• শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট


প্রকাশিত: ৩:৫৩ পিএম, ১১ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ১৭ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১ আগষ্ট ২০১৮ ইং এবং ১৮ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : কৃষ্ণ চতুর্থী, নক্ষত্র : পূর্বভাদ্রপদ। সূর্যোদয় ৫:২৯ ও সূর্যাস্ত ৬:৪২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
গৃহে নতুন কোন জিনিস আসতে পারে। প্রেমে সফলতা লাভ। কোন আত্মীয় বা বন্ধুর সাহায্যে নতুন কোন যোগাযোগ হবে। কোন কারণে ভ্রাতৃবিরোধ দেখা দিতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
মানসিক অশান্তির জন্য কাজকর্মে ¶তি হতে পারে। পরিবারের কারোর ¯^াস্থ্যের জন্য অর্থব্যয়। ব্যয়াধিক্যবশত মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। ফলে অশান্তি বিরাজ করবে।

মিথুন ২১ মে – ২০ জুন
প্রচেষ্টা পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। অযথা কিছু অর্থব্যয় হতে পারে। সময়টা আপনার অনুকুল বলা যায় না। মানসিক হতাশা দেখা দেবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকরি¶েত্রে পদোন্নতিসহ বদলির সম্ভাবনা। আর্থিক চিন্তা থাকলেও অসুবিধে হবে না। ব্যবসায়ে সাময়িক মন্দাভাব দেখা দিতে পারে। কোন ভ্রাতা বা বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে মানসিক অ¯^স্তিতে ভুগবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
গৃহে কোন শুভানুষ্ঠানের জন্য ব্যস্ত থাকতে হতে পারে। ¯^াস্থ্যভাব মধ্যম। বেকারদের চাকরির সুযোগ আসবে। অর্থের কারণে কন্যা বা ভগ্নীর বিবাহের দিন পিছিয়ে যেতে পারে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
হঠাৎ মনে নিরাশা আসতে পারে। নিজের কোন ভুলের ফলে মনে আফসোস হতে পারে। কাজকর্মের চাপে পরিশ্রম বেশি হবে। শি¶ার দিক থেকে চিন্তা থেকে যাবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
¶তির সম্ভাবনা। কর্মোপল¶ে বাইরে যেতে হতে পারে। ব্যবসা¶েত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। পিতার সহযোগিতায় সম্পত্তির কিছু সমাধান হবে। কেউ আপনার ¶তির চেষ্টা করবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কাজকর্মে অনেকটা শুভ বলা যায়। বিশিষ্ট কোন ব্যক্তির সহযোগিতা পাবেন। হঠাৎ কোন ঘটনায় মানসিক উদ্বিগ্নতা দেখা দিতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কিছু অর্থ হাতে এলেও চিন্তা থেকেই যাবে। চাকরি¶েত্রে সমস্যা থাকলেও সমাধান করতে পারবেন। ¯^াস্থ্য ভালই থাকবে। কর্ম¶েত্রে শুভ। কাজকর্মের চাপ থাকার ফলে পরিশ্রম বেশি হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন বন্ধুর সাহচার্যে আনন্দ পাবেন। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন। কোন প্রতিবেশী কলহে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মেরও ¶তি হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
হঠাৎ পিতার ¯^াস্থ্যের অবনতি ঘটতে পারে। শুক্র অশুভ হলে রাশিগত ফল অশুভ হবে, সাবধানে থাকবেন। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। পরিশ্রম দ্বারা সাফল্য আনতে হবে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকরি ¶েত্রে সুনাম অর্জন করবেন এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন। কোন শুভ সংবাদে মানসিক শান্তিপাবেন।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ১৮ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ২ আগষ্ট ২০১৮ ইং এবং ১৯ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : কৃষ্ণ পঞ্চমী, নক্ষত্র : উত্তরভাদ্রপদ। সূর্যোদয় ৫:২৯ ও সূর্যাস্ত ৬:৪২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
খাদ্যদ্রব্য ব্যবসায় অসুবিধা দেখা দিতে পারে। মজুতদারী ব্যবসায় বিঘœ আসতে পারে। বিশেষ কোন ব্যপারে উদ্বিগ্ন হবার সম্ভাবনা। দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
নতুন জায়গায় বদলী হয়ে অসুবিধের মধ্যে পড়তে পারেন। অযথা ব্যস্ত হয়ে কাজের ¶তি করবেন না। শারীরিক ব্যাপারে সতর্ক থাকবেন। কোন কারণে পিতা-মাতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
নিজেকে অসহায় মনে করলে সফল হবেন। নিজেকে সংযত রাখবেন। নিজের জেদ বজায় রাখতে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে। আপনার বিশেষ কোন গুণের জন্য প্রশংসা পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
সঙ্গীত ও অভিনয়ে সুনাম বৃদ্ধি ও অর্থ লাভ। ছাত্র-ছাত্রীদের পরী¶ার ব্যাপারে বিঘœ আসতে পারে। প্রকাশকদের কোন সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সম্মানহানির যোগ আছে। জোগানের অভাবে ব্যবসায়ে ¶তির সম্ভাবনা। ভ্রাতা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ হতে পারে। নিজের কর্তব্য সম্বন্ধে সচেতন থাকবেন।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন বন্ধুর সহায়তা পাবেন। চাকরি¶েত্রে কোন ব্যাপারে মনের উপর চাপ পড়তে পারে। ব্যবসায়ীদের আয়কর সম্বন্ধে জটিলতা দেখা দেবে। ¯^াস্থ্য ভাল যাবে না।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যয়বাহুল্যের ফলে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। বেশি অর্থোউপাজনের জন্য অযথা ঝুঁকি নেবেন না। সময়টা অনুকুল নয়। ব্যবসা¶েত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আয় বৃদ্ধি হবে। চাকরি¶েত্রে কাজকর্মে অবহেলা করবেন না। শত্রæপ¶ সুযোগের অপে¶ায় থাকবে। কোন নারীর সান্নিধ্যে মানসিক শান্তিপাবেন। বিশিষ্ট কোন ব্যক্তির সহায়তা পেতে পারেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন অর্থকরী ব্যাপারে উৎসাহিত হতে পারেন। কাজকর্মে অনুকুল পরিস্থিতি আসবে। বিবাহের যোগাযোগ হলেও চিন্তা-ভাবনা করা দরকার। নতুন কারো সাথে যোগাযোগ হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চাকরি¶েত্রে কোন তর্ক-বিবাদে নিজেকে জড়াবেন না। এ’কদিন সব কাজেই বাধাপ্রাপ্ত হবেন। নিজের ভুল-ত্রæটির ব্যাপারে সতর্ক থাকবেন। ধৈর্য ধরলে সফলতা আসবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
শরীর ভাল যাবে না। হঠাৎ অসুস্থ্য বোধ করতে পারেন। প্রভাবশালী কোন ব্যক্তির সহায়তায় চাকরির সুযোগ পেতে পারেন। চাকরির পরী¶ার জন্য ভালোমত প্রস্তুতির দরকার। ক্রীড়া¶েত্রে সাফল্য আসবে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন আর্থিক লেন-দেনের ব্যাপারে সতর্ক থাকবেন। কারো কোন আর্থিক দায়িত্ব নেবেন না। সামান্য অসুখ করলেও সতর্ক হবেন। চাকরি¶েত্রে কর্তৃপ¶ের সঙ্গে বিরোধে যাবেন না।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ১৯ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ৩ আগষ্ট ২০১৮ ইং এবং ২০ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ শুত্রæবার, তিথি : কৃষ্ণ ষষ্ঠী, নক্ষত্র : রেবতী সূর্যোদয় ৫:২৯ ও সূর্যাস্ত ৬:৪১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
প্রত্যাশিত ফলে বাঁধাপ্রাপ্ত হবেন। পড়াশোনার ব্যাপারে আর্থিক চিন্তা থাকবে। নিজের উপর আস্থা রাখবেন। গোপনে কেউ ¶তির চেষ্টা করবে। বস্ত্র ও পোশাক ব্যবসায়ীরা লাভবান হবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সাবধানে কাজকর্ম করবেন। আঘাত পেতে পারেন। ভ্রমণের সম্ভাবনা আছে। চাকরি¶েত্রে কর্তৃপ¶ের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। কোন আত্মীয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
শি¶ার্থীদের কোন সমস্যা আসবে। হৃদ রোগে কষ্ট পেতে পারেন। পুরাতন কোন যোগাযোগ বর্তমান কাজে আসতে পারে। বিশেষ কোন ব্যাপারে মনের উপর চাপ পড়বে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন তর্ক-বিবাদে নিজেকে জড়াবেন না। অংশীদারী ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। রাসায়নিক ও পেট্রোল জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সুযোগ।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শিল্পী ও অভিনেতা অভিনেত্রীদের সুনাম বৃদ্ধি পাবে। আর্থিক দুশ্চিন্তা থেকে যাবে। ঝামেলা বাড়বে। বিবাহের ব্যাপারে এখন মত না দেওয়াই মঙ্গলজনক। সামনে প্রবল প্রতিযোগিতা আসছে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সময়টা আপনার অনুকুল নয়। সাংসারিক কোন অসুবিধা দেখা দিতে পারে। চাকরি বা ব্যবসায় আপনার সাফল্য আসবে। তবে কিছুটা পরিশ্রমী ও উদ্যমী হওয়া দরকার।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নিজের ¶তি করেও অপরকে উপকার করে আনন্দ পাবেন। আগের কোন পরিকল্পনা সুফল পাবেন। শুভ ফল। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। চাকরি¶েত্রে সমস্যার সমাধান হবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বিশেষ কোন কাজে সাফল্য আসবে। নিজের উপর আস্থা রাখবেন। পরিবারিক দিক থেকে শুভ ফল। প্রিয়জনের সঙ্গে আনন্দ লাভ। অপরের প্রতি সহানুভ‚তিশীল হওয়ার ফলে অর্থব্যয় বেশি হবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
আত্মীয় বিয়োগের সম্ভাবনা আছে। কাজকর্মের ব্যাপারে অযথা ঝুঁকি নেবেন না। অবস্থা আপনার অনুকুল নয়। আপনার অস্থির মনোভাব দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই অন্তরায় হয়ে দাঁড়াবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। ভ্রমণ যোগ আছে। সন্তানদের শি¶ায় অগ্রগতি হবে। অপরের প্রতি রূঢ় আচরণের ব্যাপারে সচেতন থাকবেন। নচেৎ শত্রæ বৃদ্ধি পাবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরিতে সুনাম পারেন ভ্রমণে আনন্দ পাবেন। স্ত্রীর ¯^াস্থ্যের অবনতির ফলে উৎকণ্ঠা বাড়বে। কোন বন্ধুর সহযোগিতা পাবেন। অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ধৈর্য ধরুন। মাতার সহযোগিতায় মানসিক চঞ্চলতা ও অবসাদ দূর হবে। পুরাতন স্মৃতি মনকে ভীষণভাবে বিচলিত করবে। মানসিক অস্থিরতার ফলে কাজকর্মে ¶তি হতে পারে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২০ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ৪ আগষ্ট ২০১৮ ইং এবং ২১ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : কৃষ্ণ সপ্তমী, নক্ষত্র : অশি^নী। সূর্যোদয় ৫:৩০ ও সূর্যাস্ত ৬:৪১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চাকরি¶েত্রে মনোমালিন্য হতে পারে। সতর্ক থাকুন। পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। রাজনৈতিক ¶েত্রে প্রভাব বৃদ্ধি পাবে। কোন মামলায় জয়লাভ করবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
¯^াস্থ্য শুভ বলা যায়। আয় শুভ। সামাজিক কাজে সুনাম পেলেও শত্রæপ¶ বদনাম করবে। মন-মেজাজ বি¶িপ্ত থাকতে পারে। চাকরি¶েত্রে বিতৃষ্ণা দেখা দেবে।

