• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাই


প্রকাশিত: ৮:০০ পিএম, ২ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

Rasifol_1523885859368-300x160
জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :  আজ  ১৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১ জুলাই ২০১৮ ইং এবং ১৬ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : কৃষ্ণ তৃতীয়া, নক্ষত্র : শ্রবণা। সূর্যোদয় ৫:১৬ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
গৃহে নতুন কোন জিনিস আসতে পারে। প্রেমে সফলতা লাভ। কোন আত্মীয় বা বন্ধুর সাহায্যে নতুন কোন যোগাযোগ হবে। কোন কারণে ভ্রাতৃবিরোধ দেখা দিতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
মানসিক অশান্তির জন্য কাজকর্মে ¶তি হতে পারে। পরিবারের কারোর ¯^াস্থ্যের জন্য অর্থব্যয়। ব্যয়াধিক্যবশত মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। ফলে অশান্তি বিরাজ করবে।

মিথুন ২১ মে – ২০ জুন
পরিশ্রম দ্বারা অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। অযথা কিছু অর্থব্যয় হতে পারে। সময়টা আপনার অনুকুল বলা যায় না। মানসিক হতাশা দেখা দেবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকরি¶েত্রে পদোন্নতিসহ বদলির সম্ভাবনা। আর্থিক চিন্তা থাকলেও অসুবিধে হবে না। ব্যবসায়ে সাময়িক মন্দাভাব দেখা দিতে পারে। কোন ভ্রাতা বা বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝির হবে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
গৃহে কোন শুভানুষ্ঠানের জন্য ব্যস্ত থাকতে হতে পারে। বেকারদের চাকরির সুযোগ আসবে। কন্যা বা ভগ্নীর বিবাহের দিন পিছিয়ে যেতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
হঠাৎ মনে নিরাশা আসতে পারে। নিজের কোন ভুলের ফলে মনে আফসোস হতে পারে। কাজকর্মের চাপে পরিশ্রম বেশি হবে। শি¶ার দিক থেকে চিন্তা থেকে যাবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
¶তির সম্ভাবনা। কর্মোপল¶ে বাইরে যেতে হতে পারে। ব্যবসা¶েত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। পিতার সহযোগিতায় সম্পত্তির কিছু সমাধান হবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কেউ আপনার ¶তির চেষ্টা করবে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কাজকর্মে অনেকটা শুভ বলা যায়। বিশিষ্ট কোন ব্যক্তির সহযোগিতা পাবেন। হঠাৎ কোন ঘটনায় মানসিক উদ্বিগ্নতা দেখা দিতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অর্থ হাতে এলেও চিন্তা থেকেই যাবে। সমস্যা থাকলেও সমাধান করতে পারবেন। ¯^াস্থ্য ভালই থাকবে। কর্ম¶েত্রে শুভ। কোন প্রতিবেশী কলহে জড়িয়ে পড়তে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কাজকর্মের চাপ থাকার ফলে পরিশ্রম বেশি হবে। কোন বন্ধুর সাহচার্যে আনন্দ পাবেন। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন। কাজকর্মেরও ¶তি হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
হঠাৎ পিতার ¯^াস্থ্যের অবনতি ঘটতে পারে। শুক্র অশুভ হলে রাশিগত ফল অশুভ হবে, সাবধানে থাকবেন। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। পরিশ্রম দ্বারা সাফল্য আনতে হবে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকরি ¶েত্রে সুনাম অর্জন করবেন এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন। কোন শুভ সংবাদে মানসিক শান্তিপাবেন।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ  ১৮ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২ জুলাই ২০১৮ ইং এবং ১৭ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : কৃষ্ণ চতুর্থী, নক্ষত্র : ধনিষ্ঠা। সূর্যোদয় ৫:১৬ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যবসায় অসুবিধা দেখা দিতে পারে। মজুতদারী ব্যবসায় বিঘœ আসতে পারে। বিশেষ কোন ব্যপারে উদ্বিগ্ন হবার সম্ভাবনা। দাম্পত্য জীবনে অশান্তি আশঙ্কা।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
