আপনার ভাগ্য-মীন থেকে কুম্ভ রাশি
আজ ২৮ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ, ১১ এপ্রিল ২০১৮ ইং এবং ২৩ রজব ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : কৃষ্ণ দশমী, নক্ষত্র : ধনিষ্ঠা। সূর্যোদয় ৫:৪২ ও সূর্যাস্ত ৬:১৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আর্থিক ব্যাপারে দুশ্চিন্তার কারণ আছে। কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। উচ্চপদের চাকুরীজীবীদের কোন সমস্যা আসতে পারে। শরীরের দিকে ল¶্য রাখবেন। কোন শুভ যোগাযোগের ফলে সাংসারিক¶েত্রে উন্নতির সম্ভাবনা।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কলকারখানায় কাজ করার সময় সতর্ক থাকবেন। শি¶কদের আর্থিক উন্নতির যোগ আছে। গৃহের কোন জিনিস চুরি যাওয়ার আশঙ্কা আছে।
মিথুন ২১ মে – ২০ জুন
অসুখে আলস্য দেখাবেন না। প্রকাশকদের কোন সমস্যা আসতে পারে। জমি সংক্রান্ত কোন সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণ শুভ হবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
মানসিক দুশ্চিন্তা বাড়বে। ঠান্ডা মাথায় সব কাজ করবেন। বিবাহিত কন্যার জন্য দুর্ভাবনা হবে। হঠাৎ কোন কারণে বাইরে যেতে হতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শরীর সম্পর্কে সাবধান থাকবেন । খেলাধুলায় উন্নতির যোগ। পরী¶ার্থী বা চাকুরী প্রার্থীদের সাফল্য লাভ হবে। পারিবারিক ¶েত্র অবশ্য শুভ নয়।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সন্তানদের ব্যাপারে শুভফল আশা করতে পারেন। গবেষণা কাজে সাফল্য আসবে। রাজনৈতিক কোন সমস্যার সমাধান হতে পারে। জনসেবামূলক কোন কাজে যোগদান করতে পারেন। রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজের জন্য ¯^ীকৃতি লাভ করবেন। পারিবারিক ¶েত্রেও শুভ। অভিনেতা ও অভিনেত্রীদের সুনাম বৃদ্ধি পাবে। দেশের বাইরে যাবার সম্ভাবনা আছে। নতুন ব্যবসার কারণে বাইরে যাবার প্রয়োজন হতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
চাকুরীতে পদোন্নতির সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি ঘটবে, প্রেমের ¶েত্রে বাঁধা আসার সম্ভাবনা।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
মিথ্যা অপবাদ পেতে পারেন। হঠাৎ কোন বিরোধিতার সম্মুখীন হতে পারেন। প্রেমে ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। শি¶ার্থীদের শি¶ায় অগ্রগতি।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
আর্থিক উন্নতি ঘটতে পারে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। কোন খারাপ সংবাদ লাভ করতে পারেন। কাজে সাফল্য লাভ করবেন। অবিবাহিতদের বিবাহের অগ্রগতি ঘটবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কাজকর্মে বিঘœ সৃষ্টি হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করবেন না। নিজের কর্ম¶মতার উপর আস্থা রাখবেন। শরীর সম্বন্ধে সতর্ক থাকতে হবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ভ্রমণে বিপদের আশঙ্কা আছে। জনসেবামূলক কাজে বিশেষ সুনাম অর্জন করবেন। কোন প্রভাবশালী ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। অহেতুক কারোর কাজের দায়িত্ব নিলে বিপদে পড়বেন।
আজ ২৯ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ, ১২ এপ্রিল ২০১৮ ইং এবং ২৪ রজব ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : কৃষ্ণ একাদশী, নক্ষত্র : শতভিষা। সূর্যোদয় ৫:৪১ ও সূর্যাস্ত ৬:১৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কারোর জন্য অর্থব্যয় হতে পারে। বেকারদের চাকুরীর সুযোগ আসতে পারে। কোন পারিবারিক সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের ব্যবসায় প্রসার ঘটবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ব্যবসায় লাভ হলেও ব্যয়বাহুল্যের ফলে চিন্তা থাকবে। কোন ভ্রাতার বিষয়ে মানসিক উদ্বেগ ঘটতে পারে। পিতা বা ভগ্নীর সহযোগিতা পাবেন। ব্যবসায় বা পারিবারিক কোন সমস্যার সমাধান করতে পারবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
কর্ম ¶েত্রে শুভ ফল পেতে পারেন। কাউকে বিশ^াস করবেন না। ভ্রমণকালে কোন ¶তির সম্ভাবনা। সময়টা আপনার শুভ নয়। অপরের কোন ঝামেলায় নিজেকে জড়াবেন না।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
পারিবারিক কোন সমস্যা আসতে পারে। সরকারী চাকুরীতে বদলীর সম্ভাবনা। সাহিত্যিকদের সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মন ভারাক্রান্ত হতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
মানসিক দুর্বলতা কাটিয়ে কাজকর্মে মন দিন। কাজকর্মের সাফল্যের ফলে কিছু অর্থ হাতে আসবে। স্ত্রীর সহানুভূতি লাভ করবেন। শারীরিক উন্নতি ঘটবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
মানসিক কষ্ট পেতে পারেন, অর্থ ব্যয়ের সম্ববনা রয়েছে, চাকুরী¶েত্রে দুশ্চিন্তার কারণ আছে। প্রেমের ক্ষেত্রে শুভ। কোন ব্যক্তির সহযোগিতা পেতে পারেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মের সাফল্যে হতে অর্থ আসবে। পরিবারের ব্যয়বৃদ্ধি ঘটবে,শরীরের দিকে ল¶্য রেখে কাজ করবেন। অপরের মতানুযায়ী চললে নিজের বিপদ হতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন সমস্যার সমাধান হতে পারে। নিজের যোগ্যতানুযায়ী কাজ করবেন। চাকুরীতে বদলীর সম্ভাবনা আছে। বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। কোন আত্মীয়ের সাহায্য পাবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সঠিক সিদ্ধান্ত নিলে উন্নতি করবেন। ঠান্ডা মাথায় বুদ্ধি ও বিবেচনার দ্বারা সব কাজ করবেন। সমস্যার সমধান করতে পারবেন। স্ত্রীর সহযোগিতা পাবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
মানসিক আঘাত পেতে পারেন। কাজকর্মে অবসাদ আসতে পারে। কিছু কাজ অসমাপ্ত থেকে যাবে। আগুন থেকে সাবধান। সমস্যার সমাধান করে চিন্তামুক্ত হবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সাথে সাথে শত্রæ বৃদ্ধি পাবে। বুদ্ধি পরিশ্রমের দ্বারা সফল হবেন। সময়টা আপনার অনুকুলে না হলেও খুব একটা অসুবিধা হবে না।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
উদরপীড়ায় কষ্ট পেতে পারেন। পরিকল্পনা র“পায়নের জন্য অপরের সাহায্য নিতে হবে। ব্যবসা ¶েত্রে কোন ব্যবসায়ীর সহযোগিতা পেতে পারেন। শিরঃপীড়ায় কষ্ট পাবেন।
আজ ৩০ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ, ১৩ এপ্রিল ২০১৮ ইং এবং ২৫ রজব ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : কৃষ্ণ দ্বাদশী, নক্ষত্র : পূর্বভাদ্রপদ। সূর্যোদয় ৫:৪০ ও সূর্যাস্ত ৬:১৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যবসায় মন্দাভাব ক্রমশ দূর হবে। পাওনা অর্থ কিছুটা আদায় করতে পারবেন। বেসরকারী ও সরকারী চাকুরীতে কাজের চাপ বৃদ্ধি পাবে। কোন আত্মীয় সমাগমে পরিবারে আনন্দ লাভ।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কেউ সুযোগ নিতে চেষ্টা করবে। কাজকর্ম না হওয়ার ফলে চিন্তা থাকবে। কাউকে অর্থ ধার দিলে পেতে বিলম্ব হবে। আর্থিক সমস্যা থাকবে। বেশি উদারতা আপনার প¶ে ¶তিকারক।
মিথুন ২১ মে – ২০ জুন
কাজের ঝুঁকি নেবেন না। কেউ কাজের ¶তি করতে পারে। দৈনন্দিন কাজে মন্দাভাব দেখা দেবে। স্ত্রীর ¯^াস্থ্য ভাল যাবে না। চাকুরী¶েত্রে বদলীর সম্ভাবনা।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
ঠিকমত কাজকর্ম করার জন্য কর্মচারীদের সহযোগিতা পাবেন না। দৈনন্দিন কাজে নিজের পরিশ্রম বৃদ্ধি পাবে। ব্যয়বৃদ্ধির ফলে দাম্পত্য কলহ সৃষ্টি হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ব্যবসায় হতে অর্থ হাতে আসবে। দৈনন্দিন কাজে সাফল্য পাবেন। ছাত্র-ছাত্রীদের সাফল্য আসবে। পাওনা অর্থ হাতে আসার সম্ভবনা রয়েছে। ভ্রমণ শুভ নয়।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আশা পূরণ করতে পারবেন। হাতে কিছু কাজ এলেও দীর্ঘস্থায়ী হবে না। মানসিক অশান্তিতে কাজকর্মের ¶তি হতে পারে। হঠাৎ দৈহিক অবসাদে হতাশা দেখা দিতে পারে। ধর্মীয় সংগঠনে যুক্ত হলে মানসিক শান্তি পাবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
