২১ এপ্রিল – ২০ মে
পারিবারিক কারণে অশান্তি ভোগের আশঙ্কা রয়েছে। একসময় যাদের উপকার করেছেন তাদের কোন ব্যবহারে মানসিক দুঃখ পেতে পারেন।
মিথুন ২১ মে – ২০ জুন
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে প্রসাব, কিডনি ধাতুগত রোগ, হাঁপানি, হার্নিয়া, অস্ত্রোপচার ও দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গের যোগ প্রবল, লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ায় সঞ্চয় হবে কম।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন রাজনৈতিক ব্যাপারে নির্লিপ্ত থাকার চেষ্টা করবেন। সবাই আপনাকে দলে নেবার চেষ্টা করবে। নিজেকে সংযত ও সতর্ক রাখবেন। বিবাহের ব্যাপারে আরো চিন্তা করা দরকার।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষভাবে চিন্তা করবেন। ব্যবসা ¶েত্রে শ্রমিক-কর্মচারীর কারণে কিছু সমস্যা আসতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বন্ধুবান্ধব, আত্মীয়পরিজনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা ¯^প্ন পূরণে সহায়ক হবে। প্রেমীযুগল প্রেমের ¯^ীকৃতি তথা বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
শি¶ার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপে¶া করবে। বিদেশে অবস্থানরত ¯^জনদের ¯^দেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত ¯^প্ন পূরণ হবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
রাজনীতির দিকে ঝুঁকতে পারেন। সমাজ সেবায় বিশেষ সুনাম পাবেন। সাংবাদিকদের কর্ম¶েত্রে মনের উপর চাপ সৃষ্টি করবে। ঔষুধপত্র ব্যবসায়ীদের প¶ে লাভের সুযোগ আসবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে টাইফয়েড, জলাতঙ্ক, বদহজম দুর্ঘটনাজনিত শারীরিক আঘাত প্রাপ্তির সম্ভাবনা প্রবল। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
গৃহবাডড় ও যানবাহন মেরামতসংক্রাš— ব্যয় বৃদ্ধি পাবে। সš—ানদের সাফল্যে গৌরবাšি^ত হবেন। দাম্পত্য জীবন বেশ সুখেই কাটবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে মানসিক বিষাদ, রক্তাল্পতা, শির ঘূর্ণন ও দুর্ঘটনাজনিত অঙ্গ-প্রত্যঙ্গহানি হওয়ার সম্ভাবনা।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ব্যবসা বা নতুন কাজকর্মের প্রয়োজনে বাইরে যেতে পারেন, শারীরিক ক্লান্তি আসবে। কাজের চাপে পরিশ্রম বৃদ্ধি পাবে। জমি-জমা সংক্রান্ত ব্যাপারে কোন সমস্যা আসতে পারে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ২০ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৪ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২৩ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, সূর্যোদয় ৫:৪২ ও সূর্যাস্ত ৬:১৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
জন্মচক্রে বৃহস্পতি অনুকুলে থাকলে অনেক বাঁধাঅপসারিত হবে। কোন শুভ সংবাদে উৎফুল্লহতে পারেন। দাম্পত্য জীবন অশান্তি পূর্ণ হতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ঔষধ ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের লাভের সুযোগ আছে। কোন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ¯^াস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে ব্যবসায়ীদের লাভ। উপযুক্ত বয়সীদের চাকরির সুযোগ আসতে পারে, তবে সেই বিষয়ে যোগ্যতা থাকা প্রয়োজন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কা রয়েছে। পারিবারিক ঝামেলায় ভুগবেন। কার্য¶েত্রে সাময়িক কোন সমস্যা মনে চাপ ফেলতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সম্ভাব্য ¶েত্রে বদলীর সম্ভাবনা আছে। কাউকে অর্থ ধার দেওয়া বা শেয়ার কেনার ব্যাপারে বিশেষ চিন্তা-ভাবনা করবেন। পতœীর বিশেষ কোন কৃতিত্বে নিজে গৌরববোধ করতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
উপযুক্ত ¶েত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক বিষণœতা আপনাকে গ্রাস করবে। স্ত্রীর সহানুভূতি ও সহযোগিতা লাভ করবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ভ্রমণ শুভ। বয়স্কদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সুনাম ও যশ খ্যাতি বাড়বে। গোপন কোন সূত্র থেকে টাকা পাবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যয় বৃদ্ধি হবে। নিজেকে অসহায় বোধ করবেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে তাদের কোনভাবে রক্তপাত বা অস্ত্রোপচারের আশঙ্কা রয়েছে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বেশ কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। সাহিত্যিক ও গবেষকদের প্রতিপত্তি ও সাফল্য আসবে। ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব দূরীভূত হবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কিন্তু আর্থিক ব্যাপারে সতর্ক থাকবেন। আর্থিক উন্নতি হবে। খ্যাতি ও সুনাম বৃদ্ধি পাবে। পারিবারিক ¶েত্রে উদ্বেগ কাটায় মানসিক শান্তি পাবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
উদর সংক্রান্ত পীড়ায় কষ্ট পেতে পারেন। ছাত্র-ছাত্রীদের শি¶ার ব্যাপারে শুভ যোগাযোগ হতে পারে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে চিন্তায় থাকবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
সাংবাদিকদের কোন বিপদে পড়ার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে।স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ২১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৫ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২৪ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ বুধবার, সূর্যোদয় ৫:৪২ ও সূর্যাস্ত ৬:১৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
¶ুদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। মাতা ও স্ত্রীর সহানুভ‚তি লাভ করবেন।
বিৃষ ২১ এপ্রিল – ২০ মে
কাজকর্মের চাপ থাকার ফলে সব কাজ সময়মত শেষ করতে পারবেন না। কৃষিজীবিদের দুশ্চিন্তার কারণ ঘটতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
যে কোন সময় পুরানত সত্রæ আপনাকে অবহেলীত করেতে পারে এবং নিজের সম্বন্ধে সচেতন থাকবেন। পরী¶ার্থী চাকরিপ্রার্থীদের সময়টা অনুকুল।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
অবিবাহিত মেয়েদের কোন ফাঁদে পড়ার সম্ভাবনা আছে সতর্ক থাকবেন। বৃহৎ প্রতিষ্ঠানের উচ্চপদাধিকারীরা আইনী অসুবিধায় পড়তে পারেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
অবিবাহীত নারীদের সাথে আপনি শারিকি সম্পর্কে লিপ্ত হতে পারেন শারীরিক অসুস্থতার জন্য কাজকর্মে ¶তি হওয়ার সম্ভাবনা।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কারিগরী ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতি। উচ্চশি¶ায় শুভফলের আশা করতে পারেন। শি¶িত মহিলাদের চাকরি লাভ ও কর্ম¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
আগুন বা ধারালো জিনিস থেকে সাবধান। প্রতিবেশী কলহ থেকে দূরে থাকবেন। অযথা বদনাম হতে পারে। ভ্রমণকালে কোন অসুবিধা বা ¶তির আশঙ্কা আছে। ।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
সমাজসেবামূলক কাজে ব্যস্ত হতে পারেন। কন্যা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ আসবে। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি ঘটবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনাও আছে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শরীরের প্রতি যতœ নেবেন। সাহিত্যিক ও শিল্পীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির ফলে সঞ্চয়ের আশা নেই বললেই চলে। সরকারি বা বেসরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ব্যবসায়ে পুনরায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে। শি¶ার্থীদের সমস্যা মিটবে। ব্যবসায়ে অর্থ পেতে বিলম্ব হতে পারে। সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অর্থ চিন্তা থাকবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। নতুন ব্যবসায় বৃদ্ধি লাভ করতে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন। মানসিক চিন্তা কিছুটা কমবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
পুরনো বাহন বদলের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। চাকরি¶েত্রে বদলির সম্ভাবনা আছে। কোন সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। চাকরির¶েত্রে সুনাম পাবেন।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ২২ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৬ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২৫ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, সূর্যোদয় ৫:৪৩ ও সূর্যাস্ত ৬:১৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চিকিৎসকদের বিশেষ কোন গবেষণা বা পরী¶ায় সাফল্য পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসায় দুশ্চিন্তার কারণ আছে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কন্যা বা ভগ্নীর বিবাহের ব্যাপারে শুভফল পেতে পারেন। মূল্যবান দ্রব হারানোর সম্ভাবনা আছে। আপনার আর্থিক ব্যাপারে উদারতা ভবিষ্যতে ¶তি করতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
দূর ভ্রমণের সুযোগ আসতে পারে। ক্রীড়াবিদদের বিশেষ কোন সুযোগে ভ্রমণের আশা আছে। কোন প্রিয়জনের শোকসংবাদ পেতে পারেন। সাময়িক শয্যাশায়ী হতে পারেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ¶েত্রে অন্যের শত্রæতার আশঙ্কা আছে। । কোন ব্যবসায় শুরু করলে নিজের মূলধন বিষয়ে নিশ্চিত হবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
দুর্ঘটনা ঘটবে। সম্ভাব্য¶েত্রে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন। অপ্রত্যাশিত শুভ কিছু ঘটার সম্ভাবনা আছে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