নতুন জায়গায় বদলী হয়ে অসুবিধের মধ্যে পড়তে পারেন। অযথা ব্যস্ত হয়ে কাজের ¶তি করবেন না। শারীরিক ব্যাপারে সতর্ক থাকবেন। কোন কারণে পিতা-মাতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
নিজেকে অসহায় মনে করলে সফল হবেন। নিজেকে সংযত রাখবেন। নিজের জেদ বজায় রাখতে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে। আপনার বিশেষ কোন গুণের জন্য প্রশংসা পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
সঙ্গীত ও অভিনয়ে সুনাম বৃদ্ধি ও অর্থ লাভ। ছাত্র-ছাত্রীদের পরী¶ার ব্যাপারে বিঘœ আসতে পারে। প্রকাশকদের কোন সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সম্মানহানির যোগ আছে। জোগানের অভাবে ব্যবসায়ে ¶তির সম্ভাবনা। ভ্রাতা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ হতে পারে। নিজের কর্তব্য সম্বন্ধে সচেতন থাকবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন বন্ধুর সহায়তা পাবেন। চাকরি¶েত্রে কোন ব্যাপারে মনের উপর চাপ পড়তে পারে। ব্যবসায়ীদের আয়কর সম্বন্ধে জটিলতা দেখা দেবে। ¯^াস্থ্য ভাল যাবে না।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যয়বাহুল্যের ফলে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। বেশি অর্থোউপাজনের জন্য অযথা ঝুঁকি নেবেন না। সময়টা অনুকুল নয়। ব্যবসা¶েত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আয় বৃদ্ধি হবে। চাকরি¶েত্রে কাজকর্মে অবহেলা করবেন না। শত্রæপ¶ সুযোগের অপে¶ায় থাকবে। কোন নারীর সান্নিধ্যে মানসিক শান্তিপাবেন। বিশিষ্ট কোন ব্যক্তির সহায়তা পেতে পারেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন অর্থকরী ব্যাপারে উৎসাহিত হতে পারেন। কাজকর্মে অনুকুল পরিস্থিতি আসবে। বিবাহের যোগাযোগ হলেও চিন্তা-ভাবনা করা দরকার। নতুন কারো সাথে যোগাযোগ হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চাকরি¶েত্রে কোন তর্ক-বিবাদে নিজেকে জড়াবেন না। এ’কদিন সব কাজেই বাধাপ্রাপ্ত হবেন। নিজের ভুল-ত্রæটির ব্যাপারে সতর্ক থাকবেন। ধৈর্য ধরলে সফলতা আসবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
শরীর ভাল যাবে না। হঠাৎ অসুস্থ্য বোধ করতে পারেন। প্রভাবশালী কোন ব্যক্তির সহায়তায় চাকরির সুযোগ পেতে পারেন। চাকরির পরী¶ার জন্য ভালোমত প্রস্তুতির দরকার।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ক্রীড়া¶েত্রে সাফল্য আসবে। কোন আর্থিক লেন-দেনের ব্যাপারে সতর্ক থাকবেন। কারো কোন আর্থিক দায়িত্ব নেবেন না। সামান্য অসুখ করলেও সতর্ক হবেন।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :   আজ  ১৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৩ জুলাই ২০১৮ ইং এবং ১৮ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : কৃষ্ণ পঞ্চমী, নক্ষত্র : শতভিষা। সূর্যোদয় ৫:১৬ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চাকরি¶েত্রে কর্তৃপ¶ের সঙ্গে বিরোধে যাবেন না। প্রত্যাশিত ফলে বাঁধাপ্রাপ্ত হবেন। পড়াশোনার ব্যাপারে আর্থিক চিন্তা থাকবে। নিজের উপর আস্থা রাখবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
গোপনে কেউ ¶তির চেষ্টা করবে। বস্ত্র ও পোশাক ব্যবসায়ীরা লাভবান হবেন। সাবধানে কাজকর্ম করবেন। আঘাত পেতে পারেন। ভ্রমণের সম্ভাবনা আছে।

মিথুন ২১ মে – ২০ জুন
চাকরি¶েত্রে কর্তৃপ¶ের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। কোন আত্মীয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। শি¶ার্থীদের কোন সমস্যা আসবে। হৃদ রোগে কষ্ট পেতে পারেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
পুরাতন কোন যোগাযোগ বর্তমান কাজে আসতে পারে। বিশেষ কোন ব্যাপারে মনের উপর চাপ পড়বে। কোন তর্ক-বিবাদে নিজেকে জড়াবেন না।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
