• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

আনন্দ উৎসবের নববর্ষ আজ যেভাবে পালিত হচ্ছে


প্রকাশিত: ৯:২৪ এএম, ১৪ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

আসমা খন্দকার  :  জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে কেবল বাংলাদেশের অভ্যন্তরেই নয়, পৃথিবীর 2যেখানেই বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে সবাই পয়লা বৈশাখে বর্ণাঢ্য উত্সবের আয়োজন করবে। আনন্দ-উত্সবের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। রাজধানীসহ সারাদেশের মানুষ বাংলা গান, কবিতা, শোভাযাত্রা, নাচসহ নানান আয়োজনে দিনটিকে উদযাপন করবে। ছায়ানটের প্রভাতী আয়োজনের মধ্য দিয়েই মূলত শুরু হয় বর্ষ বরণের অনুষ্ঠান।

প্রতিবছরের মতো এবারও ভোর সোয়া ৬টায় শুরু হয় ছায়ানটের অনুষ্ঠান। নববর্ষ আবাহনের আয়োজনে এবারের বিষয়- ‘মানবতা’। বটমূলের আয়োজনের এবার ৪৯ বছর। অনুষ্ঠান শেষ হয় সকাল সাড়ে ৮টার মধ্যে।

প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। ১৯৮৯ সাল থেকে শুরু হয়ে এখন এ শোভাযাত্রা নববর্ষ উদযাপন সংস্কৃতির অংশ হয়ে গেছে। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল থিম ‘মা ও শিশু’। উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলা নববর্ষকে বরণ করে নিতে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজন হয় হাজারও শিল্পীর অংশগ্রহণে হাজারও কণ্ঠে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই এবং ভারতের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল জি বাংলা।

‘জাগো নব আনন্দে’ আহ্বান নিয়ে শাহবাগে শিশুপার্কের সামনে নারকেলবীথি চত্বরে ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজন করে বর্ষ বরণের আয়োজন। আজ সকাল সাড়ে ৭টায় এই অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) বর্ষ বরণ উলেক্ষে আয়োজন করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী। সকাল ৮টায় শুরু হবে বর্ষ বরণের এই আয়োজন।

নববর্ষকে বরণ করতে শোভাযাত্রা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক থেকে সকাল ৭টায় শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী  লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ ।

মুক্তিযুদ্ধ জাদুঘর সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বর্ষবরণ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠান। ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে খৈ, মুড়ি, মুড়কি, পান্তাসহ নানা ধরনের খাওয়া আর সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি বর্ষ বরণ উপলক্ষে এই সংগঠন আয়োজন করে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালা। সকাল সাড়ে ৮টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে আয়োজন করা হয় বিশেষ আয়োজন। সকাল ৭ টা ৪৫ মিনিটে এ অনুষ্ঠানের উদ্বোধন ।

পহেলা বৈশাখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত  হয় মঙ্গল শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য ‘ধীর এবং স্থিরতায় জীবনের লক্ষ্য অর্জিত হয়’।

কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে বর্ষ বরণে শোভাযাত্রা ও দিনব্যাপী বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

সারগাম ললিতকলা একাডেমি নববর্ষ উদযাপন করবে ধানমন্ডি লেক পাড়ে। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, শিশু একাডেমি, মুক্তিযোদ্ধা ক্লাব, বেণুকা ললিতকলা কেন্দ্র, প্রাইম এশিয়া ইউনিভার্সিটিসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন বর্ষ বরণের অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, র্যাডিসন ব্লু, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি, খাজানাসহ হোটেল-রেস্টুরেন্টগুলোর উদ্যোগে উদযাপিত হবে নতুন বছরের উত্সব। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবের উদ্যোগেও পহেলা বৈশাখ উদযাপিত হবে।