নতুন ব্যবসা শুভ নয়। পারিবারিক ঝামেলা। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। মহিলাদের চাকরি¶েত্রে পদোন্নতি সুযোগ আসতে পারে ¯^াস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
চাকরি প্রার্থীদের ভালো কোন সুযোগ আসতে পারে। চাকরি বা ব্যবসায়ের জন্য ব্যস্ত থাকায় পরিবারের জন্য সময় দিতে পারবেন না।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
জন্মকালে শনি যাঁদের কন্যায় ছিল তাঁদের উপর মানসিক আঘাত আসতে পারে। কিছু সমস্যা দূর হলেও সাবধানে পরবর্তী পদ¶েপ ফেলতে হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বিরোধীরা সুযোগের অপে¶ায় আছে। নিজের কোন প্রতিভার ¯^ীকৃতি পাবেন। নতুন কাজে সাফল্য লাভ করার সম্ভাবনা আছে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
একচেটিয়া কারবারীদের ব্যবসা¶েত্রে দুর্ভাবনার আশঙ্কা আছে। সম্পত্তি বা জমি-জায়গা নিয়ে কোন ভ্রাতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি ¶েত্রে কোন তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। হিসাব পরী¶কের কাজ বা ব্যবসায় যারা নিযুক্ত তাঁদের বিশেষ সুযোগ আসতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। শেয়ার কেনা-বেচার ব্যাপারে বিশেষ চিন্তা করবেন। গুরুজনের ¯^াস্থ্য সম্পর্কে চিন্তা।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ২৩ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৭ ২০১৮ ইং এবং ২৬ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, সূর্যোদয় ৫:৪৩ ও সূর্যাস্ত ৬:১২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ রাশি : ২১ মার্চ-২০ এপ্রিল
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে জ্বর, কাশি, বসন্ত, অর্শ, সন্তানদের শরীর-¯^াস্থ্য ভালো থাকলেও জীবনসাথীর চিকিৎসার্থে প্রচুর ব্যয় হবে। শত্রুরা পরাস্ত হয়ে পরবে।
কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই :
হারানো ধন-সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার সম্ভাবনা। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি তথা অংশীদারদের সঙ্গের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় আয় প্রচুর হলেও সঞ্চয় করা কঠিন হবে
তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। দীর্ঘদিনের হারানো বন্ধুর সা¶াৎ শুভ।
মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
রহস্যময় ও আকস্মিকতার মধ্য দিয়ে অতিবাহিত হবে। যোগ্য কর্ম, ব্যবসা ও বিদেশগমনের আশায় বিনিয়োগে সতর্ক থাকা শ্রেয় হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন।
বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে
পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। মন সুর, সংগীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে
সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা র¶ার করা কঠিন হবে। পিতা-মাতার ¯^াস্থ্য বিশেষ ভালো না থাকলেও জীবনাবসানের আশঙ্কা কম।
বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর
শরীর ¯^াস্থ্যের ব্যাপারে অর্শ, টিউমার, পোঙা, যৌনাঙ্গের রোগ, প¶াঘাতিক বাত প্রভৃতিতে প্রচুর কষ্ট ভোগ, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় এ বছর বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রæয়ারি
পিতা-মাতার ¯^াস্থ্য ভালোর দিকে যাবে। মন সুর, সংগীত, ধর্ম ও আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
মিথুন রাশি ২১ মে-২০ জুন
সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও ¯^াস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে
কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর
শি¶ার্থীদের মনোবল চাঙ্গ হয়ে উঠবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন, ¯^াস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
ধনু রাশি ২২ নভেম্বর ২০ ডিসেম্বর
শত্রæ ও বিরোধীপ¶ের আচমকা আক্রমণ প্রভৃতিতে নাজেহাল হয়ে মামলা-মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা হবে সন্তানদের সাফল্যে গৌরবাšি^ত হবেন।
মীন রাশি ২০ ফেব্রুয়ারি-২০ মার্চ
মনোবল, জনবল সঙ্গে সঙ্গে সুনাম-যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠলেও আত্মীয়পরিজনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা ¯^প্ন পূরণে সহায়ক হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে।

 

 

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ২৪ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৮ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২৭ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ শনিবার, সূর্যোদয় ৫:৪৩ ও সূর্যাস্ত ৬:১১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বিশেষ কোন চেষ্টায় সাফল্যলাভ করবেন। কোন বন্ধুর অকালমৃত্যুতে শোক পেতে পারেন। ক্রীড়াবিদদের নতুন কোন যোগাযোগ উৎসাহিত করবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বিরোধীদের সম্পর্কে সতর্ক থাকবেন। আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধান হওয়ার আশা আছে। ¶ুদ্র ব্যবসায়ী বা দোকানীদের দুশ্চিন্তা দেখা দেবে।
মিথুন ২১ মে – ২০ জুন
শরীরের দিকে বিশেষ নজর দিন। শি¶িত যুবকদের অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবনে কোন কারণে অশান্তি দেখা দিতে পারে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
আপনি যে কাজে হাত দিবেন তাতে সফল হবেন তাতে এজন প্রতিষ্ঠিত ব্যাক্তি হিসাবে সফল হবেন। পৈত্রিক ব্যবসায় কোন সমস্যা দেখা দিতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
যে কোন কাজ আপনার অনুকূলে থাকবে চিকিৎসক ও প্রযুক্তিবিদদের সময়টা অনুকুলভ্রমণে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে পারেন। কৃষিজীবীদের আর্থিক সফলতা আসবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
চাকরি¶েত্রে সুনাম ও কাজকর্মে সাফল্য পাবেন। কোন সম্ভ্রান্ত মহিলার সহায়তা পেতে পারেন। দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে বিশেষ অগ্রগতি হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
চাকরিতে উন্নতির যোগ আছে। নতুন কোন উদ্যোগের পরিকল্পনা করতে পারেন। কর্মব্যস্ততার জন্য পারিবারের সঙ্গে কাটানোর সময় হবে না।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
সামাজিক কাজে ব্যস্ত থাকবেন। ঘনিষ্ঠ কারোর দ্বারা অশান্তি দেখা দিতে পারে। মানসিকভাবে বিব্রত হতে পারেন। কাজকর্মে ভুল-ত্রæটির সম্ভাবনা আছে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
যে কোন কাজে অসুবিধায় অসুবিধায় পড়েতে পারেন। অর্থকষ্ট হতে পারে। নিজের যোগ্যতা বা প্রতিভার পুরস্কার পাবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
প্রেমে সফল হবেন এবং বৈধ প্রেমে আদ্ধ হতে পারেন। আপনার চাকরি¶েত্রে শুভ ঈঙ্গিত রয়েছে। যুব সমাজে আপনার সুনাম বাড়বে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আপনার সত্রæর সহযোগীতা উপকারে আসতে পারে । উচ্চ-শি¶ার¶েত্রে বিষয় নির্বাচনে অসুবিধা দেখা দিতে পারে। নিজের দোষে বা অবহেলায় কোন সুযোগ নষ্ট করা সম্পর্কে সতর্ক থাকবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কৃষিজীবীদের আশানুরূপ শস্য না হওয়ার ফলে দুশ্চিন্তা বাড়বে। বিবাহিত কোন কন্যার জন্য দুর্ভাবনায় পড়তে পারেন। ভ্রমণ শুভ হতে পারে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ২৫ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৯ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২৮ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ রবিবার, সূর্যোদয় ৫:৪৪ ও সূর্যাস্ত ৬:১০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চাকরি¶েত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। বয়স্ক কর্ম¶ম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
এখনই নতুন ব্যবসায়ের ঝুঁকি নেবেন না। শে­ষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।
মিথুন ২১ মে – ২০ জুন
আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর দ্বারা চাকরির ¶েত্রে সুফল পাবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যাধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
রাজনৈতিক ¶েত্রে নতুনভাবে অনুপ্রাণিত হতে পারেন। আর্থিক ¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে। সম্পত্তি বিষয়ক কোন সমস্যার সমাধান হতে পারে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মের পরিধি বাড়বে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যপারে শুভ ফল। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন আত্মীয়ের বিপদে ব্যস্ত হতে পারেন। ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধে হবে না। কোন পাওনা অর্থ হাতে আসবে। কর্ম¶েত্রে অসহযোগিতার ফলে সব কাজ শেষ করতে পারবেন না।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
জন্মচক্রে বৃহস্পতি অনুকুলে থাকলে অনেক বাঁধাঅপসারিত হবে। সাংবাদিকদের কোন বিপদে পড়ার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন শুভ সংবাদে উৎফুল্লহতে পারেন। দাম্পত্য অশান্তি। স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতার সহযোগিতায় কোন সম্পত্তির বিষয়ে সমাধান হবে। অর্থও কিছু হাতে পাবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রæ হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কন্যা বা ভগ্নীর বিবাহের জন্য চিন্তা হবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ২৬ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১০ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২৯ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ সোমবার, সূর্যোদয় ৫:৪৪ ও সূর্যাস্ত ৬:০৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পারিবারিক কোন কাজে ব্যস্ত হতে পারেন। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায় অহেতুক কোন ঝামেলায় জড়িয়ে বদনাম হতে পারে।
