• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই


প্রকাশিত: ৫:০৮ পিএম, ১২ জুলাই ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০১৮ ইং এবং ২৬ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : কৃষ্ণ ত্রয়োদশী, নক্ষত্র : মৃগশিরা। সূর্যোদয় ৫:১৯ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সময়টা আপনার ভালো যাবে না। অহেতুক কোন বদনামে জড়াতে পারেন। আর্থিক কারণে পারিবারিক কলহ দেখা দিতে পারে। কোন এজেন্সী ব্যবসায় লাভবান হতে পারেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কাজকর্মের চাপ থাকার ফলে সব কাজ সময়মত শেষ করতে পারবেন না। নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকবেন। পরী¶ার্থী চাকরিপ্রার্থীদের সময়টা অনুকুল।

মিথুন ২১ মে – ২০ জুন
কোন আত্মীয়ের জন্য দুর্ভাবনা ও অর্থব্যয়। কৃষিজীবিদের দুশ্চিন্তার কারণ ঘটতে পারে। ¶ুদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন।
¶মতার বাইরে কোন কাজের ঝুঁকি নেবেন না। তর্ক-বিবাদ সর্বদা এড়িয়ে চলবেন। কোন নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন। মাতা ও স্ত্রীর সহানুভ‚তি লাভ করবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
অবিবাহিত মেয়েদের কোন ফাঁদে পড়ার সম্ভাবনা আছে সতর্ক থাকবেন। বৃহৎ প্রতিষ্ঠানের উচ্চপদাধিকারীরা আইনী অসুবিধায় পড়তে পারেন। কোন সন্তানের জন্য চিন্তা হবে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শারীরিক অসুস্থতার জন্য কাজকর্মে ¶তি হওয়ার সম্ভাবনা। কারিগরী ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতি। উচ্চশি¶ায় শুভফলের আশা করতে পারেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
শি¶িত মহিলাদের চাকরি লাভ ও কর্ম¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে। আগুন বা ধারালো জিনিস থেকে সাবধান। প্রতিবেশী কলহ থেকে দূরে থাকবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
অযথা বদনাম হতে পারে। ভ্রমণকালে কোন অসুবিধা বা ¶তির আশঙ্কা আছে। শরীরের প্রতি যতœ নেবেন। সাহিত্যিক ও শিল্পীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। কন্যা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ আসবে। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি ঘটবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনাও আছে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ব্যয় বৃদ্ধির ফলে সঞ্চয়ের আশা নেই বললেই চলে। সরকারি বা বেসরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তিবজায় থাকলেও মাতার ¯^াস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
সহকর্মীদের সহযোগিতা পাবেন। অশুভ চক্রের প্রভাবে গুপ্ত ব্যাধিতে আক্রান্তহওয়ার সম্ভাবনা। মানসিক চিন্তা কিছুটা কমবে। সমাজসেবামূলক কাজে ব্যস্ত হতে পারেন।

ব্যবসায়ে পুনরায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে। শি¶ার্থীদের সমস্যা মিটবে। ব্যবসায়ে অর্থ পেতে বিলম্ব হতে পারে। সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অর্থ চিন্তা থাকবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে।  পিতা বা কোন ভ্রাতার সাহায্য পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন। মানসিক চিন্তা কিছুটা কমবে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকরি¶েত্রে বদলির সম্ভাবনা আছে। কোন সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। কন্যা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ আসতে পারে। চাকরি¶েত্রে সুনাম পাবেন।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৮ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১২ জুলাই ২০১৮ ইং এবং ২৭ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : কৃষ্ণ চতুর্দশী, নক্ষত্র : আর্দ্রা। সূর্যোদয় ৫:২০ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