প্রতিযোগিতামূলক পরী¶ায় সাফল্য পাবেন। ব্যবসায় মন্দাভাব দূর হবে। স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। ধৈর্য পরিশ্রম দ্বারা সাফল্য আসবে। কর্মচারীদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন গন্ডগোলে নিজেকে জড়াবে না। তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন। কাজকর্মের ¶তি হতে পারে। আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান। জেদের বশে কাজ করতে গিয়ে কাজকর্মে অবনতি দেখা দেবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কাজকর্মে ¶তি হতে পারে। পারিবারিক কোন সিদ্ধান্ত আপনার মনঃপুত হবে না। চাকরীতে সমস্যা আসতে পারে। কারোর প্ররোচণায় বিভ্রান্ত হবেন না।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও পিছিয়ে আসবেন না। ু সমস্যা সমাধান করতে পারবেন। সময়টা আপনার ভাল যাবে না। আত্মীয় বিরোধে মানসিক শান্তির ব্যাঘাত ঘটবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কারো কোন সমস্যায় জড়াবেন না। কাজকর্মের ¶তি হবে। বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করবেন। পিতার সহায়তায় আর্থিক সমস্যা কিছুটা মিটবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
সাবধানে চলাফেরা করবেন। সময়টা আপনার অনুকুলে নয়। তথ্য প্রকাশ হওয়ায় ¶তির আশঙ্কা আছে। নিজের আত্মবিশ্বাসের দ্বারা অগ্রসর হবেন।
আজ ১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০১৮ ইং এবং ২৬ রজব ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : কৃষ্ণ ত্রয়োদশী, নক্ষত্র : উত্তরভাদ্রপদ। সূর্যোদয় ৫:৩৯ ও সূর্যাস্ত ৬:২০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নতুন শত্রæ তৈরী হতে পারে। চাকুরী ক্ষেত্রে ¶তির আশা আছে। পাওনা অর্থ কিছু হাতে পাবেন। সাবধানে গাড়ি চালাবেন, দুর্ঘটনার যোগ আছে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
চাকুরী¶েত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। অর্থোপার্জন করার চেষ্টা ঝুঁকি নেওয়ার ফলে অর্থ ¶তির সম্ভাবনা। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন। মানসিক অবসাদে ভুগবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
ব্যবসায় লাভ হলেও ব্যয় বেশি হতে পারে। ভ্রাতার বিষয়ে মানসিক উদ্বেগ ঘটতে পারে। পিতা বা ভগ্নীর সহযোগিতা পাবেন। কিছু অর্থ ব্যয় হতে পারে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
নিজ থেকে কিছু সমস্যার সমাধান করতে পারবেন। নতুন কোন প্রচেষ্টা সফল হতে পারে। বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ভাগ্যোন্নতির সুযোগ আসবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সুযোগ এলে হাতছাড়া করবেন না। মিতব্যয়ী হলে অর্থ চিন্তা থাকবে না। নিজেকে সংযত রাখবেন। কাজকর্মের চাপ থাকার ফলে পরিশ্রম বেশি হবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কাজকর্মে হঠাৎ অবসাদ দেখা দিতে পারে। কোন ভ্রাতার আচরণে মনে কষ্ট পেতে পারেন। মাতা বা স্ত্রীর সহানুভূতি লাভ করবেন। আর্থিক চিন্তা বাড়বে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মে উৎসাহ এলেও সব কাজ শেষ করে উঠতে পারবেন না। পিতার কাছ থেকে সহযোগিতা পাবেন। ভ্রমণে আনন্দ পাবেন। পরিবারের কারোর শারীরিক অসুস্থতার জন্য চিন্তা ও অর্থ ব্যয় হবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন বন্ধুর সাহায্য পাবেন। শি¶ার্থীদের ফল শুভ বলা যায়। ব্যবসায়ের প্রসারের জন্য ঋণ হতে পারে। চাকুরীতে কাজের চাপ বৃদ্ধি পাবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কন্যা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ আসবে। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি ঘটবে। চাকুরী¶েত্রে সাফল্য ও সুনাম লাভ করবেন। ব্যবসায়ে কিছু অর্থ অনাদায়ী থেকে যেতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন কারণে আপনার বদনাম হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন। রোগে কষ্ট পেতে পারেন। রাজনীতিবিদদের প¶ে সময়টি জটিলতাপূর্ণ।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সমাজসেবামূলক কাজে সবার প্রশংসা পাবেন। গৃহ নির্মাণের ব্যাপারে সময়টা অনুকূল নয়। কোন সমস্যা এলেও সমাধান করবেন। কর্ম¶েত্রে পরিবর্তন হতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকুরী¶েত্রে কোন সমস্যা আসতে পারে। শারীরিক অসুস্থতা দেখা দেবে। আপনার ন্যায়নিষ্ঠা ও বুদ্ধিমত্তার দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কাউকে অর্থ ধার দিলে ফেরৎ পেতে বিলম্ব হবে। অযথা তর্ক-বিবাদে যাবেন না।
আজ ২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ এপ্রিল ২০১৮ ইং এবং ২৭ রজব ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : কৃষ্ণ চতুর্দশী, নক্ষত্র : রেবতী। সূর্যোদয় ৫:৩৮ ও সূর্যাস্ত ৬:২০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নতুন কোন কাজের দায়িত্ব পেতে পারেন। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা বাড়বে। প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মে বাঁধার সম্মুখীন হতে হবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কাজকর্মে ¶তি হতে পারে। ব্যবসার প্রসার ঘটলেও আশানুরূপ লাভ হবে না। ডাক্তার ও আইনজ্ঞদের প্রতিপত্তি বাড়বে। কোন ঘটনায় মন চঞ্চল হতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
চন্দ্র বিরূপ হলে আপনাকে অশুভ ফল প্রদান করবে। বেকারদের চাকুরীর সুযোগ আসতে পারে। পাওনা অর্থ পেতে বিলম্ব হবে। অত্যাধিক কাজ হতে থাকার ফলে অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
আয়-উপার্জন ভাল হলেও সঞ্চয় হবে না। কোন মামলা সংক্রান্ত ব্যাপারে সমাধান হবে। পারিবারিক শান্তিতে উৎসাহ আসবে। নতুন কাজ আসতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সচ্ছলতা থাকলেও প্রয়োজন মেটাতে পারবেন। অংশীদারী ব্যবসায় আপনার প্রভাব বৃদ্ধি পাবেন। কাজকর্মে সুখ্যাতি লাভ করবেন। কলকারখানায় নিযুক্ত ব্যক্তিরা সতর্কতা অবলম্বণ করবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
সুযোগ আসতে পারে। ব্যবসায় কিছু কিছু বাঁধার সম্মুখীন হতে পারেন। পরিবারের কারোর জন্য চিন্তায় থাকবেন। বেসরকারী চাকুরীতে পদোন্নতির সম্ভাবনা।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
অসমাপ্ত কাজ অনেকটা শেষ করতে পারবেন। সন্তানদের শি¶ার বিষয়ে উদ্বেগ দেখা দেবে। কাজকর্মে পরিশ্রম বেশি হলেও আশানুরূপ অর্থ হাতে আসবে না।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
প্রিয়জনের উন্নতিতে আনন্দলাভ হবে। নিজের শরীরের প্রতি যতœ নেবেন। সংসারে ব্যয় বৃদ্ধির ফলে দাম্পত্য কলহ। সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ব্যবসায়ে প্রতিযোগিতা থাকলেও খুব একটা অসুবিধে হবে না। আইনজ্ঞ ও বুদ্ধিজীবিদের প¶ে সময়টা শুভ বলা যায়। চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
শি¶কদের ও অধ্যাপকদের যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকুরী¶েত্রে পরিবর্তন বা বদলীর সম্ভাবনা আছে। অযথা কোন ব্যাপারে উৎসাহী হবেন না। নিজের কোন ভুলে আর্থিক ¶তি হতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