বিষ ২১ এপ্রিল – ২০ মে
রাজনীতি¶েত্রেও সমস্যা আসতে পারে। হঠাৎ মাতার শারীরিক অসুস্থার ফলে চিন্তা ও অর্থব্যয় হবে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে।
মিথুন ২১ মে – ২০ জুন
শি¶ার্থীদের সাফল্য আসবে। ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। চাকরি¶েত্রে কোন সমস্যা আসতে পারে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
সতর্ক থাকবেন। পরিবারের কারোর ব্যবহারে দুঃখ পেতে পারেন। সরকারি চাকরিতে কোন দায়িত্বপূর্ণ কাজ নিয়ে চিন্তা থাকবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চিকিৎসক ও আইনজ্ঞদের আইনজ্ঞদের সুনাম ও অর্থ লাভ। চাকরির ¶েত্রে আয়বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ব্যয় বৃদ্ধি হবে। ধৈর্যসহকারে কাজকর্ম করবেন। পারিবারিক শান্তিবজায় থাকবে। ব্যয়বৃদ্ধি হবে। গৃহে সংস্কারের কোন কাজ হতে পারে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পেলেও সাফল্য পাবেন। কাজকর্মে সাফল্য পাবার ফলে উপার্জন বৃদ্ধি পাবে। গলার কোন রোগে কষ্ট পেতে পারেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
শি¶া¶েত্রে নিযুক্ত ব্যক্তিদের সুনাম ও অর্থলাভ। সাবধানে চলাফেরা করবেন। সৃষ্টিধর্মী কাজের সাফল্য আসবে। । বিরোধ-বিতর্ক এড়িয়ে চলুন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অশান্তিদেখা দেবে। অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে মানসিক অশান্তিতে ভুগবেন। হঠাৎ অসুস্থ্য হতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বিজ্ঞান ও মনস্তত্ব বিভাগের ছাত্র-ছাত্রীদের সাফল্য আসবে। অনাদায়ী অর্থ কিছু আদায় হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে লভ্যাংশ কম হবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন আত্মীয় সমস্যায় বিব্রত হতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তিপাবেন। শারীরিক কোন ¶তির সম্ভাবনা আছে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন ব্যক্তির দ্বারা লাভের সুযোগ আসবে। শি¶া¶েত্রে সমস্যা আসতে পারে। ভুলের ফলে ¶তির সম্ভাবনা আছে। ভ্রমণে আনন্দলাভ করবেন।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ২৭ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১১ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ৩০ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, সূর্যোদয় ৫:৪৪ ও সূর্যাস্ত ৬:০৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নতুন গৃহবাড়ি, ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের ¯^প্ন পূরণ হবে। দাম্পত্য জীবন বিশেষ শুভ নয়। তবে বিবাহযোগ্যদের বিবাহ, তথা নিঃসন্তন দম্পতিদের মুখে হাসি ফুটতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বিবাহযোগ্যদের বিবাহ ও প্রেমীযুগলের প্রেমের ¯^ীকৃতি মিলতে পারে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার ও তথা নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। ভ্রাতা-ভগ্নিদের সঙ্গের দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
পুরনো বাহন বদলের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। এতদসত্তে¡ও মিতব্যয়ী পরিশ্রমী সংযমী হলে প্রচুর উন্নতি করতে স¶ম হবেন। দ্বিচক্রযান বর্জন করা শ্রেয় হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। বিদেশগমন ও ¯^দেশপ্রত্যাবর্তন দুটোই শুভ ফল বয়ে আনবে। তথা ফেসবুক-টুইটার, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
মনোবল, জনবল সঙ্গে সঙ্গে সুনাম-যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠলেও আর্থিক ভিত মজবুত হওয়ার সম্ভাবনা কম।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। কর্মে পদোন্নতি, বিদেশ ভ্রমণ, ব্যবসায় সফলতা, হারানো সম্পত্তি পুনরুদ্ধার, সব মিলিয়ে বছরটি বেশ মৌজমস্থিতে কাটবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করলেও কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়ার সম্ভাবনা কম।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে ফুসফুস, মস্তিস্কের গোলযোগ, নিদ্রাল্পতা ও অস্ত্রোপচারের সম্ভাবনা অমূলক নয়।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
রাহু মঙ্গলের প্রভাব মামলা-মোকদ্দমা, দস্যু, তস্কর ভয় যেমন বাঙবে তেমনি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় বিবাহযোগ প্রবল।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
শি¶ার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপে¶া করবে। বিদেশে অবস্থানরত ¯^জনদের ¯^দেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত ¯^প্ন পূরণ হবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ২৮ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১২ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১ মহররম ১৪৪০ হিজরি রোজ বুধবার, সূর্যোদয় ৫:৪৫ ও সূর্যাস্ত ৬:০৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আইনজ্ঞদের সুনাম ও প্রসার বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আনন্দ অনুভব করবেন। স্ত্রীর তরফের কোন আত্মীয়ের জন্য ব্যস্ত থাকতে পারেন। কাজকর্মের কিছু ¶তি হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করবেন না।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কাজকর্মের দিক থেকে মানসিক শান্তি পাবেন। চাকরি ¶েত্রে অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কর্ম উপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে।
মিথুন ২১ মে – ২০ জুন
যে কোজে ক্ষতির সম্ভাবনা রহিয়াছে বিধায় কাজ নেবার আগে নিজের দ¶তা সামর্থ্যরে কথা ভাববেন। সমস্যা এড়িয়ে চলবেন যা আপনাকে মুক্তি দেবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
মাতা বা মাতৃস্থানীয় কারো ¯^াস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা দেখা দেবে। রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকবেন। রোগাক্রান্তের সম্ভাবনা বেশি আছে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
নিরপে¶ থাকার চেষ্টা করবেন। অর্থকরী উদ্যোগে সাফল্য লাভ করতে পারেন। অভিযানে বা ভ্রমণে যাবার সুযোগ পাবেন। ব্যয় বৃদ্ধি হতে পারে। ধর্মীয় দিক শুভ হতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
শিল্পীদের বিশেষ সুযোগ আসবে। খুচরা ব্যবসায়ীদের নানান অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। ভ্রমণে আনন্দ লাভ। গবেষণার কাজে সাফল্য পাবার সম্ভাবনা আছে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
দ্রব্য সরবরাহ কাজে লাভবান হবেন। তবে বেশি আর্থিক ঝুঁকি নেবেন না। উত্তরাধিকার সূত্রে ভাগ্য সুপ্রসন্ন থাকতে পারে। সাংসারিক কারণে কোন ভ্রাতার সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
শি¶ার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। আঘাত প্রাপ্তির আশঙ্কা থাকায় সতর্ক থাকবেন। ধৈর্যহারা হলে ¶তির সম্ভাবনা। অর্থ সঞ্চয় হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
নিরপে¶ থাকার চেষ্টা করবেন। ঘনিষ্ঠ কারোর জন্য অর্থব্যয়ের সম্ভাবনা। কারিগরি শি¶ার ব্যাপারে সুযোগ আসবে। নতুন কোন পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন কাজে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। পরী¶াদি ব্যাপারেও সুফল আশা করা যায়। চাকরি¶েত্রে রাজনৈতিক গন্ডগোল দেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ব্যবসায় কিছু সমস্যা দেখা দেবে। চিন্তা বেশি হওয়ার ফলে স্নায়ু রোগ দেখা দিতে পারে। ঝামেলার ব্যাপারে নিজেকে জড়াবেন না।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অন্যের কোন গুরুত্বপূর্ণ কাজ পরে করবো বলে ফেলে রাখবেন না। শিল্পী বা সাহিত্যিকদের বিশেষ সুনাম ও আর্থিক উন্নতির যোগ আছে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :আজ ২৯ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২ মহররম ১৪৪০ হিজরি রোজ মঙ্গলবার, সূর্যোদয় ৫:৪৫ ও সূর্যাস্ত ৬:০৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পিতা-মাতার সঙ্গে মতানৈক্য, তাদের শারীরিক অসুস্থতা এমনকি আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। প্রেমীযুগলের মিলন ঘটবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা ¯^জনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দুনম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে ডায়াবেটিস, রক্তদুষ্টপীঙা, উচ্চ-নিম্ন রক্তচাপ ও যৌন রোগে কষ্ট পেতে পারেন। ভ্রমণকালীন সতর্ক থাকুন নচেৎ চোর চিটিংবাজ খব্বর পড়ে পারেন। দীর্ঘদিনের হারানো বন্ধুর সা¶াৎ শুভ।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
বিদেশেথ যাবার যোগ আছে। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে চিন্তা বাড়বে এবং ভুল ত্রæটিরও সম্ভাবনা আছে। অবহেলার কারণে কারো দ্বারা তিরস্কৃত হতে পারেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
যোগ্য কর্ম, ব্যবসা ও বিদেশগমনের আশায় বিনিয়োগে সতর্ক থাকা শ্রেয় হবে। মামলা মোকদ্দমার রায় প¶ে আসায় হারানো কর্ম, ব্যবসা সম্পত্তি এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
শি¶ার্থীদের উচ্চশি¶া তথা বিদেশগমনের ¯^প্নসাধ পূরণ হবে। সম্ভাব্য বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা হওয়ার সম্ভাবনা।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
গৃহবাডড়তে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভ্রাতা-ভগ্নি আত্মীয়পরিজনের সঙ্গে প্রীতির বন্ধন রচিত হবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