গৃহে কোন মঙ্গলানুষ্ঠান হতে পারে। ¯^াস্থ্যভাব মধ্যম। হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। ¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না। অনেক কাজ অসমাপ্ত থাকলেও আর্থিক অসুবিধে হবে না।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
মনের কোন কথা কারো কাছে প্রকাশ করবেন না। মিতব্যয়ী হতে পারলে অসুবিধে হবে না। মাতার সহানুভ‚তি লাভ করবেন। ব্যবসায় সাময়িক মন্দাভাব দেখা দেবে।
মিথুন ২১ মে – ২০ জুন
ব্যবসা শুভ হলেও অর্থ পেতে বিলম্ব হবে। অসৎসঙ্গ ত্যাগ না করলে ¶তির আশঙ্কা। শে­ষ্মাজনিত রোগে কষ্ট পেতে পারেন। ব্যয়বাহুল্যের ফলে দাম্পত্য কলহ দেখা দিতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
সময়টা আপনার অনুকুল নয়। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয় হবে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন। বিশিষ্ট ব্যক্তির সহায়তা লাভ করবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন ভ্রাতার ব্যবহারে দুঃখ পেতে পারেন। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয় হবে। মানসিক অবসাদের ফলে কাজকর্মে মন বসবে না। চাকরি¶েত্রে পরিবর্তনের যোগ আছে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
নিজেকে সংযত করলে অর্থচিন্তা থাকবে না। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয়। কোন ভ্রাতার ব্যবহারে দুঃখ পেতে পারেন। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন সম্পত্তির ব্যাপারে পিতার সাহায্য পাবেন। কোন রাজনৈতিক গন্ডগোলে জড়িয়ে পড়তে পারেন। শত্রæপ¶ প্রবল হয়ে উঠবে। চাকরি¶েত্রে সুনাম পাবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পারিবারিক ¶েত্রে শান্তিবজায় থাকবে। দৈনন্দিন কাজকর্মেও কিছু শুভফলের আশা করতে পারেন। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে। পারিবারিক সমস্যার কিছু সমাধান করবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজকর্মের চাপ বৃদ্ধি পাবার ফলে পরিশ্রম বাড়বে। কোন শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসা¶েত্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
সরকারি চাকরি¶েত্রে কোন সংবাদে চিন্তা বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। মানসিক চঞ্চলতায় কাজকর্মে কিছু ত্রæটি দেখা দিতে পারে। কোন মহিলার সাহায্য পাবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন আত্মীয়ের সমস্যায় ব্যস্ত হতে পারেন।  কোন কারণে ভ্রাতৃ বিরোধ দেখা দিতে পারে। ছাত্র-ছাত্রীদের পরী¶ায় সাফল্য লাভ। কোন সন্তানের ¯^াস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন বিশিষ্ট ব্যক্তির সাহায্য পেতে পাবেন। ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যেতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। চলাফেরা করার সময় সতর্ক থাকবেন।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ জুলাই ২০১৮ ইং এবং ২৮ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : অমাবস্যা, নক্ষত্র : পুনর্বসু। সূর্যোদয় ৫:২০ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
শি¶ক ও অধ্যাপকদের আর্থিক উন্নতি ঘটবে। কোন সংবাদে বিচলিত হতে পারেন। কারোর ব্যাপারে কৌত‚হল দেখাবেন না। ¯^াস্থ্যের যতœ নেবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আপনার রাজনৈতিক প্রভাবে ঈর্ষাšি^ত হয়ে কেউ আপনার ¶তির চেষ্টা করবে। হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। ¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না।

মিথুন ২১ মে – ২০ জুন
