• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-


প্রকাশিত: ১০:০৩ পিএম, ৪ জুলাই ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২০৪ বার

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে- আজ ১৮ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ২ জুলাই ২০১৯ইং ২৮ শাবান ১৪৪০ হিজরী, রোজ মঙ্গলবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৯৫%, সামাজিক বিবাহে ৯০%, প্রেমের ক্ষেত্রে ৪৪% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী

মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
দিনের মধ্যভাগে কোনো ঘটনার আকস্মিক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। নিজের উপর নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে। আর্থিক সমস্যা চঞ্চল করবে। মানসিক চঞ্চলতা প্রেম ও দাম্পত্যে সমস্যা ডেকে আনতে পারে। যাত্রাযোগ মিশ্র।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
সন্তানকে নিয়ে চিন্তা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। দাম্পত্য সমস্যার সমাধান। শুভ দিক উত্তর। পরিবারজনিত আবেগ আপনাকে দুর্বল করতে পারে। অর্থযোগ মধ্যম। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা আছে।
মিথুন (মে ২১- জুন ২০):
নতুন কাজ শুরু করলে কিছু কিছু সমস্যা আসতে পারে। আজকের দিনে কঠিন পরিবেশের মুখে পড়লেও আপনি সাফল্য লাভ করবেন। নানা জনের নানা মতের কারণে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। দাম্পত্য জীবনে মতবিরোধ এড়িয়ে চলুন।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
নানা তর্ক-বিতর্কের মধ্যে দিয়েই স্থির সমাধানের পথ পাবেন। প্রেম নিয়ে কোনো ঘটনায় মন চঞ্চল হয়ে উঠতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ঘিরে সমস্যা সামনে আসতে পারে। কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতিকে দায়িত্ব নিয়ে মোকাবিলা করতে হতে পারে। প্রেমের যোগ থাকলেও তাতে বাধা আছে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
যাত্রাযোগ শুভ। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে সাফল্য। প্রেমে সমস্যা। অর্থলাভ। আইনি জটিলতার সম্ভাবনা। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে শুভ খবর পেতে পারেন। কাজের দায়িত্ব দেওয়ার আগে ব্যক্তিটি সম্বন্ধে আগে খোঁজ খবর নিন। তবে সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত বদল করুন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
কাজের মাঝে কিছুটা হতাশা আসতে পারে। সফলতার জন্য অপেক্ষা করতে হবে। পারিবারিক কলহ বাড়তে পারে। বিতর্কে জড়ানোর সম্ভাবনা। উচ্চ রক্তচাপের সমস্যা। পরিবারে সমস্যা। কর্মক্ষেত্র শুভ। ব্যবসায় লাভ বৃদ্ধি। প্রেমযোগ মিশ্র।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতা থেকে সাবধান থাকুন। সাফল্য পথে বাধা হবে দশাজনিত অশুভ ফল। কর্মে পদোন্নতির যোগ থাকলেও প্রবল বাধা পেরোতে হবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সমস্যার শিকার হতে পারেন। অহেতুক অপবাদ আপনাকে দুঃখিত করবে। আজকের দিনে কোনো জটিল সমস্যার সমাধান করতে গিয়ে ইচ্ছে না থাকলেও আপনাকে একটি পক্ষ নিতেই হবে। স্বজনের উপস্থিতিতে মনোবল বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
কর্মক্ষেত্রে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও তা সমাধান করতে অসুবিধা হবে না। কর্মক্ষেত্রে শুভযোগ। উপহার লাভ। জাতিকাদের কোনো বিষয়ে না বলতে হলেও এমনভাবে বলুন যাতে সুন্দর সম্পর্ক বজায় থাকে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
কাছের লোকের দ্বারা ক্ষতি থেকে সাবধান থাকুন। পারিবারিক পরিস্থিতি অনুকূল হলেও অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক উত্তেজনার আশঙ্কা আছে। অন্যকে ভরসা না করে প্রেমের ক্ষেত্রে নিজে এগিয়ে গেলে সফলতা পাবেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
দশার পরিবর্তনে ভাগ্যপতির সহায়তায় প্রেমের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। কোনো প্রিয়জনকে নিয়ে অস্বস্তিতে পড়তে পারেন। আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে নতুন আশার জন্ম হবে। বিকেলের দিকে মনের আশা পূর্ণ হতে পারে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আর্থিক সফলতা। শিক্ষা শুভ। প্রেমে সাফল্য। যাত্রাযোগে বাধা। ভাগ্যের সহায়তায় কোনো কাজে বিশেষ সুবিধা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে সন্ধ্যের পর নিন। জাতিকাদের সম্মানজনক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আজকের দিনে আপনার বিরোধীরা সক্রিয় থাকবে। জাতিকাদের পরিবারের ঝামেলা নিয়ন্ত্রণ করতে করতে সন্ধ্যে হয়ে যেতে পারে। সুযোগ পেলে তাকে বিচক্ষণতা দিয়ে ব্যবহার করুন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ১৯ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৩ জুলাই ২০১৯ইং ২৯ শাবান ১৪৪০ হিজরী, রোজ বুধবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৯১%, সামাজিক বিবাহে ৮০%, প্রেমের ক্ষেত্রে ৪১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
সম্পর্কে মান-অভিমান সমস্যা প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ নয়। জাতিকাদের ক্ষেত্রে শান্ত পরিবেশ কোনো ঘটনা কেন্দ্র করে হঠাৎ অশান্ত হতে পারে। পারিবারিক সমস্যায় বাড়তে পারে জটিলতা।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
গ্রহের বিরূপ অবস্থানের জন্য আপনি কাজে উৎসাহ পাবেন না। ঋণ হওয়ার সম্ভাবনা আছে। কাজে সামান্য ভুল হলেও তা থেকে বড় সমস্যা দেখা দিতে পারে। আপনার নেওয়া উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যেতে পারে।
মিথুন (মে ২১- জুন ২০):
জাতিকাদের কাজে অগ্রগতি হলেও অর্থনৈতিক ব্যাপারে অপেক্ষা করতে হবে। প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আগের করা কাজ পরে আবার ঠিক করতে চাইলে সমস্যা বাড়তে পারে। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
জাতিকাদের মেধার বিকাশ ও উচ্চশিক্ষার সুযোগ আসবে। যাত্রাযোগ শুভ। যাত্রাযোগ শুভ। সম্পর্ক নিয়ে জটিলতা। প্রেমে বাধা। পরিবার মতবিরোধ। বন্ধুর সাহায্য। ব্যবসায় উন্নতি। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
ব্যবসায়ীরা তাদের ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে কোনো বিষয় ঘিরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের ক্ষেত্রে সন্তানের ধর্মে আগ্রহ আপনাকে আনন্দিত করবে। যাত্রাযোগ শুভ।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
জাতিকাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নিতে হবে। প্রেম আজকের দিনে সমস্যাবহুল। যাত্রাযোগ শুভ। বাড়ির দক্ষিণ দিকে গর্ত খুঁড়ে ভেজানো চাল, গম ও একটি কয়েন রেখে মাটি দিয়ে চাপা দিয়ে দিন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
অনেকদিন ধরে করা কোনো পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সন্ধ্যের পর আর্থিক লেনদেন না করাই ভালো। জাতিকাদের ভাগ্যে তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। পারিবারিক দিকে প্রতিকূল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ। শারীরিক সমস্যার সমাধান। নতুন কাজের সুযোগ। প্রেমে সাফল্য। পরিবারে আনন্দ। আর্থিকযোগ শুভ। নতুন বন্ধুত্ব। শুভ দিক দক্ষিণ।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
গৃহাগত ক্ষেত্রে মনোযোগ বেশি দিতে হবে। যাত্রাযোগ শুভ। দূরযাত্রার মধ্যে দিয়ে শুভ যোগাযোগ হতে পারে। প্রেমযোগ শুভ। মনের মানুষকে কাছে পেতে পারেন। জাতিকারা কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
সন্ধ্যার পর থেকে শুভ পরিবর্তন হতে শুরু করবে। বিনোদনের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ। প্রেম নেই। জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়যোগ আছে। সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। যাত্রাযোগে কিছুটা বাধা। সাবধানে চলাফেরা করুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
জাতিকারা পারিবারিক কাজ ও কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটাবেন। পারিবারিক আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ। আর্থিক লাভ। পাওনা টাকা ফেরত। ব্যবসায় উন্নতি। প্রেমে বাধা। পরিবারে সমস্যা। সন্তানের শুভ খবর। পথে আঘাতের সম্ভাবনা। যাত্রাযোগে বাধা।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
কোনো ধরনের বিতর্কে না যাওয়াই সমীচীন হবে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ। শুভ দিক উত্তর। শুভ খবর লাভ। যাত্রাযোগে সফলতা। প্রেমে বাধা। দাম্পত্য সমস্যা। আর্থিকযোগ শুভ। বিনোদনের সম্ভাবনা।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
ব্যবসায়ীরা তাদের নতুন পরিকল্পনায় বাস্তবায়ন করার সুযোগ পাবেন। জাতিকাদের আয় অপেক্ষা ব্যয়ের চাপ অধিক এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ। আগন্তুকের সাহায্য লাভ।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৪ জুলাই ২০১৯ইং ৩০ শাবান ১৪৪০ হিজরী, রোজ বৃহস্পতিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি /৮১%, সামাজিক বিবাহে ৬০%, প্রেমের ক্ষেত্রে ৬১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
সম্পর্কে মান-অভিমান সমস্যা প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ নয়। জাতিকাদের ক্ষেত্রে শান্ত পরিবেশ কোনো ঘটনা কেন্দ্র করে হঠাৎ অশান্ত হতে পারে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
গ্রহের বিরূপ অবস্থানের জন্য আপনি কাজে উৎসাহ পাবেন না। ঋণ হওয়ার সম্ভাবনা আছে। কাজে সামান্য ভুল হলেও তা থেকে বড় সমস্যা দেখা দিতে পারে। আপনার নেওয়া উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যেতে পারে।
মিথুন (মে ২১- জুন ২০):
জাতিকাদের কাজে অগ্রগতি হলেও অর্থনৈতিক ব্যাপারে অপেক্ষা করতে হবে। প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আগের করা কাজ পরে আবার ঠিক করতে চাইলে সমস্যা বাড়তে পারে। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
