• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

আপনার ভাগ্য-১১ থেকে ২০ জুন


প্রকাশিত: ৫:৫৩ পিএম, ১১ জুন ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৯৮ বার

Liton dewan
জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১১ জুন ২০১৮ ইং এবং ২৫ রমজান ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : কৃষ্ণ দ্বাদশী, নক্ষত্র : ভরণী। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : অস্থিরমনা এবং নরম গরম ভাব যুক্ত।  এদের মনের মধ্যে দ্বিবিধ ভাব বেশি থাকে, একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণা করে। কখনো বিশ্বাস করে আবার কখনো সন্দেহ করে। কখনো কৃপণ, কখনো ব্যয়বহুল, কখনো কুটিল, কখনো সরল, প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের বৈশিষ্ট্য।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পরিবারের কারোর অসুস্থতার জন্য চিন্তা ও অর্থ ব্যয়। ব্যবসায়ের প্রসারের জন্য ঋণ হতে পারে। বিজ্ঞানী অথবা গবেষণা কাজে নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
পারিবারিক শান্তিবজায় থাকবে। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আন্দোলনের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে।

মিথুন ২১ মে – ২০ জুন
ধৈর্য ও মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। অত্যাধিক পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তিদেখা দিতে পারে।  নিজেকে সংযত রাখবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
অসমাপ্ত কাজ শেষ করতে পেরে শান্তিপাবেন। আক্রান্তহতে পারেন। সময়টা আপনার অনুকুল বলা যায়। কোন মামলায় জয়ী হতে পারেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরি¶েত্রে পদোন্নতির সুযোগ আছে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে ও ব্যবসায় প্রসার ঘটবে। নতুন কোন পরিকল্পনা করতে পারেন।  ব্যবসায় মন্দাভাব কাটবে ও ধীরে ধীরে আর্থিক উন্নতি ঘটবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
রাজনীতিবিদদের কোন সমস্যার মধ্যে পড়তে হবে। শত্রæপ¶ ¶তির চেষ্টা করতে পারে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন। চাকরিতে গুরুত্বপূর্ণ কাজ শেষ করার ফলে সুনাম অর্জন করবেন। দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পাবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পরিবারের কারোর ¯^ার্থপরতার জন্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। সামাজিক কাজে ব্যস্ততা ও অর্থ ব্যয় কাজকর্মে অনেকটা সফল হবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পারিবারিক শুভ বলা যায়। দৈনন্দিন কাজকর্ম ভাল চললেও আশানুরূপ অর্থ হাতে আসবে না। মানসিক অবসাদ দেখা দিতে পারে। ক্রীড়া¶েত্রে সুনাম পাবেন। কোন শুভ সংবাদে আনন্দ পাবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
মামলা সংক্রান্তব্যাপারে কোন সমাধান হতে পারে। আপনার গ্রহ অনুসারে ব্যবসায় লাভ হবে। হঠাৎ কোন কারণে উত্তেজিত হতে পারেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আমদানী ও রপ্তানী কাজে কিছু সমস্যা দেখা দিতে পারে। শারীরিক ক্লান্তিতে কাজকর্মে অনীহা দেখা দিতে পারে। ¶তির চেষ্টা করতে পারে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
সময়টা আপনার ভালো যাবে নাসাবধানে থাকবেন। নতুন কোন কাজের সুযোগ আসবে, সঠিক সিদ্ধান্তনিতে পারলে লাভবান হবেন।

Liton dewan
জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১২ জুন ২০১৮ ইং এবং ২৬ রমজান ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : কৃষ্ণ ত্রয়োদশী, নক্ষত্র : কৃত্তিকা। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : অস্থিরমনা এবং নরম গরম ভাব যুক্ত।  এদের মনের মধ্যে দ্বিবিধ ভাব বেশি থাকে, একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণা করে। কখনো বিশ্বাস করে আবার কখনো সন্দেহ করে। কখনো কৃপণ, কখনো ব্যয়বহুল, কখনো কুটিল, কখনো সরল, প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের বৈশিষ্ট্য।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
শুরুতে মানসিক চাপে থাকবেন। আর্থিক দিক তেমন ভালো যাবে না। কোন বন্ধুর সাথে বিরোধ হতে পারে। প্রেম সংক্রান্ত যোগাযোগ শুভ। তবে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা হতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোনরকম শত্রæতামূলক ক্ষতি হতে পারে। আত্মীয়দের সাথে বিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা হতে পরে। সাথে বিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে বসের মন র¶া করে চলা কঠিন হবে।

