আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ-এরশাদ বিরোধী বক্তব্যে-করিম ভরসা বহিস্কার
এস রহমান : আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে রংপুরে জাতীয় পার্টির সাবেক এমপি ও দলের প্রেসিডিয়াম সদস্য করিম উদ্দিন ভরসাকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রংপুরে আওয়ামী লীগের কোনো এক সভায় গিয়েছিলেন তিনি। সেখানে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে তিনি কথা বলেন।
এছাড়া বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক দলে প্রয়োজন নেই, বিধায় সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে দলের সকল পদ ও দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।