• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

আইসিবি ইসলামি ব্যাংকে টাকা নাই-মৌলভীবাজার শাখা গ্রাহকরা আতংকে


প্রকাশিত: ১১:১৬ পিএম, ১৭ মে ২৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

 

মৌলভিবাজার প্রতিনিধি : সংগ্রহে পর্যাপ্ত টাকা না থাকায় আইসিবি ইসলামি ব্যাংক মৌলভীবাজার শাখা গ্রাহকদের নিয়মিত টাকা দিতে পারছে না। গ্রাহকেরা বেশি পরিমাণে টাকা তুলতে চাইলেও শাখাটি ১০–২০ হাজারের বেশি দিতে পারছে না। প্রায় দেড়-দুই মাস ধরেই এমন পরিস্থিতি চলছে। এতে গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

মৌলভীবাজার শহরের কোর্ট রোডের চৌমোহনা এলাকায় অবস্থিত আইসিবি ইসলামিক ব্যাংকের শাখায় বেশ কিছু গ্রাহক টাকা তুলতে এসেছেন। তাদের কেউ কেউ কর্মকর্তাদের সামনের চেয়ারে বসে আছেন, কেউ কেউ ক্যাশ কাউন্টারে দাড়িয়ে আছেন। উদ্বেগ–উৎকণ্ঠা নিয়ে তাদের কেউ কেউ জানতে চান, টাকা পাবেন কি না, পেলে কত পাবেন। বেলা ১১টা পর্যন্ত গ্রাহকদের এই শাখায় থাকা টাকা থেকে কিছু কিছু করে দেয়া হয়েছে। কর্মকর্তারা গ্রাহকদের আশ্বাস দিয়ে বলেন, কাউকেই একেবারে খালি ফেরত দেয়া হচ্ছে না। প্রধান কার্যালয় থেকে টাকা পাওয়া সাপেক্ষে বেশি করে দেয়া হবে।

কয়েকজন গ্রাহক জানান, তারা দীর্ঘদিন ধরেই আইসিবি ইসলামিক ব্যাংকের এ শাখায় লেনদেন করছেন। তাদের অনেকের আত্মীয়স্বজন বিদেশ থেকেও এই ব্যাংকে টাকা পাঠিয়ে থাকেন। অ্যাকাউন্টে টাকা আছে। চেয়েছি ২০ হাজার, দেয়া হচ্ছে ১০ হাজার। তারা (ব্যাংক কর্তৃপক্ষ) টাকা দিতে পারছে না। ব্যাংকে টাকা নাই।

ব্যাংকের কর্মকর্তাদের জানান, রোজার কিছুটা আগে থেকে আইসিবি ইসলামিক ব্যাংকের এই শাখায় নগদ টাকার সংকট চলছে। যেসব গ্রাহক ৫০ হাজার বা ১ লাখ টাকা তুলতে চাইছেন, তাদের কাউকে ১০ হাজার, আবার কাউকে ২০ হাজার টাকা দেয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এভাবে চলায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আতঙ্কে টাকা তুলতে ভিড় করছেন। সাধারণত যেখানে প্রতিদিন ৪০–৫০ জন গ্রাহক টাকা তুলতে আসতেন, সেখানে এখন ১০০–১৫০ জন আসছেন। কেউ কেউ টাকা কবে তুলতে পারবেন, সেই খোঁজ নিতে ব্যাংকে আসেন। এই শাখায় বর্তমানে চার শতাধিক গ্রাহক রয়েছেন বলে কর্মকর্তারা জানান।