মিথুন ২১ মে – ২০ জুন
বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আশার আলো দেখবেন। সময়টা আপনার অনুকুল বলা যায়। পারিবারিক সমস্যা মেটাতে পারবেন। কোন শুভ সংবাদে মন প্রফুল­ থাকবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
সরবরাহ কাজের লাভ হবে। অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আর্থিক চিন্তা থাকলেও অসুবিধে হবে না। ব্যবসায়ে নতুন কোন যোগাযোগ হবে। কোন রোগ থেকে মুক্তি পাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ব্যয় বৃদ্ধি পাবে। চাকরি¶েত্রে বাঁধা-বিঘœ থাকলেও ব্যবসায়ে উন্নতির যোগ আছে পরিশ্রমের দ্বারা কাজকর্মে সাফল্য লাভ করবেন। শ্বাসকষ্ট দেখা দেবে। সাংবাদিকদের কাজের গুরুত্ব বৃদ্ধি পাবে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কৃতি ক্রীড়াবিদদের বিদেশে প্রশি¶ণ নেবার সুযোগ আসবে। অসৎসঙ্গ ও মাদক দ্রব্য ত্যাগ করেন। বৈজ্ঞানিকদের সাফল্য আসবে। ব্যস্ততার মধ্যেও কোন সুখবর আসতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কর্পোরেট সংস্থায় নিযুক্তদের বদলির সম্ভাবনা রয়েছে। গঠনমূলক কোন কাজে সাফল্য পাবেন। সরকারী চাকরি¶েত্রে পদোন্নতির সুযোগ। যৌথ কোন উদ্যোগ সফল হতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বিবাহের কোন যোগাযোগ আসতে পারে। কোন ব্যাপারে নিজেকে হঠাৎ অসহায় মনে হতে পারে। অভিনেতা-অভিনেত্রীদের সুনাম বৃদ্ধি পাবে। শিল্প-কারখানায় নিযুক্ত ব্যক্তিদের কাজ করার সময় সতর্ক থাকা প্রয়োজন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
চলাফেরায় ও যানবাহন চালানোর সময়ও সতর্ক থাকবেন। সামাজিক দায়িত্ব বাড়বে। গুরুত্বপূর্ণ কোন কাজে জটিলতার মধ্যেও উদ্দেশ্য সিদ্ধি হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ব্যবসায়ীক বিষয় সংক্রান্তকোন ব্যাপারে চিন্তা হবে খাদ্যদ্রব্য রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীরা আইনগত সমস্যায় পড়তে পারেন। পরী¶ার্থীদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ব্যবসার প্রসারের জন্য অর্থের প্রয়োজন হতে পারে। আইনজীবীদের বড় রকমের সাফল্য আসবে। কাজকর্মে সাফল্য পেলেও অর্থ পেতে বিলম্ব হবে। কোন ব্যক্তির দ্বারা উপকৃত হবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন গুরুত্বপূর্ণ সংবাদে মানসিক শান্তি পাবেন। সন্তানের শি¶ার ব্যাপারে অর্থব্যয় হবে। ব্যস্ততার জন্য কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসার দিক থেকে নতুন কোন সুযোগ পেতে পারেন।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২১ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ৫ আগষ্ট ২০১৮ ইং এবং ২২ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : কৃষ্ণ অষ্টমী, নক্ষত্র : ভরণী। সূর্যোদয় ৫:৩০ ও সূর্যাস্ত ৬:৪০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
শত্রæতা বৃদ্ধি পাবে। প্রতারণার ভয় আছে। চাকরি বা ব্যবসায় কোন সমস্যায় সমাধানের ইঙ্গিত রয়েছে। মৃৎশিল্পীদের কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। যৌথভাবে কোন অভিযানে যেতে পারেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আর্থিক লেনদেনের ¶েত্রে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা আইনগত ব্যপারে সতর্ক থাকবেন। বিবাহিতদের উভয়ের উপর কোন কারণে মনের চাপ পড়তে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
পারিবারিক ¶েত্র শুভ হলেও ব্যয় বেশি হবে। গবেষকদের সাফল্য লাভ হবে। কারো শিল্পে ও সঙ্গীতে সাফল্য পেতে পারেন। আমদানী-রপ্তানী ব্যবসায় কোন সমস্যা আসতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
অর্থকরী ব্যাপারে কোন উদ্যোগ নিতে পারেন। ক্রীড়াবিদরা প্রশংসিত হবেন। হঠাৎ সমস্যায় পড়তে পারেন। চাকরি প্রার্থীদের চেষ্টায় সুফল লাভের সম্ভাবনা। কাউকে বিশ্বাস করে কোন কাজ করার বিষয়ে সতর্ক থাকবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ব্যবসা¶েত্র শুভ। কোন বন্ধুর কাছে আর্থিক সাহায্য পাবেন। বিভিন্ন কারণে অর্থব্যয় বেশি হওয়ার ফলে সঞ্চয় হবে না। জমিজমা সংক্রান্তব্যবসায়ে যুক্ত ব্যক্তিদের লাভের সুযোগ আছে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
প্রিয়জন সঙ্গও আনন্দ দিবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। ব্যবসা¶েত্রে শ্রমিক-কর্মচারীদের কোন সমস্যার মোকাবিলা করতে হতে পারে। ব্যয়বাহুল্যের ফলে সঞ্চয় হবে না।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মের চাপ বৃদ্ধির ফলে পরিশ্রম বাড়বে। নিজের জেদ বজায় রেখে নিজের ¶তি করবেন না। প্রয়োজনে গুরুজনদের পরামর্শ নিয়ে কাজ করলে কার্যসিদ্ধি হবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ¶মতা আছে। চাকরি¶েত্রে দায়িত্ব বৃদ্ধি বা পদোন্নতি হতে পারে। ব্যবসা ¶েত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। পারিবারিক ¶েত্রে মতবিরোধ দেখা দিতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
নিজেকে সংযত রাখবেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অবিশ্বাস করবেন না। সবাইকে আপনার প্রয়োজন হবে। ব্যবসা ¶েত্রে কোন বাঁধাবিঘেœর সম্মুখীন হতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বেসরকারি চাকরিতে উদ্বেগ বা অনিশ্চয়তা দেখা দিতে পারে অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হবে। নিজের কোন প্রয়োজনে অর্থব্যয় হবে। গ্রহগত কারণে ব্যয়বৃদ্ধি বা শারীরিক কষ্ট হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কাজকর্মে উন্নতির সুযোগ আসবে। গৃহে কোন শুভ অনুষ্ঠান হবার যোগ আছে। নিজের বা পরিবারের কারোর অসুখে বিলম্ব করবেন না। যথাযথ ব্যবস্থা না নিলে বিপদ বাড়বে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন পুরানো বন্ধুর সা¶াৎ পেতে পারেন। সামান্য বিষয়ে বিচলিত হয়ে উঠবেন। কোন সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোস হবে। কর্মচারীদের অসহযোগিতায় সব কাজ শেষ হবে না।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২২ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ৬ আগষ্ট ২০১৮ ইং এবং ২৩ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : কৃষ্ণ নবমী, নক্ষত্র : কৃত্তিকা। সূর্যোদয় ৫:৩১ ও সূর্যাস্ত ৬:৪০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বিরক্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে। কোন অপবাদে সুনাম হানির আশঙ্কা। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। সরকারি চাকরিতে কাজের চাপ বাড়বে। ¯^াস্থ্যের প্রতি ল¶্য রাখবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোন সংবাদে মন আনন্দিত হতে পারে। পিতা বা মাতার শারীরিক অবনতির কারণে দুশ্চিন্তা থাকবে। শি¶া¶েত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। মহিলা শিল্পীদের সুনাম বৃদ্ধির সম্ভাবনা।

মিথুন ২১ মে – ২০ জুন
ব্যবসায় প্রবল প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে। উদ্যম ও পরিশ্রম দ্বারা সাফল্য আনতে হবে। নিজের উপর বিশ্বাস রাখবেন। চাকরি¶েত্রে বিশেষ কোন ঘটনা ঘটতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। প্রশাসনিক বিভাগের ব্যক্তিদের উন্নতির যোগ আছে। প্রতিযোগিতামূলক পরী¶া দিতে উৎসাহ হারাবেন না। কোন বন্ধু বিয়োগে মনে কষ্ট পাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
উচ্চপদে নিযুক্ত ব্যক্তিদের কাজের দায়িত্ব বাড়বে। কোন বিশেষ কাজের জন্য অন্যের উপর নির্ভর করতে হবে। উচ্চরক্ত চাপে ভুগতে পারেন। আর্থিক কারণে উচ্চশি¶ায় বাধা আসতে পারে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন পুরানো বন্ধুর সা¶াৎ পেতে পারেন। আত্মীয় বা বন্ধুর সাহায্যে কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা। আর্থিক দিক থেকে দুর্ভাবনা থেকে যাবে। ¯^জন বিয়োগের সম্ভাবনা। ¯^াস্থ্যের দিকে নজর রাখুন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কর্ম¶েত্রে বা চাকরি¶েত্রে সাফল্য আসবে। ক্রীড়া¶েত্রে কৃতিত্ব দেখাতে পারবেন। গচ্ছিত অর্থ বা দ্রব্য ফেরৎ পেতে অসুবিধে হবে। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হয়ে যাবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যবসা¶েত্রে মন্দাভাব কাটবে। সরকারী চাকরি¶েত্রে কোন শুভ সংবাদ পেতে পারেন। ভ্রমণের সময় শারীরিক বা আর্থিক ¶তির সম্ভাবনা আছে। বয়স্ক ব্যক্তিদের হৃদরোগে শয্যাশায়ী হবার আশঙ্কা।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অতিরিক্ত পরিশ্রমে শরীর ¯^াস্থ্যের উপর প্রভাব ফেলবে। রাজনৈতিক ¶েত্রে বিরোধীরা ¶তির চেষ্টা করলেও সফল হবে না। তবে সতর্কতা অবলম্বন করবেন। পারিবারিক শান্তিবজায় থাকবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
সঙ্গীত ও শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরা সম্মান পাবেন। কোন অভিযানমূলক কার্যে সফল হতে পারেন। প্রেমে হঠাৎ বিরহের সম্ভাবনা দেখা দেবে। শুভ গ্রহের প্রভাব আছে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
¯^াস্থ্যের প্রতি যতœ নেবেন। দাম্পত্য জীবনে শান্তিআসবে। আপনার কোন পরিকল্পনায় বাঁধা-বিঘœ আসতে পারে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা সমাধানের চেষ্টা করবেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন তর্ক-বিবাদে যাবেন না। উচ্চ পদপ্রাপ্তির ¶েত্রে দৃঢ় প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। নিজের প্রতি আস্থা রাখবেন সফল হবেন। সন্তানের কোন ব্যাধিতে দুশ্চিন্তা হবে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ৭ আগষ্ট ২০১৮ ইং এবং ২৪ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : কৃষ্ণ দশমী, নক্ষত্র : রোহিণী। সূর্যোদয় ৫:৩১ ও সূর্যাস্ত ৬:৩৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। চাকরি¶েত্রে সম্মান বৃদ্ধি বা আর্থিক উন্নতির যোগ আছে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সতর্ক থাকুন। অসমাপ্ত কাজ শেষ করার ফলে অর্থ কিছু হাতে আসবে। নতুন কোন এজেন্সী পেতে পারেন। পারিবারিক কোন সমস্যার সমাধান হবে। কর্ম¶েত্রে কোন ভুল-ত্রæটির ব্যাপারে সতর্ক থাকবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
আয়বৃদ্ধি পাবে। গৃহে আত্মীয় সমাগমে ব্যস্ত ও অর্থব্যয়। কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিতে বদলি হওয়ার ফলে বিশেষ অসুবিধা দেখা দিতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
বস্ত্র ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে। আয় বৃদ্ধি হবে। ¯^াস্থ্য ভাব শুভ। সরকারি কাজে সুনাম পাবেন। কাজকর্মে উৎসাহ আসার ফলে অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ব্যাপারে কোন অসুবিধা দেখা দিবে। সম্পত্তি সংক্রান্তব্যাপারে ভ্রাতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
মাথা ঠাÊা রেখে কাজ করবেন। নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। সাংসারিক শুভ। সফলতা আসবে। কোন মহৎ কাজে ব্যক্তির সান্নিধ্যলাভ করতে পারেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মে উৎসাহ পাবেন। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে। বিদ্যুৎ থেকে দূরে থাকবেন। রাজনৈতিক সুনাম পেলেও বিরোধী প¶ সমালোচনা করবে। মনের কোন আশা পূর্ণ হতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কাজকর্মে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। ¯^াস্থ্যভাবে শুভ। আয়ে শুভ ফল। পিতার ¯^াস্থ্যের জন্য দুর্ভাবনা হতে পারে। ক্রীড়াবিদদের প্রতিভার বিকাশ হবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পরী¶ার্থীদের শুভ ফল আশা করা যায়। দুর্ঘটনার যোগ আছে। ধৈর্য ধরবেন। প্রতিযোগিতামূলক পরী¶ায় শুভ ফল পেতে পারেন। সন্তানদের কোন ব্যাধি দুর্ভাবনায় ফেলতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বেকারদের চাকরির সুযোগ আসবে। ঝোঁকের মাথায় কাজ করা ঠিক হবে না। ¶তির সম্ভাবনা। যে কোন কাজ করার আগে চিন্তা করবেন। হুজুগের মাথায় কোন সিদ্ধান্তনিলে পরে আফসোস করতে হবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
স্নায়ুঘটিত কোন রোগে গোড়াতেই সতর্ক হবেন। পরের উপকার করতে গিয়ে নিজের কিছু ¶তি হতে পারে। ধর্মীয় সংগঠনে যুক্ত হতে পারেন। চাকরি¶েত্রে অস্থিরতা দেখা দিতে পারে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
মাত্রাধিক ব্যয়ে চিন্তায় থাকবেন। কাউকে টাকা ধার দিলে ফেরৎ পেতে বিলম্ব হবে। স্ত্রীর ¯^াস্থ্যের প্রতি যতœ নেবেন। সরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৪ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ৮ আগষ্ট ২০১৮ ইং এবং ২৫ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : কৃষ্ণ একাদশী, নক্ষত্র : মৃগশিরা। সূর্যোদয় ৫:৩২ ও সূর্যাস্ত ৬:৩৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পারিবারিক সমস্যার সমাধান হবে। তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন। কর্ম উপল¶ে বাইরে যেতে হতে পারে। বৃহস্পতি আপনার সহায় থাকলে কোন অসুবিধে হবে না।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আগুন থেকে দূরে থাকবেন। হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। কোন শুভ সংবাদ পেতে পারেন। কর্ম¶েত্রে পরিবর্তন আসতে পারে। কোন রাজনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।