চাকরি¶েত্রে কোন কারণে অসন্তোষ দেখা দিতে পারে। কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। উৎসাহ বৃদ্ধির ফলে কাজকর্মে সাফল্য আসবে। দৈনন্দিন কাজকর্মে কিছু শুভফল পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন বন্ধুর দ্বারা ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে।  প্রকাশনা ও কাগজ ব্যবসায় লাভবান হতে পারেন। ভ্রমণযোগ থাকলেও না যাওয়াই ভালো।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
দৈনন্দিন কাজকর্মে ও ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে। কোন সংবাদে বিচলিত হতে পারেন। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। হঠাৎ অর্থ পেতে পারেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বেশি উদারতা আপনার প¶ে ¶তিকারক। সাংসারিক ব্যয় বৃদ্ধিতে মানসিক চিন্তা বাড়বে। চরাফেরায় সাবধান থাকবেন। কোন নেতার সাহায্য পাবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারলে শান্তিপাবেন। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শি¶ার্থীদের কোন কারণে বিঘœ দেখা দিতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
সরকারি চাকরি¶েত্রে কোন বিভ্রান্তিদেখা দেবে। মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। কোন সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। নিজের ভুলে কোন কাজ অসমাপ্ত থেকে যেতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
মন-মেজাজ উগ্র হয়ে উঠতে পারে। সাবধানে চলাফেরা করবেন। পারিবারিক কোন ঘটনা দুর্ভাবনায় ফেলতে পারে। কাজকর্ম ঠিকমত চললেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে না।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চিন্তায় থাকবেন। পারিবারিক ¶েত্র শুভ হলেও পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয়। বেশি অর্থোপার্জনের জন্য অসদুপায় গ্রহণে নিজেরই ¶তি। সঠিক পথে চলতে চেষ্টা করবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
অবশ্যই সাফল্য পাবেন। কণ্ট্রাকটারী ব্যবসায় বড় রকমের সুযোগ আসতে পারে। প্রয়োজনে ঋণ হতে পারে। বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
রাজনৈতিক নেতাদের কোন জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। ছাত্র-ছাত্রীরা পরী¶ায় সাফল্য পাবেন। বিশেষ কোন যোগাযোগে লাভবান হবেন।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৩০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ জুলাই ২০১৮ ইং এবং ২৯ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : শুক্ল দ্বিতীয়া, নক্ষত্র : পুষ্যা। সূর্যোদয় ৫:২০ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সামান্য কোন কারণে উত্তেজিত হয়ে উঠতে পারেন। যেকোন কাজ করার আগে সবদিক বিবেচনা করে নেবেন। ¯^াস্থ্য বিশেষ ভাল যাবে না। সরকারী চাকরিতে ভি.আর.নিতে হতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোন কারণে পারিবারিক ব্যয় বৃদ্ধি ঘটবে। ক্রীড়া¶েত্রে সুনাম পাবেন। কোন শুভ সংবাদে আনন্দ পাবেন। মামলাসংক্রান্তব্যাপারে কোন সমাধান হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
কারো প্ররোচণায় কোন কাজ করবেন না। প্রতারিত হতে পারেন। বিশেষ কোনো কাজে অবহেলা করবেন না। কারোর প্ররোচণায় কোন কাজ করবেন না।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
শারীরিক অসুস্থতায় সাবধান হবে। গৃহে কোন মুল্যবান দ্রব্য চুরি যাওয়ার সম্ভাবনা আছে। প্রতারিত হতে পারেন। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সামাজিক কাজে সুনাম পাবেন। সাহিত্যিকদের সুনাম ও অর্থপ্রাপ্তির যোগ আছে। প্রয়োজনে ঋণ হতে পারে। অযথা কোন ব্যাপারে ঝুঁকি নেবেন না।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কার্জকর্মের চাপ বৃদ্ধি পাবার ফলে দৈহিক ক্লান্তিআসবে। আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে। কোন গুরুজনের ¯^াস্থ্যের অবনতি ঘটতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ ত্বরাšি^ত হতে পারে। কোন শুভ সংবাদে মন প্রফুল্ল থাকবে। চিকিৎসকদের শুভ। কারো কাছে গচ্ছিত রাখা টাকা ফেরৎ পেতে হয়রানী হতে হবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