প্রেম নিয়ে কোনো ঘটনায় মন চঞ্চল হয়ে উঠতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ঘিরে সমস্যা সামনে আসতে পারে। কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতিকে দায়িত্ব নিয়ে মোকাবিলা করতে হতে পারে। প্রেমের যোগ থাকলেও তাতে বাধা আছে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
যাত্রাযোগ শুভ। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে সাফল্য। প্রেমে সমস্যা। অর্থলাভ। আইনি জটিলতার সম্ভাবনা। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে শুভ খবর পেতে পারেন। কাজের দায়িত্ব দেওয়ার আগে ব্যক্তিটি সম্বন্ধে আগে খোঁজ খবর নিন। তবে সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত বদল করুন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
কাজের মাঝে কিছুটা হতাশা আসতে পারে। সফলতার জন্য অপেক্ষা করতে হবে। পারিবারিক কলহ বাড়তে পারে। বিতর্কে জড়ানোর সম্ভাবনা। উচ্চ রক্তচাপের সমস্যা। পরিবারে সমস্যা। কর্মক্ষেত্র শুভ। ব্যবসায় লাভ বৃদ্ধি। প্রেমযোগ মিশ্র।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
নতুন প্রেমের সম্ভাবনা আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সমস্যার শিকার হতে পারেন। অহেতুক অপবাদ আপনাকে দুঃখিত করবে। আজকের দিনে কোনো জটিল সমস্যার সমাধান করতে গিয়ে ইচ্ছে না থাকলেও আপনাকে একটি পক্ষ নিতেই হবে। স্বজনের উপস্থিতিতে মনোবল বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
কর্মক্ষেত্রে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও তা সমাধান করতে অসুবিধা হবে না। যাত্রাযোগ শুভ। পথে যানবাহনে সমস্যা। কর্মক্ষেত্রে শুভযোগ। উপহার লাভ। জাতিকাদের কোনো বিষয়ে না বলতে হলেও এমনভাবে বলুন যাতে সুন্দর সম্পর্ক বজায় থাকে। গৃহাগত ক্ষেত্রে মনোযোগ বেশি দিতে হবে। যাত্রাযোগ শুভ।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
কাছের লোকের দ্বারা ক্ষতি থেকে সাবধান থাকুন। পারিবারিক পরিস্থিতি অনুকূল হলেও অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক উত্তেজনার আশঙ্কা আছে। অন্যকে ভরসা না করে প্রেমের ক্ষেত্রে নিজে এগিয়ে গেলে সফলতা পাবেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
দশার পরিবর্তনে ভাগ্যপতির সহায়তায় প্রেমের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। কোনো প্রিয়জনকে নিয়ে অস্বস্তিতে পড়তে পারেন। আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে নতুন আশার জন্ম হবে। বিকেলের দিকে মনের আশা পূর্ণ হতে পারে। জাতিকারা পারিবারিক কাজ ও কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটাবেন। পারিবারিক আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রেমযোগ মিশ্র।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
যাত্রাযোগ মিশ্র। সহকর্মীর সাহায্যে উন্নতি। ব্যবসায় পরিবারের সাহায্য। ভাগ্যের সহায়তায় কোনো কাজে বিশেষ সুবিধা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে সন্ধ্যের পর নিন। জাতিকাদের সম্মানজনক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আজকের দিনে আপনার বিরোধীরা সক্রিয় থাকবে। জাতিকাদের পরিবারের ঝামেলা নিয়ন্ত্রণ করতে করতে সন্ধ্যে হয়ে যেতে পারে। সুযোগ পেলে তাকে বিচক্ষণতা দিয়ে ব্যবহার করুন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২১ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৫ জুলাই ২০১৯ইং ১ শাবান ১৪৪০ হিজরী, রোজ শুক্রবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৯১%, সামাজিক বিবাহে ৫০%, প্রেমের ক্ষেত্রে ৫৫% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
পারিবারিক সমস্যায় বাড়তে পারে জটিলতা। দিনের মধ্যভাগে কোনো ঘটনার আকস্মিক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। নিজের উপর নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে। আর্থিক সমস্যা চঞ্চল করবে। মানসিক চঞ্চলতা প্রেম ও দাম্পত্যে সমস্যা ডেকে আনতে পারে। যাত্রাযোগ মিশ্র।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
সন্তানকে নিয়ে চিন্তা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। দাম্পত্য সমস্যার সমাধান। শুভ দিক উত্তর। পরিবারজনিত আবেগ আপনাকে দুর্বল করতে পারে। অর্থযোগ মধ্যম। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা আছে।
মিথুন (মে ২১- জুন ২০):
নতুন কাজ শুরু করলে কিছু কিছু সমস্যা আসতে পারে। আজকের দিনে কঠিন পরিবেশের মুখে পড়লেও আপনি সাফল্য লাভ করবেন। নানা জনের নানা মতের কারণে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। দাম্পত্য জীবনে মতবিরোধ এড়িয়ে চলুন।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
জাতিকাদের মেধার বিকাশ ও উচ্চশিক্ষার সুযোগ আসবে। যাত্রাযোগ শুভ। যাত্রাযোগ শুভ। সম্পর্ক নিয়ে জটিলতা। প্রেমে বাধা। পরিবার মতবিরোধ। বন্ধুর সাহায্য। ব্যবসায় উন্নতি। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
ব্যবসায়ীরা তাদের ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে কোনো বিষয় ঘিরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের ক্ষেত্রে সন্তানের ধর্মে আগ্রহ আপনাকে আনন্দিত করবে। যাত্রাযোগ শুভ।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
জাতিকাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নিতে হবে। প্রেম আজকের দিনে সমস্যাবহুল। যাত্রাযোগ শুভ। বাড়ির দক্ষিণ দিকে গর্ত খুঁড়ে ভেজানো চাল, গম ও একটি কয়েন রেখে মাটি দিয়ে চাপা দিয়ে দিন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
অনেকদিন ধরে করা কোনো পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সন্ধ্যের পর আর্থিক লেনদেন না করাই ভালো। জাতিকাদের ভাগ্যে তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। পারিবারিক দিকে প্রতিকূল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ। শারীরিক সমস্যার সমাধান। নতুন কাজের সুযোগ। প্রেমে সাফল্য। পরিবারে আনন্দ।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
দূরযাত্রার মধ্যে দিয়ে শুভ যোগাযোগ হতে পারে। প্রেমযোগ শুভ। মনের মানুষকে কাছে পেতে পারেন। জাতিকারা কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
বিনোদনের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ। প্রেম নেই। জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়যোগ আছে। সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। যাত্রাযোগে কিছুটা বাধা। সাবধানে চলাফেরা করুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
যাত্রাযোগ শুভ। আর্থিক লাভ। পাওনা টাকা ফেরত। ব্যবসায় উন্নতি। প্রেমে বাধা। পরিবারে সমস্যা। সন্তানের শুভ খবর। পথে আঘাতের সম্ভাবনা। যাত্রাযোগে বাধা।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
কোনো ধরনের বিতর্কে না যাওয়াই সমীচীন হবে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ। শুভ দিক উত্তর। শুভ খবর লাভ। যাত্রাযোগে সফলতা। প্রেমে বাধা। দাম্পত্য সমস্যা। আর্থিকযোগ শুভ। বিনোদনের সম্ভাবনা।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
ব্যবসায়ীরা তাদের নতুন পরিকল্পনায় বাস্তবায়ন করার সুযোগ পাবেন। জাতিকাদের আয় অপেক্ষা ব্যয়ের চাপ অধিক এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ। আগন্তুকের সাহায্য লাভ।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৬ জুলাই ২০১৯ইং ২ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ শনিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৮১%, সামাজিক বিবাহে ৮০%, প্রেমের ক্ষেত্রে ৫২% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন। শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে। আত্মীয়রা কিছু উত্তেজনার সৃষ্টি করতে পারে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে, কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না, উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত। আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন- কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে।
মিথুন (মে ২১- জুন ২০):
ঘুমন্ত আবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে- কোনো ফয়সালা করার আগে একটি সাম্যজ্ঞস্যপূর্ণ দৃষ্টিভঙ্গী রাখুন। আপনি পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। ভালবাসার মানুষের ভুল খুঁজে সময় নষ্ট করবেন না।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। রান্নাঘরের জন্য জরুরী জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাখবে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
হঠকারী সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তভাবে/ঠান্ডাভাবে ভাবুন। আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝরনা বওয়াতে অগ্রধাবন করবে। আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে। যেভাবে আপনি নির্দিষ্ট জরুরী সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্ম বিশ্বাসই হল বীরত্বের সারবত্তা। বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক জোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরী থাকবেন। বাড়ির কাজ প্রায়সময়েই ব্যস্ত রাখবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
কোনোমতেই মেজাজ হারাবেন না এতে পরিবারে স্থায়ী ব্যবধান তৈরী হয়ে যাবে। আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
খেলাধূলা এবং বহিরাঙ্গণ কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না, এতে শান্তি নষ্ট হবে।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২৩ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৭ জুলাই ২০১৯ইং ৩ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ রবিবার, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৩১%, সামাজিক বিবাহে ৭০%, প্রেমের ক্ষেত্রে ৪২% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনার বস আজ খুব খারাপ মেজাজে আসতে পারে, যা আপনার হ্যান্ডেল করা কঠিন হতে পারে। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত।
মিথুন (মে ২১- জুন ২০):
বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে।দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে। শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গীনী।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আপনার কঠোর পরিশ্রমের পুরস্কারস্বরূপ আপনি পদোন্নতি পেতে পারেন। আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হোন। নিজের চেহারা এবং ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। জীবন আজ সত্যিই চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। আপনার স্ত্রী আপনার সঙ্গে একটু পাগলাটে ব্যবহার করতে পারেন। আপনার ধৈর্যকে ব্যহত হতে দেবেন না।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনার কথা এবং কাজের প্রতি খেয়াল রাখুন, যদি আপনি প্রতারণাপূর্ণ কিছু করেন তাহলে কর্তাস্থানীয় ব্যক্তিরা কম সহানুভূতিশীল হবেন। আজ আপনি আপনার স্ত্রীর সাথে আবেগের বন্ধন সন্দেহ করতে পারেন, যা একটি ভুল পর্যবেক্ষণ হবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
তীব্র আবেগ আপনার দিন খারাপ করতে পারে- বিশেষ করে যখন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে অন্যদের সাথে বেশি বন্ধুত্বপূর্ণ হতে দেখবেন। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আপনি আপনার উচ্ছাসপূর্ণ বিবাহিত জীবনে একটি সুন্দর পরিবর্তন অনুভব করবেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। কর্মক্ষেত্রে জিনিষগুলি একটু সামান্য বিরক্তিজনক বলে মনে হয়। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্ন ভাবে আপনার উপকারে লাগবে। কারো কারোর জন্য অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে।

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৮ জুলাই ২০১৯ইং ৪ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ সোমবার, তিথি, কৃষ্ণ পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৫১%, সামাজিক বিবাহে ৫১%, প্রেমের ক্ষেত্রে ১২% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরী হয়ে যাবে। আপনার ভালবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
অস্থিরতার অনুভূতি আপনাকে বলহীন করতে পারে। এর হাত থেকে মুক্তি পেতে এক লম্বা পায়চারী করুন এবং সতেজ বাতাস শ্বাস নিন। আপনার ইতিবাচক মনোভাবও আপনাকে অত্যন্ত সাহায্য করবে। কোন দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান।
মিথুন (মে ২১- জুন ২০):
আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে কিন্তু তাঁরাও আপনার কাছ থেকে কোন সাহায্যের প্রত্যাশা করতে পারে। একতরফা প্রণয় আপনাকে হতাশ করতে পারে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আপনার উচ্চ ক্ষমতা আজ সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। যদি আপনি যথাযথ উপদেশ না নিয়েই বিনিয়োগ করে থাকেন তাহলে ক্ষতি হওয়া সম্ভবপর। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনি আপনার ভাইয়ের কাজে নিয়মিত হস্তক্ষেপ করে তাকে অসন্তুষ্ট করতে পারেন। যেখানে পরামর্শ চাওয়া হবে না সেখানে দেবেন না এমনকি আপনার পরামর্শ অনভিপ্রেত হতে পারে তাই নীরব থেকে এবং সবার সাথে আন্তরিক হয়ে নিয়ন্ত্রণ করুন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আপনি কি খাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন- রাস্তার খাবার এড়িয়ে চলুন। বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক জোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরী থাকবেন। পেশা পরিকল্পনা করা খেলাধূলোর মতই গুরুত্বপূর্ণ।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে। আপনি সারা দিন একটু অফ মোডে থাকবেন, এর জন্য আপনার কাজের মান ব্যাহত হতে পারে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। আপনার বাচ্চাকে আপনার প্রত্যাশামত ফল করতে অনুপ্রেরিত করুন। কিন্তু তার চেষ্টা করার সাথে সাথে কোন চমত্কার আশা করবেন না।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
কোন বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথপ্রদর্শন আপনাকে আপনার স্বাস্হ্য ভালো করতে উৎসাহিত করবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান।কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। আপনার স্ত্রী আপনাকে আপনার পরিবার বা তিনি এই দুয়ের মধ্যে পছন্দের কথা জিজ্ঞাসা করতে পারেন। এটা শুধু অল্প সময়ের জন্য; সামলানোর চেষ্টা করুন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আজ আপনি কর্মক্ষেত্রে একটি ষড়যন্ত্রের শিকার হবেন বলে মনে হতে পারে। আপনার জোর এবং আপনার ভবিষ্যত পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময়। আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২৫ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৯ জুলাই ২০১৯ইং ৫ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ মঙ্গলবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৬১%, সামাজিক বিবাহে ৩১%, প্রেমের ক্ষেত্রে ১৮% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। গৃহস্থালীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। আজ একটি দেবদূত মত আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন।
মিথুন (মে ২১- জুন ২০):
যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। যখন আপনি কারোর সাথে থাকেন, ঝগড়া অবশ্যম্ভাবী। আপনি আপনার স্ত্রীর সাথে বতর্কে জড়িয়ে পরতে পারেন।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। সঠিক পরিচয় এবং বোঝাপড়ার পরেই বন্ধুত্ব করুন। কারো কারোর জন্য অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে। একটি ভাল ডিনারের সঙ্গে রাত্রে ভাল ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। আপনি আপনার প্রিয়জনের আচরণের প্রতি অত্যন্ত সংবেদনশীল হবেন। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালী আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। এমন ব্যক্তিদের প্রতি নজর রাখুন যারা আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারেন বা এমন তথ্য দিতে পারেন যা আপনার কিছু ক্ষতি করতে পারে।আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যধিক খরচ করায় লাগাম দিন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন।আপনি দেখতে পাবেন যে যারা আপনাকে নিচে নামাতে চায় তাদের সামলানো অত্যন্ত কঠিন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
দিনের ক্রিয়াকলাপের মধ্যে স্বাস্হ্যের হস্তক্ষেপ সম্ভবপর। দীর্ঘ স্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ১০ জুলাই ২০১৯ইং ৬ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ বুধবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি৯১%, সামাজিক বিবাহে ৭১%, প্রেমের ক্ষেত্রে ১২% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
যার জন্য করি চুরি সেই বলে চোর এই কথাটার তাৎপর্য আজ বুঝতে পারবেন। নিজেকে নিজের মধ্যে খুঁজে পাবেন না আজ। অজস্র ভাবনা আজ আপনার চারপাশ থেকে ঘিরে আসবে। ঘন হয়ে আসবে মেঘের মত কিন্তু একদম মনোবল হারাবেন না।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
প্রথমত আজকের দিনের শুরুটা হবে এক কাপ চা দিয়ে। চা শেষ করুন দ্রুত কেউ একজন অপেক্ষা করছে আপনার জন্য। দ্বিতীয়ত কিছুই ধরে রাখতে পারছেন না, এমনটা আর না ভাবলেও চলবে। আপনাকে ভেলকি দিয়ে কেউ কিছু একটা নিয়ে যেতে পারে তাই যাত্রাপথে সাবধানে থাকবেন।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনার পরিবারে উৎসব উৎসব পরিবেশ বিরাজ করবে। প্রতিবেশি দেখলে মিষ্টি একটি হাসি বিনিময় করুন নইলে বিপত্ত বাড়বে। পথে আজ নতুন কোন বাধা আসবে না, যা আসবে তাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন তবে অভ্যাস একটু পরিবর্তন করা দরকার।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
জানে না কেউ ঘটনাটি আপনি নিশ্চিন্ত থাকুন। তবে আপনি গতকাল যাকে বলতে গিয়ে অর্ধেক বলে ফিরে এসছেন তাকে সম্পূর্ণ ঘটনাটি বলা জরুরি ছিল, এতে আপনার সুবিধাই হতো। দিন শেষে অর্থ আসবে, মাস শেষে খরচ কমেও যাবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনার মনের মধ্যে যে আগুন রয়েছে সেটা উপযুক্ত কাজে ব্যবহার করুন। ইদানিং যা করছেন তা কোন কাজেই আসবে না। বন্ধু বলে যাকে ভরসা করছেন তাকে আরও একটু বাজিয়ে দেখুন যেহেতু তার সঙ্গে ভবিষ্যতে অর্থ বিনিময়ের বাণিজ্যে যাবেন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
কোন এক ব্যক্তি আপনার দরজায় এসে নক করলে আপনি যতটা সন্দেহপ্রবন হয়ে যান ততটার আসলে প্রয়োজন নেই। মানুষ এখন খুব সভ্য আছে সুতরাং আচরণটি আপনিও সভ্য ভাবেই প্রদর্শন করুন। ছোটদের কাছে আজ পরাস্থ হবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
সংসারে নতুন কেউ আসছে। বিরক্তি নিয়ে আপনি যতটা পালিয়ে বেড়াচ্ছেন আত্মীয়-স্বজনদের দূরে ঠেলে দিয়ে এটা মোটেও ঠিক করছেন না আপনি। আপনাকে অবশ্যই এর ফল ভোগ করতে হবে অদূরেই। অর্থ আসি আসি করেও আসবে না…।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আজকের দিনটি বৃশ্চিক জাতক জাতিকাদের জন্য প্রেমময়। দিনের শুরু হবে নাটকীয় এবং দিনের শেষটা হবে সিনেমার মত। আপনি কতটুকু ভালোলাগা সহ্য করতে পারেন তার একটা পরিক্ষা দিতে হবে আজ। গতিময়তা থাকবে মনে…
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
ধনু খুব ধুনফুন করছে এমনটা আজ ভাববে সিংহ রাশির জাতক জাতিকারা। সুতরাং সাবধান সিংহ রাশি থেকে দূরত্ব বজায় রেখে চলুন আজ। আপনি তীব্র যন্ত্রণা অনুভব করবেন মনে কিন্তু সেটা কিসের জন্য তা বুঝতে পারবেন না।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
ভাগ্য আপনার কপাল আর এই রাশিচক্রে। আপনি চাইলেই আজ সব করতে পারবেন না তবে আশি শতাংশ কাজ আজ সম্পূর্ণ করতে পারবেন এবং বাকি বিশ শতাংশ কাজের জন্য আপনাকে কুম্ভ রাশির দরজায় যেতে হবে। এখন সিদ্ধান্ত আপনার।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
তবে এতদিন পাশের বাড়ির যাকে মন থেকে প্রত্যাশা করছিলেন সে আজ হুট করে এসে আপনার দরজায় কড়া নাড়বে, তবে গোপন তথ্যটি আগেই বলে দিচ্ছি উনি কুম্ভ রাশির এবং উনি আজ আসবেন সামান্য অর্থের, হয়তো সেটা রিকশা ভাড়া দেওয়ার জন্য অথবা অন্য কিছু।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
