• মঙ্গলবার , ২৮ জানুয়ারী ২০২৫

‘আন্তর্জাতিক মানবপাচার-জিম্মিকারী চক্রের’ ১৫ সদস্য পাকরাও


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৯ জানুয়ারী ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

স্টাফ রিপোর্টার  :  রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘আন্তর্জাতিক মানবপাচার ও manobpacher-www.jatirkhantha.com.bdজিম্মিকারী চক্রের’ ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি বার্তায়।

জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান। তিনি জানান, ওই ১৫ জনের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও অর্থ জব্দ করা হয়েছে। তাঁদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা হবে।