মিতব্যয় হতে পারলে অর্থাভাব হবে না। কোন অর্থ সম্পদ ফেরৎ পেতে পারেন। কাজকর্মে উদাসীনতা আসতে পারে। আপনার উদারতার ফলে নিজের কিছু ¶তিও হবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন মিথ্যা অপবাদে জড়িয়ে পড়তে পারেন। কোন বন্ধু বা আত্মীয়ের অসুস্থতায় ব্যস্ত হবেন। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। হঠাৎ অর্থ পেতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
আর্থিক অসুবিধায় পড়তে পারেন। উদরপীড়ায় আক্রান্তহতে পারেন। ব্যবসায় আইনগত কোন সমস্যা দেখা দিতে পারে। সঠিক হিসাবপত্র বা আর্থিক বিষয়ে সতর্ক থাকা দরকার।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
অর্থ¶তির আশঙ্কা আছে। পারিবারিক কলহে মন বি¶িপ্ত থাকবে। এখনই কোন ভ্রমণে যাবেন না। দুর্ঘটনার যোগ আছে। আপনার দ¶তার জন্য চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন সন্তানের জন্য চিন্তা হবে। কর্মোপল¶ে বাইরে যেতে হতে পারে। চাকরি¶েত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনার প্রতিভার বিকাশ পাবে। সমাজে সম্মান পাবেন।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৩১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ জুলাই ২০১৮ ইং এবং ১ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : শুক্ল তৃতীয়া, নক্ষত্র : অশ্লেষা। সূর্যোদয় ৫:২১ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সরকারি চাকরি¶েত্রে কোন সংবাদ পেয়ে আনন্দিত হবেন। উচ্চশি¶ায় নিযুক্ত ছাত্র-ছাত্রীদের সচতেন হওয়া দরকার। বিবাহের যোগাযোগ হবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোন ঘটনার দায়িত্ব আপনার উপর এসে পড়তে পারে। নিজের জিদের বশে কোন কাজ করবেন না। গুরুজনদের পরামর্শে উপকৃত হবেন। আপনার সুনাম হবে।

মিথুন ২১ মে – ২০ জুন
নিজের ভুলের জন্য কোন কাজে অর্থ¶তি হবে। ঠান্ডা মাথায় কাজ করবেন। সামনে অনেক সুযোগ আসবে। কোন বন্ধুবিয়োগে শোক পেতে পারেন। অর্থ পেতে অধিক বিলম্ব হবে।

কর্কট  ২১ জুন – ২০ জুলাই
¯^াস্থ্য সম্বন্ধে সতর্ক থাকবেন। কারোর প্রতি অন্ধ বিশ্বাস ¶তির কারণ হবে। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক অসুবিধা দেখা দেবে। কোন প্রতিযোগিতামূলক পরী¶ায় সাফল্য পেতে পারেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
স্ত্রীর ¯^াস্থ্য ভাল যাবে না। নতুন কোন ব্যবসায় নামার আগে নিজের সামর্থ বিচার করে নেবেন। শরীরের দিকে ল¶্য রেখে কাজকর্ম করবেন। ব্যবসায়ীরা নানান অসুবিধার মধ্যে পড়তে পারেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
শারীরিক কষ্টের আশঙ্কা রয়েছে। কিছু অর্থ হাতে আসার ফলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। কলকারখানা বা ইঞ্জিনে যাঁরা কাজ করেন সতর্ক থাকবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
সময়টা আপনার অনুকুল নয়। হিসাবর¶ার কাজে নিযুক্ত ব্যক্তিদের ভুল-ত্র“টির ব্যাপারে সতর্ক থাকা দরকার। নিজের উপর আস্থা রেখে ঠিক পথে চলবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
অপরের ¶তি হতে পারে। অর্থকরী উদ্যম ও বিশেষ কোন কাজে কৃতকার্য হওয়ার সম্ভাবনা। কোন শুভ সংবাদ পেতে পারেন। কোন বন্ধুর দ্বারা উপকার পাবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
দাম্পত্য জীবনে একটা নিরাশাভাব দেখা দেবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দূর হবে। কোন নতুন পরিকল্পনা করতে পারেন। চিকিৎসকদের প্রসার ও সুনাম বাড়বে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন কাজে অর্থক্ষতি হতে পারে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে অনিশ্চয়তা দূর হবে। সাংসারিক ব্যয়বৃদ্ধি বা সন্তানদের অবিচেনাপূর্ণ কাজের ফলে অসহায় বোধ করবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
