• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে’ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ


প্রকাশিত: ৩:১৫ পিএম, ৩ ডিসেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১০ বার

 
সাভার প্রতিনিধি : সাভারের আমিনবাজারের হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 1পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে হাফিজুরকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর’ সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

হাফিজুরের স্ত্রী অভিযোগ করেন, শুক্রবার ভোরে একদল ব্যক্তি পুরান ঢাকায় তাঁদের এক আত্মীয়ের বাড়িতে ঢুকে হাফিজুরকে মারধর করেন। একপর্যায়ে ওই ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে হাফিজুরকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যান।

এরপর পরিবারের সদস্যরা সাভার মডেল থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে খোঁজ করে হাফিজুরের কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হাফিজুরের পরিবারের সদস্যরা জানান, হাফিজুরের নামে সাভারের আমিনবাজার থানায় একটি মামলা রয়েছে। তাঁকে আটক বা গ্রেপ্তার করা হলে কেন আদালতে সোপর্দ করা হয়নি, এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আর পুলিশও কিছু জানাচ্ছে না বলে দাবি পরিবারের সদস্যদের। থানায় উপস্থিত পরিবারের সদস্যরা অবিলম্বে হাফিজুরের সন্ধান দাবি করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।’