মশকরা করতে এসে সিরিয়াস হয়ে যাওয়া বন্ধুদের আজ মনে পড়ে যাবে। আপনি কাউকে বিশ্বাস করেন না এতে আপনার সুবিধাই হয় সবসময় কিন্তু আজকে তা হবে না। আজকে আপনি এই স্বভাবটির জন্য চরম মাত্রায় দুর্ভোগ পোহাবেন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২৭ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০১৯ইং ৭ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ বৃহস্পতি, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৭১%, সামাজিক বিবাহে ৮১%, প্রেমের ক্ষেত্রে ১৩২% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন। অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আজকের দিনে ভ্রমণ করা এড়িয়ে চলুন-কারণ এটি কেবলমাত্র চাপ এবং উদ্বেগের দিকে নিয়ে যাবে। দীর্ঘ স্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই- হাসির কোন শব্দ নেই- হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। কোন দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আপনার স্বাস্হ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারীতে বেরোন। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যধিক খরচ করায় লাগাম দিন। ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। যদি আপনি যথাযথ উপদেশ না নিয়েই বিনিয়োগ করে থাকেন তাহলে ক্ষতি হওয়া সম্ভবপর। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ, যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনার খরচ বাজেট অতিক্রম করায় আপনার অনেক চলমান প্রকল্প আকস্মিক স্থগিতাদেশ জারি করতে হতে পারে। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত। শুধুমাত্র আমোদের জন্য কল্পনাপ্রিয় হবেন না। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। আপনার প্রেমিকাকে অনুচিত দাবী জানাতে দেবেন না।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে- আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রখবেন- অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন। এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আপনি আপনার দায়িত্বজ্ঞানহীন মতামত দ্বারা আপনার পরিবারের অনুভূতিতে আঘাত করতে পারেন। যদি সম্ভব হয় আপনার মতামত দেবার আগে দুইবার চিন্তা করুন কারণ আপনার শব্দ আপনার বিরুদ্ধে যেতে পারে এবং এটা আপনার পরিবারের খ্যাতি নষ্ট করতে পারে। খরচের ব্যাপারে এগিয়ে আসবেন না, তাহলে ফাঁকা পকেটে বাড়ি ফিরতে হবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্থ করতে পারে। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন- কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালবাসে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতা সন্তুষ্ট করা কঠিন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২৮ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ১২ জুলাই ২০১৯ইং ৮ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ শুক্রবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৯১%, সামাজিক বিবাহে ২১%, প্রেমের ক্ষেত্রে ১২% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালভাবে বুঝতে পারবে। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না-কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনার আলাপচারিতায় অকৃত্রিম হোন কারণ কথায় সত্যতা না থাকলে কোন কাজ হবে না। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন।
মিথুন (মে ২১- জুন ২০):
যে কোন অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন-তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। আজ আপনি আপনার স্ত্রীর দ্বারা আহত হতে পারেন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন। যদি আপনি সঠিক সময় মনযোগ না দেন তাহলে আপনার স্ত্রীর ঔদ্ধত্য সামলানো কঠিন হয়ে উঠতে পারে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভাল করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে। আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। এমন ব্যক্তিদের প্রতি নজর রাখুন যারা আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারেন বা এমন তথ্য দিতে পারেন যা আপনার কিছু ক্ষতি করতে পারে। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আজ, আপনার জীবন সঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর, সন্ধ্যা বেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
যদি কোন ক্ষেত্রে আপনি কোন বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। যদি আপনি আপনার স্ত্রীকে দীর্ঘ সময় কোনও বিস্ময়কর কিছু না দেন বিবাহ কখনও কখনও একটি সমস্যা হয়ে ওঠে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিলিত হওয়া দুরূহ বোধ করবেন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ জুলাই ২০১৯ইং ৯ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ শনিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৬৫%, সামাজিক বিবাহে ৮১%, প্রেমের ক্ষেত্রে ৭২% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে। কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। সন্দেহজনক আর্থিক যোজনায় প্রতাড়িত হবেন না।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনার আকাঙ্খা এবং উচ্চাশা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার। যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে, তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে।
মিথুন (মে ২১- জুন ২০):
ভালবাসার মানুষের ভুল খুঁজে সময় নষ্ট করবেন না। আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরষ্কার জয় করবেন। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
স্বাস্হ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশির ভাগটাই দখল করবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
রাস্তা পার করার সময়ে সতর্ক থাকুন বিশেষত লাল সিগন্যালে। কারোর অবহেলা হয়তো আপনাকে আহত করতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
সামগ্রিক স্বাস্হ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন যাতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে। বিবেচকের মত বিনিয়োগ করুন। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনি আপনার পরিবারের অভিপ্রায়ের জন্য আপনার সুখ ত্যাগ করবেন। এবং এটি আগ্রহ এবং প্রত্যাশাবিহীন হবে। আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশিই বয়স্ক। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন। সঠিক পরিচয় এবং বোঝাপড়ার পরেই বন্ধুত্ব করুন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। পরিবারে কোন বয়স্ক ব্যক্তির স্বাস্হ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে। আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশী কারণ এতে আপনার শক্তিক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায়।

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৩০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ জুলাই ২০১৯ইং ১০ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ রবিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৮৫%, সামাজিক বিবাহে ৮০%, প্রেমের ক্ষেত্রে ৭২% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনি আপনার রোমান্সের সবচেয়ে খারাপ সময়ের সঙ্গে মোকাবিলা করবেন কারণ এটি আপনাকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
তেলমশলাযুক্ত এবং উচ্চ কোলেস্টেরল খাবার এড়ানোর চেষ্টা করুন। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনার প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক কিছু ভুল বোঝাবুঝির কারণে আজ ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাকে মনে রাখতে হবে যে প্রেম হল গুরুতর বিষয়, তাই এতে নিজের ইচ্ছা মতন যা খুশি করতে যাবেন না।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
নিজের চেহারা এবং ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোন আনন্দ নেই; আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যিই দারুন কিছু পরিকল্পনা করুন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। দিনটি আপনার বিবাহিত জীবনের ধৈর্য পরীক্ষা করবে। জিনিস আপনার নিয়ন্ত্রাধীনে রাখতে শান্ত থাকুন। আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে। আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবে, এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন। আপনার বিবাহ এই দিনে একটি সুন্দর মোড় নেবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরো যত্নশীল হয়ে উঠছে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে। আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যিই অবিশ্বাস্য।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়।