অংশীদারী ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে।  রাসায়নিক ও পেট্রোল জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সুযোগ। শিল্পী ও অভিনেতা অভিনেত্রীদের সুনাম বৃদ্ধি পাবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আর্থিক দুশ্চিন্তা থেকে যাবে। ঝামেলা বাড়বে। বিবাহের ব্যাপারে এখন মত না দেওয়াই মঙ্গলজনক। সামনে প্রবল প্রতিযোগিতা আসছে। সময়টা আপনার অনুকুল নয়।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
সাংসারিক কোন অসুবিধা দেখা দিতে পারে। চাকরি বা ব্যবসায় আপনার সাফল্য আসবে। তবে কিছুটা পরিশ্রমী ও উদ্যমী হওয়া দরকার। নিজের ¶তি করেও অপরকে উপকার করে আনন্দ পাবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আগের কোন পরিকল্পনা সুফল পাবেন। শুভ ফল। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। চাকরি¶েত্রে সমস্যার সমাধান হবে। বিশেষ কোন কাজে সাফল্য আসবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
নিজের উপর আস্থা রাখবেন। পরিবারিক দিক থেকে শুভ ফল। প্রিয়জনের সঙ্গে আনন্দ লাভ। অপরের প্রতি সহানুভ‚তিশীল হওয়ার ফলে অর্থব্যয় বেশি হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
আত্মীয় বিয়োগের সম্ভাবনা আছে। কাজকর্মের ব্যাপারে অযথা ঝুঁকি নেবেন না। অবস্থা আপনার অনুকুল নয়। আপনার অস্থির মনোভাব দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই অন্তরায় হয়ে দাঁড়াবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। ভ্রমণ যোগ আছে। সন্তানদের শি¶ায় অগ্রগতি হবে। অপরের প্রতি রূঢ় আচরণের ব্যাপারে সচেতন থাকবেন।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
শত্রু বৃদ্ধি পাবে। চাকরিতে সুনাম পারেন ভ্রমণে আনন্দ পাবেন। স্ত্রীর ¯^াস্থ্যের অবনতির ফলে উৎকণ্ঠা বাড়বে। কোন বন্ধুর সহযোগিতা পাবেন।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ  ২০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৪ জুলাই ২০১৮ ইং এবং ১৯ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : কৃষ্ণ ষষ্ঠী, নক্ষত্র : পূর্বভাদ্রপদ। সূর্যোদয় ৫:১৭ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ধৈর্য ধরুন। মাতার সহযোগিতায় মানসিক চঞ্চলতা ও অবসাদ দূর হবে। পুরাতন স্মৃতি মনকে ভীষণভাবে বিচলিত করবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
মানসিক অস্থিরতার ফলে কাজকর্মে ¶তি হতে পারে। চাকরি¶েত্রে মনোমালিন্য হতে পারে। সতর্ক থাকুন। পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
রাজনৈতিক ¶েত্রে প্রভাব বৃদ্ধি পাবে। কোন মামলায় জয়লাভ করবেন। ¯^াস্থ্য শুভ বলা যায়। আয় শুভ। সামাজিক কাজে সুনাম পেলেও শত্রæপ¶ বদনাম করবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
মন-মেজাজ বি¶িপ্ত থাকতে পারে। ¶েত্রে বিতৃষ্ণা দেখা দেবে। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আশার আলো দেখবেন। সময়টা আপনার অনুকুল বলা যায়। পারিবারিক সমস্যা মেটাতে পারবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন শুভ সংবাদে মন প্রফুল্ল থাকবে। সরবরাহ কাজের লাভ হবে। অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আর্থিক চিন্তা থাকলেও অসুবিধে হবে না। ব্যবসায়ে নতুন কোন যোগাযোগ হবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন রোগ থেকে মুক্তি পাবেন। ব্যয় বৃদ্ধি পাবে। চাকরি¶েত্রে বাঁধা-বিঘœ থাকলেও ব্যবসায়ে উন্নতির যোগ আছে পরিশ্রমের দ্বারা কাজকর্মে সাফল্য লাভ করবেন। শ্বাসকষ্ট দেখা দেবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
সাংবাদিকদের কাজের গুরুত্ব বৃদ্ধি পাবে। কৃতি ক্রীড়াবিদদের বিদেশে প্রশি¶ণ নেবার সুযোগ

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
সাফল্য পেলেও অর্থ পেতে বিলম্ব হবে। কোন ব্যক্তির দ্বারা উপকৃত হবেন। কোন গুরুত্বপূর্ণ সংবাদে মানসিক শান্তিপাবেন। সন্তানের শি¶ার ব্যাপারে অর্থব্যয় হবে। ব্যস্ততার জন্য কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসার দিক থেকে নতুন কোন সুযোগ পেতে পারেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বৈজ্ঞানিকদের সাফল্য আসবে। ব্যস্ততার মধ্যেও কোন সুখবর আসতে পারে। কর্পোরেট সংস্থায় নিযুক্তদের বদলির সম্ভাবনা রয়েছে। গঠনমূলক কোন কাজে সাফল্য পাবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চাকরি¶েত্রে পদোন্নতির সুযোগ। যৌথ কোন উদ্যোগ সফল হতে পারে। বিবাহের কোন যোগাযোগ আসতে পারে। কোন ব্যাপারে নিজেকে হঠাৎ অসহায় মনে হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
