• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

আজ বিকেলে সাকিব মুস্তাফিজ যুদ্ধ


প্রকাশিত: ১১:৫৬ এএম, ৩০ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩১ বার

স্পোর্টস রিপোর্টার   :   বাংলাদেশের ক্রিকেটামোদীরা আইপিএল দেখেন মূলত দুই তারকা ক্রিকেটার sakib-Mustafij-www.jatirkhantha.com.bdসাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের জন্য। কলকাতা নাইট রাইডার্স ও সান রাইজার্স হায়দরাবাদের খেলা থাকলে ক্রীড়ামোদীরা বসে যান টিভির সামনে। আজ দুই তারকাই মাঠে নামছেন। বিকালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় সাকিবের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে ডেয়ার ডেভিলসের। অন্যদিকে ঘরের মাঠে রাতে মুস্তাফিজের সান রাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
1
আগের ম্যাচে বোলিংয়ে ভালো করতে পারেননি কাটার মাস্টার, তাই তার দলও হেরে যায়। তবে এ ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী মুস্তাফিজ। সাকিব আল হাসান বোলিং ভালো করলেও এখনো ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমেও রান পাননি। তবে বোলিংয়ে ভালোই করেছেন।