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৩১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ জুলাই ২০১৯ইং ১১ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ সোমবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৮৫%, সামাজিক বিবাহে ৮১%, প্রেমের ক্ষেত্রে ৩১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনি সারা দিন একটু অফ মোডে থাকবেন, এরজন্য আপনার কাজের মান ব্যাহত হতে পারে। হাত-মারফৎ বার্তা যাচাই করে নেওয়া উচিত। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে- বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। আজ, আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘ মেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। নিজের চেহারা এবং ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আজ, আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনার স্ত্রীর স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আপনার কথা এবং কাজের প্রতি খেয়াল রাখুন, যদি আপনি প্রতারণাপূর্ণ কিছু করেন তাহলে কর্তাস্থানীয় ব্যক্তিরা কম সহানুভূতিশীল হবেন। প্রত্যেকদিন আপনার স্ত্রীর সাথে ঝগড়া আজ একটি কথন পর্যায়ে পৈছাতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। আপনি কর্মক্ষেত্রে সারা দিন কম চিন্তা করতে পারেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আপনার মেধাশক্তিকে আপনার উপকারে লাগান। এটি আপনাকে পেশাদার প্রকল্প সম্পূর্ণ করতে এবং নতুন ধারণা প্রদান করতে সাহায্য করবে। আপনার বিবাহিত জীবনে যখন জিনিষ আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে। অন্যরা আপনার সময়ের অত্যধিক চাহিদা করতে পারেন- তাদের প্রতি আপনি কোন দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারাও আপনার উদারতা ও দয়াশীলতার সুযোগ নিচ্ছে না।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আর্থিক লাভ-যা আজকের দিনে প্রত্যাশিত ছিল-তা বিলম্বিত হবে। ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও-আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরী।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ১ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ১৬ জুলাই ২০১৯ইং ১২ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ মঙ্গলবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৫৫%, সামাজিক বিবাহে ৭১%, প্রেমের ক্ষেত্রে ৩১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনি আজ আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনি আপনার ভাইয়ের কাজে নিয়মিত হস্তক্ষেপ করে তাকে অসন্তুষ্ট করতে পারেন। যেখানে পরামর্শ চাওয়া হবে না সেখানে দেবেন না এমনকি আপনার পরামর্শ অনভিপ্রেত হতে পারে তাই নীরব থেকে এবং সবার সাথে আন্তরিক হয়ে নিয়ন্ত্রণ করুন। অত্যধিক বন্ধুভাবাপন্ন অজানা ব্যক্তিদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখুন।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা, যাঁদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাঁদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। আপনার অপব্যয়ী স্বভাব পরিবার দ্বারা সমালোচিত হবে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
জীবন নিয়ে হেলাফেলা করবেন না, জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার। গৃহস্থালীর বিলাসিতাও পরিত্যাজ্য। আপনি আজ সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না- বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। এটি আরেকটি উচ্চ-শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে। আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন- আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না- এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
অসুখী শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ হতে পারে। আমোদপ্রমোদে এবং বিলাসিতায় বাজে খরচ করবেন না। কোন দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দেবে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
নিজের খাদ্য(তালিকা) নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। আর্থিক দিক সামলানোর সময় বাড়তি সতর্কতা এবং যত্ন সেই ঘন্টার প্রধান মন্ত্র বলে মনে হবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন। আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। আজ আপনার ইচ্ছামত কিছু নাও চলতে পারে, কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গীনির সাথে একটি সুন্দর সময় কাটাবেন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ২ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ১৭ জুলাই ২০১৯ইং ১৩ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ বুধবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৫১%, সামাজিক বিবাহে ৭১%, প্রেমের ক্ষেত্রে ৬১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। ব্যাক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। আপনার স্ত্রী সত্যিই কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন- যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করুন অন্যথায়, এরজন্য আপনাকে কষ্ট পেতে হতে পারে। আজ ইভটিজিংকে মেনে নেবেন না। কাজ করার সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার আপনাকে সমস্যায় ফেলতে পারে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হোন। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচী ধকলসাধ্য হয়ে উঠবে। যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যায়ী হওয়া এড়িয়ে যান। বিবাহ একটি আশীর্বাদ, এবং আজ আপনি তা অনুভব করবেন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আপনি কর্মক্ষেত্রে আজ সোশ্যাল মিডিয়ায় বাড়তি সময় ব্যয় করলে আপনি ধরা পড়ে যেতে পারেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনি পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। কাজ করার সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার আপনাকে সমস্যায় ফেলতে পারে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমং তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন, বা এরকম কিছু। কিন্তু, দিনের শেষে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আপনি যদি আজ কোনও পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
মনে হচ্ছে কর্মক্ষেত্রে এটা আপনার জন্য একটি কঠিন দিন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্ম বিশ্বাসই হল বীরত্বের সারবত্তা। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৩ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ১৮ জুলাই ২০১৯ইং ১৪ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ বৃহস্পতিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৬১%, সামাজিক বিবাহে ৭১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। আজ যদি পরিবারের কোন সদস্য আপনাকে অত্যন্ত উত্যক্ত করেন-তাহলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিশ্চিত করে সীমা বেঁধে দিন।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে। কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে।
মিথুন (মে ২১- জুন ২০):
কোন গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন বিশেষত বাঁকগুলিতে। কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক; এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ, যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
বন্ধুরা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এমনকি পুরস্কার/উপহারও আজ আপনার ভালোবাসার মানুষটির মেজাজ পাল্টাতে সাহায্য করতে পারবে না। আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না, তাতে স্ত্রী রুষ্ট হবে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন। কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে নাহলে নির্ভরশীলতা এসে যাবে। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। কোন শিশুর স্বাস্হ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। এমন একটি দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে। যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। বাচ্চারা কখনো বন্ধুদের বেশী সময় দিয়ে পড়াশোনায় বা বাড়িতে কম মনোযোগ দেওয়ায় অসন্তুষ্টির কারণ হতে পারে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আপনার খরচ বৃদ্ধি আপনার মনকে ভাবিত করে তুলবে। আপনি কোন বিষয়ের সমাধান করতে গেলে মেজাজ এবং পরিকল্পনার পরিবর্তন প্রভাবশালী হয়ে উঠবে। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। গার্হস্থ্য বিষয়ক সমস্যা আপনাকে ভারাক্রান্ত করতে পারে এবং আপনার কাজের দক্ষতা নষ্ট করতে পারে। প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্থ করতে পারে। যদি আপনি একটু বাড়তি টাকাপয়সা উপার্জনের উপায় খুঁজছেন-তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন।

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৪ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ১৯ জুলাই ২০১৯ইং ১৫ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ বৃহস্পতিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৭১%, সামাজিক বিবাহে ৬১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন। আজ আপনি সব পরামর্শই সমালোচনা হিসাবে নেবেন এতে আপনার মেজাজ নষ্ট হয়ে যাবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হোন। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না। যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমনে যান, আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে স্বীকৃতি লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে আজকে আপনি সত্যিই বিরক্তিকর কাজ পেতে পারেন; ঝিমুনিই এর সম্ভাব্য কারণ।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আপনি এটি আজ জানতে পারবেন। মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতই রয়েছেন-সহকর্মী/ সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন। আপনার স্ত্রী আপনাদের বিবাহ সম্বন্ধে সত্যিই একটি ঠুনকো ভাব বোধ করতে পারেন, ওনার ব্যাপারে সংবেদনশীল হবার চেষ্টা করুন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবে, এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আপনি যথাযথ উপদেশ না নিয়েই বিনিয়োগ করে থাকেন তাহলে ক্ষতি হওয়া সম্ভবপর। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকুন। এমন একটি দিন যেখানে শেষ মূহুর্তে আপনার পরিকল্পনাগুলিতে পরিবর্তন করা হতে পারে। আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না। আপনার বিবাহিত জীবন আজ একটি পলকা সময় অভিজ্ঞতা করতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। এমন একটি দিন যেখানে শেষ মূহুর্তে আপনার পরিকল্পনাগুলিতে পরিবর্তন করা হতে পারে। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে; তাকে সাহায্য করুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): .
আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আপনার জীবনের ভালবাসা, আপনার স্ত্রী, আজ অসুস্থ হতে পারেন। খুব সাবধান।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। আপনি আপনার স্ত্রীর থেকে আজ এটি যথেষ্ট পেতে পারেন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
অফিসে ভিডিও গেম খেলার জন্য আজ আপনাকে অত্যধিক মূল্য চোকাতে হতে পারে। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৫ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২০ জুলাই ২০১৯ইং ১৬ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ শনিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৭১%, সামাজিক বিবাহে ৪১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
সহকর্মীদের কাজকর্ম আপনাকে বিব্রত করবে। মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। জাতিকাদের বাড়িতে গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের কাছে যেতে হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ নয়। যাত্রাযোগ মিশ্র।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
প্রেমের জন্য আজকের দিনটি শুভ। তবে প্রেমের পথে সামান্য কিছু বাধা আছে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। জাতিকাদের জীবনে নতুন সুযোগ আসবে এবং সামাজিক পরিচয় বাড়বে। যাত্রাযোগ দুপুরের আগে পর্যন্ত শুভ।
মিথুন (মে ২১- জুন ২০):
আজ সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা। পেশাদার বিষয় অনায়াসে সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনুকূল। জাতিকাদের বাবার অসুস্থতা চিন্তার কারণ হতে পারে। যাত্রাযোগ শুভ।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
সহকর্মীরা কর্মক্ষেত্রে আপনার পছন্দমত সিদ্ধান্ত নিতে বিরত করতে পারে। বিনিয়োগের জন্য দিনটি কার্যকরী। নতুন প্রস্তাবনা লোভনীয় হবে কিন্তু কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না। জাতিকারা সৃজনশীল কাজে সফলতার যোগ। ব্যবসায়িক কাজে আজকের দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। যাত্রাযোগ শুভ।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আজকের দিনটি প্রেমের জন্য শুভ। তবে কর্মক্ষেত্র বা ব্যবসায় কারও কথায় বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আপনার ভাগ্যে দেখা যাচ্ছে। জাতিকাদের আজকের দিনটি মিশ্র কাটবে। যাত্রাযোগ শুভ।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
কর্মক্ষেত্র অথবা ব্যবসা নিয়ে চিন্তা আপনাকে উদ্বিগ্ন রাখবে। আজ দিনে আপনার নতুন ও কার্যকরী যোগাযোগ হবে। নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন। যাত্রাযোগ শুভ।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হোন। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। জাতিকাদের মধ্যে হার্ট, হাইপ্রেশারের রোগীরা সাবধানে থাকুন। যাত্রাযোগ শুভ।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
দিনের শেষে ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আসতে পারে কোনো খুশির খবর। সমাগম হতে পারে আত্মীয় ও বন্ধুর। যদি সম্ভব হয় তাহলে নির্বিরোধীভাবে এটির সমাধান করার চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি শুভ।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
পরিবারের কোনো সদস্যকে নিয়ে উত্তেজনা, বিতর্ক থাকলেও আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। আপনি অফিসে কিছুতে কাজ পেতে পারেন যা আপনার শেষ বয়স পর্যন্ত চলতে থাকবে। আজকের দিনে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে সেটিকে রদ করুন। জাতিকাদের থাইরয়েড বা অন্য হরমোনের সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
ব্যবসা অথবা কর্মক্ষেত্রে কিছু ঘটনা আপনাকে বিচলিত করবে। যাত্রাযোগে বাধা আছে। পথে আঘাতযোগ দৃশ্যমান। কোনো প্রতারকের কথায় আপনি প্রভাবিত হতে পারেন। জাতিকারাও আজকের দিনে অবিশ্বাসের ফলে আগাঘাত পেতে পারেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আজকের দিনে আপনার প্রেম ও নতুন বন্ধু লাভের সম্ভাবনা আছে। অর্থযোগ শুভ হলেও আজ আপনার খরচা বাড়তে পারে। জাতিকাদের ক্ষেত্রে প্রেমের প্রস্তাব অথবা উপহার আসতে পারে। যাত্রাযোগে বাধা আছে। শ
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
সমস্যা এলেও আপনার সংযত ও নির্ভীক থাকা দরকার। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। জাতিকাদের লোভনীয় বস্তু থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৬ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২১ জুলাই ২০১৯ইং ১৭ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ রবিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৯১%, সামাজিক বিবাহে ৫১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আজকে আপনার প্রেমিকার মেজাজের পরিবর্তন দোদুল্যমান হতে পারে। কর্মক্ষেত্রে একজন ভাল বন্ধু আজ সত্যিই বিরক্তিকর হতে পারে। রাস্তায় থাকাকালীন বেপরোয়া গাড়ি চালানো এবং ঝুঁকি নেওয়া উচিত নয়। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনাপূর্ণ কিছু করবেন।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনার ইচ্ছা শক্তির অভাব আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন। তাঁরাও এটির প্রশংসা করবে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। পেশাদার বিষয় অনায়াসে সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন। আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতোপম দিকটি দেখাবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
বিপদের সময় ধৈর্য্য হারাবেন না। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। জমিজমা সংক্রান্ত বিবাদ মারামারির দিকে এগোবে। প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয়।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্খিত অনুযায়ী লাভ আনবে না।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন-তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগে ফেটে পড়তে পারেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
নিরাপত্তাহীনতা/অস্থিতিশীলতার অনুভূতি বিহ্বলতার সৃষ্টি করতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। গোঁয়ার্তুমির মনোভাব, বিশেষত বন্ধু পরিমন্ডলে এড়িয়ে চলা উচিত। আপনার প্রিয়তমার একটি জরুরী প্রকল্প-যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন- বিলম্বিত হবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হোন। নতুন প্রস্তাবনা লোভনীয় হবে কিন্তু কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
দীর্ঘ অসুস্থতা অবহেলা করা উচিত নয়, এগুলি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। যদি সম্ভব হয় তাহলে নির্বিরোধীভাবে এটির সমাধান করার চেষ্টা করুন। আজ আপনি আপনার ভালোবাসার মানুষটির খুবই অভাব অনুভব করতে পারেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশী বিরক্তিকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হতে পারে।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৭ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২২ জুলাই ২০১৯ইং ১৮ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ সোমবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৮১%, সামাজিক বিবাহে ৫১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনি আপনার প্রিয়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। হাত-মারফৎ বার্তা যাচাই করে নেওয়া উচিত। আজ, আপনি কোনও কিছু ছাড়াই আপনার স্ত্রীর সাথে ঝগড়ায় জড়িয়ে পরতে পারেন।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন। অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে এটি চমৎকার দিন। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না। এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
কোন নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলিকে সত্যিই অবিশ্বাস্য দেখাবে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে। নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন। একটি দীর্ঘ সময় পরে, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
স্বাস্হ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আপনার আলাপচারিতায় অকৃত্রিম হোন কারণ কথায় সত্যতা না থাকলে কোন কাজ হবে না। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
মানসিক শত্রুরা যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় আপনার এই উপলব্ধির জন্য এটি উপযুক্ত সময়, কাজেই মনে কোন অনাকাঙ্খিত চিন্তাকে প্রশ্রয় দেবেন না। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
যেভাবে আপনি নির্দিষ্ট জরুরী সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনি অফিসে কিছুতে কাজ পেতে পারেন যা আপনার শেষ বয়স পর্যন্ত চলতে থাকবে। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না।নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
সামান্য জিনিসে মন দেবেন না। আমোদপ্রমোদে এবং বিলাসিতায় বাজে খরচ করবেন না।আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৮ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২৩ জুলাই ২০১৯ইং ১৯ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ মঙ্গলবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৩১%, সামাজিক বিবাহে ৫১%, প্রেমের ক্ষেত্রে ০১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। আজ বিশেষ সম্মান লাভ হতে পারে আপনার৷ আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনার খরচ বৃদ্ধি আপনার মনকে ভাবিত করে তুলবে। অতিথির সমাগম হতে পারে আজ৷ সন্তান প্রাপ্তির যোগ রয়েছে৷ দাম্পত্য কলহ মিটতে পারে৷ অযথা অর্থ ব্যয় করবেন না৷ সঞ্চয় করতে শুরু করুন৷
মিথুন (মে ২১- জুন ২০):
সম্পতি নিয়ে ঝগড়া থেকে নিজেকে সড়িয়ে রাখুন৷ পরিবারে অশান্ত হতে পারে৷ আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। চাকরিতে উন্নতি হতে পারে৷
কর্কট (জুন ২১- জুলাই ২২):
উপহার পাওয়ার যোগ রয়েছে আজ৷ সর্দি-কাশিতে ভুগতে পারেন৷ পরিবারের অশান্তি এড়িয়ে চলুন৷ আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের সুখ এবং শান্তি নাড়িয়ে দিতে পারে। বিবাহের যোগ রয়েছে৷
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