অভিনেতা-অভিনেত্রীদের সুনাম বৃদ্ধি পাবে। শিল্প-কারখানায় নিযুক্ত ব্যক্তিদের কাজ করার সময় সতর্ক থাকা প্রয়োজন। চলাফেরায় ও যানবাহন চালানোর সময়ও সতর্ক থাকবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
গুরুত্বপূর্ণ কোন কাজে জটিলতার মধ্যেও উদ্দেশ্য সিদ্ধি হবে। ব্যবসায়ীক বিষয় সংক্রান্তকোন ব্যাপারে চিন্তা হবে খাদ্যদ্রব্য রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীরা আইনগত সমস্যায় পড়তে পারেন।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ  ২১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৫ জুলাই ২০১৮ ইং এবং ২০ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : কৃষ্ণ সপ্তমী, নক্ষত্র : পূর্বভাদ্রপদ। সূর্যোদয় ৫:১৭ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পরী¶ার্থীদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার প্রসারের জন্য অর্থের প্রয়োজন হতে পারে। আইনজীবীদের বড় রকমের সাফল্য আসবে। কাজকর্মে সামাজিক দায়িত্ব বাড়বে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
শত্র“তা বৃদ্ধি পাবে। প্রতারণার ভয় আছে। চাকরি বা ব্যবসায় কোন সমস্যায় সমাধানের ইঙ্গিত রয়েছে। মৃৎশিল্পীদের কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে।

মিথুন ২১ মে – ২০ জুন
যৌথভাবে কোন অভিযানে যেতে পারেন। আর্থিক লেনদেনের ¶েত্রে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা আইনগত ব্যপারে সতর্ক থাকবেন। বিবাহিতদের উভয়ের উপর কোন কারণে মনের চাপ পড়তে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
পারিবারিক ¶েত্র শুভ হলেও ব্যয় বেশি হবে। গবেষকদের সাফল্য লাভ হবে। কারো শিল্পে ও সঙ্গীতে সাফল্য পেতে পারেন। আমদানী-রপ্তানী ব্যবসায় কোন সমস্যা আসতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
অর্থকরী ব্যাপারে কোন উদ্যোগ নিতে পারেন। ক্রীড়াবিদরা প্রশংসিত হবেন। হঠাৎ সমস্যায় পড়তে পারেন। চাকরি প্রার্থীদের চেষ্টায় সুফল লাভের সম্ভাবনা।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কাউকে বিশ্বাস করে কোন কাজ করার বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসা¶েত্র শুভ। কোন বন্ধুর কাছে আর্থিক সাহায্য পাবেন। বিভিন্ন কারণে অর্থব্যয় বেশি হওয়ার ফলে সঞ্চয় হবে না।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
জমিজমা সংক্রান্তব্যবসায়ে যুক্ত ব্যক্তিদের লাভের সুযোগ আছে।  প্রিয়জন সঙ্গও আনন্দ দিবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। ব্যবসা¶েত্রে শ্রমিক-কর্মচারীদের কোন সমস্যার মোকাবিলা করতে হতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যয়বাহুল্যের ফলে সঞ্চয় হবে না। কাজকর্মের চাপ বৃদ্ধির ফলে পরিশ্রম বাড়বে। নিজের জেদ বজায় রেখে নিজের ¶তি করবেন না। প্রয়োজনে গুরুজনদের পরামর্শ নিয়ে কাজ করলে কার্যসিদ্ধি হবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ¶মতা আছে। চাকরি¶েত্রে দায়িত্ব বৃদ্ধি বা পদোন্নতি হতে পারে। ব্যবসা ¶েত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। পারিবারিক ¶েত্রে মতবিরোধ দেখা দিতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
নিজেকে সংযত রাখবেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অবিশ্বাস করবেন না। সবাইকে আপনার প্রয়োজন হবে। ব্যবসা ¶েত্রে কোন বাঁধাবিঘেœর সম্মুখীন হতে পারেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