অযথা কোন ব্যাপারে অর্থ বিনিয়োগ করবেন না। শরীরের প্রতি যতœ নেবেন নচেৎ পিত্তপীড়ায় ভুগতে পারেন। অভিনেতা-অভিনেত্রীদের সময়টা অনুকুল বলা যায়। সাংসারিক কোন ব্যাপারে মনের উপর চাপ পড়তে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকুরী¶েত্রে সমস্যা আসতে পারে। চাকুরীতে পদোন্নতির যোগ আছে বিশেষ¶েত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা। কর্ম¶েত্রে নিজের প্রভাব বৃদ্ধি পাবে। ¯^াস্থ্য মধ্যম। সন্তানদের কারোর জন্য দুর্ভাবনা দেখা দেবে।
আজ ৩ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১৬ এপ্রিল ২০১৮ ইং এবং ২৮ রজব ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : অমাবস্যা, নক্ষত্র : অশি^নী। সূর্যোদয় ৫:৩৭ ও সূর্যাস্ত ৬:২০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বিবাহের ব্যাপারে অগ্রসর বা আগ্রহী না হওয়াই ভালো। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। কারোর প্ররোচণায় কোন কাজ করবেন না। নিজের বুদ্ধি ও বিবেচনার দ্বারা কাজ করলে সফল হবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বিপদের আশঙ্কা আছে। বিদেশে বসবাসকারীর দেশে ফেরার সম্ভাবনা আছে। ¯^াস্থ্য ভালই থাকবে। অযথা কোন কারণে উত্তেজিত হবেন না। নিজের মত কাজ করে যাবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
কাজের দায়িত্ব নিলে বিপদে পড়তে পারেন। কোন কাজ শেষ করতে পেরে মানসিক শান্তি পাবেন। কোন নতুন যোগাযোগ হতে পারে। উদ্যমহীন হবেন না।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
হঠাৎ কোন অপ্রিয় ঘটনায় মেজাজ উগ্র হয়ে উঠতে পারে। কারো সঙ্গে কলহ-বিবাদে যাবেন না। কোন সমস্যা আসতে পারে দায়িত্বপূর্ণ কাজের জন্য কিছুটা চিন্তায় থাকবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
শিল্পী ও সাহিত্যিকদের যশ ও প্রতিপত্তি বাড়বে। প্রিয়জনের শারীরিক অসুস্থতার জন্য বিশেষ চিন্তা হবে। চাকুরী-প্রার্থীদের চাকুরীর সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের লাভের অংশ কমতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
অর্থ পেতে বিলম্ব হবে। কিছু কাজ হাতছাড়া হতে পারে। জেদের বশে কোন কাজ করবেন না। কোন কারনে অশান্তি থাকবেন ও সময়টা অনুকূল নয়।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন সমস্যার কিছুটা সমাধান হবে। পাওনা অর্থ হাতে আসাতে পারে। কোন কারনে চিন্তা কিছুটা কমবে। কোন বন্ধুর ব্যবহারে দুঃখ পেতে পারেন। স্ত্রীর সঙ্গে সদ্ভাব রাখলেও সহযোগিতা করলে শান্তি পাবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বুদ্ধি ও বিবেচনার দ্বারা সিদ্ধান্ত নেবেন। আপনার সামনে শুভ সুযোগ আসবে। কাজকর্মে বিশেষ ব্যুৎপত্তি লাভ করবেন। ¯^াস্থ্যের প্রতি যতœ নেবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
চাকুরী¶েত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় আইনগত ঝামেলায় পড়তে পারেন। চাকুরী¶েত্র শুভ হলেও ব্যবসায় আশানুরূপ অর্থ আসবে না।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন ব্যক্তি দ্বারা মিথ্যা বদনামে মানসিক শান্তি বিঘিœত হতে পারে। কোন বন্ধুর সাহায্য পাবেন। রোগে কষ্ট পেতে পারেন। বিশেষ কোন কারণে ঋণ হবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ব্যবসায়ীদের ব্যবসায়ে জটিলতার সম্ভাবনা। চাকুরী¶েত্রে সমস্যায় পড়তে পারেন। কোন সংবাদে উৎফুুল্লহতে পারেন। পুরানো কোন মামলা থেকে অব্যাহতি পেতে পারেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কোন সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যপারে শুভ ফল। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন।
আজ ৪ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১৭ এপ্রিল ২০১৮ ইং এবং ২৯ রজব ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : শুক্ল প্রতিপদ, নক্ষত্র : ভরণী। সূর্যোদয় ৫:৩৭ ও সূর্যাস্ত ৬:২১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
প্রতিভার ¯^ীকৃতি পাবেন। চিকিৎসক ও আইনজীবীদের আর্থিক উন্নতি ঘটবে। অসংকর্মে জড়িয়ে পড়বেন না। পুরাতন রোগ থেকে মুক্তি পেতে পারেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোন ধর্মীয় সংগঠনে যুক্ত হয়ে মানসিক শান্তি পাবেন। কোন যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় সতর্ক থাকবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা দেবে।
মিথুন ২১ মে – ২০ জুন
ক্রীড়াবিদের প¶ে সময়টা অনুকুল। নতুন কাজের সুযোগ পেতে পারেন। পারিবারিক ¶েত্র শুভ হলেও পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয়। কোন সন্তানের ব্যাপারেও উদ্বেগ থাকবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকুরী¶েত্রে কোন কারণে মনের উপর চাপ পড়তে পারে। কারো কোন কাজের দায়িত্ব নেবেন না, বদনাম হতে পারে। ভ্যাগ্যোন্নতির সুযোগ পাবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কাজকর্মে ¶তি হতে পারে। পারিবারিক কোন সিদ্ধান্ত আপনার মনঃপুত হবে না। চাকুরীতে সমস্যা আসতে পারে। আর্থিক দিক থেকে কিছু অসুবিধা দেখা দেবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনার ব্যবহারে অনেকের সহায়তা পাবেন। ভাল কিছু সুযোগ আসবে, হাতছাড়া করবেন না। চাকুরী¶েত্রে পরিবর্তনের যোগ আছে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
আত্মবিশ্বাস হারাবেন না। সময়টা আপনার অনুক‚লে নয়। তথ্য প্রকাশ হওয়ায় ¶তির আশঙ্কা আছে। নিজের আত্মবিশ্বাসের দ্বারা অগ্রসর হবেন। মানসিক অবসাদে ভুগবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আপনার ন্যায়পরায়ণতা ও স্পষ্টবাদিতার ফলে কিছু শত্রæ তৈরী হতে পারে। বাস্তবাদী না হতে পারলে ¶তির আশা আছে। চাকুরী¶েত্রে পদোন্নতির সম্ভাবনা আছে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পাওনা অর্থ কিছু হাতে পাবেন। গাড়িচালকরা সাবধানে গাড়ি চালাবেন, দুর্ঘটনার যোগ আছে। মাথা ঠান্ডা রেখে কাজকর্মে করবেন। প্রেমের ক্ষেত্রে শুভ দিন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বেশি অর্থোপার্জন করার চেষ্টায় ঝুঁকি নেওয়ার ফলে অর্থ ¶তির সম্ভাবনা। ব্যবসা¶েত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। ভালো কোন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পারিবারিক প্রয়োজনে ব্যয়বাহুল্য দেখা দেবে। নিজের কর্তৃত্ব বজায় রাখতে সচেষ্ট থাকবেন। আইনগত কোন সমস্যায় মানসিক দুশ্চিন্তা। দৈহিকভাব শুভ নয়।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
বিশিষ্ট ব্যক্তির সাহায্য পাবেন অসাবধানতার ফলে কোন ¶তির আশঙ্কা। কোন সন্তানের জন্য গর্বিত হতে পারেন। বন্ধুর জন্য ত্যাগ ¯^ীকার করতে পারেন।
আজ ৫ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১৮ এপ্রিল ২০১৮ ইং এবং ১ শাবান ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল তৃতীয়া, নক্ষত্র : কৃত্তিকা। সূর্যোদয় ৫:৩৬ ও সূর্যাস্ত ৬:২১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
শরীরের যতœ নেবেন। আপনার খামখেয়ালীপনার ফলে ব্যবসায় উন্নতিতে বিঘœ আসবে। অংশীদারদের সঙ্গে মতবিরোধ। কাজে বাইরে যাবার সম্ভাবনা আছে
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
পাওনা অর্থ পেতে বিলম্ব হবে। সম্পত্তি বিষয়ে সমস্যার সমাধান করতে পারবেন। ঠিকাদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করা দরকার। একসময় যাদের উপকার করেছেন, তাদের কারো আচরণ বিস্মিত করবে।
মিথুন ২১ মে – ২০ জুন