সন্দেহজনক আর্থিক যোজনায় প্রতাড়িত হবেন না। আজকের দিনে কোন নতুন সম্পত্তি কিনবেন না৷ জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন-তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যধিক সেই প্রয়োজনীয় অব্যাহতি দেবে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
সন্তানের কারণে হতাশা আসতে পারে৷ তবে অন্যান্য পারিবারিক সমস্যা মিটবে৷ আজ আপনার জীবন সঙ্গীনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন। প্রেম শুভ৷ বিয়ের যোগ রয়েছে৷ শিক্ষাক্ষেত্র মোটের উপর অশুভ৷
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। বিয়ের কথা আজ না এগোলোই ভাল৷ প্রেমে বিচ্ছেদ হতে পারে৷
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
একতরফা মোহ আপনার খুশি বিনষ্ট করবে। থেমে থাকা কাজ শুরু হবে৷ চাকরির ক্ষেত্রে পরিবর্তন হতে পারে৷ প্রেমের ক্ষেত্রে বিশেষ শুভ৷ দাম্পত্য জীবনে সামান্য ঝামেলা আসতে পারে৷ মাঠা ঠান্ডা রেখে চলুন৷
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
চাকরিতে বদলি হতে পারে৷ জীবনেও পরিবর্তন হতে পারে৷ মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। বিয়ের কথা পাকা হতে পারে আজ৷ প্রেমেও নতুনত্বের ছোঁয়া পেতে পারেন আপনি৷
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উচুঁ জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান। আয় বাড়তে পারে৷ ব্যবসায় লাভ হতে পারে আজ৷ সন্তানের স্বাস্থ্য ভোগাবে৷ কোন প্রিয় জনের বিচ্ছেদ ঘটতে পারে আজ৷
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। আপনার আজ আপনার স্ত্রীর অবিশাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মত মনে হবে।নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে।:

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ৯ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২৪ জুলাই ২০১৯ইং ২০ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ বুধবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৯১%, সামাজিক বিবাহে ৫১%, প্রেমের ক্ষেত্রে ১১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
পিতার থেকে লাভ হওয়ার সম্ভবনা রয়েছে আজ৷ দীর্ঘটিন ধরে আটকে থাকা টাকা ফেরৎ পেতে পারেন৷ দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আজ তা বাতিল করুন৷ আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে। স্বাস্থ্য মোটের উপর ভাল৷ প্রেমে নতুন মোড় আসতে পারে৷
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
চাকরির পরিবর্তন হতে পারে৷ হাড়ের সমস্যায় ভুগতে পারেন আজ৷ দিনটি আপনার ভালবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে।
মিথুন (মে ২১- জুন ২০):
আজ, আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন। ব্যবসা মোটের উপর ভাল৷ আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। কেরিয়ার বদল হতে পারে আজ৷ নতুন কোন সম্পত্তি কিনতে পারেন আজ৷
কর্কট (জুন ২১- জুলাই ২২):
রোজগার বাড়তে পারে আজ৷ নতুন কাজ শুরু করতে পারেন৷ গতি ধরে রাখুন যাতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
নতুন কোন বিবাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ মাথা ঠান্ডা রেখে চলুন৷ নতুন গাড়ি কিনতে পারেন আজ৷ আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। সিনিয়ার থেকে থেকে সহযোগিতা পাবেন৷
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
বিবাহের যোগ রয়েছে আপনার৷ নতুন কোন সম্পত্তির প্রাপ্তি হতা পারে আজ৷ শিক্ষায় সফলতা মিলবে৷ বিদেশ যাত্রার যোগ রয়েছে৷ প্রেমের সম্পর্কে ভাঙ দেখা দিতে পারে৷ দাম্পত্য জীবনে কলহ৷ ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
কাজের জায়গায় পেশাদারী মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন৷ ধনপ্রাপ্তি হতে পারে৷
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
সন্তানের দিকে বিশেষ নজর দিন৷ বাড়ি বদলের যোগ রয়েছে৷ প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে৷ মামলায় জয়ী হতে পারেন আজ৷ কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। ফিল্ম ও মিডিয়ার কর্মরত ব্যক্তিদের বিশেষ লাভ৷ আপনাকে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। কর্মক্ষেত্রে স্ট্রেসের জন্য আজ আপনাকে মূল্য চোকাতে হতে পারে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
নতুন ব্যবসা শুরু করতে পারেন আজ৷ আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন৷
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
বিবাহের যোগ রয়েছে৷ একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। সম্পতি পেতে পারেন৷ শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে আজ৷
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন। নতুন চাকরি মিলতে পারে আজ৷ বিশেষ সম্মান লাভ হবে আজ৷ প্রেমের ক্ষত্রে বিশেষ শুভ৷ দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কারণে বিবাদ তৈরি হতে পারে৷

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ১০ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২৫ জুলাই ২০১৯ইং ২১০ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ বৃহস্পতিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্তি ৯১%, সামাজিক বিবাহে ৬১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে। আত্মীয়রা আপনার দুঃখ ভাগ করে নেবে। আপনার সমস্যাগুলি তাদের সাথে খোলা মনে ভাগ করে নিন। আপনি নিশ্চিতভাবে সেগুলিকে কাটিয়ে উঠতে পারবেন।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। তাড়াহুড়ো করে আরো বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন। আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। নিজের প্রেমের ক্ষেত্রেও জিভে সংযম না থাকলে প্রচুর সমস্যা দেখা দেবে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
কোন পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনি আপনার রোমান্সের সবচেয়ে খারাপ সময়ের সঙ্গে মোকাবিলা করবেন কারণ এটি আপনাকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারী বজায় রাখুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময়। পরবর্তী যে কোন ব্যবহার আপনার হার্টে অহেতুক চাপ সৃষ্টি করবে। আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। তীব্র আবেগ
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য এখনো আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আজ, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং, একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আত্ম-বিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে- আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
দিনটি সত্যিই কঠিন হবে। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আপনি যদি আজ কোনও পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ১১ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২৬ জুলাই ২০১৯ইং ২২ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ শুক্রবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্৭১%, সামাজিক বিবাহে ৯১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। জীবন খুব মূল্যবান তাই কাজ সম্পর্কে বিপর্যস্ত থাকবেন না। কিছু বিষয়ে আপনার ধৈর্য্যের পরীক্ষা হতে পারে। আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের সুখ এবং শান্তি নাড়িয়ে দিতে পারে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না। যদি আপনার স্ত্রীর স্বাস্থের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায়, আপনারা একসাথে কাটাবার জন্য আরো ভালো সময় পেতে পারেন।
মিথুন (মে ২১- জুন ২০):
আজকে আপনার প্রেমিকার মেজাজের পরিবর্তন দোদুল্যমান হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভাল কাজের জন্য সম্মানিত হবেন। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারী বজায় রাখুন। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও-আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরী। সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। ব্যবহারে অস্থিরতা দেখাবেন না- বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে, তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে। আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভাল দিন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। আপনি কোন বিষয়ের সমাধান করতে গেলে মেজাজ এবং পরিকল্পনার পরিবর্তন প্রভাবশালী হয়ে উঠবে। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তাঁরা কোন দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনার ঝগড়ুটে ব্যবহার নিয়ন্ত্রণের অধীনে রাখুন যেহেতু এটি আপনার সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারে।আপনি মুক্ত মন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদ্বেষ ঝেড়ে ফেলে এটি অতিক্রম করতে পারেন। কর্মক্ষেত্রে জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। সফর করা আপনাকে নতুন বাণিজ্যিক সুযোগ এনে দেবে। এমন ব্যক্তিদের প্রতি নজর রাখুন যারা আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারেন বা এমন তথ্য দিতে পারেন যা আপনার কিছু ক্ষতি করতে পারে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
প্রেম করতে থাকুন। দায়িত্বগ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে। রাস্তায় থাকাকালীন বেপরোয়া গাড়ি চালানো এবং ঝুঁকি নেওয়া উচিত নয়। আপনাকে আজ আপনার স্ত্রীর কঠিন দিকটি দেখতে হতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
ধূমপান ছাড়ুন যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ নয়। প্রেম করতে থাকুন। আপনি কর্মক্ষেত্রে আজ আপনার শক্তি এবং দুর্বলতা জানতে পারবেন।

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ১২শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২৭ জুলাই ২০১৯ইং ২৩ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ শনিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্৭৫%, সামাজিক বিবাহে ৮১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
