• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

আইনজীবী বুলেটের আর্তনাদ রংপুরে-যেকোনো সময় গুম হতে পারি


প্রকাশিত: ৪:৩৯ এএম, ১২ নভেম্বর ২৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩১ বার

তিনি দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, আমরা যারা বৈষম্য বিরোধি আন্দোলনে জীবন বাজী রেখে রাজপথে থেকেছি তাদের নীচু স্বরে সমীহ করে কথা বলতে হচ্ছে।বলা হচ্ছে, যারা আমাদের গুলি করে হত্যা করেছে তাদের সামনে বিনয়ের সাথে দাঁড়াতে হবে।

 

 

বিশেষ প্রতিনিধি : এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকা রাখায় এখন নিজের জীবন নিয়েই হুমকির মুখে পড়েছেন রংপুরের বিশিষ্ট আইনজীবী সমাজসেবক জোবাইদুল ইসলাম বুলেট।যেকোনো সময় গুম হতে পারি বলেও ভয় পাচ্ছেন তিনি। তিনি দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, আমরা যারা বৈষম্য বিরোধি আন্দোলনে জীবন বাজী রেখে রাজপথে থেকেছি তাদের নীচু স্বরে সমীহ করে কথা বলতে হচ্ছে।

বলা হচ্ছে, যারা আমাদের গুলি করে হত্যা করেছে তাদের সামনে বিনয়ের সাথে দাঁড়াতে হবে। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট ফরমায়েশ অনুযায়ী তৈরি করে সাইজ করা হবে। ১৫ বছর যাদের কারনে নিজ জেলায় থাকতে পারিনি। বাসায় পুলিশি তল্লাশির নামে তাণ্ডব করেছে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করা যাবে না।

মামলার আসামি না ধরার বিরুদ্ধে কথা বললে গুম গ্রেফতারের হুমকি। সেই আগের মতোই মিথ্যা তকমা লাগানোর অপচেষ্টা। মনে হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন আন্দোলন করে হিরো, সেলিব্রেটি আর আমরা জীবন বাজী রেখে গুলি খেয়ে জিরো। যারা রাজপথে শত নির্যাতনেও নির্ভীক রইলাম, তাদের শুধু অপমান নয় ভয়ংকর নির্যাতনের শঙ্কা এখন পদেপদে। তুলে নিয়ে গায়েব করার সেই পুরাতন ষড়যন্ত্র চলছে।

যারা আমাদের আন্দোলনকারিদের বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী ও আইও হয়ে চার্জশীট দিয়েছে, যারা জেল দিয়েছে তারা বহাল তবিয়তে থেকে আমাদের হুমকি দিচ্ছে। প্রতিবাদ করার উপায় নেই। প্রতিবাদ করলেই বিপদ অনিবার্য। আবু সাঈদ তোমার রক্তের অবমাননা আজ পদেপদে। আজ কয়েকজন সুবিধাভোগীর হাতে আবার আমাদের অধিকার বন্দী। প্রতিনিয়ত কন্ঠরোধ হচ্ছে। আমলাদের হাতেই আমাদের সবকিছুই জিম্মি হচ্ছে। যারা লাথি মেরে গুলি করে আমাদের হত্যা করেছে তারাই আমাদের ভাগ্যবিধাতা।