• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

আইজিপি বললেন র‌্যাব-পুলিশে বড় কোন দ্বন্দ্ব নেই


প্রকাশিত: ৫:৩৩ পিএম, ২৮ অক্টোবর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

 

বরিশাল প্রতিনিধি : র‌্যাব পুলিশে বড় কোনও দ্বন্দ্ব নেই। তবে টুকটাক বিষয় নিয়ে বিরোধ থাকতেই পারে। সাম্প্রতিক 1পরিস্থিতিতে র‌্যাব-পুলিশ দ্বন্দ্ব নিয়ে এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি একেএম শহীদুল হক। শুক্রবার সকালে বরিশাল পুলিশ লাইনসে নবনির্মিত পুলিশ ব্যারাক ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, এক ফ্যামিলিতে অনেক সময় ভাই-বোনের মধ্যে ঝগড়া লাগে। টুকটাক ঝগড়া বিবাদ লাগে। এগুলো বড় কিছু নয়। এসব থাকতেই পারে। শহীদুল হক বলেন, পুলিশ র‌্যাব একই পরিবারের সদস্য। এখানে বড় কোনো দ্বন্দ্ব নেই। কাজেই এগুলো কোনো ব্যাপার না। ভবিষ্যতে তারা একসঙ্গে কাজ করবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ড নিয়ে তদন্তের ঘটনায় পুলিশ ও র‌্যাবের বিরোধ সামনে চলে আসে। তাভেল্লা হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দেন র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।পরে তাদের বিরোধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও বক্তব্য দেন। তিনি বলেন, র‌্যাব পুলিশে কোনো বিরোধ নেই।