রাজনৈতিক ব্যাপারে নিজেকে জড়াবেন না। উচ্চপদস্থ কর্মীদের বদলীর সম্ভাবনা আছে। ক্রীড়াবিদদের সম্মান ও অর্থপ্রাপ্তির যোগ। চাকুরী¶েত্রে পদোন্নতির যোগ আছে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে। শুভ সংবাদে মন প্রফুুল্লথাকবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কোন গুর“জনের ¯^াস্থ্যের অবনতি ঘটতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ ত্বরাšি^ত হতে পারে। কোন শারীরিক অসুস্থতায় সাবধান হবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কোন কার্য সাফল্যের সঙ্গে শেষ করতে পেরে চিন্তা হ্রাস পাবে। কোন ব্যক্তির দ্বারা ভাগ্যোন্নতির সুযোগ আসবে। সমাজ সেবামূলক কাজে আনন্দ পাবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
চাকুরীতে কাজের চাপ বাড়বে। পরিবারের কারোর অসুস্থতার জন্য চিন্তা ও অর্থ ব্যয়। ব্যবসায়ের প্রসারের জন্য ঋণ হতে পারে। কোন কাজে সাফল্য পাবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
চাকুরী¶েত্রে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ভ্রমণ শুভ।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ধৈর্য ও মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। অত্যাধিক পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। আপনার রূঢ়তার ফলে সাংসারিক অশান্তি হতে পারে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
নিজেকে সংযত রাখবেন। মানসিক দুর্বলতা ত্যাগ করে কাজে মন দিন। আপনার কাজকর্মের পরিধি বাড়বে। পারিবারিক শান্তি ফিরে আসবে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে শান্তি পাবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ব্যয় বৃদ্ধি হলেও প্রয়োজন মেটাতে পারবেন। দুরপীড়ায় আক্রান্ত হতে পারেন। সময়টা আপনার অনুক‚ল বলা যায়। কোন মামলায় জয়ী হতে পারেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকুরী¶েত্রে পদোন্নতির সুযোগ আছে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে ও ব্যবসায় প্রসার ঘটবে। নতুন কোন পরিকল্পনা করতে পারেন। প্রেমপ্রীতির ¶েত্রে বদনাম হতে পারে।
আজ ৬ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১৯ এপ্রিল ২০১৮ ইং এবং ২ শাবান ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : শুক্ল চতুর্থী, নক্ষত্র : রোহিণী। সূর্যোদয় ৫:৩৫ ও সূর্যাস্ত ৬:২২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ব্যবসায় মন্দাভাব কাটবে ও আর্থিক উন্নতি ঘটবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে লভ্যাংশ অনেক কম হবে। ¯^াস্থ্যভাব মধ্যম। চাকুরীতে বদলীর সম্ভাবনা আছে ।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন। কারো সহযোগিতা পাবেন। দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পাবে। প্রেমের ¶েত্র শুভ নয়।
মিথুন ২১ মে – ২০ জুন
রাজনীতিবিদদের কোন সমস্যার মধ্যে পড়তে হবে। শত্রæপ¶ ¶তির চেষ্টা করতে পারে। কোন কাজ শেষ করার ফলে সুনাম অর্জন করবেন। শারীরিক অবস্থা ভাল যাবে না।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। সামাজিক কাজে ব্যস্ততা ও অর্থ ব্যয় কাজকর্মে অনেকটা সফল হবেন। পারিবারিক শুভ বলা যায়। শুভ সংবাদে পাবেন
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
দৈনন্দিন কাজকর্ম ভাল চললেও আশানুরূপ অর্থ হাতে আসবে না। মানসিক অবসাদ দেখা দিতে পারে। ক্রীড়া¶েত্রে সুনাম পাবেন। মামলা সংক্রান্ত ব্যাপারে কোন সমাধান হতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আপনার অধিপতি গ্রহ অনুসারে ব্যবসায় লাভ হবে। হঠাৎ কোন কারণে উত্তেজিত হতে পারেন। ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। কোন নারীর সান্নিধ্যে মানসিক শান্তি পাবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মে সুনাম পাবেন। নতুন কোন কাজের সুযোগও আসবে। আমদানী ও রপ্তানী কাজে কিছু সমস্যা দেখা দিতে পারে। কেউ ¶তির চেষ্টা করতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
সাবধানে থাকবেন। নতুন কোন কাজের সুযোগ আসবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। ব্যবসায়ে নতুন অর্থ বিনিয়োগে ¶তি হতে পারে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
সময়টা আপনার অনুকুল নয়। কাজকর্মে ¶তি হতে পারে। শারীরিক ক্লান্তিতে কাজকর্মে অনীহা দেখা দিতে পারে। সময়টা আপনার ভালো যাবে না।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন বদনামে জড়াতে পারেন। পারিবারিক কলহ দেখা দিতে পারে। ব্যবসায় লাভবান হতে পারেন। মাতা ও স্ত্রীর সহানুভ‚তি লাভ করবেন। সন্তানের জন্য চিন্তা হবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কাজকর্মের চাপ থাকার ফলে সব কাজ সময়মত শেষ করতে পারবেন না। নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন। পারবারিক ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকবেন। পরী¶ার্থী চাকুরীপ্রার্থীদের সময়টা অনুকুল। আত্মীয়ের জন্য দুর্ভাবনা ও অর্থব্যয়। তর্ক-বিবাদ সর্বদা এড়িয়ে চলবেন।
আজ ৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২০ এপ্রিল ২০১৮ ইং এবং ৩ শাবান ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : শুক্ল পঞ্চমী, নক্ষত্র : মৃগশিরা। সূর্যোদয় ৫:.৩৪ ও সূর্যাস্ত ৬:২২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মেষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কৃষিজীবিদের দুশ্চিন্তার কারণ ঘটতে পারে। ¶ুদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। ¶মতার বাইরে কোন কাজের ঝুঁকি নেবেন না।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
অর্থ বিনিয়োগ করলে ভুল করবেন। অবিবাহিত মেয়েদের কোন ফাঁদে পড়ার সম্ভাবনা আছে সতর্ক থাকবেন। গবেষণা কাজে সাফল্য পেতে পারেন।
মিথুন ২১ মে – ২০ জুন
আইনী অসুবিধায় পড়তে পারেন। শারীরিক অসুস্থতার জন্য কাজকর্মে ¶তি হওয়ার সম্ভাবনা। মানসিক দুর্বলতা কাটিয়ে কাজে মন দিন। সব সমস্যার সমাধান হবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
কারিগরী ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতি। উচ্চশি¶ায় শুভফলের আশা করতে পারেন। কোন সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। কোন আত্মীয়ের ব্যবহারে দুঃখ পেতে পারেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকুরী লাভ ও কর্ম¶েত্রে উন্নতির সম্ভাবনা আছে। আগুন বা ধারালো জিনিস থেকে সাবধান। প্রতিবেশী কলহ থেকে দূরে থাকবেন। বদনাম হতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ভ্রমণকালে কোন অসুবিধা বা ¶তির আশঙ্কা আছে। শরীরের প্রতি যতœ নেবেন। সাহিত্যিক ও শিল্পীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মানসিক চিন্তা কিছুটা কমবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যবসায়ের প্রসারের জন্য ঋণ হতে পারে। চাকুরীতে কাজে চাপ বৃদ্ধি পাবে। বিবাহের যোগাযোগ আসবে। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি ঘটবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
চাকুরী পরিবর্তনের সম্ভাবনাও আছে। ব্যয় বৃদ্ধির ফলে সঞ্চয়ের আশা নেই বললেই চলে। সরকারী বা বেসরকারী চাকুরীতে কাজের চাপ বৃদ্ধি পাবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পারিবারিক শান্তি বজায় থাকলেও মাতার ¯^াস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কিছু কাজ অসমাপ্ত থাকলেও সাফল্য লাভ করবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
সমাজসেবামূলক কাজে ব্যস্ত হতে পারেন। বিশিষ্ট ব্যক্তির সহায়তা লাভ করবেন। স্ত্রীর ¯^াস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। রাজনীতিবিদদের জটিলতার মধ্যে পড়তে হবে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
আত্মীয়ের সাহায্য পাবেন। ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। ব্যবসায়ে পুনরায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে। মানসিক চিন্তা কিছুটা কমবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
শি¶ার্থীদের সমস্যা মিটবে। ব্যবসায়ে অর্থ পেতে বিলম্ব হতে পারে। সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অর্থ চিন্তা থাকবে। পিতা বা কোন ভ্রাতার সাহায্য পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন।
আজ ৮ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২১ এপ্রিল ২০১৮ ইং এবং ৪ শাবান ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : শুক্ল ষষ্ঠী, নক্ষত্র : আর্দ্রা। সূর্যোদয় ৫:৩৩ ও সূর্যাস্ত ৬:২৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
চাকুরী¶েত্রে বদলীর সম্ভাবনা আছে। বৃদ্ধি ও বিবেচনার দ্বারা কার্যে সফল হবেন। ব্যবসায় সমস্যা মেটার ফলে মানসিক চিন্তা কিছুটা কমবে। ভ্রমণ শুভ নয়।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ব্যবসা¶েত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। কাজকর্মের চাপ বৃদ্ধির সাথে আর্থিক চিন্তাও বাড়বে। কোন সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। কোন বিপদ হতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
কন্যা বা ভগ্নীর বিবাহের যোগাযোগ আসতে পারে। চাকুরী¶েত্রে সুনাম পাবেন। গৃহে মঙ্গলানুষ্ঠান হতে পারে। ¯^াস্থ্যভাব মধ্যম। চলাচলের ক্ষেত্রে সাবধান।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। ¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না। অনেক কাজ অসমাপ্ত থাকলেও আর্থিক অসুবিধে হবে না। মনের কোন কথা কারো কাছে প্রকাশ করবেন না।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যেতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। মিতব্যয়ী হতে পারলে অসুবিধে হবে না। মাতার সহানুভ‚তি লাভ করবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ব্যবসায় সাময়িক মন্দাভাব দেখা দেবে। ব্যবসা শুভ হলেও অর্থ পেতে বিলম্ব হবে। অসৎসঙ্গ ত্যাগ না করলে ¶তির আশঙ্কা। রোগে কষ্ট পেতে পারেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যয়বাহুল্যের ফলে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। সময়টা আপনার অনুকুল নয়। কারো কোন কাজের দায়িত্ব নেবেন না বদনাম হতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ধীর-স্থিরভাবে কাজকর্ম করবেন। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয় হবে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন। বিশিষ্ট ব্যক্তির সহায়তা লাভ করবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কাজকর্মের চাপ বৃদ্ধি পাবার ফলে পরিশ্রম বাড়বে। কোন শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসা¶েত্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসবে। কোন আত্মীয়ের সমস্যায় ব্যস্ত হতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
নিজেকে সংযত করলে অর্থচিন্তা থাকবে না। সময়টা আপনার শুভ নয়। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয়। কোন ভ্রাতার ব্যবাহরে দুঃখ পেতে পারেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে পিতার সাহায্য পাবেন। কোন রাজনৈতিক গন্ডগোলে জড়িয়ে পড়তে পারেন। শত্রæপ¶ প্রবল হয়ে উঠবে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকুরী¶েত্রে সুনাম পাবেন। দৈনন্দিন কাজকর্মেও কিছু শুভফলের আশা করতে পারেন। বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবেন। কোন মহিলার সাহায্য পাবেন।
আজ ৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২২ এপ্রিল ২০১৮ ইং এবং ৫ শাবান ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : শুক্ল সপ্তমী, নক্ষত্র : পুনর্বসু। সূর্যোদয় ৫:৩২ ও সূর্যাস্ত ৬:২৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পারিবারিক¶েত্রে শান্তি বজায় থাকবে। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে। পারিবারিক সমস্যার কিছু সমাধান করবেন। কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ভ্রাতার ব্যবহারে দুঃখ পেতে পারেন। পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয় হবে। চাকুরী¶েত্রে পরিবর্তনের যোগ আছে। কলহ-বিবাদ থেকে দূরে থাকবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
কাজকর্মে উদাসীনতা আসতে পারে। কাজকর্মে আংশিক সাফল্য লাভ হবে। চাকুরী¶েত্রে কোন সংবাদে চিন্তা বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
মানসিক চঞ্চলতায় কাজকর্মে কিছু ত্রæটি দেখা দিতে পারে। কোন কারণে ভ্রাতৃ বিরোধ দেখা দিতে পারে। পরী¶ায় সাফল্য লাভ। নিজের মনের কথা কারোর কাছে প্রকাশ করবেন না।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
কাজকর্মে চাপ বাড়ার ফলে আর্থিক চিন্তাও বৃদ্ধি পাবে। সন্তানের ¯^াস্থ্য নিয়ে চিন্তায় হবে। কারো সাহায্য পেতে পাবেন। কোন সংবাদে বিচলিত হতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যেতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে।চলাফেরা করার সময় সতর্ক থাকবেন। শি¶কদের আর্থিক উন্নতি ঘটবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ধীর-স্থিরভাবে কাজকর্ম করবেন। নিজেকে নির্লিপ্ত রাখবেন। কারোর ব্যাপারে কৌত‚হল দেখাবেন না। চাকুরী¶েত্রে কোন কারণে অসন্তোষ দেখা দিতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
রাজনৈতিক প্রভাবে ঈর্ষাšি^ত হয়ে কেউ আপনার ¶তির চেষ্টা করবে। হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। ¯^াস্থ্য খুব একটা ভাল যাবে না।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ব্যবসায়ে লাভের মুখ দেখতে পাবেন। ¯^াস্থ্যের যতœ নেবেন। পারিবারিক সমস্যার কিছু সমাধান করবেন। বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। উৎসাহ বৃদ্ধির ফলে কাজকর্মে সাফল্য আসবে।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
দৈনন্দিন কাজকর্মে কিছু শুভফল পাবেন। কোন বন্ধুর দ্বারা ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে। চাকুরী¶েত্রে পরিশ্রম বৃদ্ধি পেলেও প্রতিপত্তি বাড়বে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
প্রকাশনা ও কাগজ ব্যবসায় লাভবান হতে পারেন। ভ্রমণযোগ থাকলেও না যাওয়াই ভালো। সমাজসেবামূলক কাজে অগ্রণী ভ‚মিকা নিতে হতে পারে।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
নিজেকে সংযত রাখবেন। মাতার সহযোগিতা পাবেন। দৈনন্দিন কাজকর্মে ও ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে। কোন সংবাদে বিচলিত হতে পারেন। হঠাৎ অর্থ পেতে পারেন।
আজ ১০ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২৩ এপ্রিল ২০১৮ ইং এবং ৬ শাবান ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : শুক্ল অষ্টমী, নক্ষত্র : পুষ্যা। সূর্যোদয় ৫:৩১ ও সূর্যাস্ত ৬:২৩। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। বেশি উদারতা আপনার প¶ে ¶তিকারক। জল বা আগুন থেকে দূরে থাকবেন, বিপদ হতে পারে। । কোন নেতার সাহায্য পাবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। চাকুরীতে উন্নতির যোগ। অসমাপ্ত কাজ শেষ করতে পারলে শান্তি পাবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
চাকুরী¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শি¶ার্থীদের কোন কারণে বিঘœ দেখা দিতে পারে। পারিবারিক কোন ঘটনা দুর্ভাবনায় ফেলতে পারে। কাজকর্ম ঠিকমত চললেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে না।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
চিন্তায় থাকবেন। চাকুরী¶েত্রে কোন বিভ্রান্তি দেখা দেবে। কাজকর্মে সাফল্য আসায় শান্তি পাবেন। কোন সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। সাবধানে চলাফেরা করবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