মিথুন ২১ মে – ২০ জুন
অর্থোপার্জনের নতুন কোন সুযোগ আসতে পারে। সুযোগের সদ্বব্যবহার করতে পারলে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। কোন বিশিষ্ট ব্যক্তিকে বন্ধু হিসাবে পেতে পারেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন সম্পত্তি লাভের যোগ আছে। ¯^াস্থ্য মধ্যম। রাজনীতিতে বা সমাজসেবামূলক কাজে সুনাম পাবেন। কাজকর্মে নতুন সুযোগ পাবেন। ছাত্র-ছাত্রীদের সাফল্য লাভ হবে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বস্ত্র ব্যবসায়ীরা লাভবান হবেন। গৃহে কোন আনন্দ অনুষ্ঠান হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও অসুবিধে হবে না। দৈনন্দিন কাজকর্মে সাফল্য লাভ করবেন। যানবাহন থেকে সতর্ক থাকবেন।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
শারীরিক সুস্থ্যতা থাকবে। কাউকে বিশ্বাস করলে ঠকবেন। পারিবারিক কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ শরীরে আঘাত লাগতে পারে। সতর্ক থাকুন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
দৈনন্দিন কাজকর্মে পরিশ্রম বেশি হবে। পাওনা অর্থ কিছু আদায় হবার সম্ভাবনা। বিভিন্ন চিন্তার মধ্যে থাকতে হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে শান্তিপাবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোন নারীর সান্নিধ্যে আনন্দ লাভ। কোন সন্তানের জন্য দুর্ভাবনা হবে। চন্দ্র আপনাকে অশুভ ফল প্রদান করতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অর্থ হাতে এলেও ব্যয় বেশি হবে। কোন আত্মীয় সমস্যায় ব্যস্ত হতে পারেন। সমস্যা এলেও বিব্রত হবেন না। পিতার সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবন সুখের বলা যায়।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
নতুন ব্যবসা শুভ নয়। পারিবারিক ঝামেলা। চিকিৎসকদের বিশেষ কোন গবেষণা বা পরী¶ায় সাফল্য পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসায় দুশ্চিন্তার কারণ আছে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
দূর ভ্রমণের সুযোগ আসতে পারে। কন্যা বা ভগ্নীর বিবাহের ব্যাপারে শুভফল পেতে পারেন। মূল্যবান দ্রব হারানোর সম্ভাবনা আছে। আপনার আর্থিক ব্যাপারে উদারতা ভবিষ্যতে ¶তি করতে পারে।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ক্রীড়াবিদদের বিশেষ কোন সুযোগে ভ্রমণের আশা আছে। কোন প্রিয়জনের শোকসংবাদ পেতে পারেন। কোন ব্যবসায় শুরু করলে নিজের মূলধন বিষয়ে নিশ্চিত হবেন।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৫ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ৯ আগষ্ট ২০১৮ ইং এবং ২৬ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : কৃষ্ণ দ্বাদশী, নক্ষত্র : আর্দ্রা। সূর্যোদয় ৫:৩২ ও সূর্যাস্ত ৬:৩৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সাময়িক শয্যাশায়ী হতে পারেন। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। দুর্ঘটনা ঘটবে। পারিবারিক ¶েত্রে অন্যের শত্র“তার আশঙ্কা আছে। সম্ভাব্য¶েত্রে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
নিঃসঙ্গতা কাটবে। চাকরি বা ব্যবসায়ের জন্য ব্যস্ত থাকায় পরিবারের জন্য সময় দিতে পারবেন না। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। অপ্রত্যাশিত শুভ কিছু ঘটার সম্ভাবনা আছে।

মিথুন ২১ মে – ২০ জুন
মহিলাদের চাকরি¶েত্রে পদোন্নতি সুযোগ আসতে পারে ¯^াস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। চাকরি প্রার্থীদের ভালো কোন সুযোগ আসতে পারে। জন্মকালে শনি যাঁদের কন্যায় ছিল তাঁদের উপর বারবার মানসিক আঘাত আসার সম্ভাবনা।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
রাজনীতিবিদদের কিছু সমস্যা দূর হলেও সাবধানে পরবর্তী পদ¶েপ ফেলতে হবে। বিরোধীরা সুযোগের অপে¶ায় আছে। নিজের কোন প্রতিভার ¯^ীকৃতি পাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
অভিনেতা-অভিনেত্রীরা নতুন কাজে সাফল্য লাভ করার সম্ভাবনা আছে। একচেটিয়া কারবারীদের ব্যবসা¶েত্রে দুর্ভাবনার আশঙ্কা আছে। গুরুজনের ¯^াস্থ্য সম্পর্কে চিন্তা।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কারো সম্পর্কে বা বিরুদ্ধে মন্তব্য করা সমীচীন হবে না। চাকরি ¶েত্রে কোন তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কোন সম্পত্তি বা জমি-জায়গা নিয়ে কোন ভ্রাতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। শেয়ার কেনা-বেচার ব্যাপারে বিশেষ চিন্তা করবেন। চাকরি¶েত্রে কোন গোলযোগ দেখা দিতে পারে। সাংসারিক ¶েত্রে ব্যয়বাহুল্য ঘটবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
হিসাব পরী¶কের কাজ বা ব্যবসায় যারা নিযুক্ত তাঁদের বিশেষ সুযোগ আসতে পারে। চাকরির উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে। কোন মহিলার সহায়তা পাবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সম্ভাব্য ¶েত্রে বদলীর সম্ভাবনা আছে। কাউকে অর্থ ধার দেওয়া বা শেয়ার কেনার ব্যাপারে বিশেষ চিন্তা-ভাবনা করবেন। ঔষধ ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের লাভের সুযোগ আছে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে ব্যবসায়ীদের লাভ। উপযুক্ত বয়সীদের চাকরির সুযোগ আসতে পারে, তবে সেই বিষয়ে যোগ্যতা থাকা প্রয়োজন। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কা রয়েছে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পারিবারিক ঝামেলায় ভুগবেন। সাংবাদিকদের কার্য¶েত্রে সাময়িক কোন সমস্যা মনে চাপ ফেলতে পারে। কোন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন।

মীনা ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
¯^াস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন। গোপন কোন সূত্র থেকে টাকা পাবেন। পতœীর বিশেষ কোন কৃতিত্বে নিজে গৌরববোধ করতে পারেন। উপযুক্ত ¶েত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১০ আগষ্ট ২০১৮ ইং এবং ২৭ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : কৃষ্ণ ত্রয়োদশী, নক্ষত্র : পুষ্যা। সূর্যোদয় ৫:৩৩ ও সূর্যাস্ত ৬:৩৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
অভিনেতা-অভিনেত্রীদের ভাল সুযোগ আসবে। সুনাম ও যশ খ্যাতি বাড়বে। সবার মধ্যে থেকে নিজের অসহায় বোধ করবেন। মানসিক বিষণœতা আপনাকে গ্রাস করবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
স্ত্রীর সহানুভূতি ও সহযোগিতা লাভ করবেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে। ভ্রমণ শুভ। বয়স্কদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তাদের কোনভাবে রক্তপাত বা অস্ত্রোপচারের আশঙ্কা রয়েছে।

মিথুন ২১ মে – ২০ জুন
ব্যয় বৃদ্ধি হবে। চিকিৎসা বিভ্রাটের আশঙ্কা রয়েছে। সময়মত ব্যবস্থা নিলে অবস্থা আয়ত্বের মধ্যে থাকবে। বেশ কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। সাহিত্যিক ও গবেষকদের প্রতিপত্তি ও সাফল্য আসবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব দূরীভূত হবে। কিন্তু আর্থিক ব্যাপারে সতর্ক থাকবেন। আর্থিক উন্নতি হবে। খ্যাতি ও সুনাম বৃদ্ধি পাবে। কম্পিউটার ও ইলেকট্রনিক্স-এ জড়িত ব্যক্তিদের সম্ভাবনা উজ্জ্বল।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
পারিবারিক ¶েত্রে উদ্বেগ কাটায় মানসিক শান্তিপাবেন। আধ্যাত্মিক কার্যকলাপে অগ্রগতি হবে। পারিবারিক ¶েত্রে বিভিন্ন দিক থেকে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে চিন্তা বাড়বে। বিবাহিত কোন কন্যার জন্য দুর্ভাবনায় পড়তে পারেন। কৃষিজীবীদের আশানুরূপ শস্য না হওয়ার ফলে দুশ্চিন্তা বাড়বে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
উদর সংক্রান্তপীড়ায় কষ্ট পেতে পারেন। ছাত্র-ছাত্রীদের শি¶ার ব্যাপারে শুভ যোগাযোগ হতে পারে। ব্যবসা সংক্রান্তব্যাপারে চিন্তায় থাকবেন। বিরোধীদের সম্পর্কে সতর্ক থাকবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
শি¶িত যুবকদের অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবনে কোন কারণে অশান্তিদেখা দিতে পারে। আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধান হওয়ার আশা আছে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শরীরের দিকে বিশেষ নজর দিন। ¶ুদ্র ব্যবসায়ী বা দোকানীদের দুশ্চিন্তা দেখা দেবে। চিকিৎসক ও প্রযুক্তিবিদদের সময়টা অনুকুল। বিশেষ কোন চেষ্টায় সাফল্যলাভ করবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন বন্ধুর অকালমৃত্যুতে শোক পেতে পারেন। ভ্রমণে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে পারেন। কৃষিজীবীদের আর্থিক সফলতা আসবে। চাকরি¶েত্রে সুনাম ও কাজকর্মে সাফল্য পাবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পৈত্রিক ব্যবসায় কোন সমস্যা দেখা দিতে পারে। কোন সম্ভ্রান্তমহিলার সহায়তা পেতে পারেন। বেসরকারী প্রতিষ্ঠানে চাকরিতে উন্নতির যোগ আছে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে বিশেষ অগ্রগতি হবে। নতুন কোন উদ্যোগের পরিকল্পনা করতে পারেন। কর্মব্যস্ততার জন্য পারিবারের সঙ্গে কাটানোর সময় হবে না।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৭ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১১ আগষ্ট ২০১৮ ইং এবং ২৮ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : অমাবস্যা, নক্ষত্র : অশ্লেষা। সূর্যোদয় ৫:৩৩ ও সূর্যাস্ত ৬:৩৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সামাজিক কাজে ব্যস্ত থাকবেন। ঘনিষ্ঠ কারোর দ্বারা অশান্তি দেখা দিতে পারে। মানসিকভাবে বিব্রত হতে পারেন। কাজকর্মে ভুল-ত্রæটির সম্ভাবনা আছে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
নিঃসঙ্গতা ভাল লাগবে। পাওনা অর্থ ফেরৎ পেতে অসুবিধায় পড়বেন। রক্তজনিত কোন রোগ দেখা দিতে পারে। চোখের সমস্যায় ভুগবেন। অর্থকষ্ট হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
নিজের যোগ্যতা বা প্রতিভার পুরস্কার পাবেন। আপনার হিতৈষীজনকে ভুল বোঝা থেকে সতর্ক থাকবেন। জাতিকাদের চাকরি¶েত্রে শুভ ঈঙ্গিত রয়েছে। সুনাম বাড়বে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
যাত্রা শুভ। উচ্চ-শি¶ার¶েত্রে বিষয় নির্বাচনে অসুবিধা দেখা দিতে পারে। কোন শি¶কের সহায়তায় উপকার পেতে পারেন। নিজের দোষে বা অবহেলায় কোন সুযোগ নষ্ট করা সম্পর্কে সতর্ক থাকবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আশা পূর্ণ হতে পারে। শারীরিক কল্যাণ হবে। ক্রীড়াবিদদের নতুন কোন যোগাযোগ উৎসাহিত করবে। চিত্রকর বা ভার্স্কয শিল্পীদের সম্মান বা সরকারী অনুদান পাবার সম্ভাবনা।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
উদরপীড়ায় কষ্ট। হঠাৎ দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। আপনার জীবনে উন্নতি অনিবার্য। তবে মাঝে মাঝে অর্থব্যয় এবং ভুল-ভ্রান্তির সম্ভাবনা আছে। মতোর ¯^াস্থ্যের ব্যাপারে উদ্বিগ্নতা হবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
শাসন বিভাগে নিযুক্ত ব্যক্তিদের মনের উপর বিশেষ চাপ পড়ার সম্ভাবনা। হতাশ হবেন না। কোন মহিলার দ্বারা বিশেষ উপকৃত হবার সম্ভাবনা। তরুণদের কোন অভিযানে যাবার সুযোগ আসবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন বন্ধুর জন্যে কোন ত্যাগ ¯^ীকার করতে পারেন। কোন ব্যাপারে মনের উপর চাপ পড়তে পারে। সম্পত্তির ব্যাপারে বিরোধ হবার আশঙ্কা। বিরোধীদের সম্পর্কে সাবধান থাকা দরকার।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
রক্তের চাপ বৃদ্ধি পেতে পারে। উচ্চ-শি¶ার্থে বিদেশ যাবার সুযোগ আসতে পারে। স্ত্রী ¯^াস্থ্য সম্পর্কে অবহেলা করবেন না। পুস্তক ও কাগজ ব্যবসায়ীদের কোন সমস্যা সৃষ্টি হতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন আত্মীয়ের অসুস্থতায় মনের উপর চাপ পড়বে ও অর্থব্যয়ের সম্ভাবনা। চাকরিরত মহিলাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অলৌকি শক্তিতে বিশ্বাস করে প্রতারিত হওয়ার আশঙ্কা।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
রক্তের চাপ বৃদ্ধি পেতে পারে। উচ্চ-শি¶ার্থে বিদেশ যাবার সুযোগ আসতে পারে। স্ত্রী ¯^াস্থ্য সম্পর্কে অবহেলা করবেন না। পুস্তক ও কাগজ ব্যবসায়ীদের কোন সমস্যা সৃষ্টি হতে পারে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন আত্মীয়ের অসুস্থতায় মনের উপর চাপ পড়বে ও অর্থব্যয়ের সম্ভাবনা। চাকরিরত মহিলাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অলৌকি শক্তিতে বিশ্বাস করে প্রতারিত হওয়ার আশঙ্কা।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৮ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১২ আগষ্ট ২০১৮ ইং এবং ২৯ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : শুক্ল প্রতিপদ, নক্ষত্র : মঘা। সূর্যোদয় ৫:৩৩ ও সূর্যাস্ত ৬:৩৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সমাজসেবা-মূলক কাজে অংশগ্রহণ করে অনেকের সহানুভূতি পাবেন। স্ত্রীর সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবন সুখি হতে পারে। কোন সংবাদে আনন্দ পেতে পারেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোন ব্যক্তির সহায়তায় ব্যবসায়ে প্রসার ঘটতে পারে। মিতব্যয়ী হলে সঞ্চয় করতে পারেন। ভবিষ্যৎ ফলাফল ভাল নয়। বিপদের সম্ভাবনা আছে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেলেও পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
রাজনীতির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নতির ব্যাপারে অন্যের উপর নির্ভরশীল হতে হবে। ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করার ব্যাপারে সতর্ক থাকবেন। বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি ঘটবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
সতর্ক না থাকলে কারো দ্বারা প্রতারিত হতে পারেন। অমিতব্যয়ী হওয়ার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন। দাম্পত্য জীবনের কোন সমস্যা বৃদ্ধি পেতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শারীরিক কারণে অসময়ে অবসর নিতে হতে পারে। পড়ে গিয়ে আঘাত পাওয়া বা কোন রোগের উৎপত্তির আশঙ্কা আছে। শি¶ার্থীদের সাফল্যের সম্ভাবনা। হঠাৎ ঝোঁকের মাথায় কোন কাজ করবেন না।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
অধ্যাপনায় নিযুক্ত ব্যক্তিদের বিশেষ কোন সুযোগ পাবার ঈঙ্গিত আছে। ক্রীড়াবিদদের শরীর সম্পর্কে সাবধান থাকা প্রয়োজন। তর্ক-বিরোধ এড়িয়ে চলবেন। কোন ভ্রাতার উন্নতিতে আনন্দলাভ করবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ইঞ্চিন যানবাহন চলাকালীন কোন দুর্ঘটনার ঈঙ্গিত আছে। সংযত হয়ে নিজের কাজ করবেন। রাজনৈতিক ¶েত্রে অন্যদের বিরোধিতা অসহ্য হয়ে উঠতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ধৈর্য ও বুদ্ধির দ্বারা অগ্রসর হবেন। আপনার উপর দায়িত্ব ও কর্তব্যের চাপ বাড়বে। ঔষুধপত্র ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের ব্যবসায় লাভের সুযোগ আসবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
হাঁপানির রোগে কষ্ট পাবেন। টাকা পয়সা বা মূল্যবান দ্রব্যাদির কোনভাবে ¶তির আশঙ্কা রয়েছে। ঘর-বাড়ি সংক্রান্তব্যাপারে কোন জটিলতা দেখা দিতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন। সাহিত্যক ও অভিনেতাদের সম্মান ও আর্থিক উন্নতির যোগ। ব্যবসায়ীদের আইনগত ঝামেলায় পড়তে হতে পারে। কারোর অসুখ-বিসুখে অবহেলা করবেন না।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
মনের মধ্যে নানা প্রকার দুশ্চিন্তা আসতে পারে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতির ঈঙ্গিত আছে। কিন্তু কারো কারো বিরোধিতা পেতে পারেন। ইঞ্জিনিয়ারদের সরকারী কাজের সুযোগ আসতে পারে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
সম্ভাব্য ¶েত্রে অন্যের সহায়তায় নতুন কোন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। গবেষকদের চিকিৎসা বিজ্ঞানের সাফল্য পাবার সম্ভাবনা। বিদেশেথ যাবার যোগ আছে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ২৯ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ আগষ্ট ২০১৮ ইং এবং ১ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : শুক্ল দ্বিতীয়া, নক্ষত্র : পূর্বফাল্গুনী। সূর্যোদয় ৫:৩৪ ও সূর্যাস্ত ৬:৩৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে চিন্তা বাড়বে এবং ভুল ত্র“টিরও সম্ভাবনা আছে। অবহেলার কারণে কারো দ্বারা তিরস্কৃত হতে পারেন। পুস্তক ও কাগজ ব্যবসায়ীদের বিশেষ কোন সমস্যা আসতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
মামলা-মোকদ্দমা ব্যাপারে দুশ্চিন্তা রয়েছে। চলাফেরায় সাবধান। ক্রীড়াবিদদের নিজ নিজ ¶েত্রে বিশেষ সাফল্য আসবে বা বিদেশে যাবার সুযোগ পেতে পারেন।

