• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

আধুনিক এফবিসিসিআই গড়ে তুলব:শিল্প প্রতিষ্ঠান বাড়িয়ে বেকারত্ব দূর করবো:মাতলুব আহমাদ


প্রকাশিত: ২:০১ এএম, ২৪ মে ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

  Matlub ahamed-www.jatirkhantha.com.bdm-3এস রহমান.ঢাকা:  এফবিসিসিআই পরিচালক নির্বাচনে জয়ী হয়েছেনfbcci-election-400x224 মাতলুব আহমাদের নেতৃত্বাধীন ব্যবসায়ী উন্নয়ন পরিষদ প্যানেল।  দেখা গেছে ব্যবসায়ী উন্নয়ন পরিষদ থেকে ১২ জন এবং স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে ৩ জন পরিচালক সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জয়ী হয়ে উন্নয়ন পরিষদের  প্রার্থী নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, এবারের এফবিসিসিআই হবে একটি ইউনাইটেড এফবিসিসিআই। নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়। সবচেয়ে বড় বিষয় হলো আমরা সবাই ব্যবসায়ী। আমরা সবাই ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবো। আমরা সকলে মিলে আগামী দিনে একটি ইউনাইটেড এফবিসিসিআিই গড়ে তুলবো।

শনিবার এফবিসিসিআই নির্বাচেনর চেম্বাmatlub associat-www.jatirkhantha.com.bdরের ফলাফল ঘোষণার পর এফবিসিসিআিই সভাপতি পদে উন্নয়ন পরিষদের প্রার্থী আবদুল মাতলুব আহমাদ বলেন, সারা দেশে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়ে দেশের বেকারত্ব দূর করবো। যে পরিকল্পনা নিয়ে নির্বাচন করেছি তা বাস্তবায়ন করবো।

এসময় স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের প্রার্থী মনোয়ারা হাকিম আলী বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকে। নির্বাচন করেছি এটাই বড় কথা। আমরা সবাই একই পরিবারে সদস্য।

এফবিসিসিআই নির্বাচন বোর্ড জানিয়েছে, মোট ভোটের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে উন্নয়ন পরিষদের প্রার্থীদের মধ্যে ময়মনসিংহ চেম্বারের মো. আমিনুল হক শামীম ৩৩৫, চুয়াডাঙ্গা চেম্বারের দিলীপ কুমার আগারওয়াল ৩১৮, কিশোরগঞ্জ চেম্বারের গাজী গোলাম আসরিয়া ৩১২, গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম ২৯৬, বরিশাল চেম্বারের মো. নিজাম উদ্দিন ২৯৫, নরসিংদী চেম্বারের প্রবীর কুমার সাহা ২৮৫, সুনামগঞ্জ চেম্বারের মো. নুরুল হুদা মুকুট ২৬৪, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হাসিনা নেওয়াজ ২৫৫, মেহেরপুর চেম্বারের নাগিবুল ইসলাম দিপু ২৪৯, নারায়ণগঞ্জ চেম্বারের মো. বজলুর রহমান ২৪০, গাজীপুর চেম্বারের মো. আনোয়ার সাদাত সরকার ২৩৯, জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু ২১৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

এছাড়া স্বাধীনতা পরিষদের বর্তমান সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ২৯৩, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু ২৩৩ এবং কুমিল্লা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসুদ পারভেজ খান (ইমরান) ২৪৬ পরিচালক নির্বাচিত হয়েছেন। সমান ভোট পেয়েছেন একই প্যানেলের মুন্সিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোহিনুর ইসলাম এবং শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মোহাম্মদ মাসুদ। তারা প্রত্যেকেই ২০৫ ভোট করে পেয়েছেন। এদের থেকে লটারির মাধ্যমে একজনকে পরিচালক নির্বাচিত করা হবে।