বিবাহিত কন্যার জন্য অর্থব্যয় হবে। নিজের ¶মতা ও সামর্থ অনুযায়ী কাজ করবেন। মানসিক চিন্তা বাড়বে। কাজ-কর্মে ভুল হওয়ার সম্ভাবনা আছে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
লেদের কারখানায় যারা কাজ তাঁদের আর্থিক উন্নতি হলেও কোন কারণে বিপদ আসতে পারে। ঠিকাদারদের কাজে স্থানীয় বাঁধায় বিভ্রান্তহবার আশঙ্কা।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ১ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৬ জুলাই ২০১৮ ইং এবং ২ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : শুক্ল চতুর্থী, নক্ষত্র : মঘা। সূর্যোদয় ৫:২১ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
দূর ভ্রমণে বিশেষ সতর্কতা প্রয়োজন। শস্যজাতীয় দ্রব্যের ব্যবসায় অর্থ উপার্জন ভালই হবে। এ্যাড এজেন্সীতে বিশেষ কৃতিত্ব দেখাবেন। শুভ সংবাদ পেতে পারেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
মানসিক চঞ্চলতা ত্যাগ করলে অনেক কাজের সাফল্য পাবেন। চিকিৎসা¶েত্রে বিশেষ সমাদর লাভ করবেন। কৃষ্ণবর্ণের কোন বন্ধুর দ্বারা ¶তি হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ আছে। কাউকে কোন অর্থ ঋণ দেবেন না, ফেরৎ পেতে বিলম্ব হবে। ঠিকাদারী ব্যবসায় ¶তির আশঙ্কা আছে। কোন বন্ধু বিয়োগে শোক পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন সমস্যার সমাধান হওয়ার ফলে কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। কোন বন্ধুর জন্য কিছু ত্যাগ ¯^ীকার করতে হবে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আছে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
অবিবাহিত জাতক-জাতিকাদের বিবাহের সম্ভাবনা আছে। সাংবাদিকদের কর্ম পরিবর্তনের যোগ আছে। কর্মেপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। বিবাহিত কোন কন্যার জন্য উদ্বেগে থাকবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আপনি পরিশ্রমী হলেও নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখবেন। সামাজিক মান-সম্মান বৃদ্ধি পাবে। সঞ্চয়ের যোগ আছে। ব্যবসায়ে অর্থকরী ব্যাপারে আশঙ্কা থাকবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
সরকারি চাকরি¶েত্রে সুখবর আসতে পারে। কোন সন্তানের কৃতিত্বে গৌরব বোধ করবেন। আপনার প্রতিভার ¯^ীকৃতি পেতে পারেন। ভ্রমণ শুভ। অহেতুক চিন্তায় কাজের ¶তি করবেন না।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
শান্তিভঙ্গকারী কোন ঘটনা দ্রুত ঘটতে পারে। যথাসম্ভব নিজেকে সংযত ও নিরপে¶ রাখবেন। দাম্পত্য জীবনের সমস্যা ক্রমশ ভাঙ্গনের দিকে নিয়ে যেতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অবিবাহিতদের প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। নিজের দিক থেকে সতর্ক থাকবেন। বিদেশে পড়াশোনার জন্য গমনে শি¶ার্থীদের সুযোগ লাভ। শি¶া¶েত্রে সাফল্যলাভ করবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কম্পিউটার, আর্কিটেকচার সম্পর্কীত কাজকর্মে পারদর্শীতা অর্জন করবেন এবং সুনাম পাবেন। কোন প্রতিযোগিতায় সুফল পেতে পারেন। অমীমাংসিত বিষয়ের মীমাংসা হবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ন্যায্য প্রাপ্তিতে বাধা। ব্যয় বৃদ্ধি পাবে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা কাজকর্মে উৎসাহিত করবে।  অযথা ব্যয়বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিশ্রম বৃদ্ধি পেলে উপার্জন ভালই হবে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকরির ইন্টারভিউ দেবার আগে ভালমত প্রস্তুতি নেবেন। অপ্রত্যাশিত কোন সুযোগ আসলেও আসতে পারে। উচ্চরক্তচাপ দেখা দিলে সতর্ক থাকবেন।