মিথুন ২১ মে – ২০ জুন
সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। কোন আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক টেনশন বাড়তে পারে। কেউ কথার বরখেলাপ করতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। পাওনা টাকা আদায় সহজ হবে। কোথাও আনন্দ ভ্রমনে যেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
পেশাগত কাজে সুনাম বাড়বে। তবে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়বে। বিদেশ সংক্রান্ত যোগযোগ শুভ। চাকরিজীবিদের বসের সাথে বিরোধ হতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন অপ্রত্যাশিত কারণে ব্যয় বাড়বে। সন্তানের কোন বিষয় আনন্দদায়ক হবে। পারিবারিক ও দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। চাকরি প্রার্থীদের কোন সুখবর আসতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। শুরুতে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। কারো বা পেশাগত সুনাম ও মর্যাদা বাড়বে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
শিক্ষার্থীদের সম্মানজনক প্রাপ্তি হতে পারে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। তবে কোন রকম গুপ্ত শত্রæতামূলক ক্ষতি হতে পারে। চাকরিজীবিদের প্রমোশন হতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে সতর্ক হতে হবে। দূর থেকে সুখবর পাবেন। বিদেশ সংক্রান্ত যোগযোগ শুভ। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কারো অসুস্থতাজনিত ব্যয় বাড়বে। সামাজিক ও ধর্মীয় কাজে সুনাম বাড়বে। কোন আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বছরের শুরুটা তেমন ভালো যাবে না। প্রিয়জন কারো সাথে বিরোধ হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আর্থিক ও মানসিক চাপে থাকতে পারেন। পেশাগত কাজে সফলতা পাবেন। প্রেম ও রোমাঞ্চ শুভ। শিক্ষার্থীদের সময় ভালো যাবে। দূর থেকে কোন সুখবর পেতে পারেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কারো বা বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। কোনরকম রাগ বা জেদ ক্ষতিকর হবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে।

Liton dewan

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৩০ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ জুন ২০১৮ ইং এবং ২৭ রমজান ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : অমাবস্যা, নক্ষত্র : রোহিণী। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : অস্থিরমনা এবং নরম গরম ভাব যুক্ত।  এদের মনের মধ্যে দ্বিবিধ ভাব বেশি থাকে, একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণা করে। কখনো বিশ্বাস করে আবার কখনো সন্দেহ করে। কখনো কৃপণ, কখনো ব্যয়বহুল, কখনো কুটিল, কখনো সরল, প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের বৈশিষ্ট্য।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন বন্ধুর সহযোগিতা পাবেন। শরীর তেমন ভালো যাবে না। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। ভাই বোন কারো সফলতার খবর পাবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
তবে আর্থিক লেনদেনে কেউ কথার বরখেলাপ করতে পারে। কোথাও ভ্রমনে যেতে পারেন। অবিবাহিতদের কারো বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
কোন প্রভাবশালী লোকের সাথে বিরোধ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশুনার ব্যাপারে মনোযোগী হতে হবে। সন্তানের কোন বিষয় দুশ্চিন্তার কারণ হবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভবান হতে পারেন। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি ও মনোযোগ বাড়বে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরিজীবিদের কর্মব্যস্ততা বাড়বে এবং বসের মন র¶া করে চলা কঠিন হবে। পেশাগত কাজে সফলতা পাবেন। তবে কোন রকম শত্রæতামূলক ক্ষতির ব্যাপারে সতর্ক হতে হবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
চাকরি পরিবর্তন অথবা চাকরি সংক্রান্ত সুখবর পেতে পারেন। কারো দ্বারা প্রভাবিত হয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ ক্ষতিকর হবে। কোন বিষয় আনন্দদায়ক হবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন প্রভাবশালী লোকের সহযোগিতা পাবেন। নিজের প্রভাব বাড়বে তবে কোন রাগ বা জেদ ক্ষতিকর হবে। প্রিয়জন কারো সাথে বিরোধ হতে পারে। পেশাগত কাজে সুনাম ও মর্যাদা বাড়বে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
¯œায়ুবিক সমস্যা হতে পারে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। জনসংযোগমূলক কাজে ব্যস্ততা ও সুনাম বাড়বে। শরীর তেমন ভালো যাবে না।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সৃজনশীল ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক কিছুটা অশান্তি হতে পারে, কোন আত্মীয়ের অসুস্থতাজনিত ব্যয় বাড়তে পারে। হঠাৎ কোন ঝামেলায় জড়াতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
যে কোন বিষয় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলে ভাল করবেন। আপনার মনোবল চাঙ্গা হবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। মা বাবা কারো ¯^াস্থ্যগত সমস্যা থাকতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কেউ বা বিদেশের সূত্র থেকে লাভবান হতে পারেন। সন্তানের কোন বিষয় আনন্দদায়ক হতে পারে। দাম্পত্য সম্পর্কে ভালো যাবে। তবে সন্তানের কোন বিষয় দুশ্চিন্তার কারণ হবে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। যে কোন পরিস্থিতিতে অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ঠান্ডা মাথায় সিন্ধান্ত নিলে ভালো করবেন। প্রেম সংক্রান্ত যোগাযোগ শুভ।