হঠাৎ ঝোঁকের মাথায় কোন কাজ করবেন না। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেলেও পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শত্রু ও বিরোধীপ¶রা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক-দুঃখের অশ্রুজলও ঝরতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা ¯^জনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
বিবাহযোগ্যদের বিবাহ ও প্রেমীযুগলের প্রেমের ¯^ীকৃতি মিলতে পারে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
মন সুর, সংগীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ৩০ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ৩ মহররম ১৪৪০ হিজরি রোজ বৃহস্পতিবার, সূর্যোদয় ৫:৪৫ ও সূর্যাস্ত ৬:০৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে জ্বর, কাশি, বসন্ত, অর্শ, উচ্চ-নিম্নচাপ মস্কিষ্কের গোলযোগ ও নারী জাতির মেয়েলি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
মামলা-মোকদ্দমার রায় প¶ে আসায় হারানো ধন-সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার সম্ভাবনা। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা ¯^জনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও ¯^াস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে প্রসাব, কিডনি ধাতুগত রোগ, হাঁপানি, হার্নিয়া, অস্ত্রোপচার ও দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গের যোগ প্রবল, লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ায় সঞ্চয় হবে কম।জীবনসাথীর শরীর-¯^াস্থ্য বিশেষ ভালো থাকবে না।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শি¶ার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপে¶া করবে। গৃহবাডড় ও যানবাহন লাভের ¯^প্ন পূরণ হওয়ায় উপহার দেবে জীবনের সম্ভাবনাময় নতুন অধ্যায়।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে হজমশক্তি গোলমাল, হার্ডের রোগ, হার্ট ও রক্তশূন্যতায় প্রচুর কষ্ট ভোগ হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
শি¶ার্থীদের প্রতিযোগিতামূলক পরী¶ার ফল বিশেষ শুভ হবে না। দীর্ঘদিনের হারানো বন্ধুর সা¶াৎ শুভ।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আপনি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন এবং আশরীর-¯^াস্থ্যের ব্যাপারে হার্ট রিভার, কোমর ব্যথা হিস্টিরিয়া ও ছোটখাটো অস্ত্রোপচারের আশঙ্কা।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পরকিয়াতে আপনি আসক্ত হতে পারেন্ দাম্পত্য জীবন বেশ সুখেই কাটবে। শরীর-¯^াস্থ্যের ব্যাপারে মানসিক বিষাদ, রক্তাল্পতা, শির ঘূর্ণন ও দুর্ঘটনাজনিত অঙ্গ-প্রত্যঙ্গহানি হওয়ার সম্ভাবনা।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
আপনার শুভ কাজে শত্রু ও বিরোধীপ¶রা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক-দুঃখের অশ্রæজলও ঝরতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
শরীর ¯^াস্থ্যের ব্যাপারে অর্শ, টিউমার, পোঙা, যৌনাঙ্গের রোগ, প¶াঘাতিক বাত প্রভৃতিতে প্রচুর কষ্ট ভোগ, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় এ বছর বৃদ্ধি পাবে।
মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ৩১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ৪ মহররম ১৪৪০ হিজরি রোজ বৃহস্পতিবার, সূর্যোদয় ৫:৪৬ ও সূর্যাস্ত ৬:০৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যবসায়ে আপনি ক্ষতির সম্মুখিন হতে পারেন। পরী¶ায় ছাত্র-ছাত্রীদের অমনোযোগী হওয়া উচিত নয়। কারো প্ররোচণায় কাজে অর্থ বিনিয়োগ করবেন না।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বন্ধুবান্ধব. আত্মীয়পরিজনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা ¯^প্ন পূরণে সহায়ক হবে। প্রেমীযুগল প্রেমের ¯^ীকৃতি তথা বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে।
মিথুন ২১ মে – ২০ জুন
উদারতার ফলে কিছু অর্থব্যয় হবে। কাজকর্মের সাফল্যের ফলে আনন্দ অনুভব করবেন। সাংবাদিকদের পরিশ্রম হলেও সাফল্য ও সুনাম আসবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
শত্রু ও বিরোধীপ¶ের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। শি¶ার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপে¶া করবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে মানসিক বিষাদ, রক্তাল্পতা, শির ঘূর্ণন ও দুর্ঘটনাজনিত অঙ্গ-প্রত্যঙ্গহানি হওয়ার সম্ভাবনা।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
গৃহবাড়ি ও যানবাহন মেরামতসংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে। সন্তানদের সাফল্যে গৌরবাšি^ত হবেন। দাম্পত্য জীবন বেশ সুখেই কাটবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি পাবে। বেকারদের সাময়িক কাজের সুযোগ আসবে। পিতার সঙ্গে কোন কারণে মতবিরোধ দেখা দিতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
রাজনৈতিক ¶েত্রে সুনাম হলেও আপনাকে নিয়ে সমালোচনা হবে। ভ্রমণ শুভ নয়। দৈনন্দিন কাজকর্মে ও ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কারোর ব্যাপারে কৌত‚হল দেখাবেন না। ¯^াস্থ্যের যতœ নেবেন। আপনার রাজনৈতিক প্রভাবে ঈর্ষাšি^ত হয়ে কেউ আপনার ¶তির চেষ্টা করবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমীযুগলের প্রেমের ¯^ীকৃতি তথা সম্ভাব্য ¶েত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিদ্যাশি¶ায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপে¶া করবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কর্মচারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখা শ্রেয় হবে। শরীর-¯^াস্থ্যের ব্যাপারে হজমশক্তি গোলমাল, রোগ, হার্ট ও রক্তশূন্যতায় প্রচুর কষ্ট ভোগ হবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কারোর প্রতি অন্ধ বিশ্বাস ¶তির কারণ হবে। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক অসুবিধা দেখা দেবে। কোন প্রতিযোগিতামূলক পরী¶ায় সাফল্য পেতে পারেন।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ১ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ৫ মহররম ১৪৪০ হিজরি রোজ রবিবার, সূর্যোদয় ৫:৪৬ ও সূর্যাস্ত ৬:০৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চাকরির ইন্টারভিউ দেবার আগে ভালমত প্রস্তুতি নেবেন। পরিবারের কারো ¯^াস্থ্য নিয়ে জটিলতা বৃদ্ধি পাবে। পুস্তক প্রকাশনা কাজে ব্যস্ততা বাড়বে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সাংসারিক দিক থেকে মনের উপর চাপ থাকবে। পতœীর ¯^াস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। আর্থিক চিন্তায় বিব্রত হবেন। প্রিয়জনের সান্নিধ্য লাভ।
মিথুন ২১ মে – ২০ জুন
অযথা সন্দেহ করে কারোর প্রতি অবিচার করবেন না। শত্রæ বৃদ্ধি পাবার সম্ভাবনা। সাংসারিক ¶েত্রে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। আয় বাড়বে। কর্কট ২১ জুন কর্কট ২১ জুন – ২০ জুলাই
শরিকী কোন সম্পত্তির ব্যাপারে সমস্যা আসতে পারে। পৈত্রিক কোন ব্যবসায় স¤প্রসারণ করতে পারেন। সংযত ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
অবহেলার কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে আপনার সম্মান ও প্রতিষ্ঠা অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পেলেও আশানুরূপ অর্থ পাবেন না।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সামাজিকতাপ্রবণ মনোভাবের জন্য আপনার সুখ্যাতি আসবে। অহেতুক ঝামেলায় নিজেকে বিপদে ফেলবেন না। হঠাৎ কোন প্রাপ্তিযোগ আছে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
জীবনবীমা কর্মীদের কাজ বৃদ্ধি পাবে ও আর্থিক উন্নতি ঘটবে। মনের কোন আশা পূরণ করতে পারবেন। আগুন থেকে সাবধানে থাকবেন। রাজনীতিবিদদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
স্ত্রীর সহযোগিতায় কাজ লাভ করতে পারেন। আর্থিক উন্নতির ফলে কোন ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যবসায় ক্ষেত্রে লাভ হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ব্যবসার দিক থেকে নতুন কোন সুযোগ পেতে পারেন। কুটির শিল্পে খ্যাতি লাভ হবে। আর্থিক দিক থেকে অসুবিধে না হলেও পারিবারিক কোন সমস্যা দেখা দিতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন আত্মীয়ের দ্বারা উপকৃত হবেন। অর্থ ¶তির সম্ভাবনা আছে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মনের কোন আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সম্পত্তি ঘটিত ব্যাপারে কোন জটিলতা দেখা দিলে নিজেদের দিক থেকে সতর্ক থাকবেন। সামরিক কোন সমস্যা হতে পারে। ভ্রমণ শুভ।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন প্রিয়জনের জন্য দুর্ভাবনা হবে। ব্যবসা¶েত্রে উদ্বেগ বৃদ্ধি পাবে। কোন কোন ¶েত্রে অংশীদারী ব্যবসায় ভাঙ্গনও দেখা দিতে পারে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ২ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ১৭ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ৬ মহররম ১৪৪০ হিজরি রোজ সোমবার, সূর্যোদয় ৫:৪৬ ও সূর্যাস্ত ৬:০২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন সহৃদয় ব্যক্তির সহযোগিতা পাবেন। মানসিক অবসাদে কাজকর্মে অনীহা দেখা দেবে। কোন অসম্পূর্ণ কাজ শেষ করতে পেরে শান্তি পাবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ব্যবসার দিক থেকে অনাদায়ী অর্থ আদায় হবে। পরিবারের কারোর অস্ত্রোপচারের প্রয়োজন হবে। ¯^াস্থ্যের প্রতি যতœ নেবেন। চাকরি¶েত্রে পরিশ্রম বৃদ্ধি পেলেও সহকর্মীদের সহযোগিতা পাবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