মিথুন ২১ মে – ২০ জুন
চাকরি¶েত্রে কোন আশা পূরণ হতে পারে। চলাফেরায় সতর্ক থাকবেন। হিতৈষীজনকে ভুল বোঝা থেকে সতর্ক থাকুন।সন্তানদের জন্য কোনও দুর্ভবানার আশঙ্কা আছে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
পরী¶া বা চাকরির ব্যাপারে কোন যোগাযোগ হবে। সম্ভাব্য ¶েত্রে সরকারি সহায়তা পেতে পারেন। ব্যবসায়ীদের হিসাবপত্র ঠিক রাখা দরকার নচেৎ হঠাৎ কোন গোলমাল হতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বিশেষ কোন কারণে এ’কদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ব্যবসা ¶েত্রে ব্যস্ত থাকতে হতে পারে। ভ্রমণ শুভ হবে। অশুভ গ্রহের প্রভাবে যে কোন ¶তি বা পারিবারিক অশান্তিদেখা দিতে পারে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বিভিন্ন বিষয়ে আর্থিক ব্যয় বেশি হতে পারে। নিজের মর্যাদা র¶ার জন্য কোন ত্যাগ ¯^ীকার করতে হতে পারে। ¯^াস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন। কোন সন্তানের চাকরিতে যোগদান হতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
সাহিত্যিকের কোন গ্রন্থ সমাদৃত হবে ও সম্মান বৃদ্ধি পাবে। ¯^াস্থ্য গোলমাল করবে। পরিকল্পনা অনুযায়ী কাজে সাফল্য আসবে। মাথা কিংবা পায়ে কোন কষ্ট দেখা দিলে দ্র“ত প্রতিকারের ব্যবস্থা নেবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
¯ে^চ্ছাকৃত বিবাহে এখন রাজী না হওয়াই সমীচিত। বাড়িঘর তৈরী অথবা কেনাকাটা আগে আইনের দিকটা ভাল করে দেখে নেবেন। বিপদে পড়ার আশঙ্কা আছে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
চাকরি¶েত্রে সুনাম বাড়লেও এখনই পদোন্নতির যোগ নেই। কেনা-বেচা ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। পারিবারিক ¶েত্রে অন্যের শত্র“তা সম্পর্কে সাবধান। নিজের কোন যোগ্যতার ¯^ীকৃতি পেতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বিশিষ্টজনের সঙ্গ আনন্দ দিতে পারে। মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশি¶া শুভ ফল আসতে পারে। স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন্য অশান্তিদেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ভ্রমণ ব্যবসায়ও আর্থিক লাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ের অর্থ বিনিয়োগের সুফল পাবার সম্ভাবনা। কোন মহিলা দ্বারা আর্থিক উন্নতির যোগ রয়েছে। পরদুঃখকাতরতা ও উদারতা অনেক সময় আপনার ¶তির কারণ হবে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বেসরকারি চাকরি¶েত্রে পদোন্নতির ঈঙ্গিত আছে। মাঝে মাঝে নির্জনতা ভাল লাগবে। নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করতে পারেন। যানবাহন চালকদের সতর্কতা অবলম্বন দরকার এমনকি রাস্তায় চলাফেরার সময়ও সতর্ক থাকবেন।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৩০ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ আগষ্ট ২০১৮ ইং এবং ২ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : শুক্ল তৃতীয়া, নক্ষত্র : উত্তরফাল্গুনী। সূর্যোদয় ৫:৩৪ ও সূর্যাস্ত ৬:৩৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধির জন্য ব্যস্ততা বাড়বে। তাদের কারো সম্পর্কে বা বিরুদ্ধে কোন মন্তব্য করা সম্পর্কে সতর্ক থাকা উচিত। পারিবারিক কোন সমস্যার সমধান হলেও কন্যা বা ভগ্নির বিবাহের চিন্তা থাকবে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
¯ে^চ্ছায় কারোর দায়িত্ব নিয়ে বিপদাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। একসময় যাদের উপকার করেছেন তাদের কোন ব্যবহারে মানসিক দুঃখ পেতে পারেন। পারিবারিক কারণে অশান্তিভোগের আশঙ্কা রয়েছে।