Liton dewan

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ  ৩১ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ জুন ২০১৮ ইং এবং ২৮ রমজান ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : শুক্ল প্রতিপদ, নক্ষত্র : মৃগশিরা। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : অস্থিরমনা এবং নরম গরম ভাব যুক্ত।  এদের মনের মধ্যে দ্বিবিধ ভাব বেশি থাকে, একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণা করে। কখনো বিশ্বাস করে আবার কখনো সন্দেহ করে। কখনো কৃপণ, কখনো ব্যয়বহুল, কখনো কুটিল, কখনো সরল, প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের বৈশিষ্ট্য।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সামাজিক কোন কাজে সফলতা আসবে। আপনার গৃহীত পদ¶েপ প্রশংসিত হবে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক হতে হবে। শরীর তেমন ভালো যাবে না।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আপনার সুনাম বাড়বে। তবে শত্রæতামূলক কিছুটা চালু থাকতে পারে। কারো সাথে বন্ধুত্ব হতে পারে। প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ। সন্তানের কোন বিষয় আনন্দদায়ক হবে।

মিথুন ২১ মে – ২০ জুন
আপনি অপ্রত্যাশিত সফলতা পেতে পারেন। তবে পরিশ্রম ও টেনশন শারীরিক অসুস্থতার কারণ হতে পারে আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। তবে ব্যবসায়িক যোগাযোগ শুভ।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
শি¶ার্থীদের ভালো যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন। পারিবারিক ও দাম্পত্য শান্তি বজায় রাখা কঠিন হবে। দূর থেকে কোন সুখবর পেতে পারেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন ঘটনা আপনার মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে। আপনার সুপ্ত প্রতিভা জাগ্রত হবে এবং পেশাগত কাজে সফলতা পাবেন। কোনরকম রাগ বা জেদের কারণে ঝামেলা হতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোনরকম দুর্ঘটনাজনিত ¶তির ব্যাপারে সতর্ক হতে হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। আপনি লাভবান হবেন। সন্তানের কারণে কোনরকম মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
অপ্রত্যাশিত কারণে লাভবান হতে পারেন। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। সামাজিক যোগাযোগ বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পরিকল্পনা বাস্তবায়নে কোন বন্ধুর সহযোগিতা পাবেন। পেশাগত শি¶ায় মনোযোগ বাড়বে। দাম্পত্য ¶েত্রে মানিয়ে চলতে হবে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক হতে হবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অপ্রত্যাশিত কোন ঘটনা মানসিক অস্থিরতার কারণ হবে। সামাজিক ও জনসংযোগমূলক কাজে আর্থিক কারণে টেনশনে থাকতে হবে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
দূর থেকে কোন সুখবর পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভাল যাবে। আপনার কর্মব্যস্ততা বাড়বে। আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। অপ্রত্যাশিত সূত্র থেকে লাভবান হতে পারেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
বয়স্কদের শরীরের প্রতি বিশেষ যতœশীল হতে হবে। কারো স্নায়ুবিক ও লিভারের কোন সমস্যা হতে পারে। ভাইবোন কারো সফলতার সংবাদ পাবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোনরকম ঝামেলায় জড়াতে পারেন পিতা/মাতা কারো অসুস্থতাজনিত ব্যয় বাড়বে। পেশাগত কাজে জড়িতদের সুনাম ও সম্মান বাড়বে। প্রেম ক্ষেত্রে শুভ।