বেসরকারি চাকরিতে উদ্বেগ বা অনিশ্চয়তা দেখা দিতে পারে অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হবে। নিজের কোন প্রয়োজনে অর্থব্যয় হবে। গ্রহগত কারণে ব্যয়বৃদ্ধি বা শারীরিক কষ্ট হতে পারে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কাজকর্মে উন্নতির সুযোগ আসবে। গৃহে কোন শুভ অনুষ্ঠান হবার যোগ আছে। নিজের বা পরিবারের কারোর অসুখে বিলম্ব করবেন না। যথাযথ ব্যবস্থা না নিলে বিপদ বাড়বে।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ  ২২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৬ জুলাই ২০১৮ ইং এবং ২১ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : কৃষ্ণ অষ্টমী, নক্ষত্র : উত্তরভাদ্রপদ। সূর্যোদয় ৫:১৭ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন পুরানো বন্ধুর সা¶াৎ পেতে পারেন। সামান্য বিষয়ে বিচলিত হয়ে উঠবেন।কোন সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোস হবে। কর্মচারীদের অসহযোগিতায় সব কাজ শেষ হবে না।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বিরক্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে। কোন অপবাদে সুনাম হানির আশঙ্কা। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। সরকারি চাকরিতে কাজের চাপ বাড়বে।

মিথুন ২১ মে – ২০ জুন
¯^াস্থ্যের প্রতি ল¶্য রাখবেন। কোন সংবাদে মন আনন্দিত হতে পারে। পিতা বা মাতার শারীরিক অবনতির কারণে দুশ্চিন্তা থাকবে। শি¶া¶েত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
শিল্পীদের সুনাম বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় প্রবল প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে। পরিশ্রম দ্বারা সাফল্য আনতে হবে। নিজের উপর বিশ্বাস রাখবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরি¶েত্রে বিশেষ কোন ঘটনা ঘটতে পারে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। প্রশাসনিক বিভাগের ব্যক্তিদের উন্নতির যোগ আছে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
প্রতিযোগিতামূলক পরী¶া দিতে উৎসাহ হারাবেন না। কোন বন্ধু বিয়োগে মনে কষ্ট পাবেন। উচ্চপদে নিযুক্ত ব্যক্তিদের কাজের দায়িত্ব বাড়বে। কোন বিশেষ কাজের জন্য অন্যের উপর নির্ভর করতে হবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
উচ্চরক্ত চাপে ভুগতে পারেন। আর্থিক কারণে উচ্চশি¶ায় বাধা আসতে পারে। কোন পুরানো বন্ধুর সা¶াৎ পেতে পারেন। আত্মীয় বা বন্ধুর সাহায্যে কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আর্থিক দিক থেকে দুর্ভাবনা থেকে যাবে। ¯^জন বিয়োগের সম্ভাবনা। ¯^াস্থ্যের দিকে নজর রাখুন। কর্ম¶েত্রে বা চাকরি¶েত্রে সাফল্য আসবে। ক্রীড়া¶েত্রে কৃতিত্ব দেখাতে পারবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
গচ্ছিত অর্থ বা দ্রব্য ফেরৎ পেতে অসুবিধে হবে। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ব্যবসা¶েত্রে মন্দাভাব কাটবে। সরকারী চাকরি¶েত্রে কোন শুভ সংবাদ পেতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ভ্রমণের সময় শারীরিক বা আর্থিক ¶তির সম্ভাবনা আছে। বয়স্ক ব্যক্তিদের হৃদরোগে শয্যাশায়ী হবার আশঙ্কা। অতিরিক্ত পরিশ্রমে শরীর ¯^াস্থ্যের উপর প্রভাব ফেলবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
রাজনৈতিক ¶েত্রে বিরোধীরা ¶তির চেষ্টা করলেও সফল হবে না। তবে সতর্কতা অবলম্বন করবেন। পারিবারিক শান্তিবজায় থাকবে। সঙ্গীত ও শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরা সম্মান পাবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন অভিযানমূলক কার্যে সফল হতে পারেন। প্রেমে হঠাৎ বিরহের সম্ভাবনা দেখা দেবে। শুভ গ্রহের প্রভাব আছে। ¯^াস্থ্যের প্রতি যতœ নেবেন। দাম্পত্য জীবনে শান্তিআসবে।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ২৩ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৭ জুলাই ২০১৮ ইং এবং ২২ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : কৃষ্ণ নবমী, নক্ষত্র : রেবতী। সূর্যোদয় ৫:১৮ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আপনার কোন পরিকল্পনায় বাঁধা-বিঘœ আসতে পারে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা সমাধানের চেষ্টা করবেন। কোন তর্ক-বিবাদে যাবেন না। উচ্চ পদপ্রাপ্তির ¶েত্রে দৃঢ় প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