নিজের ভুলে কোন কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। মন-মেজাজ উগ্র হয়ে উঠতে পারে। কোন পশু দংশনে আহত হতে পারেন। বিবাহের ¶েত্রে আরো চিন্তার প্রয়োজন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বেশি অর্থোপার্জনের জন্য অসদুপায় গ্রহণে নিজেরই ¶তি। সঠিক পথে চলতে চেষ্টা করবেন। অবশ্যই সাফল্য পাবেন। ছাত্র-ছাত্রীরা পরী¶ায় সাফল্য পাবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কণ্ট্রাকটারী ব্যবসায় বড় রকমের সুযোগ আসতে পারে। প্রয়োজনে ঋণ হতে পারে। রাজনৈতিক নেতাদের কোন জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। প্রতিযোগিতামূলক পরী¶াতে সাফল্য লাভ হবে। বিশেষ কোন যোগাযোগে লাভবান হবেন। শরীরের যতœ নেবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন কারণে উত্তেজিত হয়ে উঠতে পারেন। চাকুরীতে ভি.আর.নিতে হতে পারে। কোন কারণে পারিবারিক ব্যয় বৃদ্ধি ঘটবে। ক্রীড়া¶েত্রে সুনাম পাবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কোন ¶তির আশঙ্কা আছে। বকারদের চাকুরীর সুযোগ আসতে পারে। চিকিৎসক ও আইনজ্ঞদের আইনজ্ঞদের সুনাম ও অর্থ লাভ। চাকুরীর ¶েত্রে আয়বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা আছে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
নিজের কোন কাজে অবহেলা করবেন না। কারো প্ররোচণায় কোন কাজ করবেন না। প্রতারিত হতে পারেন। বিশেষ কোনো কাজে অবহেলা করবেন না।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
অর্থ¶তির আশঙ্কা আছে। পারিবারিক কলহে মন বি¶িপ্ত থাকবে। দুর্ঘটনার যোগ আছে। সাফল্য পেতে পরিশ্রম করতে হবে। নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন।
আজ ১১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২৪ এপ্রিল ২০১৮ ইং এবং ৭ শাবান ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : শুক্ল নবমী, নক্ষত্র : অশ্লেষা। সূর্যোদয় ৫:৩১ ও সূর্যাস্ত ৬:২৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
সাহিত্যিকদের সুনাম ও অর্থপ্রাপ্তির যোগ আছে। যেকোন কাজ করার আগে সবদিক বিবেচনা করে নেবেন ¯^াস্থ্য বিশেষ ভাল যাবে না। ব্যবসা¶েত্রে ব্যয়বৃদ্ধি ঘটবে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
প্রয়োজনে ঋণ হতে পারে। কোন ব্যাপারে ঝুঁকি নেবেন না। কার্জকর্মের চাপ বৃদ্ধি পাবার ফলে দৈহিক ক্লান্তি আসবে। আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে।
মিথুন ২১ মে – ২০ জুন
কোন গুরুজনের ¯^াস্থ্যের অবনতি ঘটতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ ত্বরাšি^ত হতে পারে। কোন শুভ সংবাদে মন প্রফুল্ল থাকবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
শারীরিক অসুস্থতায় সাবধান হবে। গৃহে কোন মুল্যবান দ্রব্য চুরি যাওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসকদের শুভ। কারো কাছে গচ্ছিত রাখা টাকা ফেরৎ পেতে হয়রানী হতে হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সাংসারিক ব্যয় বৃদ্ধিতে মানসিক চিন্তা বাড়বে। চরাফেরায় সাবধান থাকবেন। মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ভ্রাতৃবিরোধ দেখা দিতে পারে। চাকুরী¶েত্রে পদোন্নতিতে বিঘœ আসতে পারে। মিতব্যয় হতে পারলে অর্থাভাব হবে না। কোন অর্থ সম্পদ ফেরৎ পেতে পারেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কাজকর্মে উদাসীনতা আসতে পারে। আপনার উদারতার ফলে নিজের কিছু ¶তিও হবে। কোন মিথ্যা অপবাদে জড়িয়ে পড়তে পারেন। কোন বন্ধু বা আত্মীয়ের অসুস্থ্যতায় ব্যস্ত হবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
চাকুরী¶েত্রে কর্তৃপ¶ের সুনজরে আসতে পারেন। প্রেমের ব্যাপারে বদনাম হবে। অশংদারী ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। এখনই কোন ভ্রমণে যাবেন না।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
আর্থিক অসুবিধায় পড়তে পারেন। উদরপীড়ায় আক্রান্ত হতে পারেন। ব্যবসায় আইনগত কোন সমস্যা দেখা দিতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকা দরকার।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কারোর প্ররোচণায় কোন কাজ করবেন না। প্রতারিত হতে পারেন। চাকুরী¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজে সুনাম পাবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
পারিবারিক ¶েত্র শুভ হলেও পিতার ¯^াস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয়। কোন সন্তানের ব্যাপারেও উদ্বেগ থাকবে। আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ পাবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
আপনার দ¶তার জন্য চাকুরীর মেয়াদ বৃদ্ধি হতে পারে। কোন সন্তানের জন্য চিন্তা হবে। কর্মোপল¶ে বাইরে যেতে হতে পারে। চাকুরী¶েত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে।
আজ ১২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২৫ এপ্রিল ২০১৮ ইং এবং ৮ শাবান ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল দশমী, নক্ষত্র : মঘা। সূর্যোদয় ৫:৩০ ও সূর্যাস্ত ৬:২৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আপনার প্রতিভার বিকাশ পাবে। সমাজে সম্মান পাবেন। চাকুরী¶েত্রে কোন সংবাদ পেয়ে আনন্দিত হবেন। উচ্চশি¶ায় নিযুক্ত ছাত্র-ছাত্রীদের সচতেন হওয়া দরকার।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বিবাহের যোগাযোগ হবে। ব্যবসায় ¶তির আশঙ্কা আছে। চাকুরী¶েত্রে পদোন্নতির ব্যাপারে কারোর সহযোগিতা পাবেন। অসুখকে অবহেলা করবেন না।
মিথুন ২১ মে – ২০ জুন
কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। হঠাৎ অর্থ পেতে পারেন। বেশি উদারতা আপনার প¶ে ¶তিকারক। জল বা আগুন থেক দূরে থাকবেন, বিপদ হতে পারে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকুরী¶েত্রে কর্তৃপ¶ের নজরে আসবেন ও কাজের দায়িত্ব ও পরিশ্রম বৃদ্ধি পাবে। স্নায়ুপীড়া দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি হবে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেলেও হাতে অর্থ আসবে। কর্ম উপল¶ে বাইরে যাবার সম্ভাবনা আছে। কোন ভ্রাতার অসুস্থার জন্য চিন্তা হবে। দুঃখ পেতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আইনগত সমস্যার কারণে চিন্তা বাড়বে। অহেতুক চিন্তা করে কাজের ও শরীরের ¶তি করবেন না। বিরোধীদের দ্বারা সমালোচিত হতে হবে। সাংবাদিকদের শুভ সময়।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ধৈর্য ও পরিশ্রমের দ্বারা কাজকর্মে সাফল্য লাভ করতে হবে। পুরানো কোন সমস্যার সমাধান করতে পারবেন। দালালীতে অর্থপ্রাপ্তির যোগ আছে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যবসা¶েত্রে আয় বৃদ্ধির যোগ আছ। ব্যবসায় ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধে হবে না। অপত্যসুখ লাভ করবেন। শরীরের প্রতি যতœ নেবেন। শরীর ভাল যাবে না।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
ব্যবসা¶েত্রে মন্দাভাব কাটবে ও আর্থিক উন্নতি হবে। আর্থিক কোন পরিকল্পনা সার্থক হতে পারে। পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চাকরি¶েত্রে সহকর্মীদের সঙ্গে মাতনৈক্য হতে পারে। কাজকর্মে চাপ থাকলেও সব শেষ করতে পারবেন না। আর্থিক অসুবিধা দেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
শি¶া¶েত্রে কিছু বিঘœ আসতে পারে। কোন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন। বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
রাজনৈতিক অস্থিরতায় কাজকর্মে কিছু ¶তি হতে পারে অহেতুক কোন বিবাদে নিজেকে জড়াবেন না। ব্যবসায় ব্যয়বৃদ্ধির ফলে ঋণ হতে পারে।