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :আজ ২ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৭ জুলাই ২০১৮ ইং এবং ৩ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : শুক্ল পঞ্চমী, নক্ষত্র : পূর্বফাল্গুণী। সূর্যোদয় ৫:২২ ও সূর্যাস্ত ৬:৪৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পুস্তক প্রকাশনা কাজে ব্যস্ততা বাড়বে। ক্রীড়াবিদদের চাকরির সুযোগ আসতে পারে। মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্ভাব্য ¶েত্রে বিদেশ যাবার সম্ভাবনা রয়েছে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
প্রিয়জনের সান্নিধ্য লাভ। শত্রæ বৃদ্ধি পাবার সম্ভাবনা। সাংসারিক ¶েত্রে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। আয় বাড়বে। কোন প্রিয়জনের জন্য দুর্ভাবনা হবে।

মিথুন ২১ মে – ২০ জুন
কলকারখানার কাজে নিযুক্ত ব্যক্তিদের কাজের সময় সতর্ক থাকা প্রয়োজন। দুর্ঘটনার আশঙ্কা আছে। অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। পৈত্রিক কোন ব্যবসায় স¤প্রসারণ করতে পারেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
অবহেলায় কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে আপনার সম্মান ও প্রতিষ্ঠা অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। সংযত ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শে­ষ্মা সংক্রান্তপীড়ায় কষ্ট পেতে পারেন। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পেলেও আশানুরূপ অর্থ পাবেন না। সামাজিকতাপ্রবণ মনোভাবের জন্য আপনার সুখ্যাতি আসবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
অহেতুক ঝামেলায় নিজেকে বিপদে ফেলবেন না। হঠাৎ কোন প্রাপ্তিযোগ আছে। জীবনবীমা কর্মীদের কাজের পরিধি বৃদ্ধি পাবে ও আর্থিক উন্নতি ঘটবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
মনের কোন আশা পূরণ করতে পারবেন। আগুন থেকে সাবধানে থাকবেন। স্ত্রীর সহযোগিতায় কাজ লাভ করতে পারেন। ভ্রমণ শুভ। কুটিরশিল্পে খ্যাতি লাভ হবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আর্থিক দিক থেকে অসুবিধে না হলেও পারিবারিক কোন সমস্যা দেখা দিতে পারে। কোন আত্মীয়ের দ্বারা উপকৃত হবেন। চ¶ুরোগে কষ্ট পাবেন। রাস্তা-ঘাটে সাবধানে চলাফেরা করবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অর্থ ¶তির সম্ভাবনা আছে। কোন কারণে উত্তেজিত হওয়ায় বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মনের কোন আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আয় বাড়বে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন আর্থিক সুযোগ হাতছাড়া হওয়ায় সঞ্চিত অর্থ ব্যয়ের সম্ভাবনা। চাকরি¶েত্রে অধীনস্তদের কারণে কোন সমস্যা আসতে পারে। মূল্যবান বা প্রয়োজনীয় দ্রব্যের ¶তির আশঙ্কা আছে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সম্পত্তি ঘটিত ব্যাপারে কোন জটিলতা দেখা দিলে নিজেদের দিক থেকে সতর্ক থাকবেন। ভ্রমণ শুভ। রাজনীতিবিদদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
প্রশাসন ও পুলিশ বিভাগে নিযুক্ত ব্যক্তিদের কর্তৃপ¶ের নির্দেশ মনের উপর চাপ সৃষ্টি করতে পারে। সামরিক বিভাগে নিযুক্ত ব্যক্তিদের কোন সমস্যা হতে পারে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :আজ ৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৮ জুলাই ২০১৮ ইং এবং ৪ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল ষষ্ঠী, নক্ষত্র : উত্তরফাল্গুণী। সূর্যোদয় ৫:২২ ও সূর্যাস্ত ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সাহিত্যিকদের সাহিত্য সৃষ্টির ব্যাপারে উৎসাহ বৃদ্ধি পাবে। বিবাহে ইচ্ছুক জাতক-জাতিকার ¯ে^চ্ছাকৃত বিবাহের প¶ে সময়টা অনুকুল বলা যায়।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ব্যবসায়ীদের আয়কর সংক্রান্তব্যাপারে দুশ্চিন্তা হবে। রাস্তা-ঘাটে সাবধানে চলাচল করবেন। শিক্ষক-শিক্ষিকাদের কোন বিশেষ সুযোগ আসতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
