• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

আগামী ২২ মে দিবাগত রাতে শবে বরাত


প্রকাশিত: ১:২৮ এএম, ৮ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

স্টাফ রিপোর্টার  :    আজ শনিবার সারাদেশের কোথায়ও চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস শুরু হবে সোমবার থেকে। আর ২২ মে দিবাগত রাতে পালিত হবে শবে বরাত।
22
শনিবার মাগরিবের নামাজ শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ২৯ রজব। কিন্তু আজ সারাদেশের কোথায়ও চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৮ মে ৩০ রজব পূর্ণ হবে। এ হিসাবে ৯ মে পহেলা শাবান মাস।