মিথুন ২১ মে – ২০ জুন
কোন নতুন উদ্যোগের বাধা পেলেও নিরাশ হবেন না। কর্ম¶েত্রে বিশিষ্ট কারোর সহায়তা ও সমর্থন লাভ করবেন। সাংসারিক ব্যয় বৃদ্ধি ও নিজের ¯^াস্থ্যের গোলযোগ নৈরাশ্য সৃষ্টি করতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
রাজনৈতিক নেতাদের বিরোধ ও বিতর্ক সম্বন্ধে সাবধান হওয়া দরকার। গবেষক ও অধ্যাপকদের ভালো সুযোগ আসতে পারে। সম্ভাব্য¶েত্রে বিদেশ যাবারও সম্ভাবনা আছে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চিত্রশিল্পী ও অভিনেতাদের সম্মান ও অর্থলাভ হবে। আপনার কোন মন্তব্যে অত্যন্তঘনিষ্ঠজন বিরূপ হতে পারে। নিজেকে সংযত ও সতর্ক রাখবেন।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বিবাহের ব্যাপারে আরো চিন্তা করা দরকার। ছাত্র-ছাত্রীদের উচ্চশি¶ার ব্যাপারে আরো চিন্তা করা দরকার। কোন রাজনৈতিক ব্যাপারে নির্লিপ্ত থাকার চেষ্টা করবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
সবাই আপনাকে দলে নেবার চেষ্টা করবে। যে কাজই করুন না কেন নিজের অবস্থা চিন্তা করবেন। দুশ্চিন্তা আসতে পারে। ছাত্র-ছাত্রীদের আশানুরূপ ফল নাও হতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পৈত্রিক সম্পত্তির ব্যাপারে নানান অসুবিধা দেখা দেবে। ধৈর্য ধরবেন, অবশ্যই সফল হবেন। সাংবাদিকদের কর্ম¶েত্রে মনের উপর চাপ সৃষ্টি করবে। ঔষুধপত্র ব্যবসায়ীদের প¶ে লাভের সুযোগ আসবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন অন্যায়কে সহ্য না করে কটু সত্য বলার জন্য শত্রæ বৃদ্ধি হতে পারে। রাজনীতির দিকে ঝুঁকতে পারেন। সমাজ সেবায় বিশেষ সুনাম পাবেন। সরকারী চাকরিতে গুরুত্বপূর্ণ কাজে পারদর্শীতা দেখাতে পারেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
তবে, ভাগ্যোন্নতি অন্যের উপর নির্ভর করতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তনেওয়ার আগে বিশেষভাবে চিন্তা করবেন। ব্যবসা ¶েত্রে শ্রমিক-কর্মচারীর কারণে কিছু সমস্যা আসতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পড়ে গিয়ে আঘাত পাওয়া বা কোন রোগের উৎপত্তি ঘটতে পারে। ব্যবসার কাজে বা নতুন কাজকর্মের প্রয়োজনে বাইরে যেতে পারেন। অত্যাধিক কাজের চাপে পরিশ্রম বৃদ্ধি পাবে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
শারীরিক ক্লান্তিআসবে। জমি-জমা সংক্রান্তব্যাপারে কোন সমস্যা আসতে পারে। ভাবপ্রবণতা বা উদারতার ফলে অর্থব্যয় হবে। চাকরির ইন্টারভিউতে শুভফল পেতে পারেন।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে : আজ ৩১ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ আগষ্ট ২০১৮ ইং এবং ৩ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল চতুর্থী, নক্ষত্র : হস্তা। সূর্যোদয় ৫:৩৫ ও সূর্যাস্ত ৬:৩৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সঙ্গীত শিল্পীদের সুনাম অর্জন হবে। কোন শারীরিক কষ্ট দেখা দিলে অবহেলা করবেন না। এখনই বিবাহের ব্যাপারে মত দেবেন না কিছু দিন সময় নিন। তর্ক-বিবাদ এড়িয়ে নিজের কাজে মন দেবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ক্রীড়াবিদদের কোন আঘাত লাগতে পারে। ব্যবসা¶েত্রে দুর্ভাবনার আশঙ্কা আছে। বেকারদের কাজের সুযোগ আসতে পারে। অভিমানবশত দাম্পত্য কলহ দেখা দিতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
দৈনন্দিন কাজকর্মে শুভফল বেসরকারি চাকরিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তায় থাকবেন। কন্যার বিবাহের ঠিক হওয়ার ফলে আর্থিক চিন্তা বাড়বে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
ভ্রাতার সহযোগিতা পারে। ব্যবসায়ে সমস্যা মিটলেও কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। আগের কোন প্রচেষ্টা সফল হতে পারে। সাফল্যের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন সমস্যায় দুশ্চিন্তা হতে পারে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সফলতা আসবে। চাকরির পরী¶ায় সাফল্য লাভ করবেন। কাজকর্ম ¯^াভাবিকভাবে চললেও ব্যয়বৃদ্ধির ফলে অসুবিধা দেখা দিতে পারে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কাজকর্মে অনীহা দেখা দিতে পারে। দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। পারিবারিক চিন্তা কিছু কম হবার ফলে কাজকর্মে মন দিতে পারবেন। কাউকে আর্থিক সাহায্য করতে গিয়ে নিজে অসুবিধায় পড়বেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। সরকারি কাজে সুনাম ও দায়িত্ব বৃদ্ধি। কোন বিশিষ্ট ব্যাক্তির সান্নিধ্যে আনন্দ লাভ। ব্যবসার ¶েত্রে আইনগত সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
চাকরি¶েত্রে প¶পাতিত্বমূলক ঘটনা ঘটতে পারে। ব্যয়বাহুল্যের ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। শারীরিক ব্যাপারে অবহেলা করবেন না। কোন রকম আর্থিক ঝুঁকি নেবেন না।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বিদেশে কর্মরত ব্যক্তির দেশে ফেরার সম্ভাবনা আছে। চাকরি¶েত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে বৃহৎ কোম্পানীর পরিচালকদের কোন সঙ্কটের মধ্যে পড়তে হতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
প্রিয়জন সঙ্গে আনন্দ লাভ। সাংসারিক সমস্যার সমাধান করতে পারবেন। আপনার ভাবাবেগ দূর করলে কাজকর্মে অগ্রগতি আসবে। দাম্পত্য কলহ সৃষ্টি হবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি¶েত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে বৃহৎ কোম্পানীর পরিচালকদের রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধির জন্য ব্যস্ততা বাড়বে। চাকরির পরী¶ায় সাফল্য লাভ করবেন।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কাজকর্ম ¯^াভাবিকভাবে চললেও ব্যয়বৃদ্ধির ফলে অসুবিধা দেখা দিতে পারে। সময়মত ব্যবস্থা না নিলে হাতছাড়া হওয়ার সম্ভাবনা। পারিপার্শ্বিক কারণে মানসিক উদ্বেগ থাকবে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১৬ আগষ্ট ২০১৮ ইং এবং ৪ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : শুক্ল পঞ্চমী, নক্ষত্র : চিত্রা। সূর্যোদয় ৫:৩৫ ও সূর্যাস্ত ৬:৩২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন শুভ যোগাযোগের মাধ্যমে উপকৃত হতে পারেন। আপনার আত্মবিশ্বাসের দ্বারা যে কোন অবস্থার মোকাবিলা করতে পারবেন। কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোন অপবাদের শিকার হতে পারেন। আর্থিক বিষয়ে প্রতারণা বা অর্থ¶তির আশঙ্কা আছে বেকারদের চাকরির সুযোগ আসবে। কর্ম¶েত্রে কর্মচারীদের কারণে সমস্যা দেখা দিতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
চাকরি¶েত্রে শত্র“তা বৃদ্ধি পাবে। অবহেলার ফলে কোন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কোন বন্ধু বা আত্মীয়ের সহযোগিতায় নতুন কোন কাজের অর্ডার পেতে পারেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
ব্যবসা ¶েত্রে প্রতিযোগিতা থাকলেও অসুবিধে হবে না। ¯^াস্থ্যভাব শুভ। মিতব্যয়ী হতে পারলে আর্থিক চিন্তা কমবে। স্ত্রীর সহযোগিতা পাবেন। কোন সন্তানের জন্য গর্বিত হবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
দৈনন্দিন কাজের অবসাদ আসতে পারে। সাংবাদিকতায় সুনাম অর্জন করবেন। রাজনৈতিক কাজে দায়িত্ব বাড়বে। বিরোধীদের দ্বারা সমালোচিত হতে পারেন।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কর্ম উপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। সরকারি কাজে দায়িত্ব ও পরিশ্রম বৃদ্ধি পাবে। ব্যবসা¶েত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। আর্থিক কোন পরিকল্পনা বাস্তবায়িত হবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কর্ম¶েত্রে তৎপর হওয়া দরকার। শি¶া¶েত্রে চাকরির সুযোগ আসতে পারে। সামাজিক কোন অনুষ্ঠানে প্রশংসিত হতে পারেন। বিশিষ্ট কোন ব্যক্তির সহযোগিতা পাবেন।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
অনাদায়ী কোন অর্থ হাতে আসার সম্ভাবনা। অহেতুক চিন্তা করে শরীরের ¶তি করবেন না। স্ত্রীর সহযোগিতা লাভ করবেন। ব্যবসা¶েত্রে প্রতিযোগিতা বাড়লেও উৎসাহ ও পরিশ্রম দ্বারা সমাধান করবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন সিদ্ধান্তনেওয়ার আগে বিবেচনা করে নেবেন। ¶ুদ্র ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমস্যা আসবে। অযথা তর্ক-বিতর্কে যাবেন না। চিকিৎসকদের উপার্জন বৃদ্ধি পাবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
নিজের বুদ্ধি ও বিবেচনার দ্বারা কোন সমস্যার সমাধান করতে পারবেন। আপনার যোগ্যতার জন্য বিশেষ কোন সুযোগ আসতে পারে। ব্যয়বৃদ্ধির জন্য আর্থিক অসুবিধা দেখা দেবে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
অংশীদারী ব্যবসায় প্রভাব বাড়বে। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও অসুবিধে হবে না। নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করবেন। স্ত্রী ¯^াস্থ্যের জন্য চিন্তা থাকবে। পারিবারিক কোন সমস্যা আসতে পারে। বেশি উদারতা আপনার প¶ে ¶তিকারক।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বৃহস্পতি আপনার সহায় থাকলে কোন অসুবিধা হবে না। বেসরকারি চাকরিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ২ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১৭ আগষ্ট ২০১৮ ইং এবং ৫ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : শুক ষষ্ঠী, নক্ষত্র : চিত্রা। সূর্যোদয় ৫:৩৫ ও সূর্যাস্ত ৬:৩২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
হঠাৎ বদলির সম্ভাবনা আছে। বৃহস্পতি শুভ গ্রহের প্রভাবে শুভ ফল লাভ হবে। চাকরি¶েত্রে কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সাংসারিক ব্যয়বৃদ্ধির ফলে অশান্তি দেখা দিতে পারে। সাংবাদিকতার কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। হঠাৎ কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

মিথুন ২১ মে – ২০ জুন
শাসন বিভাগে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা আছে কন্যা বা ভগ্নীর বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। শরীর সম্বন্ধে সতর্ক থাকবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
কোন কারণে মন বি¶িপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কর্ম উপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। কোন ভ্রাতার অসুস্থার জন্য চিন্তা হবে। আর্থিক কোন পরিকল্পনা সার্থক হতে পারে।

কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরি¶েত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন কাজের অর্ডার পেয়ে উৎসাহ বৃদ্ধি পাবে। আপনার অমিতব্যয়ীতার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন। সঞ্চয়ের উপর হাত পড়তে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বয়স্ক ব্যক্তিদের অবসর নেওয়ার সম্ভাবনা। পারিবারিক চিন্তা থাকবে। পুরাতন রোগে চিকিৎসা প্রণালী পরিবর্তনে সুফল পেতে পারেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন। শি¶া¶েত্রে কিছু বিঘœ আসতে পারে। দুঃখ পেতে পারেন। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন। হঠাৎ পরিবর্তন আসতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বেকারদের কোন সুযোগ আসবে। ব্যস্ত সময় কাটবে। মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
স্নায়ুপীড়া দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি হবে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেলেও হাতে অর্থ আসবে।

মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ সময়। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে।

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৩ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১৮ আগষ্ট ২০১৮ ইং এবং ৬ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : শুক সপ্তমী, নক্ষত্র : বিশাখা। সূর্যোদয় ৫:৩৬ ও সূর্যাস্ত ৬:৩১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পিতা ও স্ত্রীর সহানুভ‚তি ও সহযোগিতা পাবেন। কোন আত্মীয়ের সমস্যায় ব্যস্ত হতে পারেন। সহৃদয় কোন ব্যক্তির সহযোগিতা পাবেন। ব্যবসায়ে নতুন কোন যোগাযোগ হতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
অসমাপ্ত কাজ শেষ করে শান্তিপাবেন। গৃহে আত্মীয় সমাগমে মানসিক শান্তিপাবেন। ব্যবসায়ে পরিশ্রম বেশি হবে। দৈনন্দিন কাজ কিছু অসম্পূর্ণ থেকে যেতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
শত্র“রা প্রবল হয়ে উঠবে। সাবধানে চলাফেরা করবেন। কোন সন্তানের ¯^াস্থ্যের জন্য চিন্তা হবে। চাকরি¶েত্রে পদোন্নতির যোগ আছে। কারখানায় নিযুক্ত ব্যক্তিরা সতর্কতা অবলম্বন করবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। কোন আয়কর সংক্রান্তসমস্যা আসতে পারে। কোন সন্তানের চাকরির সুযোগ আসতে পারে। নিজের কোন ভুলের ফলে কাজকর্মের ¶তি হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন আত্মীয় বিয়োগ ঘটতে পারে। শি¶ক ও অধ্যাপকদের বিশেষ কোন সুযোগ আসতে পারে। চাকরি¶েত্রে উচ্চপদে কর্মরতদের কোন সমস্যা দেখা দিতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ছাত্র-ছাত্রীদের অনেকাংশে শুভ। আগুন থেকে সাবধানে থাকবেন। দুর্ঘটনা ঘটতে পারে। চাকরি¶েত্রে হঠাৎ অনিশ্চয়তা দেখা দিতে পারে। মাত্রাধিক ব্যয়ে চিন্তায় থাকবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ধৈর্য ধরে কাজকর্ম করবেন। কর্ম পরিবর্তনের যোগ আছে। নিজের কর্তব্য ব্যাপারে সচেতন থাকবেন। ব্যবসায়ে কোন জটিলতা দেখা দেবে। কারোর সহায়তায় চাকরি¶েত্রে পদোন্নতির সুযোগ পাবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন সন্তানের জন্য উদ্বেগে থাকবেন। বিবাহের যোগাযোগ হবে। সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা। অর্থ কিছু হাতে এলেও সঞ্চয় হবে না। অসমাপ্ত কাজ শেষ করে শান্তিপাবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
আপনার উদারতার সুযোগে অনেকে আপনার ¶তি করতে পারে। ধৈর্যসহকারে কাজকর্ম করবেন। শারীরিক ক্লান্তির ফলে কাজকর্মে অবসাদ আসতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকবেন। দাম্পত্য কলহ দেখা দেবে। নতুন কোন এজেন্সী নেবার সুযোগ আসবে। গৃহে সংস্কারের প্রয়োজন হতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পিতার সঙ্গে মতবিরোধ দেখা দেবে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিবারের কারো ব্যবহারে দুঃখ পেতে পারেন। নতুন কোন কাজের সুযোগ আসতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
পারিবারিক চাহিদায় বিরক্ত হতে পারেন। ব্যবসার দিক থেকে প্রতিযোগিতা আসবে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে। ট্রান্সপোর্ট ব্যবসায় লাভবান হবেন।
পরিস্থিতি অনুসারে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। কোন সংঘর্ষে জড়িয়ে পুলিশি ঝামেলায় পড়তে পারেন। নিজের দোষ-ত্র“টির ব্যাপারে সচেতন থাকবেন। সমস্যা সমাধানে সচেষ্ট হবেন।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৪ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ১৯ আগষ্ট ২০১৮ ইং এবং ৭ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : শুক অষ্টমী, নক্ষত্র : বিশাখা। সূর্যোদয় ৫:৩৬ ও সূর্যাস্ত ৬:৩০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বৈষয়িক ব্যাপারে পারিবারিক অশান্তিদেখা দিতে পারে। চাকরি¶েত্রে বদলির সম্ভাবনা আছে। ক্রীড়া¶েত্রে সুনাম বৃদ্ধির যোগ। গবেষণার কাজের সাফল্য পেতে পারেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
যৌথ উদ্যোগের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। নিজের দোষে কোন সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের উপর আস্থা রাখুন।
মিথুন ২১ মে – ২০ জুন
সাংসারিক বিবাদে নির্লিপ্ত থাকলেই মঙ্গল। হিসাবর¶ক কাজে নিযুক্ত ব্যক্তিদের ভুল-ভ্রান্তিহওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা মাথায় কাজকর্ম করবেন। কোন পরী¶া বা ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
রাজনীতির ¶েত্রে সুনাম ও সমর্থন বৃদ্ধি পাবে। কারোর সঙ্গে আর্থিক লেন-দেনের ব্যাপারে যাবেন না। নিজের হঠকারিতার ফলে নিজেই সমস্যা সৃষ্টি করবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
জুয়া প্রভৃতিতে অর্থনাশ হতে পারে। অর্থ কিছু হাতে এলেও ব্যয় বেশি হবে। অংশীদারী ব্যবসায় সমস্যা আসতে পারে। ছাত্র-ছাত্রীদের সাময়িক বাঁধা-বিঘœ দেখা দিতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কাজকর্মের চাপ বৃদ্ধি পাবার ফলে কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। হঠাৎ কোন সংবাদে বিচলিত হতে পারেন। বন্ধুদের সহায়তা পাবেন। কোন রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
দাম্পত্য কলহ দেখা দেবে। নতুন কোন এজেন্সী নেবার সুযোগ আসবে। গৃহে সংস্কারের প্রয়োজন হতে পারে। নতুন কোন কাজ হাতে আসার ফলে আর্থিক চিন্তা হবে। শি¶ার্থীদের সমস্যা কমবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। বস্ত্র ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে লভ্যাংশ কমবে। সামাজিক কাজে ব্যস্ত হতে হবে। দৈনন্দিন কাজকর্ম ভালোভাবে চলার ফলে কিছু অর্থ হাতে আসবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পারিবারিক সমস্যা থাকলেও সমাধান করতে পারবেন। কোন বন্ধুর সাহচার্যে আনন্দ পাবেন। সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। ¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না। চাকরি¶েত্রে কোন কারণে অসন্তোষ দেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজকর্মে সাফল্য আসবে। দৈনন্দিন কাজকর্মে কিছু শুভফল পাবেন। হঠাৎ অর্থ পেতে পারেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন বন্ধুর দ্বারা ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে। কারোর প্রতি অন্ধ বিশ্বাস ¶তির কারণ হবে। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক অসুবিধা দেখা দেবে। কোন প্রতিযোগিতামূলক পরী¶ায় সাফল্য পেতে পারেন।

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৫ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২০ আগষ্ট ২০১৮ ইং এবং ৮ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : শুক নবমী, নক্ষত্র : জ্যেষ্ঠা। সূর্যোদয় ৫:৩৭ ও সূর্যাস্ত ৬:২৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
মশলাযুক্ত খাদ্য একেবারেই বর্জন করবেন। কাউকে অর্থ ঋণ দেবেন না, ফেরৎ পেতে বিলম্ব হবে। বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা সুখবর পেতে পারেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ঠিকাদারী ব্যবসায় ¶তির আশঙ্কা আছে। ধৈর্য ধরে কাজ করবেন। কোন বন্ধু বিয়োগে শোক পাবেন। কর্ম¶েত্রে পরিবর্তন হতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
সঞ্চয়ের যোগ আছে। বন্ধুর জন্য কিছু ত্যাগ ¯^ীকার করতে হবে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আছে। সাংবাদিকদের কর্ম পরিবর্তনের যোগ আছে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
কর্মেপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। বিবাহিত কোন কন্যার জন্য উদ্বেগে থাকবেন। পরিশ্রমী হলেও নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সামাজিক মান-সম্মান বৃদ্ধি পাবে। সব্যবসায়ে অর্থকরী ব্যাপারে আশঙ্কা থাকবে। সরকারি চাকরি¶েত্রে সুখবর আসতে পারে। কোন সন্তানের কৃতিত্বে গৌরব বোধ করবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আপনার প্রতিভার ¯^ীকৃতি পেতে পারেন। ভ্রমণ শুভ। অহেতুক চিন্তায় কাজের ¶তি করবেন না। কাজকর্মে মনোনিবেশ করলে সাফল্য পাবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন ঘটনাবলী আপনার জীবনকে প্রবলভাবে নাড়া দেবে। শান্তিভঙ্গকারী কোন ঘটনা দ্রুত ঘটতে পারে। নিজেকে সংযত ও নিরপে¶ রাখবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
দাম্পত্য জীবনের সমস্যায় ভাঙ্গনের দিকে নিয়ে যেতে পারে। অবিবাহিতদের প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। নিজের দিক থেকে সতর্ক থাকবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বিদেশে পড়াশোনার জন্য গমনে শি¶ার্থীদের সুযোগ লাভ। শি¶া¶েত্রে সাফল্যলাভ করবেন। পুরোনো কোন রোগে শয্যাশায়ী হতে পারেন। কোন প্রতিযোগিতায় সুফল পেতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
অমীমাংসিত বিষয়ের মীমাংসা হবে। ন্যায্য প্রাপ্তিতে বাধা। ব্যয় বৃদ্ধি পাবে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা কাজকর্মে উৎসাহিত করবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
তবে নিজের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন। অযথা ব্যয়বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিশ্রম বৃদ্ধি পেলে উপার্জন ভালই হবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
শুভ সংবাদ পেতে পারেন। চিকিৎসা¶েত্রে বিশেষ সমাদর লাভ করবেন। উচ্চশি¶ারত ছাত্র-ছাত্রীদের জন্য সময়টা অনুকুল। কারিগরিবিদ্যায় আপনার প্রতিভার পরিচয় দেবেন। আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ আছে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৬ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২১ আগষ্ট ২০১৮ ইং এবং ৯ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : শুক দশমী, নক্ষত্র : মূলা। সূর্যোদয় ৫:৩৭ ও সূর্যাস্ত ৬:২৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন মহিলা দ্বারা আর্থিক উন্নতির যোগ রয়েছে। পরদুঃখকাতরতা ও উদারতা অনেক সময় আপনার ¶তির কারণ হবে। চাকরি¶েত্রে পদোন্নতির ঈঙ্গিত আছে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
মাঝে মাঝে নির্জনতা ভাল লাগবে। নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করতে পারেন। যানবাহন চালকদের সতর্কতা অবলম্বন দরকার এমনকি রাস্তায় চলাফেরার সময়ও সতর্ক থাকবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
জনসংযোগ বৃদ্ধির জন্য ব্যস্ততা বাড়বে। তাদের কারো সম্পর্কে বা বিরুদ্ধে কোন মন্তব্য করা সম্পর্কে সতর্ক থাকা উচিত। ¯ে^চ্ছায় কারোর দায়িত্ব নিয়ে বিপদাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
পারিবারিক কোন সমস্যার সমধান হলেও কন্যা বা ভগ্নির বিবাহের চিন্তা থাকবে। একসময় যাদের উপকার করেছেন তাদের কোন ব্যবহারে মানসিক দুঃখ পেতে পারেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
পারিবারিক কারণে অশান্তিভোগের আশঙ্কা রয়েছে। কোন নতুন উদ্যোগের বাধা পেলেও নিরাশ হবেননা। কর্ম¶েত্রে বিশিষ্ট কারোর সহায়তা ও সমর্থন লাভ করবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সাংসারিক ব্যয় বৃদ্ধি ও নিজের ¯^াস্থ্যের গোলযোগ নৈরাশ্য সৃষ্টি করতে পারে। রাজনৈতিক নেতাদের বিরোধ ও বিতর্ক সম্বন্ধে সাবধান হওয়া দরকার।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
গবেষক ও অধ্যাপকদের ভালো সুযোগ আসতে পারে। বিদেশ যাবারও সম্ভাবনা আছে। চিত্রশিল্পী ও অভিনেতাদের সম্মান ও অর্থলাভ হবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আপনার কোন মন্তব্যে অত্যন্ত ঘনিষ্ঠজন বিরূপ হতে পারে। নিজেকে সংযত ও সতর্ক রাখবেন। বিবাহের ব্যাপারে আরো চিন্তা করা দরকার।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ছাত্র-ছাত্রীদের উচ্চশি¶ার ব্যাপারে আরো চিন্তা করা দরকার। কোন রাজনৈতিক ব্যাপারে নির্লিপ্ত থাকার চেষ্টা করবেন। সবাই আপনাকে দলে নেবার চেষ্টা করবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
যে কাজই করুন না কেন নিজের অবস্থা চিন্তা করবেন। দুশ্চিন্তা আসতে পারে। ছাত্র-ছাত্রীদের আশানুরূপ ফল নাও হতে পারে। ধৈর্য ধরবেন, অবশ্যই সফল হবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সম্পত্তির ব্যাপারে নানান অসুবিধা দেখা দেবে। সাংবাদিকদের কর্ম¶েত্রে মনের উপর চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ীদের প¶ে লাভের সুযোগ আসবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন অন্যায়কে সহ্য না করে কটু সত্য বলার জন্য শত্রæ বৃদ্ধি হতে পারে। রাজনীতির দিকে ঝুঁকতে পারেন। সমাজ সেবায় বিশেষ সুনাম পাবেন।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৭ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২২ আগষ্ট ২০১৮ ইং এবং ১০ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল একাদশী, নক্ষত্র : পূর্বষাঢ়া। সূর্যোদয় ৫:৩৭ ও সূর্যাস্ত ৬:২৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নিরাপত্তা বিভাগে নিযুক্তদের পদোন্নতি হতে পারে। সরকারী চাকুরী¶েত্রে হঠাৎ বদলীর আদেশ আসতে পারে। কাজকর্মে আয়বৃদ্ধি ঘটলেও নিজের ত্রæটিতে কিছু ¶তিও হতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বিজ্ঞান গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্যের আশা করতে পারেন। শি¶ক ও অধ্যাপকদের কোন শুভ সংবাদে কাজের আগ্রহ বৃদ্ধি পাবে। নিজেদের কাজে যাতে কোন ত্রæটি না থাকে সে বিষয়ে ল¶্য রাখবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
কৃষিজীবীদের কোন অসুবিধা বা আর্থিক ¶তি দেখা দিতে পারে। সঙ্গীত ও অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি অনুকুল। পতœীর ¯^াস্থ্যের জন্য দুশ্চিন্তা।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকুরী¶েত্রে সুনাম পাবেন। ঋণ পরিশোধ করতে পেরে মানসিক শান্তি পাবেন। আর্থিক অবস্থা মোটামুটি থাকলেও আপনার মনে কোন অভাববোধ থাকবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সংসারের উপর একটা বিতৃষ্ণা আসতে পারে। অহেতুক চিন্তা করবেন না। কোন আর্থিক পরিকল্পনা করতে পারেন। কোন ভ্রাতার সহযোগিতা পাবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন ভাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। কোন নারীর প্রতি আসক্তিতে অনর্থ ঘটতে পারে। কাজে বা অংশীদারী ব্যবসায় প্রাধান্য বিস্তার করবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
অধ্যাপক ও আইনজ্ঞদের যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অযথা সত্য কথা বলার জন্য শত্রæবৃদ্ধি ঘটবে। সামাজিক কাজে সুনাম ও অনেকের সহযোগিতা পাবেন। সক্রিয় রাজনীতি করার ফলে শত্রæ বাড়ার সম্ভাবনা।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
অপরিণামদর্শিতার ফলে অর্থোপার্জনে বিঘœ ঘটবে। কাজকর্মে বা চাকুরী¶েত্রে কোন পরিবর্তন আসতে পারে। পরিবারের কারো অসুস্থতা হতাশা গ্রস্ত করবে। চাকুরী¶েত্রে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে সুখ্যাতি পাবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
নতুন কাজে হাত দেবার আগে নিজের সামর্থ সম্বন্ধে চিন্তা করবেন। সাহিত্যিকদের শুভ বলা যায়। বৈষয়িক সম্পত্তির ব্যাপারে সমস্যা দেখা দেবে। চিকিৎসকদের চিকিৎসায় নাম-যশ বৃদ্ধি পাবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
প্রযুক্তিবিদদের দ¶তা বৃদ্ধি ও বিদেশ যাওয়ার সুযোগ আসবে। উচ্চশি¶ায় সাফল্য পাবেন। গবেষণায় নিযুক্ত ব্যক্তির সঙ্গে কর্তৃপ¶ের মতবিরোধ দেখা দিতে পারে। যানবাহনে চলাকালে কোন ¶তির সম্ভাবনা।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন গঠনমূলক কাজে নেতৃত্ব দিতে পারেন। মৌলিক গবেষণার কাজের সফল হবেন। পিতা বা মাতার শরীর অসুস্থ হলে অবহেলা করবেন না। চাকুরী¶েত্রে উন্নতির যোগ রয়েছে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
সহকর্মীদের সহযোগিতা পেলেও কেউ ঈর্ষাšি^ত হতে পারে। পুরানো কোন রোগ মাথাচাড়া দিতে পারে। রাজনেতিক নেতাদের কোন সমস্যার সমাধান হবে কাজকর্মের দায়িত্ব বাড়বে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৮ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২৩ আগষ্ট ২০১৮ ইং এবং ১১ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : শুক্ল দ্বদশী, নক্ষত্র : উত্তরষাঢ়া। সূর্যোদয় ৫:৩৮ ও সূর্যাস্ত ৬:২৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চাকরির ইন্টারভিউ দেবার আগে ভালমত প্রস্তুতি নেবেন। পরিবারের কারো ¯^াস্থ্য নিয়ে জটিলতা বৃদ্ধি পাবে। পুস্তক প্রকাশনা কাজে ব্যস্ততা বাড়বে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
সাংসারিক দিক থেকে মনের উপর চাপ থাকবে। পতœীর ¯^াস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। আর্থিক চিন্তায় বিব্রত হবেন। প্রিয়জনের সান্নিধ্য লাভ।
মিথুন ২১ মে – ২০ জুন
অযথা সন্দেহ করে কারোর প্রতি অবিচার করবেন না। শত্রæ বৃদ্ধি পাবার সম্ভাবনা। সাংসারিক ¶েত্রে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। আয় বাড়বে। কর্কট ২১ জুন – ২০ জুলাই
শরিকী কোন সম্পত্তির ব্যাপারে সমস্যা আসতে পারে। পৈত্রিক কোন ব্যবসায় স¤প্রসারণ করতে পারেন। সংযত ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
অবহেলার কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে আপনার সম্মান ও প্রতিষ্ঠা অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পেলেও আশানুরূপ অর্থ পাবেন না।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সামাজিকতাপ্রবণ মনোভাবের জন্য আপনার সুখ্যাতি আসবে। অহেতুক ঝামেলায় নিজেকে বিপদে ফেলবেন না। হঠাৎ কোন প্রাপ্তিযোগ আছে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
জীবনবীমা কর্মীদের কাজ বৃদ্ধি পাবে ও আর্থিক উন্নতি ঘটবে। মনের কোন আশা পূরণ করতে পারবেন। আগুন থেকে সাবধানে থাকবেন। রাজনীতিবিদদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
স্ত্রীর সহযোগিতায় কাজ লাভ করতে পারেন। আর্থিক উন্নতির ফলে কোন ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যবসায় ক্ষেত্রে লাভ হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ব্যবসার দিক থেকে নতুন কোন সুযোগ পেতে পারেন। কুটির শিল্পে খ্যাতি লাভ হবে। আর্থিক দিক থেকে অসুবিধে না হলেও পারিবারিক কোন সমস্যা দেখা দিতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন আত্মীয়ের দ্বারা উপকৃত হবেন। অর্থ ¶তির সম্ভাবনা আছে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মনের কোন আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সম্পত্তি ঘটিত ব্যাপারে কোন জটিলতা দেখা দিলে নিজেদের দিক থেকে সতর্ক থাকবেন। সামরিক কোন সমস্যা হতে পারে। ভ্রমণ শুভ।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন প্রিয়জনের জন্য দুর্ভাবনা হবে। ব্যবসা¶েত্রে উদ্বেগ বৃদ্ধি পাবে। কোন কোন ¶েত্রে অংশীদারী ব্যবসায় ভাঙ্গনও দেখা দিতে পারে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ৯ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২৪ আগষ্ট ২০১৮ ইং এবং ১২ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : শুক্ল ত্রয়োদশী, নক্ষত্র : উত্তরষাঢ়া। সূর্যোদয় ৫:৩৮ ও সূর্যাস্ত ৬:২৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বয়স্ক কর্ম¶ম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে। চাকরি¶েত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
এখনই নতুন ব্যবসায়ের ঝুঁকি নেবেন না। শে­ষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।
মিথুন ২১ মে – ২০ জুন
আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর দ্বারা চাকরির ¶েত্রে সুফল পাবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যাধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
রাজনৈতিক ¶েত্রে নতুনভাবে অনুপ্রাণিত হতে পারেন। আর্থিক ¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে। সম্পত্তি বিষয়ক কোন সমস্যার সমাধান হতে পারে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মের পরিধি বাড়বে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যপারে শুভ ফল। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন আত্মীয়ের বিপদে ব্যস্ত হতে পারেন। ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধে হবে না। কোন পাওনা অর্থ হাতে আসবে। কর্ম¶েত্রে অসহযোগিতার ফলে সব কাজ শেষ করতে পারবেন না।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
জন্মচক্রে বৃহস্পতি অনুকুলে থাকলে অনেক বাঁধাঅপসারিত হবে। সাংবাদিকদের কোন বিপদে পড়ার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন শুভ সংবাদে উৎফুল্লহতে পারেন। দাম্পত্য অশান্তি। স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতার সহযোগিতায় কোন সম্পত্তির বিষয়ে সমাধান হবে। অর্থও কিছু হাতে পাবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রæ হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কন্যা বা ভগ্নীর বিবাহের জন্য চিন্তা হবে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১০ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২৫ আগষ্ট ২০১৮ ইং এবং ১৩ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : শুক্ল চতুর্দশী, নক্ষত্র : শ্রবণা। সূর্যোদয় ৫:৩৯ ও সূর্যাস্ত ৬:২৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নিজের জেদ ও হঠকারিতা ত্যাগ করলে সব কাজে সাফল্য লাভ করতে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি পাবে। সুনাম বৃদ্ধি পাবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আর্থিক উন্নতি হলেও সঞ্চয় হবে না। ব্যবসায় বিশেষ অর্থ আসবে না। দ্রব্যমূল বৃদ্ধির ফলে লভ্যাংশ কমবে। আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে।
মিথুন ২১ মে – ২০ জুন
মজুতদারী ব্যবসায় লাভবান হবেন। ব্যবসায়ীদের কোন অসুবিধায় পড়তে হতে পারে। চাকরির ¶েত্রে শুভ ফলের আশা করতে পারেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
যন্ত্রপাতি বা ধারালো জিনিস নিয়ে কাজ করার সময় সাবধানে থাকবেন। বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা। সময়টা আপনার অনুকুল নয়।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সরকারি কাজে বাইরে যাবার সম্ভাবনা আছে। অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে যাবেন না। চাকরি¶েত্রেও দুর্ভাবনার কারণ ঘটতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
পিতা বা মাতার অসুখ চিন্তায় ফেলবে। পারিবারিক শান্তিবজায় থাকবে। । বৈষয়িক ব্যাপারে মামলা-মোকদ্দমায় না যাওয়াই মঙ্গল।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নতুন ব্যবসায় অর্থ বিনোয়োগ করতে হতে পারে। কোন সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। অর্থব্যয় বা ঝঞ্ঝাটের আশঙ্কা আছে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলবেন। কোন পরী¶ার ব্যাপারে ভালমত প্রস্তুতি নেবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা বাড়বে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
চাকরি¶েত্রে অনিশ্চয়তার আশঙ্কা আছে। আর্থিক লেনদেনের ব্যাপারে সর্তক থাকবেন। কারখানায় নিযুক্ত ব্যক্তিদের পাওনা অর্থ পেতে বিলম্ব হবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ন্যায্য কোন ব্যাপারে বঞ্চিত হতে পারেন। ঘনিষ্ঠ কারোর ব্যবহারে মানসিক দুঃখ পাবেন। নিজের শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কিছু অর্থ আদায় করতে পারবেন। কোন ব্যাপারে পরিবারের অন্যান্যদের সঙ্গে অশান্তির আশঙ্কা। কোন ভুলের জন্য আফসোস করবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকরিপ্রার্থীদের জন্য সময়টা অনুকুল নয়। পতœীর জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে। চাকরি¶েত্রে কোন ব্যাপারে মনের উপর চাপ পড়বে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২৬ আগষ্ট ২০১৮ ইং এবং ১৪ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : পূর্ণিমা, নক্ষত্র : ধনিষ্ঠা। সূর্যোদয় ৫:৩৯ ও সূর্যাস্ত ৬:২৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কারো শত্রæতা বা বিরোধিতা সম্পর্কে সাবধান। কারোর আর্থিক দায়িত্ব নেবেননা। নিজের চাকরি¶েত্রে পদোন্নতিসহ দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
নিরাপত্তা বিভাগে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি ঘটতে পারে। কোন গোলমালে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেন-দেনের ব্যাপারে সতর্ক থাকবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
নতুন কোন কাজের সুযোগ পাবেন। আর্থিক সমস্যা দুশ্চিন্তায় ফেলতে পারে। বিবাহের ¶েত্রে অনিচ্ছা প্রকাশ করতে পারেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
মিথ্যা কোন মামলায় জড়িয়ে পড়তে পারেন। কোন বন্ধুর বা আত্মীয়ের সাহায্য পাবেন। চাকরি¶েত্রে কোনভাবে মনের উপর চাপ পড়তে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
গলার কোন কষ্ট বা অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সামাজিক কাজে সুনাম অর্জন করবেন। কোন সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে। ব্যস্ততা বাড়বে।
সাহিত্যিকদের কোন লেখা সমাদৃত ও পুরস্কৃত হতে পারে। নিজের কোন বিশেষ যোগ্যতার জন্য সমাদর পেতে পারেন। সুনাম বৃদ্ধি।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বাইরে কোথাও যাবার চেষ্টায় বাধা পেতে পারেন। বিদেশে কর্মরত ভ্রাতার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
পতি-পতœী উভয়েই উভয়ের জন্য কোন দুশ্চিন্তায় পড়তে পারেন। কারোর বিরোধিতা সম্পর্কে সাবধান। কাজ-কর্মে কোন শুভ ফল।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
নানান চিন্তায় মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। অসৎসঙ্গে অর্থ ও কাজের ¶তি হতে পারে। কর্ম¶েত্র শুভ হলেও আকস্মিক কোন বিপদ আসতে পারে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
¯^জন বিরোধে নিজেকে নির্লিপ্ত বা সংযত রাখবেন। দৈনন্দিন কাজের চাপ বাড়বে। অযথা কারোর প্রতি বিরূপ মন্তব্য করে বিপদে পড়তে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন সন্তানের জন্য পারিবারিক শান্তিবিঘিœত হতে পারে। কোন নতুন কাজের দায়িত্ব পেলেও মন বসবে না। দাম্পত্য কলহ দেখা দেবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন নারীঘটিত ব্যাপারে বদনাম হতে পারে। চাকরি¶েত্রে কর্তৃপ¶ের সঙ্গে মতবিরোধে সহকর্মীদের সমর্থন পাবেন। কিছু অর্থ ব্যয় হবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন অপ্রিয় সংবাদে মন চঞ্চল হতে পারে। অনাদায়ী অর্থ কিছু আদায় হবে। রাজনীতিতে প্রভাব বাড়লেও সতর্ক থাকবেন। বিদ্যুৎ থেকে সাবধান।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৭ আগষ্ট ২০১৮ ইং এবং ১৬ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : কৃষ্ণ তৃতীয়া, নক্ষত্র : শ্রবণা। সূর্যোদয় ৫:১৬ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
মনের উপর চাপ সৃষ্টি করতে পারে। সাহিত্যিকদের সাহিত্য সৃষ্টির ব্যাপারে উৎসাহ বৃদ্ধি পাবে। নতুন কোন পরিকল্পনা সফল হবে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। চলাফেরায় সতর্ক থাকবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
রাস্তা-ঘাটে সাবধানে চলাচল করবেন। ¶ুদ্র পোশাক পরিচ্ছদ বিক্রেতাদের আশানুরূপ লাভ হবে না। কোন অঙ্গের অসাড়তার জন্য সতর্ক হবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
প্রেমের ¶েত্রে বদনাম হবে। তর্ক-বিবাদে জড়াবেন না। জমিজমা সংক্রান্ত ব্যাপারে সমস্যা বৃদ্ধি পাবে। পারিবারিক সমস্যার সমাধান হবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
শি¶ার্থীদের শি¶ায় অগ্রগতি ঘটবে। উচ্চপদাধীকারীদের অন্যত্র বদলির সম্ভাবনা। পরিবারের চিরপ্রচলিত কোন অনুষ্ঠানে বাধা পড়ার আশঙ্কা।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বেকারদের কোন সুযোগ আসবে। নতুন কাজের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। ঠিকাদারী কাজে কোন বাধা আসতে পারে। ভ্রমণ শুভ।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
পরিবারের কারোর জন্য অশান্তি হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পাবেন। অবহেলার কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ভ্রমণ শুভ।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কেউ ¶তি করতে পারে । সন্তানদের জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে। বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি। মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যবসা¶েত্রে শত্রæতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ¶েত্রে কোন বিপরীত লিঙ্গের দ্বারা সমস্যার সৃষ্টি হবে। অবিবাহিতদের বিবাহের ব্যাপারে অগ্রগতি ঘটবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। চাকরি¶েত্রে বদলির সম্ভাবনা আছে। কাউকে কোন ব্যাপারে বিমুখ করে শেষে দুঃখ পেতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
সন্তানের কারণে অর্থব্যয় হবে। পারিবারিক ¶েত্রে ঝামেলা হবে। অর্থ সংকটে পড়বেন। আপনার কোন পরিকল্পনা বাস্তবায়িত হবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পরী¶ার্থীদের সময়টা অনুকুল বলা যায়। সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দ পাবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হবার সুযোগ আসবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
¯^াস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। অবিবাহিতদের বিবাহের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাবে। সাহিত্যিকদের কোন লেখা বিশেষভাবে সমাদৃত হবে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১২ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২৭ আগষ্ট ২০১৮ ইং এবং ১৫ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : কৃষ্ণ প্রতিপদ, নক্ষত্র : শতভিষা। সূর্যোদয় ৫:৩৯ ও সূর্যাস্ত ৬:২৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কলহ-বিবাদ এড়িয়ে চলবেন। সাংসারিক ব্যয়বাহুল্যে অর্থাভাব দেখা দিতে পারে। স্ত্রীর সহযোগিতা পেতে পারেন। আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বেশ কিছু লাভজনক কাজের সুযোগ আসবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ভাগ্যোন্নতি ঘটবে। আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রæ হয়ে উঠবে।
মিথুন ২১ মে – ২০ জুন
সতর্ক থাকুন। পারিবারিক কোন বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন। কোন কারণে মন বি¶িপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। চিন্তা বৃদ্ধি পাবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে। হঠাৎ পরিবর্তন আসতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ভ্রমণ শুভ। চাকরি¶েত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। কর্ম¶েত্রে অসহযোগিতার ফলে সব কাজ শেষ করতে পারবেন না।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
বেকারদের কোন সুযোগ আসবে। ব্যস্ত সময় কাটবে। মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে। বয়স্ক ব্যক্তিদের অবসর নেওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পারিবারিক চিন্তা থাকবে। পুরাতন রোগে চিকিৎসা প্রণালী পরিবর্তনে সুফল পেতে পারেন। জন্মচক্রে বৃহস্পতি অনুকুলে থাকলে অনেক বাঁধা অপসারিত হবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন বিপদে পড়ার আশঙ্কা আছে। রাজনৈতিক ¶েত্রে নতুনভাবে অনুপ্রাণিত হতে পারেন। আর্থিক ¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
সম্পত্তি বিষয়ক কোন সমস্যার সমাধান হতে পারে। নতুন কাজের অর্ডার পেয়ে উৎসাহ বৃদ্ধি পাবে। আপনার অমিতব্যয়ীতার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সঞ্চয়ের উপর হাত পড়তে পারে। নাটক ও টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদের সুনাম বাড়বে ও আয় বৃদ্ধি পাবে। নতুন বিনিয়োগ শুভ।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
সরকারী চাকরি¶েত্রে কোন সংবাদে বিচলিত হতে পারেন। অপ্রত্যাশিত জায়গায় বদলীর সম্ভাবনা। কারো কারো ¶েত্রে পদোন্নতির যোগ আছে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৩ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২৮ আগষ্ট ২০১৮ ইং এবং ১৬ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : কৃষ্ণ দ্বিতীয়া নক্ষত্র : পূর্বভাদ্রপদ। সূর্যোদয় ৫:৪০ ও সূর্যাস্ত ৬:২২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সাফল্যের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। কোন সমস্যায় দুশ্চিন্তা হতে পারে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সফলতা আসবে। ভ্রমণ শুভ।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
পরী¶ায় সাফল্য লাভ করবেন। কাজকর্ম ¯^াভাবিকভাবে চললেও ব্যয়বৃদ্ধির ফলে অসুবিধা দেখা দিতে পারে। কাজকর্মে অনীহা দেখা দিতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। পারিবারিক চিন্তা কিছু কম হবার ফলে কাজকর্মে মন দিতে পারবেন। কাউকে আর্থিক সাহায্য করতে গিয়ে নিজে অসুবিধায় পড়বেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। সরকারি কাজে সুনাম ও দায়িত্ব বৃদ্ধি। কোন বিশিষ্ট ব্যাক্তির সান্নিধ্যে আনন্দ লাভ। ব্যবসার ¶েত্রে আইনগত সমস্যা দেখা দিতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরিতে প¶পাতিত্বমূলক ঘটনা ঘটতে পারে। ব্যয়বাহুল্যের ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। শারীরিক ব্যাপারে অবহেলা করবেন না।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন রকম আর্থিক ঝুঁকি নেবেন না। বিদেশে কর্মরত ব্যক্তির দেশে ফেরার সম্ভাবনা আছে। চাকরি¶েত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে বৃহৎ কোম্পানীর পরিচালকদের কোন সঙ্কটের মধ্যে পড়তে হতে পারে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
প্রিয়জন সঙ্গে আনন্দ লাভ। সমস্যার সমাধান করতে পারবেন। দূর করলে কাজকর্মে অগ্রগতি আসবে। দাম্পত্য কলহ সৃষ্টি হবে। আর্থিক লাভ।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
মানসিকভাবে উদ্বেগ থাকবেন। কোন শুভ যোগাযোগের মাধ্যমে উপকৃত হতে পারেন। কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাবেন। অপবাদের শিকার হতে পারেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
আত্মবিশ্বাস দ্বারা যে কোন অবস্থার মোকাবিলা করতে পারবেন। আর্থিক বিষয়ে প্রতারণা বা অর্থ¶তির আশঙ্কা আছে। চাকরির সুযোগ আসবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কর্ম¶েত্রে কর্মচারীদের কারণে সমস্যা দেখা দিতে পারে। চাকরি¶েত্রে শত্রæতা বৃদ্ধি পাবে। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কোন বন্ধু বা আত্মীয়ের সহযোগিতায় নতুন কোন কাজের অর্ডার পেতে পারেন। ব্যবসা ¶েত্রে প্রতিযোগিতা থাকলেও অসুবিধে হবে না।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
¯^াস্থ্যভাব শুভ। মিতব্যয়ী হতে পারলে আর্থিক চিন্তা কমবে। স্ত্রীর সহযোগিতা পাবেন। কোন সন্তানের জন্য গর্বিত হবেন।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৪ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২৯ আগষ্ট ২০১৮ ইং এবং ১৭ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : কৃষ্ণ তৃতীয়া, নক্ষত্র : উত্তরভাদ্রপদ। সূর্যোদয় ৫:৪০ ও সূর্যাস্ত ৬:২১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কোন সংবাদে বিচলিত হতে পারেন। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারেবেশি উদারতা আপনার প¶ে ¶তিকারক। সাংসারিক ব্যয় বৃদ্ধিতে মানসিক চিন্তা বাড়বে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
চরাফেরায় সাবধান থাকবেন। ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে কাজকর্ম করবেন। আত্মীয়ের সম্পত্তি পেতে পারেন। ব্যবসায় আপনার প্রভাব বাড়তে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
কর্মচারীদের কারণে কোন সমস্যা দেখা দেবে। বিভিন্ন কারণে অর্থব্যয় বেশি হবে ফলে সঞ্চয় কম হবে। সুনাম বাড়বে। কোন বৈষয়িক বিষয়ে অন্যের দ্বারা প্রতারিত হতে পারেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
ভোগ্যপণ্য ব্যবসায় বাধা আসতে পারে। কর্ম পরিবর্তনে চেষ্টা এখন না করাই সমীচিন। গুরুজনদের কারোর জন্য কোনভাবে দুশ্চিন্তা হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সাংবাদিকতায় সুনাম পাবেন। কাজের পরিধি বাড়বে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পাবে। শত্রæপ¶ বদনাম করলেও ¶তি করতে পারবে না।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
পরিশ্রমে সাফল্য আসবে। ব্যয়াধ্যিকবশত অর্থচিন্তা থাকবে। চাকরি¶েত্রে সুনাম পাবেন না। কোন গবেষণার কাজে সাফল্য আসার সম্ভাবনা।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
সময়টা আপনার অনুকুল বলা যায়। কোন শুভ সংবাদ পেতে পারেন। সরকারি চাকরিতে সুনাম পাবেন। মানসিক প্রফুল্লতা বজায় থাকবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আয় বাড়বে। সরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পাবে। পৈত্রিক কোন সম্পত্তির বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার দিক থেকে শুভ বলা যায়।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। সাংবাদিকদের পরিশ্রম বেশি হলেও সাফল্য ও সুনাম আসবে। বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ছাত্র-ছাত্রীদের কিছু সমস্যা আসতে পারে। সতর্ক থাকুন। অসাবধানতার জন্য কোন জিনিসের ¶তি বা অর্থ ¶তি হতে পারে। গৃহে আত্মীয় সমাগম ঘটতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পায়ে বা মাথায় আঘাত লাগার সম্ভাবনা আছে। চিকিৎসকদের প্রসার বৃদ্ধি পাবে। সুনাম বৃদ্ধি। নিজের কোন দোষে অপরকে অপরাধী করবেন না।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অধিক পরির্শমে অর্থ আসতে পারে। চাকরিতে বিশেষ কোন সুযোগ পাবেন। তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন। পিতার ¯^াস্থ্যের অবনতিতে অর্থ ব্যয়।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৫ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৩০ আগষ্ট ২০১৮ ইং এবং ১৮/ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : কৃষ্ণ চতুর্থী, নক্ষত্র : রেবতী। সূর্যোদয় ৫:৪০ ও সূর্যাস্ত ৬:২০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যয়বাহুল্যের ফলে সামলে ওঠা কঠিন হয়ে উঠবে। মানসিক কষ্ট হবেচ্যাটার্ড-অ্যাকাউন্টস পরী¶ায় সফল হওয়ার সম্ভাবনা আছে। কোন বন্ধুর জন্য কিছু ত্যাগ ¯^ীকার করতে হতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
যন্ত্রপাতি ও ঔষধ ব্যবসায় লাভবান হতে পারেন। হঠাৎ কোন বিবাহের যোগাযোগ আসতে পারে। বিশেষ কোন উদ্যোগ সফল হতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
আনন্দানুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। আপনার মৌলিক কোন চিন্তা বাস্তবায়িত হতে পারে। কোন বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পাবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
কাজকর্মে আপনার উপস্থিতবুদ্ধি সহায়ক হবে। তর্ক-বিবাদে যাবেন না। শরিকী সম্পত্তি বা অংশীদারী ব্যবসায় কোন অশান্তি দেখা দিতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। ¶ুদ্র শিল্পপতিদের কোন পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য¶েত্রে নতুন কোন ব্যবসাও করতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পাবে। পারিবারিক দিক থেকে শুভ বলা যায়। কলকারখানায় নিযুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির সম্ভাবনা আছে উচ্চশি¶া ¶েত্রে বিঘœ দেখা দেবে। দুশ্চিন্তা হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
প্রতিযোগিতামূলক পরী¶ায় সফল হতে পারেন। মহিলাদের চাকরির সুযোগ আসতে পারে। নিজেদের পছন্দের বিবাহে মত পেতে পারেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বয়স্কদের ¯^াস্থ্যের অবনতিতে সাবধান হবেন। নতুন কাজে অগ্রগতি হবে। আত্মীয় বা কোন বন্ধুকে অর্থ সাহায্য করতে হতে পারে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সরকারী চাকরিতে কাজের চাপ বাড়বে। বেকারদের চাকরির সুযোগ আসবে। প্রাপ্তি যোগ আছে। উৎপাদনশীল কারখানার মালিকদের কোন সঙ্কট দেখা দিতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
¶ুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতির যোগ আছে। অসাবধানতার জন্য কোন মূল্যবান জিনিস হারাতে পারে। সতর্কতার সঙ্গে কাজ করুন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তায় থাকবেন। কন্যার বিবাহের ঠিক হওয়ার ফলে আর্থিক চিন্তা বাড়বে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ভ্রাতার সহযোগিতা পারে। ব্যবসায়ে সমস্যা মিটলেও কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। আগের কোন প্রচেষ্টা সফল হতে পারে।