¶ুদ্র পোশাক পরিচ্ছদ বিক্রেতাদের আশানুরূপ লাভ হবে না। কোন অঙ্গের অসাড়তার জন্য সতর্ক হবেন। প্রেমের¶েত্রে বদনাম হবে। আয় উপার্জন ভাল।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকরি¶েত্রে অহেতুক মতানৈক্য দেখা দিতে পারে। তর্ক-বিবাদে জড়াবেন না। শি¶ার্থীদের শি¶ায় অগ্রগতি ঘটবে। নতুন কোন পরিকল্পনা সফল হবে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
দূরে কোথাও ভ্রমণ হতে পারে। চলাফেরায় সতর্ক থাকবেন। সরকারি উচ্চপদাধীকারীদের অন্যত্র বদলির সম্ভাবনা। পরিবারের চির প্রচলিত কোন অনুষ্ঠানে বাধা পড়ার আশঙ্কা।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বেকারদের কোন সুযোগ আসবে। নতুন কাজের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে।পরিবারের কারোর জন্য অশান্তিহতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পাবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
অবহেলার কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ভ্রমণ শুভ। আপনার ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ ¶তি করতে পারে। সুতরাং সাবধানে থাকবেন। সন্তানদের জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি। মনের কোন আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা¶েত্রে শত্রæতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ¶েত্রে কোন বিপরীত লিঙ্গের দ্বারা সমস্যার সৃষ্টি হবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অবিবাহিতদের বিবাহের ব্যাপারে অগ্রগতি ঘটবে। পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। চাকরি¶েত্রে বদলীর সম্ভাবনা আছে। কাউকে কোন ব্যাপারে বিমুখ করে শেষে দুঃখ পেতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
যাকে সাহায্য করা একান্তদরকার সেটা করতে দ্বিধা করবেন না। সন্তানের কারণে অর্থব্যয় হবে। পারিবারিক ¶েত্রে ঝামেলা হবে। পরী¶ার্থীদের সময়টা অনুকুল বলা যায়

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দ পাবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হবার সুযোগ আসবে। ¯^াস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অবিবাহিতদের বিবাহের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাবে। সাহিত্যিকদের কোন লেখা বিশেষভাবে সমাদৃত হবে। সংবাদপত্র মালিকদের বিশেষ কোন অসুবিধা দেখা দিতে পারে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :আজ ৪ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৯ জুলাই ২০১৮ ইং এবং ৫ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : শুক্ল সপ্তমী, নক্ষত্র : হস্তা। সূর্যোদয় ৫:২৩ ও সূর্যাস্ত ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বয়স্ক কর্ম¶ম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে। চাকরি¶েত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
এখনই নতুন ব্যবসায়ের ঝুঁকি নেবেন না। শে­ষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।

মিথুন ২১ মে – ২০ জুন
আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর দ্বারা চাকরির ¶েত্রে সুফল পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যাধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