কিছু পরিবারের কিছু সদস্য তাঁদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে। মনে রাখবেন যা সারানো যায় না তা অবশ্যই সহ্য করে নিতে হয়। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আপনি আপনার পরিবারের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করতে ব্যর্থ হবেন। আপনি নিজের মনোযোগের উপর মনোনিবেশ করুন এবগং মন ভাঙতে দেবেন না। খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে। গোপন শত্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে ব্যগ্র হবে। আপনি যদি আজ কোনও পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরী সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন, যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে ভালো দিন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে। আর্থিক অসুবিধা সমালোচনা এবং বিতর্কের দিকে নিয়ে যাবে। আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয়। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
শিশুদের সঙ্গে আচরণ করার জন্য আপনার একটি কঠিন দিন। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। আজ, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আজ, আপনি আপনার অর্ধাঙ্গীনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। আজ আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন। পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তাঁরা কোন দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। আপনার স্ত্রী আজ চুম্বন করলে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আপনার যন্ত্রণা দূরে চলে যাবে।

 

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ১৩ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২৮ জুলাই ২০১৯ইং ২৪ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ রবিবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্৭৫%, সামাজিক বিবাহে ৭১%, প্রেমের ক্ষেত্রে ২১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
সুখী জীবনের স্বার্থে নিজের একগুঁয়েমি দূর করুন, এরফলে নিছক সময় নষ্ট হয়। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন। ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশী বিরক্তিকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হতে পারে। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যহত করছিল।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আপনার স্ত্রীর সত্যিই কিছু মনযোগের প্রয়োজন; এই কারণে আপনি যখন ঘরে থাকেন একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
এই মূহুর্তের প্রয়োজন হল আত্মসংযম যা আপনার চরিত্রে সারবত্তা। অহেতুক চাপ নেওয়ার কোন প্রয়োজন নেই যেহেতু সাক্ষাতটি আপনার পক্ষে লাভদায়কই হবে। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে। খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে। পরিবারে কোন বয়স্ক ব্যক্তির স্বাস্হ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
বয়স্ক ব্যাক্তিরা তাঁদের স্বাস্থ্যের যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ১৪ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ২৯ জুলাই ২০১৯ইং ২৫ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ সোমবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্৭৫%, সামাজিক বিবাহে ৯১%, প্রেমের ক্ষেত্রে ৩১% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
মেজাজ খারাপের জন্য আপনি অফিসে বিতর্কের কারণ হতে পারেন। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। আজ আপনি সব পরামর্শই সমালোচনা হিসাবে নেবেন এতে আপনার মেজাজ নষ্ট হয়ে যাবে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে। কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে।
মিথুন (মে ২১- জুন ২০):
কোন গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন বিশেষত বাঁকগুলিতে। কারোর অবহেলা হয়তো আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
এমনকি পুরস্কার/উপহারও আজ আপনার ভালোবাসার মানুষটির মেজাজ পাল্টাতে সাহায্য করতে পারবে না। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না। এর থেকে বরং নিজের দিকে নজর দিন। কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে নাহলে নির্ভরশীলতা এসে যাবে। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
দিনের পরের ভাগে আরাম করুন। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। বিবাহিত জীবন আজ একটি পলকা সময় অভিজ্ঞতা করতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। এমন একটি দিন যেখানে শেষ মূহুর্তে আপনার পরিকল্পনাগুলিতে পরিবর্তন করা হতে পারে। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে; তাকে সাহায্য করুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আপনার জীবনের ভালবাসা, আপনার স্ত্রী, আজ অসুস্থ হতে পারেন। খুব সাবধান।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। আপনি আপনার স্ত্রীর থেকে আজ এটি যথেষ্ট পেতে পারেন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। কর্মক্ষেত্রে জিনিষগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারা দিন ভাল থাকবে।

আপনার ভাগ্য : জ্যোতিষরাজ’ দৃষ্টিতে-আজ ১৫ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ৩০ জুলাই ২০১৯ইং ২৬ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ মঙ্গলবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্৮১%, সামাজিক বিবাহে ৯১%, প্রেমের ক্ষেত্রে ৩৫% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হোন। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না। যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমনে যান, আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে।
মিথুন (মে ২১- জুন ২০):
আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে স্বীকৃতি লাভ করতে পারেন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। কর্মক্ষেত্রে আজকে আপনি সত্যিই বিরক্তিকর কাজ পেতে পারেন; ঝিমুনিই এর সম্ভাব্য কারণ।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
আপনি আপনার নিজের মতই রয়েছেন-সহকর্মী/ সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন। মনের কথা বলতে ভয় পাবেন না। আপনার স্ত্রী আপনাদের বিবাহ সম্বন্ধে সত্যিই একটি ঠুনকো ভাব বোধ করতে পারেন, ওনার ব্যাপারে সংবেদনশীল হবার চেষ্টা করুন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবে, এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন। যদি আপনি যথাযথ উপদেশ না নিয়েই বিনিয়োগ করে থাকেন তাহলে ক্ষতি হওয়া সম্ভবপর। বন্ধুরা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকুন। এমন একটি দিন যেখানে শেষ মূহুর্তে আপনার পরিকল্পনাগুলিতে পরিবর্তন করা হতে পারে। আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে-যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে। যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। বাচ্চারা কখনো বন্ধুদের বেশী সময় দিয়ে পড়াশোনায় বা বাড়িতে কম মনোযোগ দেওয়ায় আপনার অসন্তুষ্টির কারণ হতে পারে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। আপনার খরচ বৃদ্ধি আপনার মনকে ভাবিত করে তুলবে। আপনি কোন বিষয়ের সমাধান করতে গেলে মেজাজ এবং পরিকল্পনার পরিবর্তন প্রভাবশালী হয়ে উঠবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
গার্হস্থ্য বিষয়ক সমস্যা আপনাকে ভারাক্রান্ত করতে পারে এবং আপনার কাজের দক্ষতা নষ্ট করতে পারে। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্থ করতে পারে। আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিং-এর সময় অতিরিক্ত যত্ন নিতে হবে।
আজ ১৬ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ, ৩১ জুলাই ২০১৯ইং ২৭ জিলকদ ১৪৪০ হিজরী, রোজ বুধবার, তিথি, কৃষ্ণ তৃতীয়া, পশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশি জাতক/জাতিকা।দাম্পত্ত জীবনের ক্ষেত্রে এরা শান্৮১%, সামাজিক বিবাহে ৮১%, প্রেমের ক্ষেত্রে ৩৮% জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
প্রেমের জন্য দিনটি শুভ। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিছু উত্তেজনা খুঁজে বের করুন। কোনো চক্রান্তের শিকার হয়ে আপনি কোনোভাবে অসম্মানিত হতে পারেন।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আজ আপনি আপনার ভালোবাসার মানুষটির খুবই অভাব অনুভব করতে পারেন। বৃশ্চিক জাতিকারা কর্মক্ষেত্র ও সন্তানের শরীর নিয়ে চিন্তায় থাকবেন। তবে প্রেম নিয়ে পরিবারের কোনো সদস্যের সঙ্গে মতের অমিল হতে পারে। যাত্রাযোগ মিশ্র।
মিথুন (মে ২১- জুন ২০):
বিপদের সময় ধৈর্য্য হারাবেন না। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আসতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ। জাতিকাদের সতর্ক থাকতে অতি আকর্ষণীয় যেকোনো প্রস্তাব সম্পর্কে। প্রেমযোগ ক্ষীণ।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
সমস্যা থেকে বেরোতে পরিবারের সাহায্য নিন। প্রেমের প্রস্তাব করতে চাইলে আজকের দিনে প্রস্তাব পেশ করুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার রাশিচক্রে শুভযোগ বাড়বে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। কার্ডে রোম্যান্টিক পরশে পরিবর্তন আশা করতে পারেন। দায়িত্বগ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে।ভ্রমণ
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
পারিবারিক জীবনে সঠিক মনোযোগ এবং সময় দিন। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। অফিসে ভিডিও গেম খেলার জন্য আজ আপনাকে অত্যধিক মূল্য চোকাতে হতে পারে।ভ্রমণ-ভোজ এবং আনন্দ আপনাকে আজ এক ভালো মেজাজে রাখবে।মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
আজকের সমস্ত সংবাদে মননিবেশ করুন। প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে। কষ্টসাধ্য কাজ করুন। এই সময়টাকে অন্যভাবে ব্যবহার করুন। নিজের শৈল্পিক স্বত্বাকে এই সময় একটু ঘষেমেজে নিন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
আপনার আবেগ আপনার কাজে বাধা দিতে পারে। তবে আবেগকে উপলক্ষে করবেন না আবার প্রশ্রয়ও দেবেননে। নতুন কোন সুযোগ আসতে চলেছে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
আজকের দিনটা আপনের কড়া শাসনে কাটবে। তা যদি আপনাকে বিব্রত করে, তবে তার থেকে বেড়িয়ে আসুন। একটা দ্বন্দ্ব বেড়েই চলছে আপনার জীবনে, যার সমাধান সূত্র আপনি খুঁজে পাচ্ছেন না।নাহলে আপনাকে আপস করতে হতে পারে। আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যহত করছিল।কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। এটি একটি বাজে দিন হয়ে যেতে পারে। সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রাষ্টাচার হতে পারে।