Liton dewan

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ জুন ২০১৮ ইং এবং ২৯ রমজান ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : শুক্ল দ্বিতীয়া, নক্ষত্র : আর্দ্রা। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : অস্থিরমনা এবং নরম গরম ভাব যুক্ত।  এদের মনের মধ্যে দ্বিবিধ ভাব বেশি থাকে, একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণা করে। কখনো বিশ্বাস করে আবার কখনো সন্দেহ করে। কখনো কৃপণ, কখনো ব্যয়বহুল, কখনো কুটিল, কখনো সরল, প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের বৈশিষ্ট্য।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যবসায়ে পুনরায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে। শি¶ার্থীদের সমস্যা মিটবে। মানসিক চিন্তা কিছুটা কমবে। চাকরি বদলির সম্ভাবনা আছে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ব্যবসায়ে অর্থ পেতে বিলম্ব হতে পারে। সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অর্থ চিন্তা থাকবে। ভ্রাতার সাহায্য পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন।  ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে।

মিথুন ২১ মে – ২০ জুন
কোন সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। কন্যা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ আসতে পারে। চাকরি¶েত্রে সুনাম পাবেন। ¯^াস্থ্যভাব মধ্যম।

কর্কট  ২১ জুন – ২০ জুলাই
গৃহে কোন মঙ্গলানুষ্ঠান হতে পারে। হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। ¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না। অনেক কাজ অসমাপ্ত থাকলেও আর্থিক অসুবিধে হবে না। মনের কোন কথা কারো কাছে প্রকাশ করবেন না।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
মিতব্যয়ী হতে পারলে অসুবিধে হবে না। মাতার সহানুভ‚তি লাভ করবেন। ব্যবসায় মন্দাভাব দেখা দেবে। ব্যবসা ক্ষেত্রে অর্থ পেতে বিলম্ব হবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
অসৎসঙ্গ ত্যাগ না করলে ¶তির আশঙ্কা। শে­ষ্মাজনিত রোগে কষ্ট পেতে পারেন। ব্যয়বাহুল্যের ফলে দাম্পত্য কলহ দেখা দিতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয় হবে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন। মানসিক অবসাদের ফলে কাজকর্মে মন বসবে না। তবে কোনরকম শত্রæতামূলক ¶তির ব্যাপারে সতর্ক হতে হবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন বিশিষ্ট ব্যক্তির সহায়তা লাভ করবেন। কোন ভ্রাতার ব্যবহারে দুঃখ পেতে পারেন। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয় হবে। রাজনীতিতে জড়িতদের কর্মব্যস্ততা বাড়বে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
নিজেকে সংযত করলে অর্থচিন্তা থাকবে না। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। কোন ভ্রাতার ব্যবহারে দুঃখ পেতে পারেন। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে।   পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয়।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন সম্পত্তির ব্যাপারে পিতার সাহায্য পাবেন। কোন রাজনৈতিক গন্ডগোলে জড়িয়ে পড়তে পারেন। শত্রæপ¶ প্রবল হয়ে উঠবে। সৃজনশীল ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পারিবারিক ¶েত্রে শান্তিবজায় থাকবে। দৈনন্দিন কাজকর্মেও কিছু শুভফলের আশা করতে পারেন। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে। বেকারদের কারো চাকুরি হতে পারে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
পারিবারিক সমস্যার কিছু সমাধান করবেন। কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজকর্মের চাপ বৃদ্ধি পাবার ফলে পরিশ্রম বাড়বে। দূর থেকে কোন বিভ্রান্তিকর তথ্য পেতে পারেন।

