• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ইজতেমা


প্রকাশিত: ৭:৩২ এএম, ২ ফেব্রুয়ারি ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৫১ বার

টঙ্গী : বিশ্ব ইজতেমার দ্বিতীয় এবং শেষ পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমা সমাপ্ত হয়। মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মো. যোবায়রুল হাসান। মোনাজাতে দেশ, জাতি, উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আগামী বছর ইজতেমার আগাম তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী বছর ৯-১১ জানুয়ারি প্রথম পর্ব ও ১৬-১৮ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেয়া হয়েছে। এর আগে আজ লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করেছেন। ফজর নামাজের পর মূল মঞ্চ থেকে হেদায়েতি বয়ান করছেন ভারতের মাওলানা শা’দ। এদিকে গতরাতে আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে মারা গেছেন ১০ জন মুসল্লি। এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মানুষ ছুটছেন তুরাগ তীরে। দ্বিতীয় পর্বেও ইজতেমায় পাঁচ হাজারেরও বেশি বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। ভোর ৫টায় আব্দুল্লাহপুর ও ভোগড়া বাইপাস এলাকায় পুলিশ বেরিয়ার দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে মোনাজাতে শরিক হতে ছুটছেন ধর্মপ্রাণ মুসলমানগণ। ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। মাওলানা শা’দের বয়ানের পরই লাখো মুসল্লির উদ্দেশ্যে কিছুক্ষণ বয়ান করবেন ভারতের মাওলানা জোবায়রুল হাসান। এরপর তিনিই পরিচালনা করবেন বহুল কাঙ্খিত আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের এবারের বিশ্ব ইজতেমা।