নিজের প্রতি আস্থা রাখবেন সফল হবেন। সন্তানের কোন ব্যাধিতে দুশ্চিন্তা হবে। কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। চাকরি¶েত্রে সম্মান বৃদ্ধি বা আর্থিক উন্নতির যোগ আছে।

মিথুন ২১ মে – ২০ জুন
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে। সতর্ক থাকুন। অসমাপ্ত কাজ শেষ করার ফলে অর্থ কিছু হাতে আসবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
নতুন কোন এজেন্সী পেতে পারেন। পারিবারিক কোন সমস্যার সমাধান হবে।  কর্ম¶েত্রে কোন ভুল-ত্রæটির ব্যাপারে সতর্ক থাকবেন। আয়বৃদ্ধি পাবে। গৃহে আত্মীয় সমাগমে ব্যস্ত ও অর্থব্যয়।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিতে বদলি হওয়ার ফলে বিশেষ অসুবিধা দেখা দিতে পারে। বস্ত্র ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে। আয় বৃদ্ধি হবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
¯^াস্থ্য ভাব শুভ। সরকারি কাজে সুনাম পাবেন। কাজকর্মে উৎসাহ আসার ফলে অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। কোন সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
আর্থিক ব্যাপারে কোন অসুবিধা দেখা দিবে। সম্পত্তি সংক্রান্তব্যাপারে ভ্রাতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
সাংসারিক শুভ। সফলতা আসবে। কোন মহৎ কাজে ব্যক্তির সান্নিধ্যলাভ করতে পারেন। কাজকর্মে উৎসাহ পাবেন। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বিদ্যুৎ থেকে দূরে থাকবেন। রাজনৈতিক সুনাম পেলেও বিরোধী প¶ সমালোচনা করবে। মনের কোন আশা পূর্ণ হতে পারে। কাজকর্মে সাফল্য লাভ করবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ব্যবসায়ে উন্নতির যোগ আছে। ¯^াস্থ্যভাবে শুভ। আয়ে শুভ ফল। পিতার ¯^াস্থ্যের জন্য দুর্ভাবনা হতে পারে। ক্রীড়াবিদদের প্রতিভার বিকাশ হবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পরী¶ার্থীদের শুভ ফল আশা করা যায়। দুর্ঘটনার যোগ আছে। ধৈর্য ধরবেন। প্রতিযোগিতামূলক পরী¶ায় শুভ ফল পেতে পারেন। সন্তানদের কোন ব্যাধি দুর্ভাবনায় ফেলতে পারে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বেকারদের চাকরির সুযোগ আসবে। ঝোঁকের মাথায় কাজ করা ঠিক হবে না। ¶তির সম্ভাবনা। যে কোন কাজ করার আগে চিন্তা করবেন। ধর্মীয় সংগঠনে যুক্ত হতে পারেন।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :
আজ ২৪ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৮ জুলাই ২০১৮ ইং এবং ২৩ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : কৃষ্ণ দশমী, নক্ষত্র : অশি^ণী। সূর্যোদয় ৫:১৮ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
হুজুগের মাথায় কোন সিদ্ধান্তনিলে পরে আফসোস করতে হবে। স্নায়ুঘটিত কোন রোগে গোড়াতেই সতর্ক হবেন। পরের উপকার করতে গিয়ে নিজের কিছু ¶তি হতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
চাকরি¶েত্রে অস্থিরতা দেখা দিতে পারে। মাত্রাধিক ব্যয়ে চিন্তায় থাকবেন। কাউকে টাকা ধার দিলে ফেরৎ পেতে বিলম্ব হবে। স্ত্রীর ¯^াস্থ্যের প্রতি যতœ নেবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
সরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কর্ম উপল¶ে বাইরে যেতে হতে পারে। বৃহস্পতি আপনার সহায় থাকলে কোন অসুবিধে হবে না। আগুন থেকে দূরে থাকবেন। হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন শুভ সংবাদ পেতে পারেন। কর্ম¶েত্রে পরিবর্তন আসতে পারে। কোন রাজনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অর্থোপার্জনের নতুন কোন সুযোগ আসতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সুযোগের সদ্বব্যবহার করতে পারলে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। বিশিষ্ট ব্যক্তিকে বন্ধু হিসাবে পেতে পারেন। কোন সম্পত্তি লাভের যোগ আছে। ¯^াস্থ্য মধ্যম।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