প্রথম যারা চাকরি পেয়েছেন কর্ম¶েত্রে তাদের নানান অসুবিধে ভোগ করতে হতে পারে। ব্যবসায়ীদের নানান জটিলতা দেখা দিতে পারে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
মনের আশা পূরণ হবে। ঠিকমত যোগান না থাকার ফলে সময়মত সরবরাহ হবে না। আর্থিক দিক থেকে অসুবিধা হবে। ভ্রমণের সুযোগ আছে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আর্থিক দিক থেকে উন্নতি হলেও সঞ্চয় হবে না। পুরানো কোন সমস্যার সমাধান করতে পারবেন। বিবাদে জড়িয়ে নিজের ¶তি করবেন না।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
অযথা চিন্তায় কাজকর্মে ¶তি হবে। সমাজসেবামূলক কাজে পরিশ্রম ও অর্থ ব্যয় হবে। কারখানার মালিকদের আন্দোলনের মুখে পড়তে হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যয়বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা দেখা দেবে। শি¶ার ¶েত্রে বাধা দেখা দিতে পারে। কাজকর্মে যাতে কোন ত্রæটি না হয় সেদিকে ল¶্য রাখবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
হাতে কিছু অর্থ এলেও ব্যয়বৃদ্ধির ফলে সঞ্চয় হবে না। কোন অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পাবেন। অভিনেতাদের কাজে বাধার সম্ভাবনা আছে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ধৈর্যহারা হলে ¶তির সম্ভাবনা। ঘনিষ্ঠ কারোর ব্যাপারে মনের উপর চাপ পড়বে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সম্পত্তি নিয়ে শরিকী বিবাদ দেখা দিতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। ঠিকাদার ও মজুদদারের ব্যবসায়ে লাভের সম্ভাবনা। প্রযুক্তিবিদদের বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ব্যবসায় কিছু সমস্যা দেখা দেবে। চিন্তা বেশি হওয়ার ফলে স্নায়ু রোগ দেখা দিতে পারে। ঝামেলার ব্যাপারে নিজেকে জড়াবেন না।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অন্যের কোন গুরুত্বপূর্ণ কাজ পরে করবো বলে ফেলে রাখবেন না। শিল্পী বা সাহিত্যিকদের বিশেষ সুনাম ও আর্থিক উন্নতির যোগ আছে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ৩ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ১৮ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ৭ মহররম ১৪৪০ হিজরি রোজ মঙ্গলবার, সূর্যোদয় ৫:৪৬ ও সূর্যাস্ত ৬:০১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
রাস্তা-ঘাটে সাবধানে চলাচল করবেন। শিক্ষক-শিক্ষিকাদের কোন বিশেষ সুযোগ আসতে পারে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে প্রচুর উন্নতি করে চলবেন। বৃষ ২১ এপ্রিল – ২০ মে
অবশ্য কর্মপ্রত্যাশী ও বিদেশগমনেচ্ছুদের করা বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। ব্যবসায়ীদের আয়কর সংক্রান্তব্যাপারে দুশ্চিন্তা হবে।
মিথুন ২১ মে – ২০ জুন
সরকারি উচ্চপদাধীকারীদের অন্যত্র বদলির সম্ভাবনা। পরিবারের চির প্রচলিত কোন অনুষ্ঠানে বাধা পড়ার আশঙ্কা। কোন অঙ্গের অসাড়তার জন্য সতর্ক হবেন। প্রেমের¶েত্রে বদনাম হবে। আয় উপার্জন ভাল।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
¶ুদ্র পোশাক পরিচ্ছদ বিক্রেতাদের আশানুরূপ লাভ হবে না। শরীর-¯^াস্থ্যের ব্যাপারে দুর্ঘটনার রক্তপাত, প¶াঘাতে ¶ত, শ্বাসকষ্ট ও পুরনো ক্রনিক প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। চলাফেরায় সতর্ক থাকবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
মন সুর, সংগীত, ধর্ম ও আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। নতুন কাজের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
প্রেমীযুগলের মিলন ঘটবে। শরীর-¯^াস্থ্যের ব্যাপারে ডায়াবেটিস, রক্তদুষ্টপীঙা, উচ্চ-নিম্ন রক্তচাপ ও যৌন রোগে কষ্ট পেতে পারেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
মনের কোন আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা¶েত্রে শত্রæতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ¶েত্রে কোন বিপরীত লিঙ্গের দ্বারা সমস্যার সৃষ্টি হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পরিবারের কারোর জন্য অশান্তিহতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পাবেন। চাকরি¶েত্রে বদলীর সম্ভাবনা আছে। কাউকে কোন ব্যাপারে বিমুখ করে শেষে দুঃখ পেতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ব্যবসা সম্পত্তি এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। শি¶ার্থীদের উচ্চশি¶া তথা বিদেশগমনের ¯^প্নসাধ পূরণ হবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
যে কোন কাজে সফল হবেন এবং সবিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হবার সুযোগ আসবে। ¯^াস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন।
মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
সাহিত্যিকদের কোন লেখা বিশেষভাবে সমাদৃত হবে। সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দ পাবেন। সংবাদপত্র মালিকদের বিশেষ কোন অসুবিধা দেখা দিতে পারে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ৪ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ১৯ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ৮ মহররম ১৪৪০ হিজরি রোজ বুধবার, সূর্যোদয় ৫:৪৭ ও সূর্যাস্ত ৬:০০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সাহিত্যিকদের সাহিত্য সৃষ্টির ব্যাপারে উৎসাহ বৃদ্ধি পাবে। নতুন কোন পরিকল্পনা সফল হবে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। চলাফেরায় সতর্ক থাকবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
¶ুদ্র পোশাক পরিচ্ছদ বিক্রেতাদের আশানুরূপ লাভ হবে না। কোন অঙ্গের অসাড়তার জন্য সতর্ক হবেন। রাস্তা-ঘাটে সাবধানে চলাচল করবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
পরকিয়া আসক্ত হবেন প্রেমের ¶েত্রে বদনাম হবে। আপনার সামজ জীবনে কলহ সৃষ্টি হবে তর্ক-বিবাদে জড়াবেন না। জমিজমা সংক্রান্ত ব্যাপারে সমস্যা বৃদ্ধি পাবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
পারিবারিক সমস্যার সমাধান হবে। শি¶ার্থীদের শি¶ায় অগ্রগতি ঘটবে। উচ্চপদাধীকারীদের অন্যত্র বদলির সম্ভাবনা।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আপনার চকুরী হওয়ার সম্ভবাবন রহিয়াছে। নতুন কাজের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। পারিবারিক কলেহে আবদ্ধ হতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ঠিকাদারী কাজে কোন বাধা আসতে পারে। পরিবারের কারোর জন্য অশান্তি হতে পারে। অবহেলার কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
গবেষণামূলক কাজে সাফল্য পাবেন। সন্তানদের জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে। বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি। মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যবসা¶েত্রে শত্রæতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ¶েত্রে কোন বিপরীত লিঙ্গের দ্বারা সমস্যার সৃষ্টি হবে। অবিবাহিতদের বিবাহের ব্যাপারে অগ্রগতি ঘটবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পারিবারিক সমস্যা হবে এবং তা সসমাধান করতে পারবেন। চাকরি¶েত্রে বদলির সম্ভাবনা আছে। নতুন কোন ব্যবসায় ভাল ফল পাবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কাউকে কোন ব্যাপারে বিমুখ করে শেষে দুঃখ পেতে পারেন। মনের উপর চাপ সৃষ্টি করতে পারে। পারিবারিক ¶েত্রে ঝামেলা হবে। অর্থ সংকটে পড়বেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আপনার কোন পরিকল্পনা বাস্তবায়িত হবে। পরী¶ার্থীদের সময়টা অনুকুল বলা যায়। সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দ পাবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অবিবাহিতদের বিবাহের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাবে। সাহিত্যিকদের কোন লেখা বিশেষভাবে সমাদৃত হবে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হবার সুযোগ আসবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৫ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২০ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ৯ মহররম ১৪৪০ হিজরি রোজ বৃহস্পতিবার, সূর্যোদয় ৫:৪৭ ও সূর্যাস্ত ৫:৫৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বিদ্যাশি¶ায় ব্রতীদের উচ্চশি¶া তথা বিদেশগমনের ¯^প্নসাধ পূরণ হবে এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সেই সঙ্গে দাম্পত্য কলহ বিচ্ছেদে রূপ নিতে পারে। শি¶ার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপে¶া করবে। পিতা-মাতার ¯^াস্থ্য ভালোই থাকবে।
মিথুন ২১ মে – ২০ জুন
বিরোধীদের সম্পর্কে সাবধান থাকা দরকার। রক্তের চাপ বৃদ্ধি পেতে পারে। উচ্চ-শি¶ার্থে বিদেশ যাবার সুযোগ আসতে পারে। স্ত্রী ¯^াস্থ্য সম্পর্কে অবহেলা করবেন না।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
পুস্তক ও কাগজ ব্যবসায়ীদের কোন সমস্যা সৃষ্টি হতে পারে। কোন আত্মীয়ের অসুস্থতায় মনের উপর চাপ পড়বে ও অর্থব্যয়ের সম্ভাবনা।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরিরত মহিলাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অলৌকি শক্তিতে বিশ্বাস করে প্রতারিত হওয়ার আশঙ্কা। স্ত্রীর সহযোগিতা পাবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে দুর্ঘটনার রক্তপাত, প¶াঘাতে ¶ত, শ্বাসকষ্ট ও পুরনো ক্রনিক ব্যাধিপীঙার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
পুরনো বাহন বদলের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। এতদসত্তে¡ও মিতব্যয়ী পরিশ্রমী সংযমী হলে প্রচুর উন্নতি করতে স¶ম হবেন। দ্বিচক্রযান বর্জন করা শ্রেয় হবে
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা ¯^জনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। প্রেমীযুগলের মিলন ঘটবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা ¯^জনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দুনম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