Liton dewan

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৬ জুন ২০১৮ ইং এবং ৩০ রমজান ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : শুক্ল তৃতীয়া, নক্ষত্র : পুনর্বসু। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি :  এদের ¯^াস্থ্য ভালো, রোগব্যাধি বিশেষ হয় না। শুক্র অশুভভাবে থাকলে জাতক দুর্বল রোগা খিটখিটে হয়। বুকের ও যৌনাঙ্গের রোগে ভোগে, অসুখী ও অর্থকষ্ট উপস্থিত হয়। এরা একটু নির্জনতাপ্রিয়, বেশি ভিড়ের মধ্যে থাকতে এরা পছন্দ করে না।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চাকরিজীবীদের কর্মব্যস্ততা বাড়বে। এমনকি বসের মন র¶া করে চলা কঠিন হবে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক ভালো যাবে। সন্তানের কোন বিষয় আনন্দদায়ক হবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সৃজনশীল ও গবেষণামূলক কাজে সুনাম ও মর্যাদা বাড়বে। কোন আনন্দ ভ্রমণে যেতে পারেন। বিদেশের সূত্র থেকে লাভবান হতে পারেন। কারো বা বিদেশ যাত্রা হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
আর্থিক চাপে থাকবেন। কোন ঝামেলায় জড়াতে পারেন। রাগ বা জেদ দাম্পত্য অশান্তির কারণ হবে। ¯^াধীন পেশায় জড়িতদের সফলতা আসবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কারো অসুস্থতাজনিত ব্যয় বাড়বে। শি¶ার্থীদের শি¶ায় উন্নতি এবং সম্মানজনক প্রাপ্তি হতে পারে। কোন আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কারো বা প্রেম সংক্রান্ত যোগাযোগ বাড়বে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
এমনকি বিয়ের আলোচনার অগ্রগতি হতে পারে। সামাজিক ও জনসংযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। গৃহে আতœীয় সমাগম হতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
মাসের শেষদিকে পেশাগত কাজে সুনাম ও সম্মান বাড়বে। আপনার গৃহীত পদ¶েপ কর্ম¶েত্রে প্রশংসিত হবে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক ভালো যাবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
তবে শত্রæতামূলক ¶তির ব্যাপারে সতর্ক হতে হবে। আপনার মনোবল চাঙ্গা থাকবে। ¯^াধীন পেশায় জড়িতদের সুনাম ও মর্যাদা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
রাগ বা জেদ ¶তিকর হতে পারে। সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। তবে চাকরিজীবিদের কিছুটা চাপের মধ্যে থাকতে হবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক হতে হবে। প্রিয়জন কারো চাপে বিরোধ হতে পারে। কিছুটা আর্থিক চাপে থাকতে পারেন। আপনার কোন ভুল সিদ্ধান্তের কারণে ¶তিগ্রস্ত হতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
পাওনা টাকা আদায় সহজ হবে। ¯^াধীন পেশায় সফলতা পাবেন। ভাইবোন কারো সাথে বিরোধ হতে পারে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। মাতৃ¯^াস্থ্য দুশ্চিন্তার কারণ হবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আপনার গৃহীত পদ¶েপ প্রশংসিত হবে। তবে পারিবারিক শান্তি বজায় রাখার ¶েত্রে কৌশলী হতে হবে। শুরুতে আপনি বিভিন্নমুখী চাপে থাকতে পারেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কর্ম¶েত্রে বসের মন র¶া করে চলা কঠিন হবে। জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। কোন বন্ধুর সাথে বিরোধ হতে পারে। মনোবল চাঙ্গা হবে।

Liton dewan

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৩ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৭ জুন ২০১৮ ইং এবং ১ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : শুক্ল চতুর্থী, নক্ষত্র : পুষ্যা। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি :  স্ত্রী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে সুখী জীবনযাপনে এরা আগ্রহী।  কখনো হতাশ হয় না।  জাতক জাতিকারা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনৈতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে সে ভালো শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারে।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক হতে হবে। কর্ম¶েত্রে আপনাকে মানিয়ে চলতে হবে। পাওনা টাকা আদায়ে তৎপর হতে হবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
শি¶ার্থীদের জন্য ভালো যাবে। ¯^াধীন পেশায় জড়িতদের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্ম¶েত্রে বসের মন র¶া করে চলা কঠিন হবে। দাম্পত্য ¶েত্রে কিছুটা সমস্যা হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
ব্যবসায়িক সফলতা পাবেন। কারো সাথে বিরোধ হতে পারে। কোনরকম বিনিয়োগের ব্যাপারে সতর্ক হতে হবে। সন্তানের কোন বিষয় আনন্দদায়ক হবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন ঝমেলায় জড়াতে পারেন। মানসিক চাপে থাকবেন। কর্ম¶েত্রে আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। বেকারদের কারো বা নতুন চাকরি হতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
নতুন ব্যবসা শুভ নয়। পারিবারিক ঝামেলা। চিকিৎসকদের বিশেষ কোন গবেষণা বা পরী¶ায় সাফল্য পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসায় দুশ্চিন্তার কারণ আছে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
দূর ভ্রমণের সুযোগ আসতে পারে।  কন্যা বা ভগ্নীর বিবাহের ব্যাপারে শুভফল পেতে পারেন। মূল্যবান দ্রব হারানোর সম্ভাবনা আছে। আপনার আর্থিক ব্যাপারে উদারতা ভবিষ্যতে ¶তি করতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ক্রীড়াবিদদের বিশেষ কোন সুযোগে ভ্রমণের আশা আছে। কোন প্রিয়জনের শোকসংবাদ পেতে পারেন। কোন ব্যবসায় শুরু করলে নিজের মূলধন বিষয়ে নিশ্চিত হবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
অভিনেতা-অভিনেত্রীরা নতুন কাজে সাফল্য লাভ করার সম্ভাবনা আছে। পারিবারিক ¶েত্রে অন্যের শত্রæতার আশঙ্কা আছে। নিঃসঙ্গতা কাটবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সম্ভাব্য¶েত্রে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। অপ্রত্যাশিত শুভ কিছু ঘটার সম্ভাবনা আছে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চাকরি বা ব্যবসায়ের জন্য ব্যস্ত থাকায় পরিবারের জন্য সময় দিতে পারবেন না। মহিলাদের চাকরি¶েত্রে পদোন্নতি সুযোগ আসতে পারে ¯^াস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি প্রার্থীদের ভালো কোন সুযোগ আসতে পারে। জন্মকালে শনি যাঁদের কন্যায় ছিল তাঁদের উপর বারবার মানসিক আঘাত আসার সম্ভাবনা।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
রাজনীতিবিদদের কিছু সমস্যা দূর হলেও সাবধানে পরবর্তী পদ¶েপ ফেলতে হবে। বিরোধীরা সুযোগের অপে¶ায় আছে। নিজের কোন প্রতিভার ¯^ীকৃতি পাবেন।

