• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

আদনান হত্যায় জড়িত ৮ ‘ডিসকো বয়েজ’-‘বিগ বস’ ক্যাডার পাকরাও


প্রকাশিত: ১১:০৫ এএম, ৮ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

স্টাফ রিপোর্টার :  স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে ৮ adnan-killed-www.jatirkhantha.com.bdজনকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার সারা রাত অভিযান চালিয়ে উত্তরা এলাকায় তাদের গ্রেফতার করা হয়।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় মঙ্গলবার সারা রাত অভিযান চালানো হয়। পরে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্রুপের আট সদস্য গ্রেফতার করা হয়েছে। বুধবার এবিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত ৬ জানুয়ারি স্থানীয় গ্রুপের দ্বন্দ্বে খুন হন অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবির। ঘটনার দিন রাতে আদনানের বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। কবির হোসেন উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫নং রোডের বাসিন্দা। তিনি রড-সিমেন্টের ব্যবসা করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। কবির হোসেনের তিন ছেলের মধ্যে আদনান দ্বিতীয়।