আজ ১৩ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২৬ এপ্রিল ২০১৮ ইং এবং ৯ শাবান ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : শুক্ল একাদশী, নক্ষত্র : পূর্বফান্ডুনী। সূর্যোদয় ৫:২৯ ও সূর্যাস্ত ৬:২৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
বেশ কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। চাকুরী¶েত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতার সহযোগিতায় কোন সম্পত্তির বিষয়ে সমাধান হবে। অর্থও কিছু হাতে পাবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কাজকর্মের পরিধি বাড়বে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যপারে শুভ ফল। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন। । দৈনন্দিন কাজে উৎসাহ বৃদ্ধি পাবে।
মিথুন ২১ মে – ২০ জুন
কোন আত্মীয়ের বিপদে ব্যস্ত হতে পারেন। ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধে হবে না। পাওনা অর্থ হাতে আসবে। চাকুরীতে সহকর্মীর সঙ্গে কোন বিবাদ হতে পারে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
নতুন কোন যোগাযোগের ফলে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক কোন কাজে ব্যস্ত হতে পারেন। চাকুরীতে বদলীর সম্ভাবনা আছে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
ব্যবসায় অহেতুক কোন ঝামেলায় জড়িয়ে বদনাম হতে পারে। রাজনীতি¶েত্রেও সমস্যা আসতে পারে। নিজেকে সংযত রেখে সব কাজে অগ্রসর হবেন। কোন সংবাদে মন বিচলিত হতে পারে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
হঠাৎ মাতার শারীরিক অসুস্থার ফলে চিন্তা ও অর্থব্যয় হবে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তি পাবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
বীমা কর্মীদের পরিধি বাড়বে। পারিবারিক কিছু চিন্তা থাকলেও অসুবিধে হবে না। শি¶ার্থীদের সাফল্য আসবে। ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
চাকুরী¶েত্রে কোন সমস্যা আসতে পারে। পরিবারের কারোর ব্যবহারে দুঃখ পেতে পারেন। সরকারী চাকুরীতে কোন দায়িত্বপূর্ণ কাজ নিয়ে চিন্তা থাকবে।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন শুভ সংবাদে আনন্দ পাবেন। মামলাসংক্রান্ত ব্যাপারে কোন সমাধান হতে পারে। প্রশাসন বিভাগের ব্যক্তিরা বিশেষ কোন সুযোগ পেতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
ভ্রমণ হতে পারে। ব্যয় বৃদ্ধি হবে। ধৈর্যসহকারে কাজকর্ম করবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। ব্যয়বৃদ্ধি হবে। গৃহে সংস্কারের কোন কাজ হতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পেলেও সাফল্য পাবেন। শরীরে কোন আঘাত পেতে পারেন। চাকুরী¶েত্রে কোন কাজ সুষ্ঠুভাবে পালন করায় সুনাম পাবেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
কাজকর্মে সাফল্য পাবার ফলে উপার্জন বৃদ্ধি পাবে। গলার কোন রোগে কষ্ট পেতে পারেন। অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে মানসিক অশান্তিতে ভুগবেন।
আজ ১৪ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২৭ এপ্রিল ২০১৮ ইং এবং ১০ শাবান ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : শুক্ল দ্বাদশী, নক্ষত্র : উত্তরফান্ডুনী। সূর্যোদয় ৫:২৮ ও সূর্যাস্ত ৬:২৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
অনাদায়ী অর্থ কিছু আদায় হবে। বিরোধ-বিতর্ক এড়িয়ে চলুন। ভুলের ফলে ¶তির সম্ভাবনা আছে। শি¶া¶েত্রে নিযুক্ত ব্যক্তিদের সুনাম ও অর্থলাভ। কোন শরিকী সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। রাজনীতি¶েত্রে বিরোধীরা প্রবল হয়ে উঠতে পারে। শারীরিক কোন ¶তির সম্ভাবনা আছে। সাবধানে চলাফেরা করবেন।
মিথুন ২১ মে – ২০ জুন
সৃষ্টিধর্মী কাজের সাফল্য আসবে। সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অশান্তি দেখা দেবে। বিজ্ঞান ও মনস্তত্ব বিভাগের ছাত্র-ছাত্রীদের সাফল্য আসবে। অনাদায়ী অর্থ কিছু আদায় হবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
হঠাৎ অসুস্থ্য হতে পারেন। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে লভ্যাংশ কম হবে। কোন আত্মীয় সমস্যায় বিব্রত হতে পারেন। কারো প্ররোচণায় অর্থ ¶তি হতে পারে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
সম্পত্তির ব্যাপারে পিতার সহযোগিতা পাবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। ¯^াস্থ্য ভাল যাবে না। মানসিক কষ্টে ভুগবেন। ভ্রমণে আনন্দলাভ করবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
তবে এখনই পুনরায় কোন অর্থ বিনিয়োগ করবেন না। শি¶া¶েত্রে সমস্যা আসতে পারে। কোন অপ্রিয় সংবাদে মন চঞ্চল হতে পারে। বিদ্যুৎ থেকে সাবধান।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
রাজনীতিতে প্রভাব বাড়লেও সতর্ক থাকবেন। অযথা কোন ঝুঁকি নেবেন না। কোন ব্যক্তির দ্বারা লাভের সুযোগ আসবে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তি পাবেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
শারীরিক কোন ¶তির সম্ভাবনা আছে। চাকুরীর ¶েত্রে কোন সংবাদে মন প্রফুল থাকবে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। তবে এখনই পুনরায় কোন অর্থ বিনিয়োগ করবেন না।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শি¶া¶েত্রে সমস্যা আসতে পারে। কোন অপ্রিয় সংবাদে মন চঞ্চল হতে পারে। বিদ্যুৎ থেকে সাবধান। রাজনীতিতে প্রভাব বাড়লেও সতর্ক থাকবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
অযথা কোন ঝুঁকি নেবেন না। কোন ব্যক্তির দ্বারা লাভের সুযোগ আসবে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তি পাবেন। শারীরিক কোন ¶তির সম্ভাবনা আছে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
ভ্রমণে আনন্দলাভ করবেন। চাকুরীর ¶েত্রে কোন সংবাদে মন প্রফুল থাকবে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। প্রেমের ¶েত্রে শুভ। প্রেমের ¶েত্রে শুভ।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
চাকুরী¶েত্রে পদোন্নতিসহ দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। নিরাপত্তা বিভাগে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি ঘটতে পারে। কোন গোলমালে জড়িয়ে পড়তে পারেন।
আজ ১৫ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২৮ এপ্রিল ২০১৮ ইং এবং ১১ শাবান ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : শুক্ল ত্রয়োদশী, নক্ষত্র : হস্তা। সূর্যোদয় ৫:২৮ ও সূর্যাস্ত ৬:২৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আর্থিক সমস্যা দুশ্চিন্তায় ফেলতে পারে। বিবাহের ¶েত্রে অনিচ্ছা প্রকাশ করতে পারেন। মিথ্যা কোন মামলায় জড়িয়ে পড়তে পারেন। কোন বন্ধুর বা আত্মীয়ের সাহায্য পাবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
গলার কোন কষ্ট বা অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারোর শত্রæতা বা বিরোধিতা সম্পর্কে সাবধান। কারোর আর্থিক দায়িত্ব নেবেন না।
মিথুন ২১ মে – ২০ জুন
চাকুরী¶েত্রে কোনভাবে মনের উপর চাপ পড়তে পারে। অর্থকরী কোন উদ্যোগে বাঁধা পেতে পারেন। আপনার রূঢ় ব্যবহার কারোর মনে আঘাত দেবে।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
সামাজিক কাজে সুনাম অর্জন করবেন। বাইরে কোথাও যাবার চেষ্টায় বাঁধা পেতে পারেন। কোন সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে। নতুন কোন কাজের সুযোগ পাবেন।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বিদেশে কর্মরত ভ্রাতার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে। ব্যস্ততা বাড়বে। আর্থিক লেন-দেনের ব্যাপারে সতর্ক থাকবেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
আর্থিক উন্নতি হলেও সঞ্চয় হবে না। ব্যবসায় বিশেষ অর্থ আসবে না। দ্রব্যমূল বৃদ্ধির ফলে লভ্যাংশ কমবে। আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। মজুতদারী ব্যবসায় লাভবান হবেন।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
শি¶ার্থীদের বিদেশে শি¶ালাভের সুযোগ আসবে। ঘনিষ্ঠ কারো জন্য শোক পেতে পারেন। শিল্পীদের প¶ে বিশেষ সুযোগ আসতে পারে। চাকুরী¶েত্রে কোন সুখবর পেতে পারেন।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পতি-পতœী উভয়েই উভয়ের জন্য কোন দুশ্চিন্তায় পড়তে পারেন। ¯^জন বিরোধে নিজেকে নির্লিপ্ত বা সংযত রাখবেন। কারোর বিরোধিতা সম্পর্কে সাবধান।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কাজ-কর্মে কোন শুভ ফল। কারোর প্রতি বিরূপ মন্তব্য করে বিপদে পড়তে পারেন। চিন্তায় মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। নির্জনতা উপভোগ করতে চাইবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
অসৎসঙ্গে অর্থ ও কাজের ¶তি হতে পারে। কর্ম¶েত্র শুভ হলেও আকস্মিক কোন বিপদ আসতে পারে। শারীরিক ও মানসিক অবসাদ দেখা দিতে পারে।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
¯^জন বিরোধে নিজেকে নির্লিপ্ত বা সংযত রাখবেন। সন্তানের জন্য পারিবারিক শান্তি বিঘিœত হতে পারে। কোন নতুন কাজের দায়িত্ব পেলেও মন বসবে না।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
দাম্পত্য কলহ দেখা দেবে। চাকুরী¶েত্রে কর্তৃপ¶ের সঙ্গে মতবিরোধে সহকর্মীদের সমর্থন পাবেন। দৈনন্দিন কাজের চাপ বাড়বে। কোন নারীঘটিত ব্যাপারে বদনাম হতে পারে।
আজ ১৬ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ২৯ এপ্রিল ২০১৮ ইং এবং ১২ শাবান ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : শুক্ল চতুর্দশী, নক্ষত্র : চিত্রা। সূর্যোদয় ৫:২৭ ও সূর্যাস্ত ৬:২৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কিছু অর্থ ব্যয় হবে অন্যের জন্য। হঠাৎ উত্তেজিত হয়ে উঠার ফলে কাজকর্মের ¶তি হতে পারে। নিজের সংযত রেখে কাজকম করবেন। চাকুরীর সমস্যা কিছুটা মিটবে। বুকের ব্যথায় কষ্ট পাবেন।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
বেকারদের কাজের সুযোগ আসবে। নিজের জেদ ও হঠকারিতা ত্যাগ করলে সব কাজে সাফল্য লাভ করতে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি পাবে। সুনাম বৃদ্ধি পাবে।
মিথুন ২১ মে – ২০ জুন
সাহিত্যিকদের কোন লেখা সমাদৃত ও পুরস্কৃত হতে পারে। নিজের কোন বিশেষ যোগ্যতার জন্য সমাদর পেতে পারেন। সুনাম বৃদ্ধি। ভ্রমণ জন্য শুভ দিন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
তুন আর্থিক পরিকল্পনা করতে পারেন। কোন আত্মীয়ের সহযোগিতা পাবেন। তবে কাউকে বেশি বিশ্বাস করবেন না। প্রতারিত হতে পারেন। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বিবাহিত কন্যার ব্যাপারে কোন দুশ্চিন্তা হবে। ব্যবসায়ীদের কোন অসুবিধায় পড়তে হতে পারে। চাকুরীর ¶েত্রে শুভ ফলের আশা করতে পারেন।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
যন্ত্রপাতি বা ধারালো জিনিস নিয়ে কাজ করার সময় সাবধানে থাকবেন। সরকারী কাজে বাইরে যাবার সম্ভাবনা আছে পিতা বা মাতার অসুখ চিন্তায় ফেলবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা। কারোর সঙ্গে তর্ক-বিবাদে যাবেন না। সময়টা আপনার অনুকুল নয়। চাকুরী¶েত্রেও দুর্ভাবনার কারণ ঘটতে পারে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
আন্ত্রিকে আক্রান্ত হতে পারেন। কোন দ্রব্যের ¶তির সম্ভাবনা। অনুষ্ঠানে আপনার পারদর্শিতায় অনেকে আকৃষ্ট হবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
পারিবারিক শান্তি বজায় থাকবে। ব্যবসায় অর্থ বিনোয়োগ করতে হতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলবেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
অর্থব্যয় বা ঝঞ্ঝাটের আশঙ্কা আছে। পরী¶ার ব্যাপারে ভালমত প্রস্তুতি নেবেন। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা বাড়বে। নিজের ভুল-ত্রæটির দিকে নজর রাখবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
বৈষয়িক ব্যাপারে মামলা-মোকদ্দমায় না যাওয়াই মঙ্গল। ব্যয় বৃদ্ধির ফলে সঞ্চয় কম হবে। চাকুরী¶েত্রে অনিশ্চয়তার আশঙ্কা আছে। ন্যায্য কোন ব্যাপারে বঞ্চিত হতে পারেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
ঘনিষ্ঠ কারোর ব্যবহারে মানসিক দুঃখ পাবেন। নিজের শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন। আর্থিক লেন-দেনের ব্যাপারে সর্তক থাকবেন। দৈনন্দিন কাজের চাপের কারণে।
আজ ১৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ৩০ এপ্রিল ২০১৮ ইং এবং ১৩ শাবান ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : পূর্ণিমা, নক্ষত্র : ¯^াতী। সূর্যোদয় ৫:২৬ ও সূর্যাস্ত ৬:২৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।
মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কারখানায় নিযুক্ত ব্যক্তিদের পাওনা অর্থ পেতে বিলম্ব হবে। কিছু অর্থ আদায় করতে পারবেন। কোন ব্যাপারে পরিবারের অন্যান্যদের সঙ্গে অশান্তির আশঙ্কা।
বৃষ ২১ এপ্রিল – ২০ মে
যান-বাহন চালকদের সতর্কতা অবলম্বন করা উচিত। কারিগরদের আয় বৃদ্ধির যোগ আছে। মহিলাদের শরীর সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
মিথুন ২১ মে – ২০ জুন
কোন ভুলের জন্য আফসোস করবেন। চাকুরীপ্রার্থীদের জন্য সময়টা অনুকুল নয়। পতœীর জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে। কোন প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন।
কর্কট ২১ জুন – ২০ জুলাই
চাকুরী¶েত্রে কোন ব্যাপারে মনের উপর চাপ পড়বে। আপনার কোন হিতৈষীর জন্য শোক পেতে পারেন। প্রবাসে থাকা কোন সন্তানের জন্য চিন্তা হবে।
সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
রাজনৈতিক সংঘর্ষে আহত হবার সম্ভাবনা। কোন ব্যক্তির সহযোগিতা ও সহানুভ‚তি পাবেন। প্রতিবেশী বা ভাড়াটের সঙ্গে কলহ-বিবাদে মন বি¶িপ্ত থাকবে।
কন্যা ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
কাজকর্মে অনীহা দেখা দিতে পারে। আসবে। আর্থিক ব্যাপারে কারো নেবেন না। কর্তৃপ¶ের নজরে আসার ফলে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যয়বৃদ্ধি হবে।
তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
মিথ্যাপবাদ পেতে পারেন। ব্যয়বাহুল্যে সংসারে অশান্তির সৃষ্টি হবে। নিজেকে সংযত রাখবেন। ভ্রাতৃবিরোধে মানসিক অশান্তিতে ভুগবেন। চাকুরী¶েত্রে ভাল যাবে।
বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
পূর্বের কোন যোগাযোগ কাজে লাগতে পারে। প্রযুক্তিবিদদের উন্নতির করবেন। সম্ভাব্য¶েত্রে বিদেশ যাওয়ার সুযোগ। কোন কাজের নেতৃত্ব দিতে পারেন।
ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শত্রæরা নতি¯^ীকার করবে। বিশেষ কোন অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্টজনদের সঙ্গে পরিচিত লাভের সুযোগ পাবেন। বিশিষ্ট ব্যক্তির দ্বারা কোনভাবে উপকৃত হতে পারেন।
মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চাকুরী¶েত্রে কাজের সুনাম পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। কোন কারণে বিপদে পড়তে পারেন। ব্লাডসুগারে জন্য যথাযথ ব্যবস্থা নেবেন।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
নিজের দ¶তা পরিশ্রম কাজে লাগাতে হবে। চাকুরী¶েত্রে উন্নতির সুযোগ আসবে। চাকুরীর ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন। উচ্চশি¶ার জন্য বিদেশে যাবার সুযোগ পেতে পারেন।
মীন ১৯ ফেব্রæয়ারি – ২০ মার্চ
হঠাৎ কোন সংবাদে মানসিকভাবে চঞ্চল হয়ে উঠতে পারেন। রাজনীতিবিদের সমস্যা কিছুটা কমবে। সাংবাদিকদের কাজের চাপ বৃদ্ধি পাবে ও সুনাম পাবেন।