Liton dewan

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৪ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৮ জুন ২০১৮ ইং এবং ২ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : শুক্ল পঞ্চমী, নক্ষত্র : মঘা। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : কোন কাজ করবে বা করবে না, তা ঠিক করতে পারে না। আইন, চিকিৎসা, হিসাব, শিল্পসাহিত্য, রেস. জুয়া, স্পেকুলেশান, ইত্যাদিতে প্রবল ঝোঁক থাকে। কিছু সাফল্যও অর্জন করে। প্রায় পেটের রোগ ও বদহজমে ভোগে, এরা তোষামোদপ্রিয়, রুচিবান, বিশ্বাসী, সৎকার্যকারী, যেসব কার্যে সু² রুচির প্রয়োজন, সেই সব কাজে প্রচুর সাফল্য পাবে। শুভ অশুভ ঘটনা পরপর ও বারবার আসে।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
একচেটিয়া কারবারীদের ব্যবসা¶েত্রে দুর্ভাবনার আশঙ্কা আছে। গুরুজনের ¯^াস্থ্য সম্পর্কে চিন্তা। কারো সম্পর্কে বা বিরুদ্ধে মন্তব্য করা সমীচীন হবে না।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
চাকরি ¶েত্রে কোন তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কোন সম্পত্তি বা জমি-জায়গা নিয়ে কোন ভ্রাতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কোন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন।

মিথুন ২১ মে – ২০ জুন
শেয়ার কেনা-বেচার ব্যাপারে বিশেষ চিন্তা করবেন। চাকরি¶েত্রে কোন গোলযোগ দেখা দিতে পারে। সাংসারিক ¶েত্রে ব্যয়বাহুল্য ঘটবে। হিসাব পরী¶কের কাজ বা ব্যবসায় যারা নিযুক্ত তাঁদের বিশেষ সুযোগ আসতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকরির উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে। কোন মহিলার সহায়তা পাবেন। সম্ভাব্য ¶েত্রে বদলীর সম্ভাবনা আছে। কাউকে অর্থ ধার দেওয়া বা শেয়ার কেনার ব্যাপারে বিশেষ চিন্তা-ভাবনা করবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ঔষধ ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের লাভের সুযোগ আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে ব্যবসায়ীদের লাভ। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
গোপন কোন সূত্র থেকে টাকা পাবেন। পতœীর বিশেষ কোন কৃতিত্বে নিজে গৌরববোধ করতে পারেন। উপযুক্ত ¶েত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
অভিনেত্রীদের ভাল সুযোগ আসবে। সুনাম ও যশ খ্যাতি বাড়বে। সবার মধ্যে থেকে নিজের অসহায় বোধ করবেন। মানসিক বিষণœতা আপনাকে গ্রাস করবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
স্ত্রীর সহানুভূতি ও সহযোগিতা লাভ করবেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে। ভ্রমণ শুভ। বয়স্কদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ¯^াস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
তাদের কোনভাবে রক্তপাত বা অস্ত্রোপচারের আশঙ্কা রয়েছে। ব্যয় বৃদ্ধি হবে। চিকিৎসা বিভ্রাটের আশঙ্কা রয়েছে। সময়মত ব্যবস্থা নিলে অবস্থা আয়ত্বের মধ্যে থাকবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
উপযুক্ত বয়সীদের চাকরির সুযোগ আসতে পারে, তবে সেই বিষয়ে যোগ্যতা থাকা প্রয়োজন। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কা রয়েছে। পারিবারিক ঝামেলায় ভুগবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কার্য¶েত্রে সাময়িক কোন সমস্যা মনে চাপ ফেলতে পারে। বেশ কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। সাহিত্যিক ও গবেষকদের প্রতিপত্তি ও সাফল্য আসবে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব দূরীভূত হবে। কিন্তু আর্থিক ব্যাপারে সতর্ক থাকবেন। আর্থিক উন্নতি হবে। খ্যাতি ও সুনাম বৃদ্ধি পাবে।