মাঝে মাঝে অর্থব্যয় এবং ভুল-ভ্রান্তির সম্ভাবনা আছে। শি¶ার্থীদের সাফল্যের সম্ভাবনা। অধ্যাপনায় নিযুক্ত ব্যক্তিদের বিশেষ কোন সুযোগ পাবার ঈঙ্গিত আছে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ঘুষ উেকাচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও বাক্যপ্রয়োগ থেকে বিরত থাকুন নচেৎ শ্রীঘরে ঢুকতে হবে। আপনার জীবনে উন্নতি অনিবার্য।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ভ্রাতা-ভগ্নি তথা ¯^জন শত্রুদের আক্রোশে সম্পত্তি আত্মসাৎ হলেও নতুন গৃহবাডড় নির্মাণ ও যানবাহন লাভের সম্ভাবনা প্রবল।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৬ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২১ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১০ মহররম জিলহজ্ব ১৪৪০ হিজরি রোজ শুক্রবার, সূর্যোদয় ৫:৪৭ ও সূর্যাস্ত ৫:৫৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কন্যা বা ভগ্নীর বিবাহের জন্য চিন্তা হবে। কোন কারণে মন বিষণœ হতে পারে। কাজকর্মে অগ্রগতি হলেও আশানুরূপ অর্থ হাতে পাবেন না। রাজনৈতিক অশান্তি বৃদ্ধি পাবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ছাত্র-ছাত্রীদের কোন সমস্যার সমাধান হতে পারে। চাকরি¶েত্রে পরিশ্রম বাড়বে। ব্যয় বাহুল্যের ফলে মানসিক শান্তি বিঘিœত হবে।
মিথুন ২১ মে – ২০ জুন
মানসিক দুর্বলতা ত্যাগ করবেন। কাজকর্মে সাফল্য পাবেন। বিবাহের ¶েত্রে অনিচ্ছা প্রকাশ পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
সাবধানে থাকবেন নচেৎ বিপদে পড়বেন। মানসিক চিন্তা বাড়বে। কাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে। পতœীর জন্য দুর্ভাবনা ও অর্থব্যয়ের আশঙ্কা।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি ঘটে নতুন ব্যবসা শুরু হবে। কোন মহৎ ব্যক্তির সান্নিধ্যে নৈতিক বল বৃদ্ধি পাবে। কর্ম¶েত্রে পরিবর্তন আসতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
লেদের কারখানায় যারা কাজ করেন তাঁদের আর্থিক উন্নতি আসতে পারে। আয় বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদ ও অভিনেতাদের সুনাম বৃদ্ধি পাবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন কারণে মন বিষণœ হতে পারে। কাজকর্মে অগ্রগতি হলেও আশানুরূপ অর্থ হাতে পাবেন না। রাজনৈতিক অশান্তি বৃদ্ধি পাবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আত্মীয়ের সহায়তায় চাকরিতে উন্নতি করবেন। শস্যজাতীয় দ্রব্যের ব্যবসায় অর্থ উপার্জন ভালই হবে। এ্যাড এজেন্সীতে বিশেষ কৃতিত্ব দেখাবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কাজকর্মে আপনার পরিশ্রম হলেও সমাপ্ত করে আনন্দ পাবেন। আয় বৃদ্ধি পাবে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে আপনার পদোন্নতিতে অনেকে ঈর্ষাšি^ত হতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
দাম্পত্য জীবনে দ্ব›দ্ব দেখা দিতে পারে। কাজকর্মে সতর্ক থাকবেন। শুভ সময়। মানসিক চঞ্চলতা ত্যাগ করলে অনেক কাজের সাফল্য পাবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন আত্মীয় বিয়োগে কষ্ট পাবেন। স্ত্রীর সাথে ঝগড়ায় জড়াতে পারেন। ভ্রমণ শুভ। কাজকর্মে মন বসবে না। কোন ¯^জন বিয়োগে হতাশা দেখা দিতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বিশেষ কোন কাজের জন্য অপরের উপর নির্ভর করতে হবে। স্ত্রীর সঙ্গে মনমালিন্য বাড়বে। বেকারদের সাময়িক কাজের সুযোগ আসবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ৭ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২২ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১১ মহররম ১৪৪০ হিজরি রোজ শনিবার, সূর্যোদয় ৫:৪৮ ও সূর্যাস্ত ৫:৫৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ রাশি : (২১ মার্চ-২০ এপ্রিল)
হারানো ধন-সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার সম্ভাবনা। শরীর-¯^াস্থ্যের ব্যাপারে জ্বর, কাশি, বসন্ত, অর্শ, সন্তানদের শরীর-¯^াস্থ্য ভালো থাকলেও জীবনসাথীর চিকিৎসার্থে প্রচুর ব্যয় হবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি তথা অংশীদারদের সঙ্গের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় আয় প্রচুর হলেও সঞ্চয় করা কঠিন হবে
মিথুন ২১ মে – ২০ জুন
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
রহস্যময় ও আকস্মিকতার মধ্য দিয়ে অতিবাহিত হবে। যোগ্য কর্ম, ব্যবসা ও বিদেশগমনের আশায় বিনিয়োগে সতর্ক থাকা শ্রেয় হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা র¶ার করা কঠিন হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। পিতা-মাতার ¯^াস্থ্য বিশেষ ভালো না থাকলেও জীবনাবসানের আশঙ্কা কম।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। শরীর ¯^াস্থ্যের ব্যাপারে অর্শ, টিউমার, পোঙা, যৌনাঙ্গের রোগ, প¶াঘাতিক বাত প্রভৃতিতে প্রচুর কষ্ট ভোগ, এমনকি চিকিৎসা সংক্রাš— ব্যয় এ বছর বৃদ্ধি পাবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
শি¶ার্থীদের মনোবল চাঙ্গ হয়ে উঠবে। সš—ানদের ক্যারিয়ার, অধ্যয়ন, ¯^াস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পিতা-মাতার ¯^াস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ যেমন হবে, তেমনি শোক-দুঃখের অশ্রুজলও পঙতে পারে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও ¯^াস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
মনোবল, জনবল সঙ্গে সঙ্গে সুনাম-যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠলেও আর্থিক ভিত মজবুত হওয়ার সম্ভাবনা কম বিদেশগমনেচ্ছুদের ¯^প্ন পূরণ হলেও বদেশে অবস্থানরত ¯^জনদের অপ্রত্যাশিত ¯^দেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
মামলা-মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, শত্রু ও বিরোধীপ¶ের আচমকা আক্রমণ প্রভৃতিতে নাজেহাল হয়ে পঙতে হবে সন্তানদের সাফল্যে গৌরবাšি^ত হবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। আত্মীয়পরিজনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা ¯^প্ন পূরণে সহায়ক হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৮ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২৩ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১২ মহররম ১৪৪০ হিজরি রোজ রবিবার, সূর্যোদয় ৫:৪৮ ও সূর্যাস্ত ৫:৫৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা তুলা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
মামলা মোকদ্দমার রায় প¶ে আসায় হারানো কর্ম, ব্যবসা সম্পত্তি এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে চর্ম-অ্যালার্জি, যৌনরোগ, নাক, কান, গলার রোগ ও দুর্ঘটনাজনিত অঙ্গ-প্রত্যঙ্গহানি হওয়ার আশঙ্কা।
মিথুন ২১ মে – ২০ জুন
পিতা-মাতার ¯^াস্থ্য ভালোর দিকে যাবে। মন সুর, সংগীত, ধর্ম ও আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
সাংবাদিকদের কর্ম পরিবর্তনের যোগ আছে। কর্মেপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। পরিশ্রমী হলেও নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে ঘরের খেয়ে পরের উপকার করা থেকে বিরত থাকা শ্রেয় হবে।সব্যবসায়ে অর্থকরী ব্যাপারে আশঙ্কা থাকবে। সরকারি চাকরি¶েত্রে সুখবর আসতে পারে। কোন সন্তানের কৃতিত্বে গৌরব বোধ করবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বিদেশগমনেচ্ছুদের ¯^প্ন পূরণ হলেও বিদেশে অবস্থানরত ¯^জনদের অপ্রত্যাশিত ¯^দেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
না বুঝে চুক্তি সম্পাদন, গোপন প্রেম ও বন্ধুত্ব ঘাতক বলে প্রমাণিত হবে। বিদেশগমনেচ্ছুদের ¯^প্ন পূরণ হলেও বিদেশে অবস্থানরত ¯^জনদের অপ্রত্যাশিত ¯^দেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে।
কোন ঘটনাবলী আপনার জীবনকে প্রবলভাবে নাড়া দেবে। শান্তিভঙ্গকারী কোন ঘটনা দ্রুত ঘটতে পারে। নিজেকে সংযত ও নিরপে¶ রাখবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
দাম্পত্য জীবনের সমস্যায় ভাঙ্গনের দিকে নিয়ে যেতে পারে। অবিবাহিতদের প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। নিজের দিক থেকে সতর্ক থাকবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বিদেশে পড়াশোনার জন্য গমনে শি¶ার্থীদের সুযোগ লাভ। শি¶া¶েত্রে সাফল্যলাভ করবেন। পুরোনো কোন রোগে শয্যাশায়ী হতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
অমীমাংসিত বিষয়ের মীমাংসা হবে। ব্যয় বৃদ্ধি পাবে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা কাজকর্মে উৎসাহিত করবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
মন সুর, সংগীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে । বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার তথা ব্যবসা-বাণিজ্যে প্রচুর লাভবান হবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
দীর্ঘদিনের হারানো বন্ধুর সা¶াৎ শুভ। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। কোন প্রতিযোগিতায় সুফল পেতে পারেন।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৯ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২৪ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১৩ মহররম ১৪৪০ হিজরি রোজ সোমবার, সূর্যোদয় ৫:৪৮ ও সূর্যাস্ত ৫:৫৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা তুলা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন ঘটনার দায়িত্ব আপনার উপর এসে পড়তে পারে। নিজের জিদের বশে কোন কাজ করবেন না। গুরুজনদের পরামর্শে উপকৃত হবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আপনার সুনাম হবে। নিজের ভুলের জন্য কোন কাজে অর্থ¶তি হবে। ঠান্ডা মাথায় কাজ করবেন। সামনে অনেক সুযোগ আসবে। কোন বন্ধুবিয়োগে শোক পেতে পারেন।
