• বৃহস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫

আইনজীবী সোহেল হত্যাকারী একই পরিবারের ৪ জনের ফাঁসি


প্রকাশিত: ৪:৫৭ পিএম, ২৩ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

 

মোস্তফা কামাল প্রধান : অবশেষে ৮ বছর পর বিচার পেলেন গাজীপুরের নিহত আইনজীবী gazipur-shohel marder-www.jatirkhantha.com.bdফিরোজ্জামান ওরফে সোহেল (২৮)।এই হত্যার দায়ে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার সকালে গাজীপুর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এলাকার আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম, ছেলে মো. সজল ও বাপ্পী, একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. বাদল ও তিথি আক্তার। আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পী পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৯ মার্চ শিক্ষানবিশ আইনজীবী সোহেলকে দক্ষিণ ছায়াবিথী এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে পর দিন ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে সোহেলের বাবা সোহরাব উদ্দীন ভাণ্ডারি বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন।