• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

১১ থেকে ১৭ মে-আপনার ভাগ্য-জ্যোতিষরাজের দৃষ্টিতে


প্রকাশিত: ৭:২০ পিএম, ১৬ মে ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

Liton dewan

আজ ২৮ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১১ মে ২০১৮ ইং এবং ২৪ শাবান ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : কৃষ্ণ ত্রকাদশী, নক্ষত্র : পূর্বভাদ্রপদ। সূর্যোদয় ৫:১৯ ও সূর্যাস্ত ৬:৩২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কারোর বিরোধিতা সম্পর্কে সাবধান। কাজ-কর্মে কোন শুভ ফল। অযথা কারোর প্রতি বিরূপ মন্তব্য করে বিপদে পড়তে পারেন। নানান চিন্তায় মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
চাকরিক্ষেত্রে কোন সুখবর পেতে পারেন। পতি-পতœী উভয়েই উভয়ের জন্য কোন দুশ্চিন্তায় পড়তে পারেন। স্বজন বিরোধে নিজেকে নির্লিপ্ত বা সংযত রাখবেন।ব্যস্ততা বাড়বে।

মিথুন ২১ মে – ২০ জুন
সুনাম বৃদ্ধি। মেধাবী ও শিক্ষিতদের বিদেশে শিক্ষালাভের সুযোগ আসবে। ঘনিষ্ঠ কারো জন্য শোক পেতে পারেন।সামাজিক কাজে সুনাম অর্জন করবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
বাইরে কোথাও যাবার চেষ্টায় বাধা পেতে পারেন। কোন সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে।  গলার কোন কষ্ট বা অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরি ক্ষেত্রে কোনভাবে মনের উপর চাপ পড়তে পারে।বিবাহের ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করতে পারেন। মিথ্যা কোন মামলায় জড়িয়ে পড়তে পারেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন বন্ধুর বা আত্মীয়ের সাহায্য পাবেন। নিরাপত্তা বিভাগে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি ঘটতে পারে। অযথা কোন গোলমালে জড়িয়ে পড়তে পারেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কারোর শত্রæতা বা বিরোধিতা সম্পর্কে সাবধান। বিশেষ কোন কাজে বা কোন সম্মেলনের উদ্দেশ্যে বাইরে যেতে হতে পারে। নিজের চাকরিক্ষেত্রে  পদোন্নতিসহ দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ভ্রমণে আনন্দলাভ করবেন। চাকরি ক্ষেত্রে  কোন সংবাদে মন প্রফুল­ থাকবে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। আর্থিক সমস্যা দুশ্চিন্তায় ফেলতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অযথা কোন ঝুঁকি নেবেন না। কোন ব্যক্তির দ্বারা লাভের সুযোগ আসবে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তিপাবেন। শারীরিক কোন ক্ষতির সম্ভাবনা আছে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
স্বাস্থ্য ভাল যাবে না। শিক্ষাক্ষেত্রে  সমস্যা আসতে পারে। কোন অপ্রিয় সংবাদে মন চঞ্চল হতে পারে। বিদ্যুৎ থেকে সাবধান। রাজনীতিতে প্রভাব বাড়লেও সতর্ক থাকবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন আত্মীয় সমস্যায় বিব্রত হতে পারেন। কারো প্ররোচণায় অর্থ ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে পিতার সহযোগিতা পাবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
পারিবারিক চিন্তা থাকবে। জন্মচক্রে বৃহস্পতি অনুকুলে থাকলে অনেক বাঁধা অপসারিত হবে। কোন বিপদে পড়ার আশঙ্কা আছে। আর্থিক ক্ষেত্রে  উন্নতির সম্ভাবনা আছে।

Liton dewanআজ ২৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১২ মে ২০১৮ ইং এবং ২৫ শাবান ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : কৃষ্ণ দ্বাদশী, নক্ষত্র : উত্তরভাদ্রপদ। সূর্যোদয় ৫:১৯ ও সূর্যাস্ত ৬:৩৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যাধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
অসতর্কতার জন্য কোন জিনিসের ক্ষতি বা অর্থক্ষতির আশঙ্কা আছে। সরকারী চাকরিতে কোন সুখবর পেতে পারেন। নিজেকে নির্লিপ্ত রাখবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাবার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাবার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর দ্বারা চাকরির ক্ষেত্রে সুফল পাবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বয়স্ক কর্মক্ষম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে। কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাবেন। শরীর স্বাস্থ্য ভাল যাবে না।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
আয় বাড়বে। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে। কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
এখনই নতুন ব্যবসায়ের ঝুঁকি নেবেন না। শে­ষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন শুভ সংবাদে উৎফুলৎ হতে পারেন। দাম্পত্য অশান্তি।  স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রæ হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি
চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন কারণে মন বিক্ষিপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।

Liton dewanআজ ৩০ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ মে ২০১৮ ইং এবং ২৬ শাবান ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : কৃষ্ণ ত্রয়োদশী, নক্ষত্র : রেবতী। সূর্যোদয় ৫:১৮ ও সূর্যাস্ত ৬:৩৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পারিবারিক কোন কাজে ব্যস্ত হতে পারেন। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায় অহেতুক কোন ঝামেলায় জড়িয়ে বদনাম হতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
রাজনীতির ক্ষেত্রেও সমস্যা আসতে পারে। হঠাৎ মাতার শারীরিক অসুস্থার ফলে চিন্তা ও অর্থব্যয় হবে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে।

মিথুন ২১ মে – ২০ জুন
শিক্ষার্থীদের সাফল্য আসবে। ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। চাকরিক্ষেত্রে কোন সমস্যা আসতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
সতর্ক থাকবেন। পরিবারের কারোর ব্যবহারে দুঃখ পেতে পারেন। সরকারি চাকরিতে কোন দায়িত্বপূর্ণ কাজ নিয়ে চিন্তা থাকবে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চিকিৎসক ও আইনজ্ঞদের আইনজ্ঞদের সুনাম ও অর্থ লাভ। চাকরির ক্ষেত্রে আয়বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ব্যয় বৃদ্ধি হবে। ধৈর্যসহকারে কাজকর্ম করবেন। পারিবারিক শান্তিবজায় থাকবে। ব্যয়বৃদ্ধি হবে। গৃহে সংস্কারের কোন কাজ হতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পেলেও সাফল্য পাবেন। কাজকর্মে সাফল্য পাবার ফলে উপার্জন বৃদ্ধি পাবে। গলার কোন রোগে কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
শিক্ষাক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের সুনাম ও অর্থলাভ। সাবধানে চলাফেরা করবেন। সৃষ্টিধর্মী কাজের সাফল্য আসবে। । বিরোধ-বিতর্ক এড়িয়ে চলুন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অশান্তিদেখা দেবে। অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে মানসিক অশান্তিতে ভুগবেন। হঠাৎ অসুস্থ্য হতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বিজ্ঞান ও মনস্তত্ব বিভাগের ছাত্র-ছাত্রীদের সাফল্য আসবে। অনাদায়ী অর্থ কিছু আদায় হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে লভ্যাংশ কম হবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন আত্মীয় সমস্যায় বিব্রত হতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তিপাবেন। শারীরিক কোন ক্ষতির সম্ভাবনা আছে।

মীন ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
কোন ব্যক্তির দ্বারা লাভের সুযোগ আসবে। শিক্ষাক্ষেত্রে সমস্যা আসতে পারে। ভুলের ফলে ক্ষতির সম্ভাবনা আছে। ভ্রমণে আনন্দলাভ করবেন।
Liton dewan
আজ ৩১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ মে ২০১৮ ইং এবং ২৭ শাবান ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : কৃষ্ণ চতুর্দশী, নক্ষত্র : অশি^নী। সূর্যোদয় ৫:১৮ ও সূর্যাস্ত ৬:৩৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
রাজনীতির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নতির ব্যাপারে অন্যের উপর নির্ভরশীল হতে হবে। ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করার ব্যাপারে সতর্ক থাকবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি ঘটবে। সতর্ক না থাকলে কারো দ্বারা প্রতারিত হতে পারেন। অমিতব্যয়ী হওয়ার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন।

মিথুন ২১ মে – ২০ জুন
দাম্পত্য জীবনের কোন সমস্যা বৃদ্ধি পেতে পারে। শারীরিক কারণে অসময়ে অবসর নিতে হতে পারে। পড়ে গিয়ে আঘাত পাওয়া বা কোন রোগের উৎপত্তির আশঙ্কা  আছে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা। হঠাৎ ঝোঁকের মাথায় কোন কাজ করবেন না। অধ্যাপনায় নিযুক্ত ব্যক্তিদের বিশেষ কোন সুযোগ পাবার ঈঙ্গিত আছে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ক্রীড়াবিদদের শরীর সম্পর্কে সাবধান থাকা প্রয়োজন। তর্ক-বিরোধ এড়িয়ে চলবেন। কোন ভ্রাতার উন্নতিতে আনন্দলাভ করবেন। সংযত হয়ে নিজের কাজ করবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ইঞ্চিন যানবাহন চলাকালীন কোন দুর্ঘটনার ঈঙ্গিত আছে।  রাজনৈতিক ক্ষেত্রে অন্যদের বিরোধিতা অসহ্য হয়ে উঠতে পারে। ধৈর্য ও বুদ্ধির দ্বারা অগ্রসর হবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
আপনার উপর দায়িত্ব ও কর্তব্যের চাপ বাড়বে। ঔষুধপত্র ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের ব্যবসায় লাভের সুযোগ আসবে। হাঁপানির রোগে কষ্ট পাবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
মূল্যবান দ্রব্যাদির কোনভাবে ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘর-বাড়ি সংক্রান্ত ব্যাপারে কোন জটিলতা দেখা দিতে পারে। তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সাহিত্যক ও অভিনেতাদের সম্মান ও আর্থিক উন্নতির যোগ। আইনগত ঝামেলায় পড়তে হতে পারে। কারোর অসুখ-বিসুখে অবহেলা করবেন না।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি

মনের মধ্যে নানা প্রকার দুশ্চিন্তা আসতে পারে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতির ঈঙ্গিত আছে। কিন্তু কারো কারো বিরোধিতা পেতে পারেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ইঞ্জিনিয়ারদের সরকারী কাজের সুযোগ আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে অন্যের সহায়তায় নতুন কোন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। বিদেশ যাবার যোগ আছে।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
গবেষকদের চিকিৎসা বিজ্ঞানের সাফল্য পাবার সম্ভাবনা। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে চিন্তা বাড়বে এবং ভুল ত্রæটিরও সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা ব্যাপারে দুশ্চিন্তা রয়েছে।

Liton dewan
আজ ১ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ মে ২০১৮ ইং এবং ২৮ শাবান ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : অমাবস্যা, নক্ষত্র : ভরণী। সূর্যোদয় ৫:১৭ ও সূর্যাস্ত ৬:৩৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আপনার কোন হিতৈষীর জন্য শোক পেতে পারেন। প্রবাসে থাকা কোন সন্তানের জন্য চিন্তা হবে। রাজনৈতিক সংঘর্ষে আহত হবার সম্ভাবনা। চাকরিপ্রার্থীদের জন্য সময়টা অনুকুল নয়।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
পতœীর জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে। চাকরিক্ষেত্রে কোন ব্যাপারে মনের উপর চাপ পড়বে। কারখানায় নিযুক্ত ব্যক্তিদের পাওনা অর্থ পেতে বিলম্ব হবে।

মিথুন ২১ মে – ২০ জুন
তবে কারিগরদের আয় বৃদ্ধির যোগ আছে। কোন ভুলের জন্য আফসোস করবেন। ঘনিষ্ঠ কারোর ব্যবহারে মানসিক দুঃখ পাবেন। নিজের শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
আর্থিক লেন-দেনের ব্যাপারে সর্তক থাকবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা বাড়বে। চাকরিক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কা আছে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ন্যায্য কোন ব্যাপারে বঞ্চিত হতে পারেন।কোন সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। অর্থব্যয় বা ঝঞ্ঝাটের আশঙ্কা আছে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন পরীক্ষার ব্যাপারে ভালমত প্রস্তুতি নেবেন।সময়টা আপনার অনুকুল নয়। চাকরিক্ষেত্রেও দুর্ভাবনার কারণ ঘটতে পারে। পারিবারিক শান্তিবজায় থাকবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন ব্যবসায় অর্থ বিনোয়োগ করতে হতে পারে। বাইরে যাবার সম্ভাবনা আছে, পিতা বা মাতার অসুখ চিন্তায় ফেলবে। বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে যাবেন না। ব্যবসায়ীদের কোন অসুবিধায় পড়তে হতে পারে। চাকরির ক্ষেত্রে শুভ ফলের আশা করতে পারেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
যন্ত্রপাতি বা ধারালো জিনিস নিয়ে কাজ করার সময় সাবধানে থাকবেন। চাকরিক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধে সহকর্মীদের সমর্থন পাবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন নারীঘটিত ব্যাপারে বদনাম হতে পারে। কিছু অর্থ ব্যয় হবে অন্যের জন্য। কোন সন্তানের জন্য পারিবারিক শান্তিবিঘিœত হতে পারে। কোন নতুন কাজের দায়িত্ব পেলেও মন বসবে না।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি
দাম্পত্য কলহ দেখা দেবে। দৈনন্দিন কাজের চাপ বাড়বে। অসৎসঙ্গে অর্থ ও কাজের ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে শুভ হলেও আকস্মিক কোন বিপদ আসতে পারে। শারীরিক ও মানসিক অবসাদ দেখা দিতে পারে।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
আত্মবিশ্বাস হারাবেন না। সময়টা আপনার অনুক‚লে নয়। তথ্য প্রকাশ হওয়ায় ক্ষতির আশঙ্কা আছে। নিজের আত্মবিশ্বাসের দ্বারা অগ্রসর হবেন।

Liton dewan
আজ ২ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১৬ মে ২০১৮ ইং এবং ২৯ শাবান ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল প্রতিপদ, নক্ষত্র : কৃত্তিকা। সূর্যোদয় ৫:১৭ ও সূর্যাস্ত ৬:৩৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
গবেষণায় নিযুক্ত ব্যক্তির সঙ্গে কর্তৃপক্ষের মতবিরোধ দেখা দিতে পারে। যানবাহনে চলাকালে কোন ক্ষতির সম্ভাবনা। কোন গঠনমূলক কাজে নেতৃত্ব দিতে পারেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বৈষয়িক সম্পত্তির ব্যাপারে সমস্যা দেখা দেবে। চিকিৎসকদের চিকিৎসায় নাম-যশ বৃদ্ধি পাবে। প্রযুক্তিবিদদের দক্ষতা বৃদ্ধি ও বিদেশ যাওয়ার সুযোগ আসবে।

মিথুন ২১ মে – ২০ জুন
চাকরিক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে সুখ্যাতি পাবেন। নতুন কাজে হাত দেবার আগে নিজের সামর্থ সম্বন্ধে চিন্তা করবেন। সাহিত্যিকদের শুভ বলা যায়।
অপরিণামদর্শিতার ফলে অর্থোপার্জনে বিঘ্ন ঘটবে। কাজকর্মে বা চাকরিক্ষেত্রে কোন পরিবর্তন আসতে পারে। পরিবারের কারো অসুস্থতা হতাশাগ্রস্তকরবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
অধ্যাপক ও আইনজ্ঞদের যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অযথা সত্য কথা বলার জন্য শত্রæবৃদ্ধি ঘটবে। সামাজিক কাজে সুনাম ও অনেকের সহযোগিতা পাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন ভ্রাতার সহযোগিতা পাবেন। কোন নারীর প্রতি আসক্তিতে অনর্থ ঘটতে পারে। কোন কাজে বা অংশীদারী ব্যবসায় প্রাধান্য বিস্তার করবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আর্থিক অবস্থা মোটামুটি থাকলেও আপনার মনে কোন অভাববোধ থাকবে। সংসারের উপর একটা বিতৃষ্ণা আসতে পারে। অহেতুক চিন্তা করবেন না।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন ঋণ পরিশোধ করতে পেরে মানসিক শান্তিপাবেন।  সঙ্গীত ও অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটি অনুকুল। পতœীর স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কাজকর্মের সাফল্যের ফলে  উৎসাহ বৃদ্ধি পাবে। কাজকর্মে আয়বৃদ্ধি ঘটলেও নিজের ত্রæটিতে কিছু ক্ষতিও হতে পারে। বিজ্ঞান গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্যের আশা করতে পারেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর

চাকরিক্ষেত্রে সুনাম পাবেন। নিজেদের কাজে যাতে কোন ত্রæটি না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। রাজনীতিবিদের সমস্যা কিছুটা কমবে।  চাকরিক্ষেত্রে হঠাৎ বদলীর আদেশ আসতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চাকরিক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। চাকরির ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন। হঠাৎ কোন সংবাদে মানসিকভাবে চঞ্চল হয়ে উঠতে পারেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি
বিশিষ্ট ব্যক্তির দ্বারা কোনভাবে উপকৃত হতে পারেন। চাকরিক্ষেত্রে কাজের সুনাম পাবেন। ঝোঁকের মাথায কোন আর্থিক লেন-দেনের ব্যাপারে জামিনদার হবেন না, শেষে বিপদে পড়তে পারেন।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
অসমাপ্ত কাজ অনেকটা শেষ করতে পারবেন,সন্তানদের শিক্ষার বিষয়ে উদ্বেগ দেখা দেবে। কাজকর্মে পরিশ্রম বেশি হলেও আশানুরূপ অর্থ হাতে আসবে না।

Liton dewanআজ ৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১৭ মে ২০১৮ ইং এবং ১ রমজান ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : শুক্ল দ্বিতীয়া, নক্ষত্র : রোহিণী। সূর্যোদয় ৫:১৬ ও সূর্যাস্ত ৬:৩৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নিজের জেদ ও হঠকারিতা ত্যাগ করলে সব কাজে সাফল্য লাভ করতে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি পাবে। সুনাম বৃদ্ধি পাবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আর্থিক উন্নতি হলেও সঞ্চয় হবে না। ব্যবসায় বিশেষ অর্থ আসবে না। দ্রব্যমূল বৃদ্ধির ফলে লভ্যাংশ কমবে। আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে।

মিথুন ২১ মে – ২০ জুন
মজুতদারী ব্যবসায় লাভবান হবেন। ব্যবসায়ীদের কোন অসুবিধায় পড়তে হতে পারে। চাকরির ক্ষেত্রে শুভ ফলের আশা করতে পারেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
যন্ত্রপাতি বা ধারালো জিনিস নিয়ে কাজ করার সময় সাবধানে থাকবেন। বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা। সময়টা আপনার অনুকুল নয়।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সরকারি কাজে বাইরে যাবার সম্ভাবনা আছে। অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে যাবেন না। চাকরিক্ষেত্রেও দুর্ভাবনার কারণ ঘটতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
পিতা বা মাতার অসুখ চিন্তায় ফেলবে। পারিবারিক শান্তিবজায় থাকবে। । বৈষয়িক ব্যাপারে মামলা-মোকদ্দমায় না যাওয়াই মঙ্গল।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন ব্যবসায় অর্থ বিনোয়োগ করতে হতে পারে। কোন সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। অর্থব্যয় বা ঝঞ্ঝাটের আশঙ্কা আছে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলবেন। কোন পরী¶ার ব্যাপারে ভালমত প্রস্তুতি নেবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা বাড়বে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
চাকরিক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কা আছে। আর্থিক লেনদেনের ব্যাপারে সর্তক থাকবেন। কারখানায় নিযুক্ত ব্যক্তিদের পাওনা অর্থ পেতে বিলম্ব হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ন্যায্য কোন ব্যাপারে বঞ্চিত হতে পারেন। ঘনিষ্ঠ কারোর ব্যবহারে মানসিক দুঃখ পাবেন। নিজের শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কিছু অর্থ আদায় করতে পারবেন। কোন ব্যাপারে পরিবারের অন্যান্যদের সঙ্গে অশান্তির আশঙ্কা। কোন ভুলের জন্য আফসোস করবেন।

মীন ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
চাকরিপ্রার্থীদের জন্য সময়টা অনুকুল নয়। পতœীর জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে। চাকরিক্ষেত্রে কোন ব্যাপারে মনের উপর চাপ পড়বে।