রাজনৈতিক ¶েত্রে নতুনভাবে অনুপ্রাণিত হতে পারেন। আর্থিক ¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে। সম্পত্তি বিষয়ক কোন সমস্যার সমাধান হতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মের পরিধি বাড়বে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যপারে শুভ ফল। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন আত্মীয়ের বিপদে ব্যস্ত হতে পারেন। ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধে হবে না। কোন পাওনা অর্থ হাতে আসবে। কর্ম¶েত্রে অসহযোগিতার ফলে সব কাজ শেষ করতে পারবেন না।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
জন্মচক্রে বৃহস্পতি অনুকুলে থাকলে অনেক বাঁধাঅপসারিত হবে। সাংবাদিকদের কোন বিপদে পড়ার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন শুভ সংবাদে উৎফুল্লহতে পারেন। দাম্পত্য অশান্তি।  স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতার সহযোগিতায় কোন সম্পত্তির বিষয়ে সমাধান হবে। অর্থও কিছু হাতে পাবেন।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রæ হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কন্যা বা ভগ্নীর বিবাহের জন্য চিন্তা হবে।

Rasifol_1523885859368-300x160আপনার ভাগ্য-১১ জুলাই থেকে ২০ জুলাই

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :আজ ৫ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ২০ জুলাই ২০১৮ ইং এবং ৬ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : শুক্ল অষ্টমী, নক্ষত্র : চিত্রা। সূর্যোদয় ৫:২৩ ও সূর্যাস্ত ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কন্যা বা ভগ্নীর বিবাহের জন্য চিন্তা হবে। কোন কারণে মন বিষণœ হতে পারে। কাজকর্মে অগ্রগতি হলেও আশানুরূপ অর্থ হাতে পাবেন না। রাজনৈতিক অশান্তি বৃদ্ধি পাবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ছাত্র-ছাত্রীদের কোন সমস্যার সমাধান হতে পারে। চাকরি¶েত্রে পরিশ্রম বাড়বে। ব্যয় বাহুল্যের ফলে মানসিক শান্তি বিঘিœত হবে।

মিথুন ২১ মে – ২০ জুন
মানসিক দুর্বলতা ত্যাগ করবেন। কাজকর্মে সাফল্য পাবেন। বিবাহের ¶েত্রে অনিচ্ছা প্রকাশ পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
সাবধানে থাকবেন নচেৎ বিপদে পড়বেন। মানসিক চিন্তা বাড়বে। কাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে। পতœীর জন্য দুর্ভাবনা ও অর্থব্যয়ের আশঙ্কা।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি ঘটে নতুন ব্যবসা শুরু হবে। কোন মহৎ ব্যক্তির সান্নিধ্যে নৈতিক বল বৃদ্ধি পাবে। কর্ম¶েত্রে পরিবর্তন আসতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
লেদের কারখানায় যারা কাজ করেন তাঁদের আর্থিক উন্নতি আসতে পারে। আয় বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদ ও অভিনেতাদের সুনাম বৃদ্ধি পাবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন কারণে মন বিষণœ হতে পারে। কাজকর্মে অগ্রগতি হলেও আশানুরূপ অর্থ হাতে পাবেন না। রাজনৈতিক অশান্তি বৃদ্ধি পাবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আত্মীয়ের সহায়তায় চাকরিতে উন্নতি করবেন। শস্যজাতীয় দ্রব্যের ব্যবসায় অর্থ উপার্জন ভালই হবে। এ্যাড এজেন্সীতে বিশেষ কৃতিত্ব দেখাবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কাজকর্মে আপনার পরিশ্রম হলেও সমাপ্ত করে আনন্দ পাবেন। আয় বৃদ্ধি পাবে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে আপনার পদোন্নতিতে অনেকে ঈর্ষাšি^ত হতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
দাম্পত্য জীবনে দ্ব›দ্ব দেখা দিতে পারে। কাজকর্মে সতর্ক থাকবেন। শুভ সময়। মানসিক চঞ্চলতা ত্যাগ করলে অনেক কাজের সাফল্য পাবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন আত্মীয় বিয়োগে কষ্ট পাবেন। স্ত্রীর সাথে ঝগড়ায় জড়াতে পারেন। ভ্রমণ শুভ। কাজকর্মে মন বসবে না। কোন ¯^জন বিয়োগে হতাশা দেখা দিতে পারে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বিশেষ কোন কাজের জন্য অপরের উপর নির্ভর করতে হবে। স্ত্রীর সঙ্গে মনমালিন্য বাড়বে। বেকারদের সাময়িক কাজের সুযোগ আসবে।