• রোববার , ২৬ জানুয়ারী ২০২৫

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১:৩০ এএম, ১২ জানুয়ারী ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৫ বার

বিশেষ প্রতিনিধি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের তিন বছর পূর্তি ppউপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে একযোগে এই ভাষণ সম্প্রচারিত হবে।

তৎকালীন বিরোধী দল বিএনপিসহ নিবন্ধিত প্রায় তিন-চতুর্থাংশ দলের বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জোট সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি। বৃহস্পতিবার এই সরকার তিন বছর পূর্ণ করতে যাচ্ছে।