• শুক্রবার , ৩ মে ২০২৪

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন:হাসিনা


প্রকাশিত: ৪:০৯ পিএম, ৮ জুলাই ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

taroka-www.jatirkhantha.com.bd.00বিনোদন রিপোর্টার :  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আজ বসবে ‘তারকামেলা’ । জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’। আসরে ২০১৬-এর পূর্বঘোষিত বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
film-l-20180405161613
এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ফারুক ও ববিতা। শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল), শ্রেষ্ঠ পরিচালক অমিতাভ রেজা (আয়নাবজি), শ্রেষ্ঠ গায়িকা মেহের আফরোজ শাওনসহ (কৃষ্ণপক্ষ) ২৪টি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রাহকসহ মোট সাতটি পুরস্কার পাচ্ছে। পুরস্কার অর্জনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি।সেরা গীতিকার, সেরা সুরকার ও সেরা সংগীত পরিচালকসহ চারটি পুরস্কার পাচ্ছে ছবিটি। তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘অজ্ঞাতনামা’ পাবে সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা কাহিনিকার এবং সেরা খল অভিনেতার পুরস্কার। গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ পেয়েছে তিনটি পুরস্কার। প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও একাত্তর মিডিয়া লিমিটেড।