মিথুন ২১ মে – ২০ জুন
ভ্রমণকালিন সময়ে অসুবিধা করতে পারে। উচ্চশি¶ার সুযোগ আসবে। ব্যবসায়ীদের ব্যবসায় কোন গোলমাল থাকলে সে সম্পর্কে সতর্ক থাকবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
শি¶ার ¶েত্রে সাফল্য। ¯^াস্থ্য সম্বন্ধে সতর্ক থাকবেন। কারোর প্রতি অন্ধ বিশ্বাস ¶তির কারণ হবে। বিপরীত লিঙ্গের দ্বারা সহযোগিতা পাবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ব্যয় বৃদ্ধি পাবে। সময়টা আপনার অনুকুল নয়। ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক অসুবিধা দেখা দেবে। প্রতিযোগিতামূলক পরী¶ায় সাফল্য পেতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
নতুন কোন ব্যবসায় নামার আগে নিজের সামর্থ্য বিচার করে নেবেন। অপ্রত্যাশিত কোন ব্যাপারে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। স্ত্রীর ¯^াস্থ্য ভাল যাবে না।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যবসায়ীরা নানান অসুবিধার মধ্যে পড়তে পারেন। শারীরিক কষ্টের আশঙ্কা রয়েছে। কিছু অর্থ হাতে আসার ফলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কলকারখানা বা ইঞ্জিনে যাঁরা কাজ করেন সতর্ক থাকবেন। ঝুঁকিপূর্ণ কোন কাজে হাত দেবেন না। কোন মামলা সংক্রান্ত ব্যাপার সমাধান হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
দৈনন্দিন কাজের সাফল্য ও অর্থলাভ হবেহিসাবর¶ার কাজে নিযুক্ত ব্যক্তিদের ভুল-ত্রæটির ব্যাপারে সতর্ক থাকা দরকার। নিজের উপর আস্থা রেখে ঠিক পথে চলবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
অপরের ¶তি হতে পারে। অর্থকরী উদ্যম ও বিশেষ কোন কাজে কৃতকার্য হওয়ার সম্ভাবনা। বিবাহিত কন্যার ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
রাজনীতিবিদদের কোন সমস্যা দেখা দেবে। শুভ সংবাদ পেতে পারেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দূর হবে। চিকিৎসকদের প্রসার ও সুনাম বাড়বে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন কাজে অর্থক্ষতি হতে পারে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে অনিশ্চয়তা দূর হবে। সাংসারিক ব্যয়বৃদ্ধি বা সন্তানদের অবিবেচনাপূর্ণ কাজের ফলে অসহায় বোধ করবেন।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ১০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২৫ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১৪ মহররম ১৪৪০ হিজরি রোজ মঙ্গলবার, সূর্যোদয় ৫:৪৯ ও সূর্যাস্ত ৫:৫৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা তুলা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বিশেষ কোন চেষ্টায় সাফল্যলাভ করবেন। কোন বন্ধুর অকালমৃত্যুতে শোক পেতে পারেন। ক্রীড়াবিদদের নতুন কোন যোগাযোগ উৎসাহিত করবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ভ্রাতা-ভগ্নিদের সঙ্গের দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হবে। পিতা-মাতার ¯^াস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ যেমন হবে, তেমনি শোক-দুঃখের অশ্রুজলও পঙতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে মানসিক বিষাদ, রক্তাল্পতা, শির ঘূর্ণন ও দুর্ঘটনাজনিত অঙ্গ-প্রত্যঙ্গহানি হওয়ার সম্ভাবনা।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকরি¶েত্রে সুনাম ও কাজকর্মে সাফল্য পাবেন। আপনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। পৈত্রিক ব্যবসায় কোন সমস্যা দেখা দিতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শি¶ার্থীদের প্রতিযোগিতামূলক পরী¶ার ফল বিশেষ শুভ হবে না। সš—ানদের আচরণ মনোবেদনার কারণ হবে। কর্মচারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখা শ্রেয় হবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন সম্ভ্রান্ত মহিলার সহায়তা পেতে পারেন। চাকরিতে উন্নতির যোগ আছে। দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে বিশেষ অগ্রগতি হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন কোন উদ্যোগের পরিকল্পনা করতে পারেন। কর্মব্যস্ততার জন্য পারিবারের সঙ্গে কাটানোর সময় হবে না। সামাজিক কাজে ব্যস্ত থাকবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বিদেশগমনেচ্ছুদের ¯^প্ন পূরণ হলেও বিদেশে অবস্থানরত ¯^জনদের অপ্রত্যাশিত ¯^দেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। ঘনিষ্ঠ কারোর দ্বারা অশান্তি দেখা দিতে পারে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
মানসিকভাবে বিব্রত হতে পারেন। কাজকর্মে ভুল-ত্রæটির সম্ভাবনা আছে। নিঃসঙ্গতা ভাল লাগবে। রক্তজনিত কোন রোগ দেখা দিতে পারে। চোখের সমস্যায় ভুগবেন। অর্থকষ্ট হতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
নিজের যোগ্যতা বা প্রতিভার পুরস্কার পাবেন। আপনার হিতৈষীজনকে ভুল বোঝা থেকে সতর্ক থাকবেন। জাতিকাদের চাকরি¶েত্রে শুভ ঈঙ্গিত রয়েছে। সুনাম বাড়বে। যাত্রা শুভ।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
উচ্চ-শি¶ার¶েত্রে বিষয় নির্বাচনে অসুবিধা দেখা দিতে পারে। কোন শি¶কের সহায়তায় উপকার পেতে পারেন। নিজের দোষে বা অবহেলায় কোন সুযোগ নষ্ট করা সম্পর্কে সতর্ক থাকবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
নিজের যোগ্যতা বা প্রতিভার পুরস্কার পাবেন। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে ঘরের খেয়ে পরের উপকার করা থেকে বিরত থাকা শ্রেয় হবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ১১ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২৬ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১৫ মহররম ১৪৪০ হিজরি রোজ বুধবার, সূর্যোদয় ৫:৪৯ ও সূর্যাস্ত ৫:৫২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা তুলা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সৃষ্টিধর্মী কাজে সাফল্য পেতে পারেন। গবেষণার কাজে শুভ ইঙ্গিত রয়েছে। ভ্রমণ শুভ। সরকারি চাকরি¶েত্রে পদোন্নতিতে বাধা আসতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ছাত্র-ছাত্রীদের পরী¶ার ব্যাপারে সাফল্য লাভ হবে। ব্যবসায়ীদের কোন সমস্যা আসতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব বৃদ্ধি পাবে।
মিথুন ২১ মে – ২০ জুন
পুরোনো কোন অসুখ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যবহার ও দ¶তা অনেকের দৃষ্টি আকর্ষণ করবে। অনেকে ঈর্ষাšি^ত হয়ে ¶তির চেষ্টা করবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
নিজের বুদ্ধি বিবেচনার দ্বারা কাজ করবেন। অত্যাধিক কাজের চাপে মানসিক অবসাদ দেখা দিতে পারে। শান্ত ও সংযত থাকবেন। নিরপে¶ থাকার চেষ্টা করবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য অন্যের সহায়তা আবশ্যক হতে পারে। শিরঃপীড়ায় কষ্ট পাবেন। আন্দোলনে যোগ দেওয়ার আগে চিন্তা করে নেবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
চাকরি¶েত্রে বদলিসহ পদোন্নতি সম্ভাবনা। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। নিজের আত্মবিশ্বাস হারাবেন না। আর্থিক অবস্থার উন্নতি হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
পারিবারিক ¶েত্রে মতানৈক্য বাড়তে পারে। শরীর সম্পর্কে বিশেষ যতœ নেবেন। অধ্যাপকদের নতুন কোন সুযোগ আসতে পারে। বিশেষ কোন কাজ বা মৌলিক গবেষণার জন্য ¯^ীকৃতি লাভের সম্ভাবনা আছে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
জনপ্রতিনিধিদের মাঝে মধ্যেই কঠিন সমস্যার মধ্যে পড়তে হতে পারে। প্রতিভাগত বিষয়েও কৃতকার্য হবেন। দৈনন্দিন কাজকর্মে শুভফল। সমাজসেবামূলক কাজে পরিশ্রম ও অর্থ ব্যয় হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
তর্ক-বিবাদ এড়িয়ে নিজের কাজে মন দেবেন। বেকারদের কাজের সুযোগ আসতে পারে। অভিমানবশত দাম্পত্য কলহ দেখা দিতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন শারীরিক কষ্ট দেখা দিলে অবহেলা করবেন না। এখনই বিবাহের ব্যাপারে মত দেবেন না কিছু দিন সময় নিন। ভ্রমণ না করায় ভালো।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
দৈনন্দিন কাজকর্মে শুভফল। চাকরির ইন্টারভিউতে শুভফল পেতে পারেন। সঙ্গীত শিল্পীদের সুনাম অর্জন হবে। কোন আঘাত লাগতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
পৈত্রিক সম্পত্তির ব্যাপারে নানান অসুবিধা দেখা দেবে। ভাবপ্রবণতা বা উদারতার ফলে অর্থব্যয় হবে। ব্যবসা¶েত্রে দুর্ভাবনার আশঙ্কা আছে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১২ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২৭ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১৬ মহররম ১৪৪০ হিজরি রোজ বৃহস্পতিবার, সূর্যোদয় ৫:৪৯ ও সূর্যাস্ত ৫:৫১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা তুলা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
শি¶ার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপে¶া করবে। বিদেশে অবস্থানরত ¯^জনদের ¯^দেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত ¯^প্ন পূরণ হবে।
বিৃষ ২১ এপ্রিল – ২০ মে
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে জ্বর, কাশি, বসন্ত, অর্শ, উচ্চ-নিম্নচাপ মস্তিষ্কের গোলযোগ ও নারী জাতির মেয়েলি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
পিতা-মাতার ¯^াস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ যেমন হবে, তেমনি শোক-দুঃখের অশ্রুজলও পঙতে পারে। সুনাম-যশ পদোন্নতির ব্যবসা-বাণিজ্যে পুঁজি ও শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
শরীর-¯^াস্থ্যের ব্যাপারে দুর্ঘটনার রক্তপাত, প¶াঘাতে ¶ত, শ্বাসকষ্ট ও পুরনো ক্রনিক ব্যাধিপীঙার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