 

Liton dewan

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :  আজ ৫ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৯ জুন ২০১৮ ইং এবং ৩ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : শুক্ল ষষ্ঠী, নক্ষত্র : পূর্বফাল্গনী। সূর্যোদয় ৫:১৩ ও সূর্যাস্ত ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : এদের আত্মœবিশ্বাসী মনে হলেও এদের মন অতি সহজেই আহত হয়। এদের মধ্যে অনেক সময় দ্বিধাদ্ব›দ্ব কাজ করে। যে কোন পেশায় লেগে থাকলে এরা যশ খ্যাতির অধিকারী হতে পারে। এরা স্নেহপ্রবণ কিন্তু এর বহিঃপ্রকাশ না থাকায় অনেকেই এদের ভুল বুঝতে পারে। ঘর-সংসারের প্রতি এদের ভালবাসা ও আন্তরিকতা যথেষ্ট।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকবেন। পরী¶ার্থী চাকরিপ্রার্থীদের সময়টা অনুকুল। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। কোন আত্মীয়ের জন্য দুর্ভাবনা ও অর্থব্যয়।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কৃষিজীবিদের দুশ্চিন্তার কারণ ঘটতে পারে। ¶ুদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা। ¶মতার বাইরে কোন কাজের ঝুঁকি নেবেন না। তর্ক-বিবাদ সর্বদা এড়িয়ে চলবেন। কোন নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন। মাতা ও স্ত্রীর সহানুভ‚তি লাভ করবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
অবিবাহিত মেয়েদের কোন ফাঁদে পড়ার সম্ভাবনা আছে সতর্ক থাকবেন। বৃহৎ প্রতিষ্ঠানের উচ্চপদাধিকারীরা আইনী অসুবিধায় পড়তে পারেন।

কর্কট  ২১ জুন – ২০ জুলাই
কোন সন্তানের জন্য চিন্তা হবে।শারীরিক অসুস্থতার জন্য কাজকর্মে ¶তি হওয়ার সম্ভাবনা। কারিগরী ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতি।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শি¶িত মহিলাদের চাকরি লাভ ও কর্ম¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে। আগুন বা ধারালো জিনিস থেকে সাবধান। প্রতিবেশী কলহ থেকে দূরে থাকবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
অযথা বদনাম হতে পারে। ভ্রমণকালে কোন অসুবিধা বা ¶তির আশঙ্কা আছে। সাহিত্যিক ও শিল্পীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। শরীরের প্রতি যতœ নেবেন। ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করতে হতে পারে। শি¶ার্থীদের সমস্যা মিটবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যবসায়ে অর্থ পেতে বিলম্ব হতে পারে। সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অর্থ চিন্তা থাকবে। পিতা বা কোন ভ্রাতার সাহায্য পেতে পারেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন। মানসিক চিন্তা কিছুটা কমবে। চাকরি¶েত্রে বদলির সম্ভাবনা আছে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। কন্যা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ আসতে পারে। চাকরি¶েত্রে সুনাম পাবেন। ¯^াস্থ্যভাব মধ্যম।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
গৃহে কোন মঙ্গলানুষ্ঠান হতে পারে। হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। মনের কোন কথা কারো কাছে প্রকাশ করবেন না।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না। অনেক কাজ অসমাপ্ত থাকলেও আর্থিক অসুবিধে হবে না। মিতব্যয়ী হতে পারলে অসুবিধে হবে না।
Liton dewan

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৬ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২০ জুন ২০১৮ ইং এবং ৪ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল সপ্তমী, নক্ষত্র : উত্তরফাল্গনী। সূর্যোদয় ৫:১৩ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি : বিশেষ করে সাদা তরল জলজ দ্রব্যের ও খাদ্য দ্রব্যের ব্যাবসায়ে বেশি লাভবান হতে পারবে। এই রাশির জাতকের ¯^াস্থ্য বেশি মজবুত হয় না।  এই রাশির জাতক-জাতিকা লাজুক ও নম্র হৃদয়ের হয়। এরা সুন্দর সাধারণ ও হালকা রঙের পোশাক পছন্দ করে, জাতক বাইরে কঠোর হলেও অন্তরে কোমল।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কম্পিউটার ও ইলেকট্রনিক্স-এ জড়িত ব্যক্তিদের সম্ভাবনা উজ্জ্বল। পারিবারিক ¶েত্রে উদ্বেগ কাটায় মানসিক শান্তি পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপে অগ্রগতি হবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
পারিবারিক ¶েত্রে বিভিন্ন দিক থেকে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে চিন্তা বাড়বে। বিবাহিত কোন কন্যার জন্য দুর্ভাবনায় পড়তে পারেন।

মিথুন ২১ মে – ২০ জুন
উদর সংক্রান্ত পীড়ায় কষ্ট পেতে পারেন। ছাত্র-ছাত্রীদের শি¶ার ব্যাপারে শুভ যোগাযোগ হতে পারে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে চিন্তায় থাকবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
বিরোধীদের সম্পর্কে সতর্ক থাকবেন। যুবকদের অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবনে অশান্তিদেখা দিতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধান হওয়ার আশা আছে। শরীরের দিকে বিশেষ নজর দিন। ¶ুদ্র ব্যবসায়ী বা দোকানীদের দুশ্চিন্তা দেখা দেবে। চিকিৎসক ও প্রযুক্তিবিদদের সময়টা অনুকুল। বিশেষ কোন চেষ্টায় সাফল্যলাভ করবেন। কোন বন্ধুর অকালমৃত্যুতে শোক পেতে পারেন। ভ্রমণে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে পারেন। কৃষিজীবীদের আর্থিক সফলতা আসবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
চাকরি¶েত্রে সুনাম ও কাজকর্মে সাফল্য পাবেন। আপনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। পৈত্রিক ব্যবসায় কোন সমস্যা দেখা দিতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন সম্ভ্রান্ত মহিলার সহায়তা পেতে পারেন। বেসরকারী প্রতিষ্ঠানে চাকরিতে উন্নতির যোগ আছে। দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে বিশেষ অগ্রগতি হবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
নতুন কোন উদ্যোগের পরিকল্পনা করতে পারেন। কর্মব্যস্ততার জন্য পারিবারের সঙ্গে কাটানোর সময় হবে না। সামাজিক কাজে ব্যস্ত থাকবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ঘনিষ্ঠ কারোর দ্বারা অশান্তি দেখা দিতে পারে। মানসিকভাবে বিব্রত হতে পারেন। কাজকর্মে ভুল-ত্রæটির সম্ভাবনা আছে। নিঃসঙ্গতা ভাল লাগবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
পাওনা অর্থ ফেরৎ পেতে অসুবিধায় পড়বেন। রক্তজনিত কোন রোগ দেখা দিতে পারে। চোখের সমস্যায় ভুগবেন। অর্থকষ্ট হতে পারে। নিজের যোগ্যতা বা প্রতিভার পুরস্কার পাবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আপনার হিতৈষীজনকে ভুল বোঝা থেকে সতর্ক থাকবেন। জাতিকাদের চাকরি¶েত্রে শুভ ঈঙ্গিত রয়েছে। সুনাম বাড়বে। যাত্রা শুভ। উচ্চ-শি¶ার¶েত্রে বিষয় নির্বাচনে অসুবিধা দেখা দিতে পারে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন শি¶কের সহায়তায় উপকার পেতে পারেন।নিজের দোষে বা অবহেলায় কোন সুযোগ নষ্ট করা সম্পর্কে সতর্ক থাকবেন। আশা পূর্ণ হতে পারে। শারীরিক কল্যাণ হবে।