• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

আধা ঘণ্টা লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ৪:৫৩ এএম, ১১ অক্টোবর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

23সচিবালয় প্রতিনিধি  :  সচিবালয়ে কয়েক মাস আগে বসানো নতুন একটি লিফটে আটকা পড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে প্রায় আধা ঘণ্টা পর লিফটের দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।22এ বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আব্দুল জলিল জানান, মন্ত্রীর লিফটে আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে তারা আসেন। তৃতীয় তলায় লিফটের গেইট ভেঙে তারা মন্ত্রীকে বের করেন।

মন্ত্রীর সঙ্গে লিফটম্যানসহ মোট সাতজন আটকা পড়েছিলেন। বৈদ্যুতিক গোলযোগের জন্য লিফট আটকে গিয়েছিল বলে ধারণা করছি।প্রতক্ষদর্শী একজন কর্মকর্তা জানান, সোমবার বিকাল ৪টার আগে সচিবালয়ের নিজের দপ্তর থেকে বের হয়ে লিফটে ওঠেন নাসিম। চারতলা থেকে তিন তলা পর্যন্ত নামতেই লিফট আটকে যায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। পরে সচিবালয়ে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। তাদের সঙ্গে পরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে আসা অন্যরাও যোগ দেন।আধা ঘণ্টা পর লিফটের দরজা ভেঙে মন্ত্রীসহ সবাইকে বের করা হয় বলে ওই কর্মকর্তা জানান।