পুরনো বাহন বদলের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। এতদসত্তে¡ও মিতব্যয়ী পরিশ্রমী সংযমী হলে প্রচুর উন্নতি করতে স¶ম হবেন। দ্বিচক্রযান বর্জন করা শ্রেয় হবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
টাকা পয়সা বা মূল্যবান দ্রব্যাদির কোনভাবে ¶তির আশঙ্কা রয়েছে। তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন। সাহিত্যক ও অভিনেতাদের সম্মান ও আর্থিক উন্নতির যোগ।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ইঞ্জিনিয়ারদের সরকারী কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের আইনগত ঝামেলায় পড়তে হতে পারে। কারোর অসুখ-বিসুখে অবহেলা করবেন না।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যবসায়ীদের আর্থিক উন্নতির ঈঙ্গিত আছে। কিন্তু কারো কারো বিরোধিতা পেতে পারেন। সম্ভাব্য ¶েত্রে অন্যের সহায়তায় নতুন কোন ব্যবসার পরিকল্পনা করতে পারেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। প্রেমীযুগলের মিলন ঘটবে। বিদেশেথ যাবার যোগ আছে। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে চিন্তা বাড়বে এবং সম্ভাবনা আছে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ভ্রমণকালীন সতর্ক থাকুন নচেৎ চোর চিটিংবাজ অজ্ঞান পুস্তক ও কাগজ ব্যবসায়ীদের বিশেষ কোন সমস্যা আসতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ক্রীড়াবিদদের নিজ নিজ ¶েত্রে বিশেষ সাফল্য আসবে বা বিদেশে যাবার সুযোগ পেতে পারেন। চাকরি¶েত্রে কোন আশা পূরণ হতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভ্রাতা-ভগ্নি আত্মীয়পরিজনের সঙ্গে প্রীতির বন্ধন রচিত হবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৩ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১৭ মহররম ১৪৪০ হিজরি রোজ শুক্রবার, সূর্যোদয় ৫:৫০ ও সূর্যাস্ত ৫:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা তুলা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
হঠাৎ বদলির সম্ভাবনা আছে। বৃহস্পতি শুভ গ্রহের প্রভাবে শুভ ফল লাভ হবে। চাকরি¶েত্রে কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সাংসারিক ব্যয়বৃদ্ধির ফলে অশান্তি দেখা দিতে পারে। সাংবাদিকতার কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। হঠাৎ কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
মিথুন ২১ মে – ২০ জুন
শাসন বিভাগে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা আছে কন্যা বা ভগ্নীর বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। শরীর সম্বন্ধে সতর্ক থাকবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন কারণে মন বি¶িপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কর্ম উপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। কোন ভ্রাতার অসুস্থার জন্য চিন্তা হবে। আর্থিক কোন পরিকল্পনা সার্থক হতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরি¶েত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন কাজের অর্ডার পেয়ে উৎসাহ বৃদ্ধি পাবে। আপনার অমিতব্যয়ীতার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন। সঞ্চয়ের উপর হাত পড়তে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বয়স্ক ব্যক্তিদের অবসর নেওয়ার সম্ভাবনা। পারিবারিক চিন্তা থাকবে। পুরাতন রোগে চিকিৎসা প্রণালী পরিবর্তনে সুফল পেতে পারেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন। শি¶া¶েত্রে কিছু বিঘœ আসতে পারে। দুঃখ পেতে পারেন। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন। হঠাৎ পরিবর্তন আসতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বেকারদের কোন সুযোগ আসবে। ব্যস্ত সময় কাটবে। মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
স্নায়ুপীড়া দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি হবে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেলেও হাতে অর্থ আসবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ সময়। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ১৪ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ২৯ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১৮ মহররম ১৪৪০ হিজরি রোজ শনিবার, সূর্যোদয় ৫:৫০ ও সূর্যাস্ত ৫:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা তুলা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যবসায় ও আর্থিক লাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ের অর্থ বিনিয়োগের সুফল পাবার সম্ভাবনা। কোন মহিলা দ্বারা আর্থিক উন্নতির যোগ রয়েছে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
পারিবারিক কোন সমস্যার সমধান হলেও কন্যা বা ভগ্নির বিবাহের চিন্তা থাকবে। কোন কিছু অবহেলার কারণে কারো দ্বারা তিরস্কৃত হতে পারেন।
মিথুন ২১ মে – ২০ জুন
রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধির জন্য ব্যস্ততা বাড়বে। যানবাহন চালকদের সতর্কতা অবলম্বন দরকার এমনকি রাস্তায় চলাফেরার সময়ও সতর্ক থাকবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন্য অশান্তি দেখা দিতে পারে। পরদুঃখকাতরতা ও উদারতা অনেক সময় আপনার ¶তির কারণ হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বেসরকারি চাকরি¶েত্রে পদোন্নতির ঈঙ্গিত আছে। মাঝে মাঝে নির্জনতা ভাল লাগবে। নতুন উদ্যোগ শুরুকরার পরিকল্পনা করতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
নিজের কোন যোগ্যতার ¯^ীকৃতি পেতে পারেন। বিশিষ্টজনের সঙ্গ আনন্দ দিতে পারে। মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশি¶া শুভ ফল আসতে পারে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
চাকরি¶েত্রে সুনাম বাড়বে। কেনা-বেচা ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। পারিবারিক ¶েত্রে অন্যের শত্রæতা সম্পর্কে সাবধান। ভ্রমণ শুভ।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
¯ে^চ্ছাকৃত বিবাহে এখন রাজী না হওয়াই সমীচিত। কেনাকাটা আগে আইনের দিকটা ভাল করে দেখে নেবেন। বিপদে পড়ার আশঙ্কা আছে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পরিকল্পনা অনুযায়ী কাজে সাফল্য আসবে। মাথা কিংবা পায়ে কোন কষ্ট দেখা দিলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
¯^াস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন। কোন সন্তানের চাকরিতে যোগদান হতে পারে। সাহিত্যিকের কোন গ্রন্থ সমাদৃত হবে ও সম্মান বৃদ্ধি পাবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
অশুভ গ্রহের প্রভাবে যে কোন ¶তি বা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। বিভিন্ন বিষয়ে আর্থিক ব্যয় বেশি হতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ব্যবসায়ীদের হিসাবপত্র ঠিক রাখা দরকার নচেৎ হঠাৎ কোন গোলমাল হতে পারে। বিশেষ কোন কারণে এ’কদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আপনার ভাগ্য- ১ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৫ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, ৩০ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ১৯ মহররম ১৪৪০ হিজরি রোজ রবিবার, সূর্যোদয় ৫:৫০ ও সূর্যাস্ত ৫:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা তুলা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যবসায় ও আর্থিক লাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ের অর্থ বিনিয়োগের সুফল পাবার সম্ভাবনা। কোন মহিলা দ্বারা আর্থিক উন্নতির যোগ রয়েছে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
পারিবারিক কোন সমস্যার সমধান হলেও কন্যা বা ভগ্নির বিবাহের চিন্তা থাকবে। কোন কিছু অবহেলার কারণে কারো দ্বারা তিরস্কৃত হতে পারেন।
মিথুন ২১ মে – ২০ জুন
যানবাহন চালকদের সতর্কতা অবলম্বন দরকার এমনকি রাস্তায় চলাফেরার সময়ও সতর্ক থাকবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধির জন্য ব্যস্ততা বাড়বে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন্য অশান্তি দেখা দিতে পারে। পরদুঃখকাতরতা ও উদারতা অনেক সময় আপনার ¶তির কারণ হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বেসরকারি চাকরি¶েত্রে পদোন্নতির ঈঙ্গিত আছে। মাঝে মাঝে নির্জনতা ভাল লাগবে। নতুন উদ্যোগ শুরুকরার পরিকল্পনা করতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
নিজের কোন যোগ্যতার ¯^ীকৃতি পেতে পারেন। বিশিষ্টজনের সঙ্গ আনন্দ দিতে পারে। মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশি¶া শুভ ফল আসতে পারে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
চাকরি¶েত্রে সুনাম বাড়বে। কেনা-বেচা ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। পারিবারিক ¶েত্রে অন্যের শত্র“তা সম্পর্কে সাবধান। ভ্রমণ শুভ।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
¯ে^চ্ছাকৃত বিবাহে এখন রাজী না হওয়াই সমীচিত। কেনাকাটা আগে আইনের দিকটা ভাল করে দেখে নেবেন। বিপদে পড়ার আশঙ্কা আছে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পরিকল্পনা অনুযায়ী কাজে সাফল্য আসবে। মাথা কিংবা পায়ে কোন কষ্ট দেখা দিলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
¯^াস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন। কোন সন্তানের চাকরিতে যোগদান হতে পারে। সাহিত্যিকের কোন গ্রন্থ সমাদৃত হবে ও সম্মান বৃদ্ধি পাবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ব্যবসায়ে অশুভ গ্রহের প্রভাবে যে কোন ¶তি বা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। বিভিন্ন বিষয়ে আর্থিক ব্যয় বেশি হতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ব্যবসায়ীদের হিসাবপত্র ঠিক রাখা দরকার নচেৎ হঠাৎ কোন গোলমাল হতে পারে। বিশেষ কোন কারণে এ’কদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।