রাজনীতিতে বা সমাজসেবামূলক কাজে সুনাম পাবেন। কাজকর্মে নতুন সুযোগ পাবেন। ছাত্র-ছাত্রীদের সাফল্য লাভ হবে। বস্ত্র ব্যবসায়ীরা লাভবান হবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
গৃহে কোন আনন্দ অনুষ্ঠান হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও অসুবিধে হবে না। দৈনন্দিন কাজকর্মে সাফল্য লাভ করবেন। যানবাহন থেকে সতর্ক থাকবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শারীরিক সুস্থ্যতা থাকবে। কাউকে বিশ্বাস করলে ঠকবেন। পারিবারিক কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ শরীরে আঘাত লাগতে পারে। সতর্ক থাকুন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
দৈনন্দিন কাজকর্মে পরিশ্রম বেশি হবে। পাওনা অর্থ কিছু আদায় হবার সম্ভাবনা। বিভিন্ন চিন্তার মধ্যে থাকতে হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে শান্তিপাবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোন নারীর সান্নিধ্যে আনন্দ লাভ। কোন সন্তানের জন্য দুর্ভাবনা হবে। চন্দ্র আপনাকে অশুভ ফল প্রদান করতে পারে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অর্থ হাতে এলেও ব্যয় বেশি হবে। কোন আত্মীয় সমস্যায় ব্যস্ত হতে পারেন। সমস্যা এলেও বিব্রত হবেন না। পিতার সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবন সুখের বলা যায়।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৫ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৯ জুলাই ২০১৮ ইং এবং ২৪ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : কৃষ্ণ একাদশী, নক্ষত্র : ভরণী। সূর্যোদয় ৫:১৮ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন সহৃদয় ব্যক্তির সহযোগিতায় ভ্যাগ্যোন্নতির সুযোগ পাবেন। মানসিক চঞ্চলতায় কাজকর্মে ¶তি হতে পারে। পারিবারিক কোন সিদ্ধান্তআপনার মনঃপুত হবে না।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সরকারি চাকরিতে সমস্যা আসতে পারে। ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে আপনার ব্যবহারে অনেকের সহায়তা পাবেন। ভাল কিছু সুযোগ আসবে, হাতছাড়া করবেন না।

মিথুন ২১ মে – ২০ জুন
আত্মীয় বিরোধে মানসিক শান্তির ব্যাঘাত ঘটবে। কারো কোন সমস্যায় জড়াবেন না। কাজকর্মের ¶তি হবে। কাজকর্মের দিক থেকে সাফল্য পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন বন্ধুর সাহায্যে কোন ধর্মীয় সংগঠনে যুক্ত হবেন। কারোর প্ররোচণায় বিভ্রান্তহবেন না। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও পিছিয়ে আসবেন না।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কিছু সমস্যা থাকলেও সমাধান করতে পারবেন। বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করবেন। পিতার সহায়তায় আর্থিক সমস্যা কিছুটা মিটবে। নিজের আত্মবিশ্বাসের দ্বারা অগ্রসর হবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আপনার ন্যায়পরায়ণতা ও স্পষ্টবাদিতার ফলে কিছু শত্রæ তৈরি হতে পারে। বাস্তববাদী না হতে পারলে ¶তির আশা আছে। চাকরি¶েত্রে পদোন্নতির সম্ভাবনা আছে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
পাওনা অর্থ কিছু হাতে পাবেন। গাড়িচালকরা সাবধানে গাড়ি চালাবেন, দুর্ঘটনার যোগ আছে। বেশি অর্থোপার্জন করার চেষ্টায় ঝুঁকি নেওয়ার ফলে অর্থ ¶তির সম্ভাবনা।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ভালো কোন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পারিবারিক প্রয়োজনে ব্যয়বাহুল্য দেখা দেবে।নিজের কর্তৃত্ব বজায় রাখতে সচেষ্ট থাকবেন। আইনগত কোন সমস্যায় মানসিক দুশ্চিন্তা।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন বিশিষ্ট ব্যক্তির সাহায্য পাবেন। দৈহিকভাব শুভ নয়। সমস্যা এলে ঠান্ডা মাথায় চিন্তা করবেন। সম্পত্তি বিষয়ে সমস্যার সমাধান করতে পারবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ঠিকাদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করা দরকার। একসময় যাদের উপকার করেছেন, তাদের কারো আচরণ বিস্মিত করবে। শরীরের যতœ নেবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আপনার খামখেয়ালীপনার ফলে ব্যবসায় উন্নতিতে বিঘœ আসবে। অংশীদারদের সঙ্গে মতবিরোধ। সরকারি কাজে বাইরে যাবার সম্ভাবনা আছে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অসাবধানতার ফলে কোন ¶তির আশঙ্কা। উচ্চপদস্থ কর্মীদের বদলির সম্ভাবনা আছে। ক্রীড়াবিদদের সম্মান ও অর্থপ্রাপ্তির যোগ। চাকরি¶েত্রে পদোন্নতির যোগ আছে।