 

আপনার ভাগ্য-১আগস্ট থেকে ৩০ আগস্ট

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী’র দৃষ্টিতে :

আজ ১৬ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৩১ আগষ্ট ২০১৮ ইং এবং ১৯ জিলহজ্জ্ব ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : কৃষ্ণ পঞ্চমী, নক্ষত্র : অশি^নী। সূর্যোদয় ৫:৪১ ও সূর্যাস্ত ৬:১৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যাধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
অসতর্কতার জন্য কোন জিনিসের ¶তি বা অর্থ¶তির আশঙ্কা আছে। সরকারী চাকরিতে কোন সুখবর পেতে পারেন। নিজেকে নির্লিপ্ত রাখবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাবার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাবার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর দ্বারা চাকরির ¶েত্রে সুফল পাবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বয়স্ক কর্ম¶ম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে। কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাবেন। শরীর ¯^াস্থ্য ভাল যাবে না।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
আয় বাড়বে। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে। কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরি¶েত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
এখনই নতুন ব্যবসায়ের ঝুঁকি নেবেন না। শে­ষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন শুভ সংবাদে উৎফুলৎ হতে পারেন। দাম্পত্য অশান্তি। স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রæ হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
চাকরি¶েত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন কারণে মন বি¶িপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।