আপনার ভাগ্য-১ জুলাই থেকে ১০ জুলাইRasifol_1523885859368-300x160

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৬ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১০ জুলাই ২০১৮ ইং এবং ২৫ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : কৃষ্ণ দ্বাদশী, নক্ষত্র : কৃত্তিকা। সূর্যোদয় ৫:১৯ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে। আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে। কোন গুরুজনের ¯^াস্থ্যের অবনতি ঘটতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ ত্বরাšি^ত হতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোন ব্যক্তির দ্বারা ভাগ্যোন্নতির সুযোগ আসবে। সমাজ সেবামূলক কাজে আনন্দ পাবেন। সরকারি ও বেসরকারি চাকরিতে কাজের চাপ বাড়বে। পরিবারের কারোর অসুস্থতার জন্য চিন্তা ও অর্থ ব্যয়।
ব্যবসায়ের প্রসারের জন্য ঋণ হতে পারে। বিজ্ঞানী অথবা গবেষণা কাজে নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। পারিবারিক শান্তিবজায় থাকবে। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
কর্মচারীদের আন্দোলনের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ধৈর্য ও মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। অত্যাধিক পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তিদেখা দিতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
নিজেকে সংযত রাখবেন। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে শান্তিপাবেন। ব্যয় বৃদ্ধি হলেও প্রয়োজন মেটাতে পারবেন। দূরপীড়ায় আক্রান্তহতে পারেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সময়টা আপনার অনুকুল বলা যায়। কোন মামলায় জয়ী হতে পারেন। চাকরি¶েত্রে পদোন্নতির সুযোগ আছে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে ও ব্যবসায় প্রসার ঘটবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
নতুন কোন পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় মন্দাভাব কাটবে ও ধীরে ধীরে আর্থিক উন্নতি ঘটবে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
বেসরকারি চাকরিতে গুরুত্বপূর্ণ কাজ শেষ করার ফলে সুনাম অর্জন করবেন। দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিবারের কারোর ¯^ার্থপরতার জন্য সাংসারিক অশান্তিদেখা দিতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
রাজনীতিবিদদের কোন সমস্যার মধ্যে পড়তে হবে। শত্রæ প¶ ¶তির চেষ্টা করতে পারে।  সামাজিক কাজে ব্যস্ততা ও অর্থ ব্যয় কাজকর্মে অনেকটা সফল হবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পারিবারিক শুভ বলা যায়। দৈনন্দিন কাজকর্ম ভাল চললেও আশানুরূপ অর্থ হাতে আসবে না। মানসিক অবসাদ দেখা দিতে পারে। ক্রীড়া¶েত্রে সুনাম পাবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন শুভ সংবাদে আনন্দ পাবেন। মামলা সংক্রান্তব্যাপারে কোন সমাধান হতে পারে। আপনার অধিপতি গ্রহ অনুসারে ব্যবসায় লাভ হবে। হঠাৎ কোন কারণে উত্তেজিত হতে পারেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আমদানী ও রপ্তানী কাজে কিছু সমস্যা দেখা দিতে পারে। কেউ ¶তির চেষ্টা করতে পারে। সাবধানে থাকবেন। নতুন কোন কাজের সুযোগ আসবে, সঠিক সিদ্ধান্তনিতে পারলে লাভবান হবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ব্যবসায়ে নতুন অর্থ বিনিয়োগে ¶তি হতে পারে। সময়টা আপনার অনুকুল নয়। মানসিক অবসাদের ফলে কাজকর্মে ¶তি হতে পারে। শারীরিক ক্লান্তিতে কাজকর্মে অনীহা দেখা দিতে পারে।